আজকের SDLive শো অনুষ্টিত হয় Boston এর TD Garden এ এবং শো এর কমেন্ট্রিতে Tom Phillips আর JBL এর সাথে যোগদান করেন Byron Saxton ।

আজকের শো এর কিক-অফ করেন WWE United States Champion, Kevin Owens। তিনি রিংয়ে আসেন এবং সবাইকে তার নতুন "Kevin Owens Show" এর সাথে পরিচিত করিয়ে দেন । তিনি বলেন, তিনি এখন SDLive এ চলে এসেছেন তার US চ্যাম্পিয়নশিপ নিয়ে এবং তিনি এই শো কে আরোও আপগ্রেড করবেন। তিনি আরোও বলেন, তিনি কানাডার অধিবাসী, এবং কানাডিয়ান রা আমেরিকান হতে বেটার  :P তখন আমেরিকান ক্রাউডরা তাকে বু দিতে থাকে। ক্রাউড তখন "USA" চ্যান্ট করতে থাকে। Kevin বলেন, তিনি এই রোস্টারের সব রেসলারকে একাই হারাতে পারবেন  :v তখন, Baron Corbin এর মিউজিক হিট হয় এবং তিনি Kevin এর প্রোমোতে বাধা দেন এবং বলেন, যদিও Kevin এই রোস্টারের অনেক রেসলারকেই হারাতে পারবে তবুও সে এই "Lone Wolf" কে হারাতে পারবেনা। Omg! Sami Zayn's Music Hits :O Sami ও SDLive এ জয়েন করেন এবং সেও Kevin এর US চ্যাম্পিওনশিপ চায়!! তখন AJ Styles এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং বিশাল চিয়ার এর সহিত সে রিংয়ে আসে এবং রিংয়ে উঠলে ফ্যানরা "AJ Styles","Aj Styles" চ্যান্ট করতে থাকে। AJ প্রোমো কাটে এবং বলে, এটা Kevin Owens শো নাহ কারণ, Aj নিজেই এই SDLive শো কে নির্মাণ করেছে তাই এই রোস্টারে শুধু তার রাজই চলবে। তখন Daniel Bryan রিংয়ে আসেন এবং বলেন, আগামী Payback পিপিভিতে অনুষ্টিত হওয়া Owens বনাম, Jericho ম্যাচের বিজয়ী SDLive এ জয়েন করবে তাই এর আগে SDLive এ US চ্যাম্পিয়নশিপ টি ডিফেন্ড হবেনা। তবে তিনি আজকের রাতের মেইন ইভেন্টে US টাইটেলের জন্য No1 Contender ম্যাচ সেট করেন এবং ম্যাচটিতে লড়বে Styles, Sami এবং Corbin!! এবং এই ম্যাচের বিজয়ী Payback এর পরে US চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবে  ;)

 ♦ First Match ♦ 

<<Randy Orton বনাম, Erick Rowan>>

নতুন এন্ট্রান্স মিউজিক নিয়ে রিংয়ে আসেন Rowan এবং তার পরবর্তীতে রিংয়ে আসেন WWE চ্যাম্পিয়ন Randy Orton!! ম্যাচ শুরু হয় এবং দুজনই একে অপরকে মারতে থাকে তবে টপ রোপের উপর হতে Superplex হিট করার মাধ্যমে ম্যাচের কন্ট্রোল নেয় Orton । ম্যাচের একপর্যায়ে, Orton, RKO মারতে গেলে বিগ স্ক্রিনে Bray Wyatt কে দেখা যায় এবং সে Orton কে উদ্দেশ্য করে হাসতে থাকে, তখন আবারোও লাইট চলে আসে এবং তখন Rowan কে রিংয়ের বাইরে ফ্লোরে দেখা যায়। Orton তাকে রিংয়ে আনতে গেলে Steel Steps দিয়ে তাকে আঘাত করে যার ফলে ম্যাচটি DQ এ জেতে যায় Orton ম্যাচশেষে Orton কে রিংয়ে নিয়ে আসে Rowan এবং তাকে মারতে থাকে।

• Winner : Randy Orton By DQ


 ♦ 2nd Match ♦ 

<<SmackDown Tag Team Title Match: American Alpha বনাম, The Usos>>

ম্যাচ শুরু করে Jordan এবং Jey Uso শুরুর দিকে American Alpha রা ম্যাচের কন্ট্রোল নিলেও পরবর্তীতে Jordan এর মুখে Kick মারার মাধ্যমে ম্যাচের কন্ট্রোল নেয় Usos রা। তবে, খানিক পরই Jordan, Gable কে ট্যাগ করে এবং সে এসে Jimmy কে পরপর তিনটি German Suplex এবং Jimmy এবং Jey উভয়কেই Exploder Suplex হিট করে। টপ রোপ হতে Gable তখন Moonsault হিট করে দুই কাউন্ট পায়। Gable তখন Jimmy কে সাবমিশন মুভ ধরলে Jey এসে তাকে Superkick হিট করে এবং এই সুযোগে Jimmy টপ রোপ হতে Splash হিট করে কিন্তু Gable তার হাটু দিয়ে Jimmy কে আঘাত করে এবং পিন করে দুই কাউন্ট পায়!! ম্যাচের একপর্যায়ে, Gable কে Splash হিট করার মাধ্যমে দলের পক্ষের জয় আনে Jey এবং তাদের টাইটেল রিটেইন করে। ম্যাচশেষে, Shining Stars রা SDLive এ আসে এবং তারা Jordan এবং Gable কে মারতে থাকে ।

• Winners : The Usos


 ♦ 3rd Match ♦ 

<<Jinder Mahal বনাম, Mojo Rawley>> 

ম্যাচ এর শুরুতে ডমিনেট করতে থাকে Jinder Mahal তবে ম্যাচের একপর্যায়ে ক্রাউডের মধ্যে থাকা Mojo এর বন্দ্বু Gronk, Jinder এর মুখে তার Drinks ছুড়ে দেয় এবং এই সুযোগে Running Shot মেরে ম্যাচটি জেতে যায় Mojo

• Winner : Mojo Rawley


কমার্শিয়াল ব্রেকের পর প্রচুর পপের সহিত Shane McMahon রিংয়ে আসেন এবং তিনি SDLive এর ওমেন্স ডিভিশন নিয়ে কথা বলেন। তিনি সব ফিম্যাল রেসলারকে রিংয়ে আসতে বলেন তখন একে একে Naomi, Natalya, Carmella(সাথে James Ellsworth ও ;) ) এবং Becky Lynch!! তখন Ellsworth, Shane কে ইন্টারাপ্ট করে এবং বলে, Naomi চ্যাম্প হিসেবে যোগ্য নাহ, চ্যাম্প হিসেবে Carmella যোগ্য!! তবে, Shane, Ellsworth এর কথায় তেমন পাত্তা দেয়না এবং সে SDLive এর প্রথম নতুন ফিম্যাল রেসলার কে ইন্ট্রডিউস করেন এবং Tamina Snuka আসে এবং সে SDLive এ জয়েন করে। তারপর এন্ট্রি নেয় Charlotte এবং সেও SDLive এ জয়েন করে । 

কমার্শিয়াল ব্রেকের পর কমেন্ট্রিতে এনাউন্সার রা উল্লেখ করেন যে, Rusev এবং Sin Cara ও SDLive এ জয়েন করবে। 


 ♦ 4th Match ♦ 

<<Aiden English বনাম, Tye Dillinger>>

স্বল্পদৈর্ঘের এই ম্যাচে নিজের ফিনিশার Tye-Breaker হিট করে ম্যাচটি জেতে যায় Tye Dillinger

• Winner : Tye Dillinger

কমার্শিয়াল ব্রেকের পর একটি Vignette দেখানো হয় যেখানে ইঙ্গিত করা হয় Lana,SDLive এ আসবে।

রিংয়ে Dolph Ziggler কে দেখা যায় এবং সে বলে, এই Superstar Shakeup এ সে SD তেই থাকছে এবং সে এই রোস্টারের আরোও উন্নতি করতে চায়। তখন Shinsuke Nakamura এর মিউজিক হিট হয় এবং ক্রাউডরা তাকে জোরালো চ্যান্ট দিতে থাকে । রিংয়ে আসলে তখন Ziggler বলে, সে Nakamura কে চেনে নাহ অপরদিকে, ক্রাউড "Nakamura" চ্যান্ট দিতে থাকে  :) তখন Nakamura, Ziggler কে প্রশ্ন করে তাকে চিনতে চায় কি না? ক্রাউড আবারোও জোরালো ভাবে "Nakamura" চ্যান্ট দিতে থাকে। এতে Ziggler রাগান্বিত হয়ে যায় এবং Nakamura কে Superkick মারতে যায় কিন্তু Nakamura তার পায়ে ধরে ফেলে এবং Ziggler তখন ভয়ে রিং থেকে বের হয়ে চলে যায় । তখন Nakamura এর মিউজিক হিট হয় এবং সে তার সিগনেচার পোজ দেয় ।

কমার্শিয়াল ব্রেকের উল্লেখ করা হয় New Day, খুব শীঘ্রই SDLive এ আসবে। 

______MAIN EVENT______

<<No1 Contenders Match: Sami Zayn বনাম, Baron Corbin বনাম, AJ Styles>>

সেই লেভেলের একটি ম্যাচ ছিল । ম্যাচ শুরু হয়, শুরুতে Corbin ম্যাচ ডমিনেট করতে থাকে তবে পরবর্তীতে Aj এবং Sami টিম-আপ করে Corbin কে মারতে থাকে। তারা দুজন মিলে Corbin কে Suplex দিতে গেলে সেটা কাউন্টার করে Corbin, তাদের দুজনকেই Suplex দেয় :O ম্যাচের একপর্যায়ে Sami, Moonsault দেয় Aj এবং Corbin এর উপর এবং ম্যাচের কন্ট্রোল নেয়। কিছুক্ষন পর, Sami কে Side Slam হিট করে দুই কাউন্ট এবং Aj কে Big Boot হিট করেও দুই কাউন্ট পায়।তখন পেছন থেকে Sami, Corbin কে মারতে থাকে এবং Aj কে রিংয়ের বাইরে ফেলে দেয় । Corbin ফাইট ব্যাক করতে গেলে Sami তাকে টার্নবাকলের দিকে Exploder Suplex হিট করে। এবার Sami তার ফিনিশার দিতে গেলে Aj রিংয়ে আসে এবং Sami কে Clothesline হিট করে। আবার, Corbin উঠে এসে Aj কে Clothesline হিট করে । এবার, Sami কে মারতে গেলে সে ফাইট ব্যাক করে এবং সে Aj কে Blue ThunderBomb হিট করে দুই কাউন্ট পায়। ম্যাচের একপর্যায়ে, Aj, 450 Splash হিট করে Corbin কে এবং পিন করতে গেলে Sami তা ব্রেক করে। তখন ৩ জনই রিংয়ে পড়ে থাকে। তখন Aj, Sami কে Pele Kick হিট করে এবং Styles Clash দিতে গেলে Sami তা কাউন্টার করে Aj কে এপ্রোনে ফেলে দেয়। তখন Sami, Corbin কে তার ফিনিশার Helluva Kick হিট করে আর এই সুযোগে Aj তার ফিনিশার Phenomenal Forearm হিট করে Sami এর উপর এবং পিন করে ম্যাচটি জেতে যায় এবং সেও Us টাইটেলের জন্য No1 Contender হয়ে যায় ।

• Winner : AJ Styles 

ম্যাচশেষে Aj তার জয় সেলিব্রেট করতে থাকে এবং এভাবেই শেষ হয় আজকের শো  :) 


→আজকের Superstar Shakeup এ যারা SD তে ড্রাফট হয়েছেন:

*Kevin Owens
*Sami Zayn
*Shining Stars
*Jinder Mahal
*Rusev
*Sin Cara
*Lana
*Tamina Snuka
*Charlotte
*New Day।

★ Overall Show Rating: 75/10 :)

•• লেখকঃ Aamir Hamza Salman

WWE SmackDown Live রেজাল্ট, ১২/০৪/২০১৭


আজকের SDLive শো অনুষ্টিত হয় Boston এর TD Garden এ এবং শো এর কমেন্ট্রিতে Tom Phillips আর JBL এর সাথে যোগদান করেন Byron Saxton ।

আজকের শো এর কিক-অফ করেন WWE United States Champion, Kevin Owens। তিনি রিংয়ে আসেন এবং সবাইকে তার নতুন "Kevin Owens Show" এর সাথে পরিচিত করিয়ে দেন । তিনি বলেন, তিনি এখন SDLive এ চলে এসেছেন তার US চ্যাম্পিয়নশিপ নিয়ে এবং তিনি এই শো কে আরোও আপগ্রেড করবেন। তিনি আরোও বলেন, তিনি কানাডার অধিবাসী, এবং কানাডিয়ান রা আমেরিকান হতে বেটার  :P তখন আমেরিকান ক্রাউডরা তাকে বু দিতে থাকে। ক্রাউড তখন "USA" চ্যান্ট করতে থাকে। Kevin বলেন, তিনি এই রোস্টারের সব রেসলারকে একাই হারাতে পারবেন  :v তখন, Baron Corbin এর মিউজিক হিট হয় এবং তিনি Kevin এর প্রোমোতে বাধা দেন এবং বলেন, যদিও Kevin এই রোস্টারের অনেক রেসলারকেই হারাতে পারবে তবুও সে এই "Lone Wolf" কে হারাতে পারবেনা। Omg! Sami Zayn's Music Hits :O Sami ও SDLive এ জয়েন করেন এবং সেও Kevin এর US চ্যাম্পিওনশিপ চায়!! তখন AJ Styles এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং বিশাল চিয়ার এর সহিত সে রিংয়ে আসে এবং রিংয়ে উঠলে ফ্যানরা "AJ Styles","Aj Styles" চ্যান্ট করতে থাকে। AJ প্রোমো কাটে এবং বলে, এটা Kevin Owens শো নাহ কারণ, Aj নিজেই এই SDLive শো কে নির্মাণ করেছে তাই এই রোস্টারে শুধু তার রাজই চলবে। তখন Daniel Bryan রিংয়ে আসেন এবং বলেন, আগামী Payback পিপিভিতে অনুষ্টিত হওয়া Owens বনাম, Jericho ম্যাচের বিজয়ী SDLive এ জয়েন করবে তাই এর আগে SDLive এ US চ্যাম্পিয়নশিপ টি ডিফেন্ড হবেনা। তবে তিনি আজকের রাতের মেইন ইভেন্টে US টাইটেলের জন্য No1 Contender ম্যাচ সেট করেন এবং ম্যাচটিতে লড়বে Styles, Sami এবং Corbin!! এবং এই ম্যাচের বিজয়ী Payback এর পরে US চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবে  ;)

 ♦ First Match ♦ 

<<Randy Orton বনাম, Erick Rowan>>

নতুন এন্ট্রান্স মিউজিক নিয়ে রিংয়ে আসেন Rowan এবং তার পরবর্তীতে রিংয়ে আসেন WWE চ্যাম্পিয়ন Randy Orton!! ম্যাচ শুরু হয় এবং দুজনই একে অপরকে মারতে থাকে তবে টপ রোপের উপর হতে Superplex হিট করার মাধ্যমে ম্যাচের কন্ট্রোল নেয় Orton । ম্যাচের একপর্যায়ে, Orton, RKO মারতে গেলে বিগ স্ক্রিনে Bray Wyatt কে দেখা যায় এবং সে Orton কে উদ্দেশ্য করে হাসতে থাকে, তখন আবারোও লাইট চলে আসে এবং তখন Rowan কে রিংয়ের বাইরে ফ্লোরে দেখা যায়। Orton তাকে রিংয়ে আনতে গেলে Steel Steps দিয়ে তাকে আঘাত করে যার ফলে ম্যাচটি DQ এ জেতে যায় Orton ম্যাচশেষে Orton কে রিংয়ে নিয়ে আসে Rowan এবং তাকে মারতে থাকে।

• Winner : Randy Orton By DQ


 ♦ 2nd Match ♦ 

<<SmackDown Tag Team Title Match: American Alpha বনাম, The Usos>>

ম্যাচ শুরু করে Jordan এবং Jey Uso শুরুর দিকে American Alpha রা ম্যাচের কন্ট্রোল নিলেও পরবর্তীতে Jordan এর মুখে Kick মারার মাধ্যমে ম্যাচের কন্ট্রোল নেয় Usos রা। তবে, খানিক পরই Jordan, Gable কে ট্যাগ করে এবং সে এসে Jimmy কে পরপর তিনটি German Suplex এবং Jimmy এবং Jey উভয়কেই Exploder Suplex হিট করে। টপ রোপ হতে Gable তখন Moonsault হিট করে দুই কাউন্ট পায়। Gable তখন Jimmy কে সাবমিশন মুভ ধরলে Jey এসে তাকে Superkick হিট করে এবং এই সুযোগে Jimmy টপ রোপ হতে Splash হিট করে কিন্তু Gable তার হাটু দিয়ে Jimmy কে আঘাত করে এবং পিন করে দুই কাউন্ট পায়!! ম্যাচের একপর্যায়ে, Gable কে Splash হিট করার মাধ্যমে দলের পক্ষের জয় আনে Jey এবং তাদের টাইটেল রিটেইন করে। ম্যাচশেষে, Shining Stars রা SDLive এ আসে এবং তারা Jordan এবং Gable কে মারতে থাকে ।

• Winners : The Usos


 ♦ 3rd Match ♦ 

<<Jinder Mahal বনাম, Mojo Rawley>> 

ম্যাচ এর শুরুতে ডমিনেট করতে থাকে Jinder Mahal তবে ম্যাচের একপর্যায়ে ক্রাউডের মধ্যে থাকা Mojo এর বন্দ্বু Gronk, Jinder এর মুখে তার Drinks ছুড়ে দেয় এবং এই সুযোগে Running Shot মেরে ম্যাচটি জেতে যায় Mojo

• Winner : Mojo Rawley


কমার্শিয়াল ব্রেকের পর প্রচুর পপের সহিত Shane McMahon রিংয়ে আসেন এবং তিনি SDLive এর ওমেন্স ডিভিশন নিয়ে কথা বলেন। তিনি সব ফিম্যাল রেসলারকে রিংয়ে আসতে বলেন তখন একে একে Naomi, Natalya, Carmella(সাথে James Ellsworth ও ;) ) এবং Becky Lynch!! তখন Ellsworth, Shane কে ইন্টারাপ্ট করে এবং বলে, Naomi চ্যাম্প হিসেবে যোগ্য নাহ, চ্যাম্প হিসেবে Carmella যোগ্য!! তবে, Shane, Ellsworth এর কথায় তেমন পাত্তা দেয়না এবং সে SDLive এর প্রথম নতুন ফিম্যাল রেসলার কে ইন্ট্রডিউস করেন এবং Tamina Snuka আসে এবং সে SDLive এ জয়েন করে। তারপর এন্ট্রি নেয় Charlotte এবং সেও SDLive এ জয়েন করে । 

কমার্শিয়াল ব্রেকের পর কমেন্ট্রিতে এনাউন্সার রা উল্লেখ করেন যে, Rusev এবং Sin Cara ও SDLive এ জয়েন করবে। 


 ♦ 4th Match ♦ 

<<Aiden English বনাম, Tye Dillinger>>

স্বল্পদৈর্ঘের এই ম্যাচে নিজের ফিনিশার Tye-Breaker হিট করে ম্যাচটি জেতে যায় Tye Dillinger

• Winner : Tye Dillinger

কমার্শিয়াল ব্রেকের পর একটি Vignette দেখানো হয় যেখানে ইঙ্গিত করা হয় Lana,SDLive এ আসবে।

রিংয়ে Dolph Ziggler কে দেখা যায় এবং সে বলে, এই Superstar Shakeup এ সে SD তেই থাকছে এবং সে এই রোস্টারের আরোও উন্নতি করতে চায়। তখন Shinsuke Nakamura এর মিউজিক হিট হয় এবং ক্রাউডরা তাকে জোরালো চ্যান্ট দিতে থাকে । রিংয়ে আসলে তখন Ziggler বলে, সে Nakamura কে চেনে নাহ অপরদিকে, ক্রাউড "Nakamura" চ্যান্ট দিতে থাকে  :) তখন Nakamura, Ziggler কে প্রশ্ন করে তাকে চিনতে চায় কি না? ক্রাউড আবারোও জোরালো ভাবে "Nakamura" চ্যান্ট দিতে থাকে। এতে Ziggler রাগান্বিত হয়ে যায় এবং Nakamura কে Superkick মারতে যায় কিন্তু Nakamura তার পায়ে ধরে ফেলে এবং Ziggler তখন ভয়ে রিং থেকে বের হয়ে চলে যায় । তখন Nakamura এর মিউজিক হিট হয় এবং সে তার সিগনেচার পোজ দেয় ।

কমার্শিয়াল ব্রেকের উল্লেখ করা হয় New Day, খুব শীঘ্রই SDLive এ আসবে। 

______MAIN EVENT______

<<No1 Contenders Match: Sami Zayn বনাম, Baron Corbin বনাম, AJ Styles>>

সেই লেভেলের একটি ম্যাচ ছিল । ম্যাচ শুরু হয়, শুরুতে Corbin ম্যাচ ডমিনেট করতে থাকে তবে পরবর্তীতে Aj এবং Sami টিম-আপ করে Corbin কে মারতে থাকে। তারা দুজন মিলে Corbin কে Suplex দিতে গেলে সেটা কাউন্টার করে Corbin, তাদের দুজনকেই Suplex দেয় :O ম্যাচের একপর্যায়ে Sami, Moonsault দেয় Aj এবং Corbin এর উপর এবং ম্যাচের কন্ট্রোল নেয়। কিছুক্ষন পর, Sami কে Side Slam হিট করে দুই কাউন্ট এবং Aj কে Big Boot হিট করেও দুই কাউন্ট পায়।তখন পেছন থেকে Sami, Corbin কে মারতে থাকে এবং Aj কে রিংয়ের বাইরে ফেলে দেয় । Corbin ফাইট ব্যাক করতে গেলে Sami তাকে টার্নবাকলের দিকে Exploder Suplex হিট করে। এবার Sami তার ফিনিশার দিতে গেলে Aj রিংয়ে আসে এবং Sami কে Clothesline হিট করে। আবার, Corbin উঠে এসে Aj কে Clothesline হিট করে । এবার, Sami কে মারতে গেলে সে ফাইট ব্যাক করে এবং সে Aj কে Blue ThunderBomb হিট করে দুই কাউন্ট পায়। ম্যাচের একপর্যায়ে, Aj, 450 Splash হিট করে Corbin কে এবং পিন করতে গেলে Sami তা ব্রেক করে। তখন ৩ জনই রিংয়ে পড়ে থাকে। তখন Aj, Sami কে Pele Kick হিট করে এবং Styles Clash দিতে গেলে Sami তা কাউন্টার করে Aj কে এপ্রোনে ফেলে দেয়। তখন Sami, Corbin কে তার ফিনিশার Helluva Kick হিট করে আর এই সুযোগে Aj তার ফিনিশার Phenomenal Forearm হিট করে Sami এর উপর এবং পিন করে ম্যাচটি জেতে যায় এবং সেও Us টাইটেলের জন্য No1 Contender হয়ে যায় ।

• Winner : AJ Styles 

ম্যাচশেষে Aj তার জয় সেলিব্রেট করতে থাকে এবং এভাবেই শেষ হয় আজকের শো  :) 


→আজকের Superstar Shakeup এ যারা SD তে ড্রাফট হয়েছেন:

*Kevin Owens
*Sami Zayn
*Shining Stars
*Jinder Mahal
*Rusev
*Sin Cara
*Lana
*Tamina Snuka
*Charlotte
*New Day।

★ Overall Show Rating: 75/10 :)

•• লেখকঃ Aamir Hamza Salman