সম্প্রতি WWE এবারের Wrestlemania-এর যা যা রেকর্ড সেট হয়েছে তা প্রকাশ করেছে।

• এবারের Wrestlemania-এর Attendance ছিলো 75,245 জন। যা, Orlando Citrus Bowl-এ হওয়া যেকোনো Attendance রেকর্ড থেকে বেশী।

• এবং এই Stadium History-এর Highest Sellouts Record ও ব্রেক হয়েছে।
এবারের Wrestlemania-এর টিকিট থেকে আয় হয়েছে প্রায় 14.5 Millions Dollar. যা Stadium-এর যেকোনো রেকর্ড থেকে বেশী।

• তাছাড়া,এবারের Wrestlemania-এ Merchandise বিক্রিতেও রেকর্ড হয়েছে।

• সপ্তাহজুড়ে Wrestlemania-এর Celebration-এ প্রায় ৬ দিনের হওয়া Citrus Bowl & Amway Center-এর শো-গুলোতে (Wrestlemania Axxess,Hall of Fame,NXT Takeover: Orlando, Wrestlemania, Raw,Smackdown Live) এর Total Attendance ছিলো 165,000.

• Wrestlemania 33 ছিলো WWE ইতিহাসের মোস্ট Social Event..
Nielsen Social-এর মতে, এবারের Wrestlemania-এর Facebook & Twitter মিলিয়ে Total Interaction ছিলো 5.19 Million. তাছাড়া, Wrestlemania-কে নিয়ে ওইদিন 2.8 Million Tweet করা হয়েছিলো।

• Wrestlemania 33 ছিলো Sunday,April 2-এর সব Social TV Interaction এর মধ্যে সর্বোচ্চ 30% ছিলো।ওইদিনের অন্যান্য শো গুলো, the Country Music Awards (13 percent), The Walking Dead Season Finale (10 percent) and MLB Opening Day on ESPN – Chicago Cubs vs. St. Louis Cardinals (10 percent). Social TV Interaction ছিলো।

• তাছাড়াও, Wrestlemania 33 Week-এ WWE Related Content/Video 490 Million এর চেয়েও বেশী ভিউ হয়েছিলো, WWE. Com,WWE App এবং Social Media মিলে।
যা যেকোনো বছরের তুলনায় ৯৬% বেশী ছিলো।

• Wrestlemania 33 বিশ্বব্যাপী 1.95 Million পর্যন্ত Reach করেছে WWE Network-এর সাবস্ক্রিশনে।
এবং, WWE Network-এ এটি ছিলো Most Watched Wrestlemania in History.

• WWE Network Subscribers-রা Wrestlemania week-এ Total 22.5 Million Hours ভিউ করেছেন। মানে, প্রতি সাবস্ক্রিভাররা ১ সপ্তাহে ১৩ ঘন্টা করে ভিউ করেছেন। যা গত বছরের তুলনায় 4% বেশী, গত বছরের ভিউয়ার্স ছিলো 21.7 Million.

• WWE প্রায় 3.7 Million Dollar আয় করেছে, Wrestlemania Merchandise সেইল করে। যেটি, Orlando-তে হওয়া Wrestlemania 24 থেকে 164% বেশী,  Wrestlemania 24-এ যা ছিলো 2.3 Million.

• এছাড়াও, এটি ছিলো WWE ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ Wrestlemania Merchandise সেইল আয়.. এর ওপরে আছে শুধু Wrestlemania 32 এর সেলিং টা, যেটি Dallas-এ হয়েছিলো।

• লেখকঃ Farhad Ahmed

রেসেলমেনিয়া ৩৩ : রেকর্ডসমূহ


সম্প্রতি WWE এবারের Wrestlemania-এর যা যা রেকর্ড সেট হয়েছে তা প্রকাশ করেছে।

• এবারের Wrestlemania-এর Attendance ছিলো 75,245 জন। যা, Orlando Citrus Bowl-এ হওয়া যেকোনো Attendance রেকর্ড থেকে বেশী।

• এবং এই Stadium History-এর Highest Sellouts Record ও ব্রেক হয়েছে।
এবারের Wrestlemania-এর টিকিট থেকে আয় হয়েছে প্রায় 14.5 Millions Dollar. যা Stadium-এর যেকোনো রেকর্ড থেকে বেশী।

• তাছাড়া,এবারের Wrestlemania-এ Merchandise বিক্রিতেও রেকর্ড হয়েছে।

• সপ্তাহজুড়ে Wrestlemania-এর Celebration-এ প্রায় ৬ দিনের হওয়া Citrus Bowl & Amway Center-এর শো-গুলোতে (Wrestlemania Axxess,Hall of Fame,NXT Takeover: Orlando, Wrestlemania, Raw,Smackdown Live) এর Total Attendance ছিলো 165,000.

• Wrestlemania 33 ছিলো WWE ইতিহাসের মোস্ট Social Event..
Nielsen Social-এর মতে, এবারের Wrestlemania-এর Facebook & Twitter মিলিয়ে Total Interaction ছিলো 5.19 Million. তাছাড়া, Wrestlemania-কে নিয়ে ওইদিন 2.8 Million Tweet করা হয়েছিলো।

• Wrestlemania 33 ছিলো Sunday,April 2-এর সব Social TV Interaction এর মধ্যে সর্বোচ্চ 30% ছিলো।ওইদিনের অন্যান্য শো গুলো, the Country Music Awards (13 percent), The Walking Dead Season Finale (10 percent) and MLB Opening Day on ESPN – Chicago Cubs vs. St. Louis Cardinals (10 percent). Social TV Interaction ছিলো।

• তাছাড়াও, Wrestlemania 33 Week-এ WWE Related Content/Video 490 Million এর চেয়েও বেশী ভিউ হয়েছিলো, WWE. Com,WWE App এবং Social Media মিলে।
যা যেকোনো বছরের তুলনায় ৯৬% বেশী ছিলো।

• Wrestlemania 33 বিশ্বব্যাপী 1.95 Million পর্যন্ত Reach করেছে WWE Network-এর সাবস্ক্রিশনে।
এবং, WWE Network-এ এটি ছিলো Most Watched Wrestlemania in History.

• WWE Network Subscribers-রা Wrestlemania week-এ Total 22.5 Million Hours ভিউ করেছেন। মানে, প্রতি সাবস্ক্রিভাররা ১ সপ্তাহে ১৩ ঘন্টা করে ভিউ করেছেন। যা গত বছরের তুলনায় 4% বেশী, গত বছরের ভিউয়ার্স ছিলো 21.7 Million.

• WWE প্রায় 3.7 Million Dollar আয় করেছে, Wrestlemania Merchandise সেইল করে। যেটি, Orlando-তে হওয়া Wrestlemania 24 থেকে 164% বেশী,  Wrestlemania 24-এ যা ছিলো 2.3 Million.

• এছাড়াও, এটি ছিলো WWE ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ Wrestlemania Merchandise সেইল আয়.. এর ওপরে আছে শুধু Wrestlemania 32 এর সেলিং টা, যেটি Dallas-এ হয়েছিলো।

• লেখকঃ Farhad Ahmed