(1) NXT চ্যাম্পিয়ন Bobby Roode এর পরবর্তী প্রতিপক্ষ হতে যাচ্ছে Hideo Itami. আজকের NXT শো'তে রিটার্ন করে Hideo Itami. সে Bobby Roode কে NXT চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে এবং শেষে GTS দেয়।
(2) Wrestling Observer Newsletter এর Dave Meltzer জানিয়েছে WWE চাইছে WrestleMania 34-এ একটি ম্যাচের জন্য Goldberg কে ফিরিয়ে আনতে। কারন Goldberg রিটার্ন করার পর তার মার্চেন্ডাইজ বিক্রি খুব ভাল ছিল এবং তার ক্যারেক্টারটিও অনেক উত্তাপ ছড়াতে পেরেছিল যার ফলে চাইছিল না Goldberg চলে যাক। এখন পর্যন্ত অজানা WrestleMania 34-এ কে Goldberg এর প্রতিপক্ষ হবে। তবে Kurt Angle (যদি মেডিক্যাল টেস্টে পাস করে) ও Triple H কে তার প্রতিপক্ষ হিসেবে প্ল্যান করছে WWE.
(3) সম্প্রতি WWE এর সাথে চুক্তি সম্পাদন করেছে Drew McIntyre. শোনা যাচ্ছে WWE এর সাথে তার চুক্তি করানোর পিছনে Triple H এর বিরাট বড় ভূমিকা আছে। Drew কে WWE-তে ফিরিয়ে আনার জন্য Vince McMahon কে অনুরোধ করেছিল Triple H. কারন Shinsuke Nakamura মেইন রোস্টারে চলে যাওয়ায় Triple H চাচ্ছে Drew McIntyre কে NXT'র টপ বেবিফেস বানাতে।
(4) শোনা যাচ্ছে আসন্ন Payback ইভেন্টে উপস্থিত থাকবে না Universal চ্যাম্পিয়ন Brock Lesnar. তবে তাকে আগামী জুনে Extreme Rules বা জুলাই মাসের Bad Blood ইভেন্টে টাইটেল ডিফেন্ড করতে দেখা যাবে Braun Strowman বা Roman Reigns এর বিপক্ষে। তবে এখন পর্যন্ত এই দৌড়ে এগিয়ে আছে Braun Strowman.
(7) The Vaudevillians টিমের Simon Gotch-কে রিলিজ করে দিয়েছে WWE. WWE তাদের ওয়েবসাইটে জানায় পারস্পরিক সমঝোতার মাধ্যমেই তারা এই সিদ্ধান্তে এসেছে।
(8) SmackDown Live-এ WWE চ্যাম্পিয়ন Randy Orton কে "House of Horrors" ম্যাচে WWE চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে Bray Wyatt. "House of Horrors" ম্যাচের নিয়ম কি তা এখনো অজানা তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে এটি একটি Cage ম্যাচ যা কিছুটা Asylum ম্যাচের মতো।
(9) SmackDown Live-এ মেইন রোস্টারে অভিষেক হয়েছে দুইবারের NXT চ্যাম্পিয়ন "King Of Strong Style" Shinsuke Nakamura'র।
(5) WrestleMania 33-তে Matt ও Jeff Hardy এর রিটার্নের ভিডিওটি ইউটিউবে ৪ দিনে ১০ মিলিয়ন "View" অর্জন করেছে।
(6) বিভিন্ন সূত্র জানিয়েছেন Payback-এ Roman Reigns কে হারিয়ে Universal চ্যাম্পিয়নশিপের জন্য Lesnar এর মুখোমুখি হবে Braun Strowman.
• ক্রেডিট ঃ >| Undisclosed Demon |< প্রো-রেসলিং ইউনিভার্স - PWU