১) SmackdownLive এ ডেবুট করে The New Day এর The Usos দের সাথে ফিউড সেট করা হয়েছে Smackdown Tag Team Championship এর জন্যে।
২) Sports illlustured কে দেওয়া ইন্টারভিউতে Paul Heyman জানিয়েছেন,রেসলমানিয়া৩৩ এ Brock Lesnar চেয়েছিলেন যাতে Goldberg কে শক্তিশালীভাবে উপস্থাপন করা হয়।কারন Brock Lesnar জানতেন সে তিনি Universal Champion হবেন।
৩) Shinsuke Nakamura এর ১ম অফিসীয়ালী মেইন রোস্টারে ম্যাচ হবে Backlash এ Dolph Ziggler এর বিপক্ষে।
৪) Observer এর মতে, Bobby Roode এর Glorious থিম সংটি আসলে Shinsuke Nakamura কে দেওয়ার প্ল্যান ছিলো,যখন কিনা Shinsuke Nakamura এর Nxt তে ডেবুট এর কথা ছিলো।
৫) Summerslam ২০১৭ এর মেইন ইভেন্ট এ Jeff Hardy Vs Brock Lesnar এর মধ্যেকার মেইন ইভেন্ট ম্যাচ এর প্ল্যান করছে WWE,তবে এই ম্যাচ এ Jeff Hardy এ Universal Championship জিতবেনা।আর Jeff Hardy কে সিনগেল হিসেবে মেইন ইভেন্ট পুশ দেয়া হবে শ্রীঘ্রই।
৬) বর্তমান প্ল্যান মতে, Payback এ Samoa Joe Vs Seth Rollins ম্যাচ এ কে জিতবে তা এখনো অনিদিষ্ট।তবে WWE অফিসীয়ালরা চাই যাতে এ ম্যাচ উভয়ের মধ্যে কেউ না হারুক,তাই আশা করা যায় এই ম্যাচটি আমরা ডার্টি ফিনিশ হিসেবে শেষ হতে দেখতে পাবো।
৭) WWE এখন থেকে Rusev এবং Lana কে ভিন্নভাবে উপস্থাপন করবে।Smackdown Women's Division এ Lana কে পুশ দেয়া হবে এবং Rusev এর ইনজুরী সেরে ওঠার পর রির্টান করিয়ে পুশ দেয়া হবে মেইন ইভেন্ট স্কিন এ।
৮) Observer এর মতে, Baron Corbin কে Randy Orton এর সাথে Backlash এ ম্যাচ সেট করেনি কারন WWE চাই Baron Corbin কে এবছরের শেষদিকে টাইটেল পিকচার এ আনতে।এছাড়া WWE এ Baron Corbin এর এন্ট্রারেস মিউজিক পরিবর্তন করতে হবে এবং তার প্রমোগুলো ভিন্নভাবে উপস্থাপন করা হবে।Baron Corbin কে Smackdown এর টপ হিল হিসেবে উপস্থাপন করা হবে।
৯) টিএনএ'র সাথে একটি চুক্তির মাধ্যমে WWE খুব শীঘ্রই ম্যাট হর্ডির ব্রোকেন গিমিকটা ফিরিয়ে আনতে যাচ্ছে , এরপর জেফ ও ম্যাট হর্ডি দুজনই পৃথকভাবে পুশ পেতে থাকবে ।
১০) আজকে হিদিও ইতামির রিটার্নের তাকে ববি রুডের সাথে NXT চ্যাম্পিয়নশিপের জন্য ফিউড দেয়া হবে ।
Anderson WWEতে 2005 থেকে 2009 পর্যন্ত কাজ করেছে আর তারপর WWE তাকে fired করে দিলে সে TNA Impact Wrestlingএ রেসলিং করেছে 2010 থেকে 2016 পর্যন্ত।
১২) Pro Wrestling Tees রিসেন্টলি former WWE Superstar Simon Gotch এর জন্য দুটি T-shirt বের করেছে যেখানে তাঁর নতুন রিং নাম দেওয়া হয়েছে Simon Grimm।
গত কিছুদিন আগে WWE Gotchকে রিলিস করে দেয়। কিন্তু তার সঠিক কারণটা এখনো অজানা, যদিও কিছু সোর্সএর মতে backstage এ কিছু ঝামেলার কারণে তাকে রিলিস দিয়েছে WWE।
১৩) Former TNA Superstar Crimson গতকাল Impact Wrestling এর TV ট্যাপিং এ রিটার্ন করেছে তবে সে অন-স্ক্রিন রিটার্ন করেনি। সম্ভবত তাকে সামনের সপ্তাহে ওপেনলি রিটার্ন করানো হবে।
১৪) ববি রুডকে এ বছরের শেষদিকে মেইন রস্টার ডেব্যুট করানো হতে পারে , যেখানে তার জন্য পুশ অপেক্ষা করছে ,তাকে কোন টপ ফেসের সাথে ফিউড দেয়া হবে।
১৫) Former TNA star Sonjay Dutt গতকাল Impact Wrestling ট্যাপিংএ on-camera return করেছে। সে রিসেন্টলি WWE এর তরফ থেকে job offer পেয়েছিল এবং সে তা প্রত্যাখ্যান করে Impact Wrestlingএ full-time হিসেবে রিটার্ন করেছে।
১৬) গতকাল IMPACT টিভি ট্যাপিংএ Karen Jarrett officially announce করেছে যে GFW এবং IMPACT একত্রে মার্জ হয়ে গেছে!! আর এই জন্যই বিভিন্য former তারকারা রিটার্ন করছে।
১৭) WWE জেফ হর্ডির জন্য বিশাল পুশ তৈরি রেখেছে , ম্যাট হর্ডির ভবিষ্যতে ব্রোকেন গিমিক ব্যাবহারের সম্ভাবনা খুবই বেশি , তখন জেফকে মেইন ইভেন্ট পুশ দেয়া হবে ।
১৮) সামনের সপ্তাহের NXT তে বর্তমান ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়ন টাইলর বেটের সাথে জ্যাক গ্যালাহারের ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে ।
১৯) রেসলিং প্রোমোশন AAA এর ভাইস প্রেসিডেন্ট ডোরিয়ান রোনাল জানিয়েছেন, তারা ভবিষ্যতে Lucha Underground এর সাথে চুক্তি করতে আগ্রহী , এর কারণ এ দুই প্রোমোশনেই Masked Wrestler দের প্রাধান্য দেয়া হয় বেশি , এবং এতে উভয় প্রোমোশনই Lucha Libre কে খুব ভালভাবে তুলে ধরবে , এতে দুপক্ষই লাভবান হবে ।
২০) গোল্ডবার্গের সাথে WWE এর চুক্তি শেষ হবার পরও WWE তাকে তার মার্চেন্ডাইজ বিক্রি করার অনুমতি দিয়েছে , এবং তাকে আর অদূর ভবিষ্যতে রিটার্ন করানোর সম্ভাবনা নেই , তাকে সামনের বছরের হল অফ ফেমে Induct করা হতে পারে ।
২১) NXT Star এম্বার মুন আজকে ডার্ক ম্যাচে সামান্য ইনজুরিতে পড়েছেন |`
২২) এবার Payback এ জেরিকো কেভিন ওয়েন্সের কাছে হেরে যাবেন, যেখানে পরে তার সাথে এজে স্টাইলসের সাথে ফিউডে থাকবেন ওয়েন্স , এরপর ব্যাকল্যাশে স্টাইলস বনাম ওয়েন্সের ম্যাচ হলে জেরিকোর interference এ টাইটেল হারাতে পারেন ওয়েন্স* ।
•• লেখকঃ Miraz Rahaman Chy, Aakash Roy, Aymaan Hussain Armaan.