Six-Pack challenge টি জিন্দার মাহাল জেতাতে যারা খুশি নয়, তাদের উদ্দেশ্যে আমার এই পোস্ট।
WWE সাধারণত কোনো Asian কেই তেমন মেজর পুশ দেয় না! তারমধ্যে যদি সে আবার South Asian হয় তবে তো তাকে শুধুই Jobber বানিয়ে রাখে!!
কিন্তু এই Jinder Mahal এর হটাৎ পুশ টা আমার,আপনার কেনো, গোটা Pro-Wrestling ইউনিভার্স এর কাছেই অনেকটা শকিং!! তবে গত সপ্তাহের Talking Smack এ হালকা-পাইপবম্ব দেওয়াতে Jinder এর প্রতি আমার সহ বেশ কিছু IWCianদের অ্যাটেনশন কেড়ে নিয়েছিল! কিন্তু WWE যে তাকে ঠিক তার এক সপ্তাহ পরেই এমন Opportunity দেবে তা কল্পনাতীত।
Jinder Mahal হচ্ছে WWE এর একজন অত্যন্ত আন্ডাররেটেড রেসলার। ২০১১ সালে মেইন রোস্টারে ডেবিউ করার ৩ বছর পর ২০১৪ সালে সে WWE থেকে লিভ নেয়। লিভ নেওয়ার ২ বছর পর ২০১৬ সালে সে আবার WWE তে ফিরে আসে। কিন্তু এরপরও তার সেই আগের অবস্থাতেই ফিরে যেতে হয়।
Jinder Mahal ট্যালেন্টের দিক দিয়ে Aj Styles, Sami Zayn, Dolph Ziggler এর মতো না হলেও এতটাও খারাপ না যে এত সময় ধরে জবার হিসেবে থাকবে। টপ কার্ডার না হলেও অন্তত মিড কার্ডার হিসেবে থাকতে পারে। তার WWE ক্যারিয়ারে অর্জন বলতে NXT Championship Tournament এর ফাইনালিস্ট হওয়া আর Wrestlemania 33 এর André The Giant Memorial Battle Royal এ ২য় হওয়া, এই দুইটাই আছে। তাও কেউই কখনো ২য় স্থানে থাকা মানুষদের মনে রাখেনা। অথচ ২০১১ বা তারও পরে মেইন রোস্টারে ডেবিউ করা এমনও রেসলার আছে যারা ৪-৫ বার চ্যাম্পিয়ন হয়েছে।
এত বছর পর যখন আজকের স্ম্যাকডাউনে একটি 6 pack match জিতে WWE Championship এর No. 1 Contender হলো তখনই রেসলিং কমিউনিটিগুলার কিছু মানুষের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে গেল। তাদের মতে, Jinder খেলা পারেনা, যোগ্য না, অন্য কাউরে জিতানো উচিত ছিল। আচ্ছা অন্য কেউ এর মধ্যে কাকে জেতাবে? গত বছর মেইন রোস্টারে ডেবিউ করা Mojo Rawley একজন ফেস এবং কিছুদিন আগে André The Giant Memorial Battle Royal জিতল। এত তাড়াতাড়ি তাকে এত পুশ দেওয়া ঠিক হবেনা। Dolph Ziggler Shinsuke Nakamura এর সাথে ফিউড করবে। Luke Harper আর Eric Rowan Backlash এ একে অপরের সাথে ম্যাচ খেলবে। Sami Zayn একজন ফেস এবং ফ্যান ফেভারিট। Randy এর সাথে Sami ম্যাচ খেললে দেখা গেল Randy কে দর্শক বু দিচ্ছে। এই অবস্থায় Jinder Mahal ই সবচেয়ে উপযুক্ত, যদিও লোয়ার কার্ড থেকে একবারে মেইন ইভেন্টার হওয়াটা আসলেই অত্যন্ত অস্বাভাবিক।
তাছাড়া Jinder এর মধ্যে একটা হিল লুক আছে। আর ৯০% হিলদের মতো দর্শক তাকে চিয়ারও করেনা। যার ফলে সবাই এই ফিউডের ফেস Randy কেই চিয়ার করবে। আর এমন তো না যে সে টাইটেল জিতবে। সম্ভবত Randy Orton এর সাথে হারার পর সে Bollywood Boyz এর সাথে টিমআপ করে মিডকার্ডে থাকবে। তাই এখানে এত মেজাজ খারাপ করার মতো কিছু নাই।
হয়তো Sami, Dolph, Luke এর ট্যালেন্ট Jinder এর চেয়ে বেশি। কিন্তু আপনারা এটা ভুলে গিয়েছেন যে WWE এর শো গুলা কোনো ট্যালেন্ট হান্ট শো না যেখানে সবসময় ট্যালেন্টেড রেসলারদেরই জয় হবে। WWE একটি ব্যাবসা প্রতিষ্ঠান আর তারা সেটাই করবে যেটা ব্যাবসার জন্য ভালো। তারপরেও যদি আপনার কোনো অভিযোগ থাকে তবে সেক্ষেত্রে পরিশেষে বলতে চাই,
This is SmackDown, the land of opportunities.
Where main eventers come to Mid-Card to give a chance some Jobbers!
•• লেখকঃ Sabbir Rahman Leon & Aakash Roy