• খবর ১ :-
Wrestlemania 33-তে Goldberg vs. Brock Lesnar ম্যাচে Goldberg কে শক্তিশালীভাবে উপস্থাপন করার প্ল্যানটি মূলত Lesnar এর ছিল। F4WOnline.com এর রিপোর্টে Dave Meltzer জানায়, Lesnar জানতো সে universal চ্যাম্পিয়ন হবে এবং সে চেয়েছিল ওই ম্যাচে যতটুকু সম্ভব Goldberg কে শক্তিশালী রূপে উপস্থাপন করাতে।
• খবর ৩ :-
শোনা যাচ্ছে, WWE-র জনপ্রিয় শো The Stone Cold Podcast-এর ফাইনাল/রিটার্নিং শোতে অতিথি হয়ে আসবেন The Undertaker.
তাছাড়া আরো কিছু কিছু সুপারস্টার -New Day, The Hardy Boyz, Goldberg, Charlotte Flair, Kurt Angle and WWE Champion Randy Orton-কে শোতে দেখা জেতে পারে বলে রিপোর্ট করা হচ্ছে।
অন্যদিকে আরো শোনা যাচ্ছে এই শো-র রিটার্ন নির্ভর করছে এতে Umdertaker অংশগ্রহণ করবে কিনা তার উপর। The Deadman এবারের #Wrestlemania-তে বিগ ডগের সাথে খেলেছে কয়েক সপ্তাহ আগে আর হেরেছেও। অনেকেরের মতেই এটাই Undertaker-এর লাস্ট ম্যাচ ছিল।
উল্লেখ্য The Stone Cold Podcast শোটি কয়েক মাস আগে বন্ধ করে দেয়া হয়েছিল যখন Ambrose এই শো-তে গিয়ে WWE অফিসিয়াল আর রেস্লারদের নামে কিছু অপ্রীতিকর কথা বলেছিল বলে। তাই এই শো এতদিন অফ রাখা হয়েছিল।
• খবর ৪ :-
এ সপ্তাহে #Raw-তে The Miz তার প্রমোতে বলেছিল, Ambrose-তার মোমেন্টাম হারিয়ে ফেলেছে যার জন্য তাকে এবারের #Wrestlemania-তে ভাল মতো সেটই করা হয় নাই। ফলে তাকে Intercontinental Championship ম্যাচ কিকঅফ শো-তে রাখা হয়েছিল। আর এর কারণ সে অলস ছিল।
Dave Meltzer সম্প্রতি Wrestling Observer Radio জানিয়েছে - The Miz-এর এই মন্তব্য বা স্টেটমেন্ট Miz-কে দিয়ে WWE TV-তে বলানো হয়েছে কারণ ব্যাকস্টেজের অফিশিয়ালরা অনেকেই এটা মনে করে যে Ambrose বর্তমানে নিজেকে তার জায়গা নিখুঁত বা নিজের সেরাটা দিচ্ছে বলে মনে করছে আর এটার জন্য তাকে ব্যাকস্টেজে হিটও পেতে হচ্ছে। SmackDown ড্রাফটের সময় যখন Dean Ambrose-কে আগে পিক করেছিল তখন তাদের উদ্দেশ্য এক্টাই ছিল যে Dean-কে সেখানে মেইন ফেস বানানো হবে। কিন্তু তারা তেমন উন্নতি না দেখতে পেয়ে AJ styles-এর উপর নজর দিয়েছেল যে Dean-এর পরিবর্তে কাজ করবে।
• খবর ৫ :-
IMPACT Wrestling এবং Lucha Libre AAA একটি cross-promotional ডিল করেছে!! অর্থাৎ উভয় কোম্পানির রেসলার রা উভয় কোম্পানি তে গিয়ে রেসলিং করবে!! আর এটা মূলত করা হয়েছে তাদের আসন্ন mutual milestone এর জন্য, অর্থাৎ 15th anniversary of IMPACT Wrestling এবং 25th anniversary of Lucha Libre AAA এর PPV দ্বয়টি হিট করার উদ্দেশ্যে!
তাদের এই talent exchange টি হবে July 2 তে IMPACT Wrestling এর ১৫তম anniversary PPV Slammiversary XV তে! এই blockbuster pay-per-view eventএ AAA থেকে কিছু top talent রা আসবে।
আর অন্যদিকে AAA এর 25th Anniversary PPV Triplemania XXV তে IMPACT Wrestling এর Top স্টার রা রেসলিং করবেন এবং একটি IMPACT championship titleও ডিফেন্ড করা হবে সেখানে। আর এই দুই organizations খুব শীঘ্রই co-branded live tours করতে চলেছে US, UK এবং ASIA জুড়ে!!
• খবর ৬ :-
Tommy Dreamer জানিয়েছে, Shane-কে এখন #UFC-র সাথে কাজ করা উচিত। কারণ সে একজন "Real Badass" অ্যান্ড সে যেকেউকে খুব সহজেই পাঞ্চ মেরে নক আউট করে দিতে পারবে।
এ ব্যাপারে Bubba Dudley-ও তার সাথে একমত প্রশমন করেছে। সে বলে - Shane হলো এমন এক মন্সটার যে রিং-এ একপ্রকার চিন্তা নিয়ে ফাইট করে যেন "হারাতে হলে তাকে মারতেই হবে" আর তার ফাইটিং স্কিলও MMA-র ফাইটারদের মত।
• খবর ৬ :-
Tommy Dreamer জানিয়েছে, Shane-কে এখন #UFC-র সাথে কাজ করা উচিত। কারণ সে একজন "Real Badass" অ্যান্ড সে যেকেউকে খুব সহজেই পাঞ্চ মেরে নক আউট করে দিতে পারবে।
এ ব্যাপারে Bubba Dudley-ও তার সাথে একমত প্রশমন করেছে। সে বলে - Shane হলো এমন এক মন্সটার যে রিং-এ একপ্রকার চিন্তা নিয়ে ফাইট করে যেন "হারাতে হলে তাকে মারতেই হবে" আর তার ফাইটিং স্কিলও MMA-র ফাইটারদের মত।
• খবর ৭ :-
বিয়ে করতে যাচ্ছেন "The Dangerous Woman on the planet" খ্যাত Ronda Rousey!
TMZ Sports অনুযায়ী UFC Bantamweight Star Ronda Rousey তার বয়ফ্রেন্ড UFC Heavyweight Star Travis Browne এর সাথে দুই বছর ধরে সম্পর্কে লিপ্ত আছেন। এখন শুধু ডেটিং নয় বরং তারা দুজন এখন একসাথে থাকবেন বলে জানিয়েছেন।
TMZ Sports কে Browne জানিয়েছে যে, সে নিউজিল্যান্ড এ একটি ঝর্ণার নিচে রোন্ডা কে প্রোপোজ করেছে এবং রোন্ডা তার প্রোপোজ এক্সেপ্ট করেছে। তিনি আরো বলেন, সে জায়গাটা তার জন্য উপযুক্ত বলে মনে হয়েছিলো।
এটা Ronda Rousey এর প্রথম এবং Browne এর দ্বিতীয় বিয়ে হতে চলেছে। Browne তার প্রাক্তন স্ত্রী Jenna Renee Webb কে ২০১৫ তে অফিসিয়ালি ডিভোর্স দিয়ে দিয়েছে Ronda এবং Browne ঠিক কবে বিয়ে করছেন এ ব্যাপারে আপাতত কিছু জানা যায়নি।
• খবর ৮ :-
Former TNA Tag Team Champion Crazzy Steve খুব সম্ভবত এই কোম্পানি ছাড়তে চলেছে। তবে সে গতকালের Impact Wrestling television tapingএ উপস্থিত ছিল!! Steve তার Impact Wrestling debut করে 2014 সালের Aprilএ। সে আজ Twitterএ thankyou impact জানিয়ে একটি tweet করে।
প্রসঙ্গত, রুমর উঠেছে যে Homicideও Impact Wrestling এর সঙ্গে আর নেই কারণ সে IMPACT websiteএর Alumni সেকশনএ লিস্টেড রয়েছে। কিন্তু অনেকের মতে এটি একটি webএর error/bug কারণ Homicide গতকাল tapingsএ উপস্থিত ছিল।
আরেকদিকে বর্তমান Impact Wrestling Tag Team Champions LAX রা IMPACTএর websiteএ Tag Champions sectionএ নেই। এজন্য অনেকেরই ধারণা যে এটা webগত bug/error।
• খবর ৮ :-
Former TNA Tag Team Champion Crazzy Steve খুব সম্ভবত এই কোম্পানি ছাড়তে চলেছে। তবে সে গতকালের Impact Wrestling television tapingএ উপস্থিত ছিল!! Steve তার Impact Wrestling debut করে 2014 সালের Aprilএ। সে আজ Twitterএ thankyou impact জানিয়ে একটি tweet করে।
প্রসঙ্গত, রুমর উঠেছে যে Homicideও Impact Wrestling এর সঙ্গে আর নেই কারণ সে IMPACT websiteএর Alumni সেকশনএ লিস্টেড রয়েছে। কিন্তু অনেকের মতে এটি একটি webএর error/bug কারণ Homicide গতকাল tapingsএ উপস্থিত ছিল।
আরেকদিকে বর্তমান Impact Wrestling Tag Team Champions LAX রা IMPACTএর websiteএ Tag Champions sectionএ নেই। এজন্য অনেকেরই ধারণা যে এটা webগত bug/error।
• ক্রেডিটঃ
- প্রো-রেসলিং ইউনিভার্স - PWU
- ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme
- Nayeem Ahmed