আজকের SDLive শো শুরু হয় Matt "Rosey" Anoa'i এর একটি স্মৃতিচারণ ভিডিও প্যাকেজ দেখানোর মাধ্যমে।উল্লেখ্য যে, Rosey হচ্ছেন একজন সাবেক WWE সুপারস্টার এবং Roman Reigns এর ভাই যিনি গত ১৭ই এপ্রিল মৃত্যুবরণ করেছেন!!
শুরুতে রিংয়ে আসে Charlotte এবং সে প্রোমো কাটতে থাকে।সে বলে, এখন থেকে SDLive এ শুধু তার রাজত্ব চলবে এবং সে তখন SDLive ওমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেল শট চায়।তার প্রোমো তে বাধা দেয় Naomi এবং রিংয়ে সে তার টাইটেল রেখে Charlotte কে ম্যাচ এর জন্য চ্যালেঞ্জ করে। তখন Shane McMahon এর মিউজিক হিট হয় এবং সে আজকের শো এর জন্য Naomi বনাম, Charlotte এর ম্যাচ ঠিক করে এবং সে আরোও বলে যদি Charlotte ম্যাচটি জিততে পারে তাহলে আগামী সপ্তাহে সে টাইটেল শট পাবে । Shane তখন চলে যায় এবং রিংয়ে তারা দুজন ব্রল করতে থাকে, ব্রলে Naomi, Charlotte কে রিংয়ের বাইরে ফেলে দেয় এবং তার টাইটেল নিয়ে পোজ দিতে থাকে।
কমার্শিয়াল ব্রেকের পর Natalya কে Shane এর অফিসে দেখা যায় । তখন সে Charlotte কে টাইটেল শট এর সুযোগ দেয়ার জন্য আপোষ করে এবং বলে সে Charlotte এর চাইতে বেশি ডিজার্ভিং।তখন তাকে বাধা দেয় Carmella এবং Tamina, এবং তারা একে অপরের সাথে তর্কাতর্কি করতে থাকে।
♦ First Match ♦
<<6-Pack Challenge to Crown a New #1 Contender: Dolph Ziggler বনাম, Erick Rowan বনাম, Luke Harper বনাম, Mojo Rawley বনাম, Jinder Mahal বনাম, Sami Zayn>>
ভালো একটি ম্যাচ ছিল। ম্যাচের শুরুর দিকে Harper ম্যাচের কন্ট্রোল নেয় এবং সে Rowan কে Senton হিট করে দুই কাউন্ট পায়।তখন Sami রিংয়ে আসে তবে Harper তাকে Clothesline হিট করে ফেলে দেয়। এদিকে, Mojo Rawley, Dolph কে টপ রোপ হতে Superplex হিট করে তারপর Harper ও Rowan কে Superplex হিট করে। তখন, Sami, Jinder কে রিংয়ে নিয়ে আসে এবং Sunset Flip Powerbomb হিট করে দুই কাউন্ট পায়।
ম্যাচের একপর্যায়ে, Ziggler, Rowan কে Zig Zag হিট করে দুই কাউন্ট পায়।ফ্যানরা তখন "This Is Awesome" চ্যান্ট দিতে থাকে। তখন Ziggler, Harper কে Dropkick মারতে যায় কিন্তু Harper তাকে ধরে ফেলে এবং Powerbomb হিট করে । তখন Jinder, Harper কে রিংয়ের বাইরে নিয়ে আসে এবং তাকে স্টিল স্টেপস এর সাথে ধাক্কা দেয়!! তখন Sami, Jinder রিং এপ্রোনে মেরে ফেলে দেয় এবং ফ্লোরে থাকে Mojo Rawley কে Springboard Moonsault হিট করে।এরপর Sami, Jinder কে রিংয়ে নিয়ে যায় এবং টার্নবাকলে Exploder Suplex হিট করে এবং Helluva Kick মারতে প্রস্তুত হয় কিন্তু The Bollywood Boyz তার পায়ে ধরে রাখে এবং এই সুযোগে Jinder, Sami কে পিন করে ম্যাচটি যেতে যায় :O এবং সে WWE Championship এর জন্য No1 Contender হয়ে যায় :P ! মাইরালা :v :v
• Winner : Jinder Mahal
ম্যাচশেষে Renee Young, Jinder এর ইন্টারভিউ নিয় এবং Jinder বলে ক্রাউডরা তাকে যতই বু দিক সে ই হবে Next WWE Champ!! তখন Orton রিংয়ে আসে এবং Jinder কে বলে সে কখনোও WWE চ্যাম্পিয়নশিপ টি পাবে নাহ কিন্তু ফ্রী তে RKO খাওয়ার সুযোগ পাবে :P হঠাৎ করেই লাইট অফ হয়ে যায় এবং তখন অনস্ক্রিনে Bray Wyatt কে দেয়া যায়। Bray বলে Orton, Horrors Match এ Viper হিসেবে ঢুকলেও সে আর কখনোও জীবিত অবস্থায় ফিরতে পারবে নাহ, এই কথা বলে সে উধাও হয়ে যায়!!
ব্যাকস্টেজ এ Renee Young কে AJ Styles এর ইন্টারভিউ নিতে দেখা যায়। তখন Baron Corbin, AJ কে বাধা দেয় এবং তারা একে অপরের সাথে বিতর্ক করতে থাকে যার ফলে আজকের শো তে তাদের মধ্যকার ম্যাচ সেট করা হয় ।।
♦ 2nd Match ♦
<<Charlotte বনাম, Naomi>>
ম্যাচের শুরুতে কন্ট্রোলে থাকে Charlotte, তবে Naomi ফাইট ব্যাক করে। ম্যাচের একপর্যায়ে, Naomi Crossbody হিট করে দুই কাউন্ট পায়। তখন Naomi, Charlotte কে Rear View হিট করতে গেলে Charlotte তা ব্লক করে এবং Natural Selection হিট করে ম্যাচ জেতে যায় এবং সে নতুন No1 Contender হয়ে যায়।
• Winner : Charlotte Flair
<<The Shining Stars বনাম, American Alpha>>
ম্যাচ শুরু করে Gable এবং Primo এবং শুরু থেকেই ম্যাচের কন্ট্রোলে থাকে Alpha রা। একপর্যায়ে Gable, Primo কে Suplex হিট করে দুই কাউন্ট পায় কিন্তু Epico রেফারী কে ডিস্ট্রাক্ট করে যার ফলে Primo, Gable কে রিং-পোস্টে ধাক্কা দেয় এবং পরবর্তীতে Jordan কে পিন করে ম্যাচ জেতে যায়।
• Winners : The Shining Stars
♦ 3rd Match ♦
<<"Face of America" Open Challenge: Gary Gandy বনাম, Kevin Owens>>
Kevin Owens রিংয়ে আসে এবং সে "Face Of America" নামক ওপেন চ্যালেঞ্জ দেয় এবং তার চ্যালেঞ্জ গ্রহণ করে একজন লোক্যাল রেসলার :P তখন ম্যাচ শুরু হয় এবং মিনিটের ভেতরেই Pop Up Powerbomb হিট করে ম্যাচ জেতে যায় Kevin ।।
• Winner : Kevin Owens
ম্যাচশেষে Owens মাইক নিয়ে কথা বলতে থাকে এবং সে আমেরিকান দের পচাতে থাকে।সে বলে Jericho, Styles এরা কেউই তার কাছ থেকে US চ্যাম্পিয়নশিপ টি নিতে পারবে নাহ। তখন সে French ভাষায়ও কথা বলে এবং সে রিংসাইডে কমেন্ট্রি তে যোগ দেয়।
_______MAIN EvEnT_______
<<Baron Corbin বনাম, AJ Styles>>
শুরুতে ম্যাচ ডমিনেট করতে থাকে Corbin এবং সে এপ্রোনের দিকে AJ কে ধাক্কা দেয়।তখন তারা রিংয়ের বাইরে ফাইট করতে থাকে। Corbin, AJ কে রিংয়ে পাঠায় এবং AJ তখন Pele Kick হিট করে ফাইট ব্যাক করে এবং Running Forearm হিট করে দুই কাউন্ট পায়। তখন Big Boot মেরে ফাইট ব্যাক করে Corbin এবং পিন করে দুই কাউন্ট পায়।ম্যাচের একপর্যায়ে AJ, Corbin কে Calf Crusher সাবমিশন ধরে কিন্তু Corbin দড়ি ছুয়ে ফেলে। তারপর Corbin, AJ কে Deep six হিট করে দুই কাউন্ট পায়। AJ ফাইট ব্যাক করে এবং Knee এবং Forearm হিট করে Corbin কে ফ্লোরে ফেলে দেয়। তখন ফ্লোরে Aj, Corbin কে Styles Clash হিট করতে গেলে Corbin তাকে Owens এর সাথে ধাক্কা দেয়,!"তখন Styles, Corbin কে ব্যারিকেড এর দিকে Forearm হিট করে ফেলে দেয়। তখন রেফারী কাউন্ট করা শুরু করে এবং রেফারী এর ১০ কাউন্টের আগেই Styles রিংয়ে প্রবেশ করে এবং ম্যাচ জেতে যায় ।।
• Winner by Count Out: AJ Styles
ম্যাচশেষে AJ তার জয় সেলিব্রেট করতে থাকে এবং এভাবেই শেষ হয় আজকের SDLive শো
•• লেখকঃ Aamir Hamza Salman