Raw এর অপেনিং ভিডিও দেখানোর মাধ্যমেই আজকের শো শুরু হয়। এবং কমেন্ট্রিতে Cole আজকের শো তে কি কি ঘটবে তা নিয়ে আলোচনা করে।

শো কিক-অফ করে Miz এবং Maryse এবং তারা আবারোও Cena এবং Nikki এর রিং গিয়ার পড়ে রিংয়ে প্রবেশ করে!! তখন কমেন্ট্রিতে উল্লেখ করা হয় যে, তাদের দুজনকেই Raw তে ট্রাড করা হয়েছে। Miz, Cena কে পচাতে থাকে ক্রাউডকে উদ্দেশ্য করে বলে, তারা যখনই ইচ্ছা তখনই "Cena Sucks" চ্যান্ট করতে পারবে এবং ক্রাউডরাও তখন "Cena Sucks" চ্যান্ট করা শুরু করে :P তখন Miz এর প্রোমোতে বাধা দেয় Dean Ambrose, সে Miz-Maryse কে Cena-Nikki মনে করে প্রোমো কাটে এবং বলতে থাকে, Raw তে তারা দুজন ছাড়া আর কাউকেও ততটা চিনে নাহ এবং সে Miz কে Raw তে ড্রাফট হওয়ার জন্য অভিনন্দন জানায়। তখন সে মাইক দিয়ে Miz কে পচানো শুরু করলে সে রেগে গিয়ে তার আসল পরিচয় Dean এর কাছে প্রকাশ করে এবং তখন তাকে Dirty Deeds হিট করে Dean!! 

সুতরাং, Miz এবং Dean উভয়কেই Superstar Shakeup এর মাধ্যমে SD হতে Raw তে ট্রাড করা হয়েছে ✌

কমার্শিয়াল ব্রেকের পর Kurt Angle কে ফোনে কথা বলতে দেখা যায় যেখানে তিনি Sami Zayn এর প্রশংসা করেন এবং বলেন, Sami এর জন্য এই বছরটি খুবই সফল হবে এবং তিনি আরোও বলেন, Sami কে Raw তে রেখে ঠিকমত ব্যাবহার করতে চান। তখন Sami আসে এবং বলে, এবং সে Raw তে থেকেই তার যোগ্যতার পরিচয় দিতে চায় ।তখন তাদের কথোপকথনে বাধা দেয় Miz, যার ফলে Kurt Angle আজকের Raw তাদের দুজনের মধ্যকার ম্যাচ সেট করে ।

New Day এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং রিংয়ে প্রবেশ করে। Big E প্রোমো কাটা শুরু করে এবং তার হাতে একটি পুতুল দেখা যায়। এবং সে বলে, যতক্ষণ পর্যন্ত Kofi সুস্থ হয়ে ফিরে আসে ততক্ষন পর্যন্ত এই পুতুলের মাঝেই সে তাদের সাথে থাকবে। তখন Woods, The Revival কে আমন্ত্রণ জানায় ম্যাচের জন্য এবং The Revival রিংয়ে আসে।

 ♦ First Match ♦ 

<<New Day (Big E & Xavier Woods) বনাম, the Revival (Dash Wilder & Scott Dawson)>> 

ম্যাচ শুরু করে Woods এবং Wilder, তারা দুজনই একে অপরকে মারতে থাকে তবে Kick মেরে ফাইট ব্যাক করে Woods এবং সে Big E কে ট্যাগ করে এবং তারা দুজন টিম-আপ করে Wilder কে মারতে থাকে। তবে ফাইট ব্যাক করে Wilder এবং সে Woods কে মেরে রিংয়ে কর্ণারে ফেলে দেয় এবং তারা ম্যাচের কন্ট্রোল নেয়।তবে খানিক সময় পর Woods আবারোও ফাইট ব্যাক করে এবং Big E কে ট্যাগ করে। ম্যাচের একপর্যায়ে, Dawson এর উপর Coast To Coast Elbow Drop হিট করে দুই কাউন্ট পায় Woods!! তখন সে এবং Big E তাদের ফিনিশার Midnight Hour দিতে গেলে Wilder ইন্টারফেয়ার করে এবং Woods কে তাদের ফিনিশার Shutter Machine হিট করে ম্যাচটি জেতে যায়  ✌

• Winners : The Revival 

কমার্শিয়াল ব্রেকের পর ব্যাকস্টেজ এ Neville কে দেখা যায় এবং সে তাকে ক্রুজারওয়েট দের কিং বলে সম্বোধন করে এবং বলে ক্রুজারওয়েট ডিভিশনের কেউই তাকে হারাতে পারবেনা। তখন তার প্রোমোতে বাধা দেয় TJ Perkins, এবং সে Neville কে চ্যালেঞ্জ করে তবে Neville তার এই চ্যালেঞ্জ এক্সেপ্ট করেনা।তখন Aries আসে এবং Neville কে বলে, খুব শীগ্রই সে তাকে হারিয়ে ক্রুজারওয়েট চ্যাম্প হবে।তখন Neville বলে যেকোনো একজন তাকে চ্যাম্পিয়নশিপ এর জন্য চ্যালেঞ্জ করতে পারে এবং এ কথা বলে সে চলে যায়।

বিরতির পর Curt Hawkins কে রিংয়ে দেখা যায় এবং সে বলে সেও Raw তে ট্রাড হয়েছে।তখন তার প্রোমো তে বাধা দেয় Big Show, এবং তাকে WMD হিট করে।

কমার্শিয়াল ব্রেকের পর Neville কে কমেন্ট্রিতে জয়েন করতে দেখা যায়।

 ♦ 2nd Match ♦ 

<<Austin Aries বনাম, TJ Perkins>>

মোটামুটি ভালো ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে Aries, Perkins কে রোপের মাঝ বরাবর Neckbreaker হিট করে এবং সে যখন আবার রিংয়ে প্রবেশ করে তখন Perkins, Small Package রোল-আপ করার মাধ্যমে ৩ কাউন্ট পেয়ে ম্যাচটি জেতে যায়। ম্যাচশেষে, সে হীল টার্ন করে এবং Aries কে মারতে থাকে!!

• Winner : TJ Perkins

কমার্শিয়াল ব্রেকের পর Seth Rollins এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং সে রিংয়ে এসে প্রোমো কাটতে থাকে। সে ফ্যানদের ধন্যবাদ জানায় তাকে সাপোর্ট দেবার জন্য এবং সে বলে তার যাত্রা সবেমাত্র শুরু এবং সে ফ্যানদের কে আরোও অনেক কিছুই উপহার দিতে চায়। তখন সে Stephanie এর ব্যাপারে কথা বলে এবং বলে যদি Stephanie তাকে সঠিক মর্যাদা না দেয় তাহলে সে SDLive এ চলে যাবে। তখন Seth এর প্রোমোতে বাধা দেয় Kurt Angle এবং সে বলে সে যেমন ভাঙা ঘাড় নিয়ে অলিম্পিকে গোল্ড মেড্যাল জিতেছিল ঠিক তেমনি Seth ও তার ভাঙা পা নিয়ে King Of Kings কে হারিয়েছে তাই সে Seth কে Raw তে থাকার অনুরোধ করে এবং তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করে!! তখনই Seth কে পেছন থেকে আক্রমণ করে Samoa Joe!! তবে Seth পাঞ্চ মেরে ফাইট ব্যাক করে এবং Joe কে Avada Kedavra হিট করে এবং তখন Joe রিংয়ের বাইরে চলে যায়।

ব্যাকস্টেজ এ Kevin Owens কে দেখা যায় এবং সে Superstar Shakeup নিয়ে কথা বলতে থাকে, সে বলে সে যে ব্রান্ডেই থাকুক না কেন, সে ই হবে সেখানকার টপ সুপারস্টার এবং সে বলে Dean কখনই তার Ic Championship নিয়ে এই শো তে রাজত্ব করতে পারবে নাহ কারণ এটা Kevin Owens Show এবং এখানে Us চ্যাম্পিয়নেরই রাজ চলে  ✌

 ♦ 3rd Match ♦ 

<<Charlotte বনাম, Nia Jax>>

বেশ ভালো একটি ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে, Charlotte তার ফিনিশার Natural Selection হিট করলে Nia কিক-আউট করে এবং এই সুযোগে Nia তার ফিনিশার Samoan Drop হিট করে ম্যাচটি জেতে যায়। 

• Winner : Nia Jax

 ♦ 4th Match ♦ 

<<Finn Balor বনাম, Jinder Mahal>>

স্বল্প সময়ের এই ম্যাচে Finn তার ফিনিশার Coupe De Grace হিট করে ম্যাচ জেতে যায় ✌

• Winner :Finn Balor

Omg!! ম্যাচশেষে Bray Wyatt কে অফস্ক্রিনে দেখা যায় এবং সে বলে সে Raw তে রাজত্ব করতে এসেছে এবং আরোও বলে আগামী Payback পিপিভিতে Orton কে হারিয়ে WWE চ্যাম্পিয়ন হবে!" এবং সে, Finn কে সতর্ক করে দেয় যাতে Bray এর রাস্তায় না আসতে  :D

কমার্শিয়াল ব্রেকের পর কমেন্ট্রি তে উল্লেখ করা হয় Kalisto,Crew,Slater এবং Rhyno কে Raw তে ট্রাড করা হয়েছে 

 ♦ 5th Match ♦ 

<<Sami Zayn বনাম, the Miz>>

ম্যাচে, Victory Roll এর মাধ্যমে Miz কে পিনফলে হারায় Sami Zayn

• Winner : Sami Zayn 

কমার্শিয়াল ব্রেকের পর আজকের রাতের মেইন ইভেন্ট ম্যাচ ঘোষনা করা হয় এবং ম্যাচটিতে লড়বে Kevin Owens এবং Dean Ambrose

Michael Cole কে Roman Reigns এর ইন্টারভিউ নিতে যায় এবং Roman বলে, Taker এর বিপক্ষে জয় তার ক্যারিয়ারের সেরা ম্যাচ জয় ছিল এবং সে বলে সেই এখন Big Dog এবং WWE হচ্ছে তার আঙিনা!! তখন Braun Strowman এসে Roman কে আক্রমণ করে প্রচুর মারধর করতে থাকে!! পরে, রেফারী রা এসে Braun কে আটকায় তখন আহত Roman কে Stretcher এ করে Ambulance এ তোলা হয় কিন্তু Braun আবারোও তাকে আক্রমণ করে এবং ঐ Roman সহ ঐ Ambulance টিকে কাত করে ফেলে দেয়  :O 

 ♦ 6th Match ♦  

<<Luke Gallows, Karl Anderson, Primo and Epico বনাম, Cesaro, Sheamus, Matt Hardy & Jeff Hardy>> 

ম্যাচের একপর্যায়ে Matt, Primo কে Twist of Fate হিট করে তখন Jeff ট্যাগ ইন হয় on Primo Jeff ট্যাগ ইন হয় এবং Swanton Bomb হিট করে দলের পক্ষে জয় আনে। 

• Winners : Cesaro, Sheamus and The Hardys

ম্যাচশেষে, বিজয়ীরা তাদের জয় সেলিব্রেট করতে থাকে

ব্যাকস্টেজ এ Emma কে Dana Brooke এর সাথে দেখা যায় এবং Emma, Dana কে সাজেস্ট করে তাকে ফলো করার জন্য কিন্তু Dana মানা করে দেয় এবং সে সেখান থেকে চলে যায় 

কমার্শিয়াল ব্রেকের পর Sasha কে রিংয়ে দেখা যায় এবং সে তার বন্দ্বু Bayley কে আমন্ত্রণ জানায় কিন্তু Alexa Bliss এর মিউজিক হিট হয় এবং বিশাল পপের সহিত সে রিংয়ে আসে। তখন Bliss প্রোমো কাটতে থাকলে বাধা দেয় Mickie James এবং সেও Raw তে জয়েন করে । তখন Nia Jax আসে এবং সবাইকে মারতে থাকে তখন সেইভ করতে Bayley আসে কিন্তু Nia তাকে Samoan Drop হিট করে এবং Bayley এর ওমেন্স টাইটেল উচিয়ে ধরে!


__________MAIN EVENT________

<<Dean Ambrose বনাম, Kevin Owens>> 

বেশ ভালো একটি ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে Dean, Owens কে Swinging Neckbreaker দেয় এবং Bulldog দিতে গেলে Owens সেটা ব্লক করে এবং টার্নবাকলের দিকে ধাক্কা দিয়ে Cannonball হিট করতে গেলে Dean সরে যায় এবং Owens রিংপোস্টে চোট পায়। তখন টপ রোপের উপর হতে রিংয়ের বাইরে Dean, Elbow Drop হিট করে এবং পরবর্তীতে সে Owens কে রিংয়ে নিয়ে যায়। তখন Owens, Pop-Up-Powerbomb মারতে Dean সেটা কাউন্টার করে Dirty Deeds মারতে যায় কিন্তু Owens সেটা ব্লক করে Superkick হিট করে। তবে, এর পরই Dean সুযোগ বুঝে তার ফিনিশার Dirty Deeds হিট করে ম্যাচ জেতে যায়  ✌

• Winner : Dean Ambrose 

ম্যাচশেষে, Chris Jericho রিংয়ে আসে এবং সে Kevin কে Codebreaker হিট করে এবং এভাবেই শেষ হয় আজকের শো  :)

→আজকের Superstar Shakeup এ যারা যারা Raw তে ড্রাফটেড হয়েছেন:

*Dean Ambrose
*Miz & Maryse
*Apollo Crews
*Kalisto
*Mickie James
*Alexa Bliss
*Slater & Rhyno
*Curt Hawkins 
*Bray Wyatt 

Overall Show Rating: 8/10 ✌ 

কমেন্টে আপনারাও আজকের শো এর রেটিং দিবেন, ধন্যবাদ  :) 

•• লেখকঃ Aamir Hamza Salman

WWE Raw রেজাল্ট, ১১/০৪/২০১৭


Raw এর অপেনিং ভিডিও দেখানোর মাধ্যমেই আজকের শো শুরু হয়। এবং কমেন্ট্রিতে Cole আজকের শো তে কি কি ঘটবে তা নিয়ে আলোচনা করে।

শো কিক-অফ করে Miz এবং Maryse এবং তারা আবারোও Cena এবং Nikki এর রিং গিয়ার পড়ে রিংয়ে প্রবেশ করে!! তখন কমেন্ট্রিতে উল্লেখ করা হয় যে, তাদের দুজনকেই Raw তে ট্রাড করা হয়েছে। Miz, Cena কে পচাতে থাকে ক্রাউডকে উদ্দেশ্য করে বলে, তারা যখনই ইচ্ছা তখনই "Cena Sucks" চ্যান্ট করতে পারবে এবং ক্রাউডরাও তখন "Cena Sucks" চ্যান্ট করা শুরু করে :P তখন Miz এর প্রোমোতে বাধা দেয় Dean Ambrose, সে Miz-Maryse কে Cena-Nikki মনে করে প্রোমো কাটে এবং বলতে থাকে, Raw তে তারা দুজন ছাড়া আর কাউকেও ততটা চিনে নাহ এবং সে Miz কে Raw তে ড্রাফট হওয়ার জন্য অভিনন্দন জানায়। তখন সে মাইক দিয়ে Miz কে পচানো শুরু করলে সে রেগে গিয়ে তার আসল পরিচয় Dean এর কাছে প্রকাশ করে এবং তখন তাকে Dirty Deeds হিট করে Dean!! 

সুতরাং, Miz এবং Dean উভয়কেই Superstar Shakeup এর মাধ্যমে SD হতে Raw তে ট্রাড করা হয়েছে ✌

কমার্শিয়াল ব্রেকের পর Kurt Angle কে ফোনে কথা বলতে দেখা যায় যেখানে তিনি Sami Zayn এর প্রশংসা করেন এবং বলেন, Sami এর জন্য এই বছরটি খুবই সফল হবে এবং তিনি আরোও বলেন, Sami কে Raw তে রেখে ঠিকমত ব্যাবহার করতে চান। তখন Sami আসে এবং বলে, এবং সে Raw তে থেকেই তার যোগ্যতার পরিচয় দিতে চায় ।তখন তাদের কথোপকথনে বাধা দেয় Miz, যার ফলে Kurt Angle আজকের Raw তাদের দুজনের মধ্যকার ম্যাচ সেট করে ।

New Day এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং রিংয়ে প্রবেশ করে। Big E প্রোমো কাটা শুরু করে এবং তার হাতে একটি পুতুল দেখা যায়। এবং সে বলে, যতক্ষণ পর্যন্ত Kofi সুস্থ হয়ে ফিরে আসে ততক্ষন পর্যন্ত এই পুতুলের মাঝেই সে তাদের সাথে থাকবে। তখন Woods, The Revival কে আমন্ত্রণ জানায় ম্যাচের জন্য এবং The Revival রিংয়ে আসে।

 ♦ First Match ♦ 

<<New Day (Big E & Xavier Woods) বনাম, the Revival (Dash Wilder & Scott Dawson)>> 

ম্যাচ শুরু করে Woods এবং Wilder, তারা দুজনই একে অপরকে মারতে থাকে তবে Kick মেরে ফাইট ব্যাক করে Woods এবং সে Big E কে ট্যাগ করে এবং তারা দুজন টিম-আপ করে Wilder কে মারতে থাকে। তবে ফাইট ব্যাক করে Wilder এবং সে Woods কে মেরে রিংয়ে কর্ণারে ফেলে দেয় এবং তারা ম্যাচের কন্ট্রোল নেয়।তবে খানিক সময় পর Woods আবারোও ফাইট ব্যাক করে এবং Big E কে ট্যাগ করে। ম্যাচের একপর্যায়ে, Dawson এর উপর Coast To Coast Elbow Drop হিট করে দুই কাউন্ট পায় Woods!! তখন সে এবং Big E তাদের ফিনিশার Midnight Hour দিতে গেলে Wilder ইন্টারফেয়ার করে এবং Woods কে তাদের ফিনিশার Shutter Machine হিট করে ম্যাচটি জেতে যায়  ✌

• Winners : The Revival 

কমার্শিয়াল ব্রেকের পর ব্যাকস্টেজ এ Neville কে দেখা যায় এবং সে তাকে ক্রুজারওয়েট দের কিং বলে সম্বোধন করে এবং বলে ক্রুজারওয়েট ডিভিশনের কেউই তাকে হারাতে পারবেনা। তখন তার প্রোমোতে বাধা দেয় TJ Perkins, এবং সে Neville কে চ্যালেঞ্জ করে তবে Neville তার এই চ্যালেঞ্জ এক্সেপ্ট করেনা।তখন Aries আসে এবং Neville কে বলে, খুব শীগ্রই সে তাকে হারিয়ে ক্রুজারওয়েট চ্যাম্প হবে।তখন Neville বলে যেকোনো একজন তাকে চ্যাম্পিয়নশিপ এর জন্য চ্যালেঞ্জ করতে পারে এবং এ কথা বলে সে চলে যায়।

বিরতির পর Curt Hawkins কে রিংয়ে দেখা যায় এবং সে বলে সেও Raw তে ট্রাড হয়েছে।তখন তার প্রোমো তে বাধা দেয় Big Show, এবং তাকে WMD হিট করে।

কমার্শিয়াল ব্রেকের পর Neville কে কমেন্ট্রিতে জয়েন করতে দেখা যায়।

 ♦ 2nd Match ♦ 

<<Austin Aries বনাম, TJ Perkins>>

মোটামুটি ভালো ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে Aries, Perkins কে রোপের মাঝ বরাবর Neckbreaker হিট করে এবং সে যখন আবার রিংয়ে প্রবেশ করে তখন Perkins, Small Package রোল-আপ করার মাধ্যমে ৩ কাউন্ট পেয়ে ম্যাচটি জেতে যায়। ম্যাচশেষে, সে হীল টার্ন করে এবং Aries কে মারতে থাকে!!

• Winner : TJ Perkins

কমার্শিয়াল ব্রেকের পর Seth Rollins এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং সে রিংয়ে এসে প্রোমো কাটতে থাকে। সে ফ্যানদের ধন্যবাদ জানায় তাকে সাপোর্ট দেবার জন্য এবং সে বলে তার যাত্রা সবেমাত্র শুরু এবং সে ফ্যানদের কে আরোও অনেক কিছুই উপহার দিতে চায়। তখন সে Stephanie এর ব্যাপারে কথা বলে এবং বলে যদি Stephanie তাকে সঠিক মর্যাদা না দেয় তাহলে সে SDLive এ চলে যাবে। তখন Seth এর প্রোমোতে বাধা দেয় Kurt Angle এবং সে বলে সে যেমন ভাঙা ঘাড় নিয়ে অলিম্পিকে গোল্ড মেড্যাল জিতেছিল ঠিক তেমনি Seth ও তার ভাঙা পা নিয়ে King Of Kings কে হারিয়েছে তাই সে Seth কে Raw তে থাকার অনুরোধ করে এবং তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করে!! তখনই Seth কে পেছন থেকে আক্রমণ করে Samoa Joe!! তবে Seth পাঞ্চ মেরে ফাইট ব্যাক করে এবং Joe কে Avada Kedavra হিট করে এবং তখন Joe রিংয়ের বাইরে চলে যায়।

ব্যাকস্টেজ এ Kevin Owens কে দেখা যায় এবং সে Superstar Shakeup নিয়ে কথা বলতে থাকে, সে বলে সে যে ব্রান্ডেই থাকুক না কেন, সে ই হবে সেখানকার টপ সুপারস্টার এবং সে বলে Dean কখনই তার Ic Championship নিয়ে এই শো তে রাজত্ব করতে পারবে নাহ কারণ এটা Kevin Owens Show এবং এখানে Us চ্যাম্পিয়নেরই রাজ চলে  ✌

 ♦ 3rd Match ♦ 

<<Charlotte বনাম, Nia Jax>>

বেশ ভালো একটি ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে, Charlotte তার ফিনিশার Natural Selection হিট করলে Nia কিক-আউট করে এবং এই সুযোগে Nia তার ফিনিশার Samoan Drop হিট করে ম্যাচটি জেতে যায়। 

• Winner : Nia Jax

 ♦ 4th Match ♦ 

<<Finn Balor বনাম, Jinder Mahal>>

স্বল্প সময়ের এই ম্যাচে Finn তার ফিনিশার Coupe De Grace হিট করে ম্যাচ জেতে যায় ✌

• Winner :Finn Balor

Omg!! ম্যাচশেষে Bray Wyatt কে অফস্ক্রিনে দেখা যায় এবং সে বলে সে Raw তে রাজত্ব করতে এসেছে এবং আরোও বলে আগামী Payback পিপিভিতে Orton কে হারিয়ে WWE চ্যাম্পিয়ন হবে!" এবং সে, Finn কে সতর্ক করে দেয় যাতে Bray এর রাস্তায় না আসতে  :D

কমার্শিয়াল ব্রেকের পর কমেন্ট্রি তে উল্লেখ করা হয় Kalisto,Crew,Slater এবং Rhyno কে Raw তে ট্রাড করা হয়েছে 

 ♦ 5th Match ♦ 

<<Sami Zayn বনাম, the Miz>>

ম্যাচে, Victory Roll এর মাধ্যমে Miz কে পিনফলে হারায় Sami Zayn

• Winner : Sami Zayn 

কমার্শিয়াল ব্রেকের পর আজকের রাতের মেইন ইভেন্ট ম্যাচ ঘোষনা করা হয় এবং ম্যাচটিতে লড়বে Kevin Owens এবং Dean Ambrose

Michael Cole কে Roman Reigns এর ইন্টারভিউ নিতে যায় এবং Roman বলে, Taker এর বিপক্ষে জয় তার ক্যারিয়ারের সেরা ম্যাচ জয় ছিল এবং সে বলে সেই এখন Big Dog এবং WWE হচ্ছে তার আঙিনা!! তখন Braun Strowman এসে Roman কে আক্রমণ করে প্রচুর মারধর করতে থাকে!! পরে, রেফারী রা এসে Braun কে আটকায় তখন আহত Roman কে Stretcher এ করে Ambulance এ তোলা হয় কিন্তু Braun আবারোও তাকে আক্রমণ করে এবং ঐ Roman সহ ঐ Ambulance টিকে কাত করে ফেলে দেয়  :O 

 ♦ 6th Match ♦  

<<Luke Gallows, Karl Anderson, Primo and Epico বনাম, Cesaro, Sheamus, Matt Hardy & Jeff Hardy>> 

ম্যাচের একপর্যায়ে Matt, Primo কে Twist of Fate হিট করে তখন Jeff ট্যাগ ইন হয় on Primo Jeff ট্যাগ ইন হয় এবং Swanton Bomb হিট করে দলের পক্ষে জয় আনে। 

• Winners : Cesaro, Sheamus and The Hardys

ম্যাচশেষে, বিজয়ীরা তাদের জয় সেলিব্রেট করতে থাকে

ব্যাকস্টেজ এ Emma কে Dana Brooke এর সাথে দেখা যায় এবং Emma, Dana কে সাজেস্ট করে তাকে ফলো করার জন্য কিন্তু Dana মানা করে দেয় এবং সে সেখান থেকে চলে যায় 

কমার্শিয়াল ব্রেকের পর Sasha কে রিংয়ে দেখা যায় এবং সে তার বন্দ্বু Bayley কে আমন্ত্রণ জানায় কিন্তু Alexa Bliss এর মিউজিক হিট হয় এবং বিশাল পপের সহিত সে রিংয়ে আসে। তখন Bliss প্রোমো কাটতে থাকলে বাধা দেয় Mickie James এবং সেও Raw তে জয়েন করে । তখন Nia Jax আসে এবং সবাইকে মারতে থাকে তখন সেইভ করতে Bayley আসে কিন্তু Nia তাকে Samoan Drop হিট করে এবং Bayley এর ওমেন্স টাইটেল উচিয়ে ধরে!


__________MAIN EVENT________

<<Dean Ambrose বনাম, Kevin Owens>> 

বেশ ভালো একটি ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে Dean, Owens কে Swinging Neckbreaker দেয় এবং Bulldog দিতে গেলে Owens সেটা ব্লক করে এবং টার্নবাকলের দিকে ধাক্কা দিয়ে Cannonball হিট করতে গেলে Dean সরে যায় এবং Owens রিংপোস্টে চোট পায়। তখন টপ রোপের উপর হতে রিংয়ের বাইরে Dean, Elbow Drop হিট করে এবং পরবর্তীতে সে Owens কে রিংয়ে নিয়ে যায়। তখন Owens, Pop-Up-Powerbomb মারতে Dean সেটা কাউন্টার করে Dirty Deeds মারতে যায় কিন্তু Owens সেটা ব্লক করে Superkick হিট করে। তবে, এর পরই Dean সুযোগ বুঝে তার ফিনিশার Dirty Deeds হিট করে ম্যাচ জেতে যায়  ✌

• Winner : Dean Ambrose 

ম্যাচশেষে, Chris Jericho রিংয়ে আসে এবং সে Kevin কে Codebreaker হিট করে এবং এভাবেই শেষ হয় আজকের শো  :)

→আজকের Superstar Shakeup এ যারা যারা Raw তে ড্রাফটেড হয়েছেন:

*Dean Ambrose
*Miz & Maryse
*Apollo Crews
*Kalisto
*Mickie James
*Alexa Bliss
*Slater & Rhyno
*Curt Hawkins 
*Bray Wyatt 

Overall Show Rating: 8/10 ✌ 

কমেন্টে আপনারাও আজকের শো এর রেটিং দিবেন, ধন্যবাদ  :) 

•• লেখকঃ Aamir Hamza Salman