প্রো রেস্লিং এ একটা সময় ছিল যখন আমেরিকান প্রো রেস্লিং ছাড়া বিশ্ব আর কিছুই বুঝতোনা হোক সেটা WWE আর WCW । সে সময়ে না ছিল পন্ডিত গণ না ছিল জ্ঞানের পাহাড়। তারা শুধু রেস্লিং কে উপভোগ করতো। স্টোরিলাইন এর উপর, গিমিকের উপর যা দেখতো তা নিয়েই উতসাহি থাকতো।

ধীরে ধীরে ইন্টারনেটের কৃপায় পুরো বিশ্বের জাপান থেকে মেক্সিকো এর প্রো রেস্লিং ও আজ আমরা দেখছি নিমিষেই। স্ক্রিপ্ট, পুশ, বুকিং, ইন রিং স্কিল, মাইক স্কিল ইত্যাদি প্রতিটি নিখুঁত বিষয় আমরা সঠিক ভাবে ধরে ফেলছি। কোন রেস্লারের মাইক স্কিল ভালো, কার রিং স্কিল ভালো সবকিছুই এখন মোটামুটি ইন্টারনেট ব্যবহারকারী দের অধিকাংশের আয়ত্তে।

এখন সকলে শুধু ফেস-হিল দেখে সাপোর্ট দেয়না এখন সকলে দেখে স্কিল। ইতিহাসে প্রো রেস্লিং এর সবচেয়ে প্রধান কিছু ব্যপার গুলো হল, স্টোরিটেলিং, ইন রিং সাইকোলোজি, মুভ সেটস, এক্সিকিউশন, সেলিংস। বর্তমান জেনারশনের প্রায় সকল রেস্লার ই এখন রিং স্কিলে পাকাপোক্ত।

একটা সময়ে জাপানেও ছিল এরকম রিং স্কিলে পাকাপোক্ত রেস্লার এখন যার সংখ্যা ত্রিগুণ। আমেরিকান রেস্লিং এর মধ্যেও এখন গিমিক+স্টোরিলাইন এর সাথে রিং স্কিল এর ব্যপার টি বিশাল হয়ে দাড়িয়েছে। সবাই এখন দারুণ রেস্লিং ম্যাচ চায়।

মজার ব্যপার হলেও সত্যি আমার প্রিয় চাইল্ডহুড রেস্লিং হিরোরা এর থেকেও ছিল বহুদূর বহুদূর আগানো। রেস্লিং করা শুধু রিং স্কিল দিয়ে হয়তবা বর্তমানে ইন্ডি-জাপানীজ-আমেরিকা-মেক্সিকো প্রায় সকল জায়গায় ই সাধারণ।

কিন্তু এই রেসলারের ব্যপার স্যপার ছিল সবকিছু থেকে আলাদা। ড্রামা, ইন্টেন্স, হার্ট বিটিং থিংস ,গ্রেটেস্ট মোমেন্টস, ক্রিয়েটিং হিস্টোরি, ইমোশন, স্টোরিটেলিং, ক্রাউড সেলিং এসবকিছু তে এনার ধারে কাছেও কেউ কোনোদিন আসতে পারবে কিনা সন্দেহ।

রেস্লিং শুধু মুভ সেলিং, এক্সিকিউশন দিয়েই হয়না। যার কারণে বর্তমানে আমেরিকান প্রমোশন গুলোতে এতো আধুনিক সব দারুণ প্রো রেস্লার থাকা সত্যেও তারা দর্শক গণ এর চাহিদা মেটাতে পারছেনা।

পিউর রেস্লিং এবং সেলার হিসেবে Aj Styles, Seth Rollins, Kevin OWens, Samoa Joe, Sami Zayn রা থাকলেও, হাই ভোল্টেজ ক্রাউড নয়েজ ক্রিয়েট করার জন্য Roman Reigns এর মত রেস্লার থাকলেও Money Making Machine হিসেবে Brock Lesnar, John Cena রা থাকলেও, মাইকে দর্শক দের মাতানো The Miz, Dean Ambrose, Kevin Owens এর মত রেস্লার রা থাকলেও, ইমোশন, ম্যাডনেস, ক্রেজি ক্রাউডস, গড গিফটেড লেজেন্ডস ক্রিয়েট করতে তাদের সময় লেগে যাবে ঢেড়।

তাদের মত ইমোশন, স্টোরিটেলার, ক্রাউড মাতানো Austin, Cm Punk, Daniel Bryan ইত্যাদি কিছু রেস্লার গণ থাকলেও তাদের স্থায়িত্ব ছিল সীমিত তাদের রাজত্বের দৈর্ঘ্য ছিল স্বল্প সময়ের।

এই ব্যক্তি রেস্লার ছিলেন না। তিনি ছিলেন ইতিহাসের একজন গল্প, একজন ইমোশন, একজন গল্প রচয়িতা, একজন এমনকিছু যা ভাষায় প্রকাশ করা যাবেনা। ২০১৭ সালে Wrestlemania 33 এ GOD of Wrestlemania তার সর্বশেষ ম্যাচ খেলে দর্শক দের থেকে বিদায় নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন।

কাঁদিয়ে গেলেন পুরো রেস্লিং বিশ্বকে। ক্যারিয়ারের শেষ ম্যাচগুলোতেও তাঁর প্রমো, শেষ ফিজিক্যালি টাফ ফাইট দেওয়ার চেষ্টা, স্টোরিটেলিং ছিল চোখ ধাঁধানো।

উদাহরণস্বরূপ - Undertaker এর রোমান কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে প্রথমে "My Yard Ha" তারপর আবারো ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে "Still My Yard" বলার দৃশ্য দেখে হাসি দিয়ে চিৎকার করা ছাড়া দর্শক দের আর কোনো গতি ছিলনা। 🙂

বিদায় কিংবদন্তী।।
চিরকাল মনে থাকবে তোমায়।।

• লেখকঃ Raihan Khan


বিঃদ্রঃ পোস্টটি আসলে দুইজনকে নিয়ে ছিল, টেকারের শ্রদ্ধাতে HBK কে বাদ দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। 

বিদায় কিংবদন্তী : চিরকাল মনে থাকবে তোমায়।


প্রো রেস্লিং এ একটা সময় ছিল যখন আমেরিকান প্রো রেস্লিং ছাড়া বিশ্ব আর কিছুই বুঝতোনা হোক সেটা WWE আর WCW । সে সময়ে না ছিল পন্ডিত গণ না ছিল জ্ঞানের পাহাড়। তারা শুধু রেস্লিং কে উপভোগ করতো। স্টোরিলাইন এর উপর, গিমিকের উপর যা দেখতো তা নিয়েই উতসাহি থাকতো।

ধীরে ধীরে ইন্টারনেটের কৃপায় পুরো বিশ্বের জাপান থেকে মেক্সিকো এর প্রো রেস্লিং ও আজ আমরা দেখছি নিমিষেই। স্ক্রিপ্ট, পুশ, বুকিং, ইন রিং স্কিল, মাইক স্কিল ইত্যাদি প্রতিটি নিখুঁত বিষয় আমরা সঠিক ভাবে ধরে ফেলছি। কোন রেস্লারের মাইক স্কিল ভালো, কার রিং স্কিল ভালো সবকিছুই এখন মোটামুটি ইন্টারনেট ব্যবহারকারী দের অধিকাংশের আয়ত্তে।

এখন সকলে শুধু ফেস-হিল দেখে সাপোর্ট দেয়না এখন সকলে দেখে স্কিল। ইতিহাসে প্রো রেস্লিং এর সবচেয়ে প্রধান কিছু ব্যপার গুলো হল, স্টোরিটেলিং, ইন রিং সাইকোলোজি, মুভ সেটস, এক্সিকিউশন, সেলিংস। বর্তমান জেনারশনের প্রায় সকল রেস্লার ই এখন রিং স্কিলে পাকাপোক্ত।

একটা সময়ে জাপানেও ছিল এরকম রিং স্কিলে পাকাপোক্ত রেস্লার এখন যার সংখ্যা ত্রিগুণ। আমেরিকান রেস্লিং এর মধ্যেও এখন গিমিক+স্টোরিলাইন এর সাথে রিং স্কিল এর ব্যপার টি বিশাল হয়ে দাড়িয়েছে। সবাই এখন দারুণ রেস্লিং ম্যাচ চায়।

মজার ব্যপার হলেও সত্যি আমার প্রিয় চাইল্ডহুড রেস্লিং হিরোরা এর থেকেও ছিল বহুদূর বহুদূর আগানো। রেস্লিং করা শুধু রিং স্কিল দিয়ে হয়তবা বর্তমানে ইন্ডি-জাপানীজ-আমেরিকা-মেক্সিকো প্রায় সকল জায়গায় ই সাধারণ।

কিন্তু এই রেসলারের ব্যপার স্যপার ছিল সবকিছু থেকে আলাদা। ড্রামা, ইন্টেন্স, হার্ট বিটিং থিংস ,গ্রেটেস্ট মোমেন্টস, ক্রিয়েটিং হিস্টোরি, ইমোশন, স্টোরিটেলিং, ক্রাউড সেলিং এসবকিছু তে এনার ধারে কাছেও কেউ কোনোদিন আসতে পারবে কিনা সন্দেহ।

রেস্লিং শুধু মুভ সেলিং, এক্সিকিউশন দিয়েই হয়না। যার কারণে বর্তমানে আমেরিকান প্রমোশন গুলোতে এতো আধুনিক সব দারুণ প্রো রেস্লার থাকা সত্যেও তারা দর্শক গণ এর চাহিদা মেটাতে পারছেনা।

পিউর রেস্লিং এবং সেলার হিসেবে Aj Styles, Seth Rollins, Kevin OWens, Samoa Joe, Sami Zayn রা থাকলেও, হাই ভোল্টেজ ক্রাউড নয়েজ ক্রিয়েট করার জন্য Roman Reigns এর মত রেস্লার থাকলেও Money Making Machine হিসেবে Brock Lesnar, John Cena রা থাকলেও, মাইকে দর্শক দের মাতানো The Miz, Dean Ambrose, Kevin Owens এর মত রেস্লার রা থাকলেও, ইমোশন, ম্যাডনেস, ক্রেজি ক্রাউডস, গড গিফটেড লেজেন্ডস ক্রিয়েট করতে তাদের সময় লেগে যাবে ঢেড়।

তাদের মত ইমোশন, স্টোরিটেলার, ক্রাউড মাতানো Austin, Cm Punk, Daniel Bryan ইত্যাদি কিছু রেস্লার গণ থাকলেও তাদের স্থায়িত্ব ছিল সীমিত তাদের রাজত্বের দৈর্ঘ্য ছিল স্বল্প সময়ের।

এই ব্যক্তি রেস্লার ছিলেন না। তিনি ছিলেন ইতিহাসের একজন গল্প, একজন ইমোশন, একজন গল্প রচয়িতা, একজন এমনকিছু যা ভাষায় প্রকাশ করা যাবেনা। ২০১৭ সালে Wrestlemania 33 এ GOD of Wrestlemania তার সর্বশেষ ম্যাচ খেলে দর্শক দের থেকে বিদায় নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন।

কাঁদিয়ে গেলেন পুরো রেস্লিং বিশ্বকে। ক্যারিয়ারের শেষ ম্যাচগুলোতেও তাঁর প্রমো, শেষ ফিজিক্যালি টাফ ফাইট দেওয়ার চেষ্টা, স্টোরিটেলিং ছিল চোখ ধাঁধানো।

উদাহরণস্বরূপ - Undertaker এর রোমান কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে প্রথমে "My Yard Ha" তারপর আবারো ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে "Still My Yard" বলার দৃশ্য দেখে হাসি দিয়ে চিৎকার করা ছাড়া দর্শক দের আর কোনো গতি ছিলনা। 🙂

বিদায় কিংবদন্তী।।
চিরকাল মনে থাকবে তোমায়।।

• লেখকঃ Raihan Khan


বিঃদ্রঃ পোস্টটি আসলে দুইজনকে নিয়ে ছিল, টেকারের শ্রদ্ধাতে HBK কে বাদ দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।