Brawn strawman এর ইন্ট্রান্স এর মাধ্যমে আজকের Raw ওপেন হয়।সে রিং এ এসে রোমান রেইঞ্জ কে Destroy করা নিয়ে বলতে থাকে।kurt angle আসে এবং স্ট্রম্যানকে বলে বলে যে রোমান রেইঞ্জ তার রিভেঞ্জ নিতে চায়,তাই তিনি Payback এ রোমান VS স্ট্রোম্যান ম্যাচ ফিক্স করেছেন।brawn মাইক ফেলে দিয়ে কার্ট কে Desrespect করে চলে যায়।
★ Chris Jericho বনাম, Samoa Joe ★
সাবমিশন মুভ Coquina Clutch এর মাধ্যমে ম্যাচটি জেতে Samoa Joe
এরপর জো মাইক হাতে নেয় এবং সেথ রলিন্স কে call করে।সে নানান কথা বলে সেথ কে পচাতে থাকে।seth এসে জো কে বলে তাদের মধ্যকার ব্যাপারটা প্রফেশনাল থেকেও বেশি পারসোনাল,জো তার ক্যারিয়ারকে প্রায় শেষ করে দিচ্ছিল।সে জানায় ২ সপ্তাহ পর সে জো এর মুখোমুখি হবে Payback এ ।
ব্যাকস্টেজে Goldust এবং R Truth কে দেখা যায়।হঠাৎ strawman এসে তাদের এটাক করে এবং তাদের destroy করে চলে যায়।
~Enzo & Big Cass বনাম, the Club (Karl Anderson & Luke Gallows)~
• Winner : The Club win by pinfall with an over-rotated lateral press from Karl Anderson on Enzo Amore
↕↕ MIZ & DEAN SEGMENT ↕↕
মরিস কে সাথে নিয়ে রিং এ এন্ট্রি নেয় মিজ।কিছুক্ষন পর ডিন আসে।তাদের মধ্যে কিছু বাক-বিতর্ক হয়।এক পর্যায়ে ডিন মিজকে এটাক করে।মিজ কাউন্টার করে skull crusing finale দেয়ার চেস্টা করে কিন্তু ডিন কাউন্টার করে এবং মিজকে DDT দিতে উদ্যত হয়।মিজ কোন রকমে সেটিকে কাউন্টার করে এবং নিচে নেমে যায়
••Jack Gallagher বনাম, TJ Perkins••
তাদের ম্যাচে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন Navile & Aries ম্যাচটিতে নেভিল,এরিস destruct করলেও শেষ পর্যন্ত Detonation kick এর মাধ্যমে ম্যাচটি জেতে Tj Perkins
ব্যাকস্টেজে Hardy boys কে ইন্টারভিউ দিতে দেখা যায়। cesaro এবং sheamus সেখানে যায়।তারা হার্ডি বয়েজ কে tag team title এর জন্যpayback এ চ্যালেঞ্জ করে এবং হার্ডি বয়েজদের সম্মান দেখিয়ে চলে যায়
Alexa Bliss বনাম, Mickie James বনাম, Nia Jax বনাম, Sasha Banks (WWE Raw Women's Championship #1 Contender's Match)
• Winner : Alexa Bliss wins by pinfall with a lateral press on Sasha banks
ব্যাকস্টেজে বিগ শো এর ইন্টারভিউ নেয়া হয়।তিনি বলেন তিনি ৭ ফুট লম্বা এবং তিনি তার লাইফের বেস্ট shape এ আছেন।তিনি স্ট্রোম্যানকে তার কাজের উচিৎ শিক্ষা দিবেন।
Curt Hawkings কে রিং এ দেখা যায়।সে বলে বিগ শো গত সপ্তাহে তার সাথে রিং এ ছিল তাই আজকের Raw তে সে মেইন ইভেন্টার হতে পেরেছে। তাই কেউ যদি মেইন ইভেন্ট এ খেলার যোগ্যতা অর্জন করতে চায় তবে তাকে আগে curt hawkins এর সাথে রিং এ মুখোমুখি হতে হবে। হঠাৎ Finn Balor এর মিউজিক হিট করে।
•• Balor vs Hawkins ••
অতি সংক্ষিপ্ত এই ম্যাচে dropkick, Sling Blade, shotgun dropkick এবং সবার শেষে coup de grace connect করে ম্যাচটি জেতে ফিন ব্যালর।
-------ব্যাকস্টেজে জেরিকোর ইন্টারভিউ নেয়া হয়।তিনি বলেন জো এর কাছে ম্যাচ হারা নিয়ে তিনি চিন্তিত নন, তিনি চিন্তিত কেভিন কে নিয়ে।কেভিন নিজেকে face of America মনে করে,কিন্তু সে এটার যোগ্য নয়।আমেরিকা অন্য কোন হিরোকে চায় আর তিনি হলেন ক্রিজ জেরিকো। তিনি বলেন যে ম্যাচটি জিতলে তিনি স্ম্যাকডাউনে যাবেন।বাট এটা কোন ব্যাপার না। smack down, raw, nxt, Sunday night সহ যেখানেই তিনি রিপ্লেস হন না কেনো তার ফ্যানরা সবসময় তাকে ফলো করবে।ক্রাউড চ্যান্ট করতে থাকে
★ ★ ব্রে রেন্ডিকে নিয়ে প্রমো কাট করে ★ ★
•• Jeff hardy vs Cesaro ••
ভাল একটি ম্যাচ ছিল।জেফ কে সুইং করতে গেলে জেফ সেটিকে ব্লক করে।সিজারো নিউট্রলাইজার কানেক্ট করতে উদ্যত হয় কিন্তু জেফ body drop er মাধ্যমে আবার কাউন্টার করে।এরপর রিং পোস্টের ওপর থেকে সিজারোর ওপর swanton bomb কানেক্ট করে এবং পিন করে ম্যাচটি জিতে নেয়।ম্যাচ শেষে জেফ এবং ম্যাট হার্ডি sheamus,cesaro এর সাথে হ্যান্ডশেক করে চলে যায়
★ ★ ★ ★ Main event ★ ★ ★ ★
•• Big show vs Brawn strawman ••
বিগ শো প্রথমে স্ট্রম্যানকে wrest lock ধরে।তবে শেষ পর্যন্ত স্ট্রম্যান নিজেকে মুক্ত করতে সক্ষম হয়।বিগ শো এবং স্ট্রম্যান পরস্পরকে রিভারস করতে থাকে।এক পর্যায়ে বিগ শো স্ল্যাম দেয় স্ট্রম্যানকে।কিছুক্ষনের মধ্যে স্ট্রোম্যান আবার বিগ শো কে সুপ্লেক্স দেয়। ক্রাউড lets go big show chant করতে থাকে।বিগ শো চোক স্ল্যাম কানেক্ট করে।Omg! straw man kick outস্ট্রোম্যান এবার পাওয়ার স্ল্যাম দেয় বিগশো কে।big show kick out! স্ট্রোম্যান রিং পোস্ট এর ওপরে ওঠে এবং বিগ শো এর ওপর ঝাপিয়ে পড়ে।knock out punch connected! স্ট্রম্যান আবারো কিক আউট করে।বিগ শো এবার রিং পোস্ট এর ওপর ওঠে। কিন্তু স্ট্রম্যান তাকে ধরে ফেলে এবং টপ রোপ থেকে বিগ শোকে সুপ্লেক্স দেয়।
BOOM
the stage is broken!!! সিকিউরিটি আসে তাদের চেক করতে।কিন্তু সবাইকে অবাক করে দিয়ে brawn উঠে পড়ে যেখানে বিগ শো অচেতন হয়ে পড়ে থাকে।স্ট্রো ম্যান সেলিব্রেট করতে করতে চলে যায়।
এভাবেই শেষ হয় আজকের Raw।
• লেখকঃ JR Masum