সি.এম পাঙ্কের বিখ্যাত "পাইপ বম্ব" মুহূর্ত। 
জুন ২৭,২০১১ এর র তে কি হয়েছিলো তা কমবেশী সকলেই জানে, যারা জানেন না তাদের জন্য শর্টকাট ভাবে বলি, ওইদিনের র টা অনান্যদিনের র এর মতো সস্তা র ছিলো ততক্ষন পর্যন্ত যতক্ষন না CM Punk নামের রেস্লারটি Cena কে এট্যাক করে র‍্যাম্পে মাইক হাতে কিছু বলেছিলো। ভয়াবহ কিছু কথা যা WWE ইউনিভার্স ই না বরঞ্চ পুরো রেসলিং বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিলো, ওইদিন সিএম পানক WWE কে নিয়ে বড়সড় শুট করেন পাইপবম্বের মাধ্যমে। যেটি Pipebomb in Las Vegas নামে পরিচিত।

আজ পাইপবম্বের ৬বছর পুর্তি হচ্ছে, এই ৬বছরে আমরা পেয়েছি অনেক কিছু আবার হারিয়েছিও অনেক কিছু। পাওয়ার প্রাপ্তির মাঝে হতাশাটা এখনো রয়েছে। ৬বছর আগের র তে পাইপবম্ব ফেলা মানুষটি বর্তমানে WWE তে নেই, তবে WWE তে এনে দিয়েছে অনেক কিছুই। একসময় WWE তে ইন্ডি রেস্লারদের জন্য বন্ধ হওয়া গেইট টিও খুলে দিয়ে গেছেন। যার কারনে আজ কাড়ি কাড়ি ইন্ডি রেস্লার আমরা WWE এর চারকোনা রিং এ দেখতে পারছি। কিন্তু যেই মানুষটা করে দিয়ে গেছে সেই মানুষটাই নেই। এতো প্রাপ্তির মাঝে তার না থাকাটা প্রাপ্তিগুলোকে আড়াল করে রেখেছে। হয়ত দেখবো কোনদিন তাকে আবারো প্রো-রেসলিং রিং এ।  

পানকের পাইপবোম্ব নিয়ে যারা এখনো জানেন না তারা এই পোষ্টটি পড়তে পারেন, তাহলে শুরু করা যাক - 

পাইপবোম্ব রেস্লিং বিশ্বে এবং WWE তে সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি। এটা নিয়ে জ্ঞানীগুনিরা অনেক পোস্ট করেছেন নিজেদের মতামত দিয়েছেন এবং যতটুকু সম্ভব বিষয়টির ব্যাখা দিয়েছেন পাইপবোম্ব আদৌ স্ক্রিপ্টেড ছিলো নাকি নন-স্ক্রিপ্টেড। বিষয়টি নিয়ে কুয়াশার ঘোরটা এখনো কাটেনি। নানান জনের নানা মন্তব্য রয়েছে। কেউ পাঙ্ককে বাহবা দিয়েছে এবং আজও দিয়ে যাচ্ছে আবার কেউ পাঙ্কের পাইপবোম্বের কারনে সিনার ক্যারিয়ারে বিরুপ প্রভাব পরেছে এমন মন্তব্য-ও করছে। তাই বিষয়টা নিয়ে আমার অভিব্যাক্তি তুলে ধরার ইচ্ছা করল। চলুন বিষয়টা নিয়ে একটু DEPTH ANALYSE করা যাক। যতোটুকু সম্ভব বিষয় টা নিয়ে একটু আলোচনা করবো এবং একটা সমাধা করার চেস্টা করবো।

শুরু করার আগে নীচের ভিডিওটি দেখে নিতে পারেন- 


শুরুর শুরু: বিগেইনিং টা নিয়ে কি আর বলবো। আপনারা সবাই জানেন র তে সিনার সাথে আর-ট্রুথের টেবিল ম্যাচ চলছিল। ম্যাচটায় পাঙ্ক ইন্টারফেয়ার করে। সিনাকে দিয়ে টেবিল ভাঙ্গার পর পাঙ্ক এন্ট্রান্স র‍্যাম্প এ মাইক নিয়ে বসে আর সিনা সহ পুরা WWE কে পচানি দিতে থাকে।হ্যা ঠিক-ই শুনেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, এই অবস্থাটার জন্য কেউ-ই প্রস্তুত ছিলো না।

WWE এর প্লান ছিল এইটাই যে সিনাকে মারার পর পাঙ্ক র‍্যাম্পে বসে একটা প্রোমো কাটবেন সেখানে সিনাকে পচানি দিবেন এবং MITB তে টাইটেল ডিফেন্ড নিয়ে কথা বলবেন। কিন্তু মিরাকাল ঘটে যায়। পাঙ্ক মাইক হাতে নিয়ে সেগমেন্টে সিনা হাল্ক-হোগান আর দ্য রক কে বিগেস্ট এস কিসার বলে গালি দেন।

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন-ই বা পানকের এমন আচরন??? এর পিছনে কারন কি ছিলো??? ওয়েট, সবকিছুর উত্তর দিচ্ছি।

এবার আসুন,অনেকেই বলে সিনার ক্যারিয়ারে এতোটা নেগেটিভ রিএকশন পাওয়ার পিছনে নাকি পাঙ্কের পাইপবম্বের অভিসপ্ত ছায়ার প্রভাব আছে। পাঙ্ক সিনাকে কেন এস কিসার বলল? কেন-ই বা সিনার প্রতি তার এতো ক্ষোভ??? 

তখন সিনা ছিল টপ কার্ডে আর পাঙ্ক ছিল আন্ডাররেটেড,স্বভাবতই সিনা ফেইস হিসেবে অনেক বেনিফিট আর অপরচুনাটি পাই কিন্তু পাঙ্ক আন্ডারডগ হওয়ার দরুন এইসব এর ধারে কাছেও থাকতে পারেনা কিন্তু পাঙ্ক সবসময়-ই সিনার থেকেও বেটার সেটা ইন-রিং এ হোক,মাইকে হোক,ফ্যানবেজের দিক থেকে হোক। তাই পাঙ্ক সিনার উদ্দেশ্যে এই উক্তিটি করে যে সিনা,তোমার এই পজিশন টা তুমি ডিজার্ব করো, তোমার চাইতে সেটা হাজারগুন বেশি ডিজার্ব করি আমি। কিন্তু আমি ঐ পজিশনে নেই কেন জান? কারন আমি ভিন্সের নিতম্ব চুম্বন করতে পারিনা।কিন্তু তুমি এইদিক থেকে আমার থেকে পারদর্শি রক,হোগানের মতো। রক আর হগান কে পাঙ্ক শুধু-ই একটা উদাহরন হিসেবে এনেছে। আর সিনাকে এস কিসার কেন বলল সেটা তো বললাম-ই, জাস্ট পজিশন টা নিয়েই সিনাকে এই কথা বলা হয়েছিল।

এবার আসল কথায় আসি। সিনা তখনো কিন্তু রিংয়ে শুয়ে ছিল। সিনা কেন-ই বা পাঙ্কের এই কথায় কোন রিএক্ট করলো না? তাহলে সিনা আর রক-হোগানকে এস কিসার বলাটা কি স্ক্রিপ্টেড ছিল? হুম আবার না। বেপার টা কেমন জানি। হুম আবার না। ক্লিয়ার করি।

পাইপবোম্বের এই লাইনটা যদি স্ক্রিপ্টেড হয় তাহলে সিনার রিএকশন করাটা উচিত ছিল। কেন? স্ক্রিপ্টেড কোন গালাগালিতে বা এই ধরনের কোন সেগ্মেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই সুপারস্টাররা রিএক্ট করে বা উলটা পচানি দেয়। সিনার ক্ষেত্রে এই দুইটার একটাও ঘটেনি। সিনা রিএক্ট করেনি তাই বলে কি সিনা এস কিসার? না। অন-স্ক্রিনে কেউ চাইবেনা তাদের কুকির্তি বা ব্যাক্সটেজ বিজনেস লিক করতে। 

সিনা তখনো বুঝে উঠতে পারেনি তাই রিএক্ট করেনি এবং আধামরা হয়ে পাঙ্ক কে তার পাইপবম্ব চালিয়ে যেতে সুযোগ করে দেন। এস কিস টপিক টা স্ক্রিপ্টেড হতে পারে আবার নাও হতে পারে। এটা পাঙ্ক,ভিন্স আর সিনাই ভালো জানেন। এই ক্ষেত্রে আমার মন্তব্য ৫০-৫০%। এইতো গেলো এস কিস বেপারটা।

এবার আসুন পাঙ্কের টাইটেল নিয়ে লিভ করার হুমকি আর অন্য প্রোমোশনে ডিফেন্ড করার বেপারটা নিয়ে।

পাঙ্ক ক্লিয়ারলি বলে যে আসন্ন MITB তে পাঙ্ক সিনার WWE CHAMPIONSHIP নিয়ে লিভ নিবেন এবং ROH,NJPW তে গিয়ে ডিফেন্ড করবেন। একটু পিছনে যেতে চায় ১৯৯৭ সালে কানাডাই হওয়া শন vs ব্রেট ম্যাচের নিন্দনীয় কাহীনি, ক্লিকের দৌরত্বে মন্ট্রিয়াল স্ক্রিউজবের ঘটনায় শন মাইকেল ভিন্স কে উৎকর্মা দেন ব্রেট কে নিয়ে। ব্রেট WCW থেকে অফার পাওয়ার পর একচেপ্ট করেন এবং ভিন্স কে জানিয়ে দেন যে মন্ট্রিয়ালে শনের বিপক্ষে টাইটেল রিটেইন করে চ্যাম্পিয়ান হয়েই রিটায়ার করবেন এবং লিভ নিয়ে WCW তে চলে যাবেন।

সবাই জানেন ৯০ এর দশকে আমেরিকান রেস্লিং রেভ্যুলুশনে WCW vs WWF ফিউড চলে আসছে, এবং শেষে WCW পরাজিত হিয়ে ব্যাবসা গুটিয়ে নেন। সে যাইহোক, মুল ঘটনায় আসি। ভিন্স তার কথায় রাজি ছিলেন ততক্ষন পর্যন্ত যতক্ষন না শন ভিন্সের কান ভারি করেন। শন ভিন্স কে বলেন ব্রেট টাইটেল নিয়েই WCW তে চলে যাবেন। একে তো প্রতিযোগিতা তার উপর WWF এর টাইটেল WCW তে যাবে ব্যাপারটা ভিন্সের মান-সম্মানে লাগে।

আগেই বলেছি WWF/E এর সাথে WCW এর তুমুল বিরোধ আর প্রতিযোগিতা ছিল। তাই ভিন্স খেলার পাশা উল্টিয়ে দেন আর মন্ট্রিয়ালে নেক্ক্যারজনক ঘটনা ঘটান। ব্রেট কে জিতাবেন বলে শনকে জিতিয়ে দেন। একি কথা পাঙ্কের ক্ষেত্রেও। তফাত এইটাই যে ব্রেট টাইটেল নিয়েই লিভ নিবেন এই কথাটা বলেন নি বরঞ্চ সেটা ছিল শনের চাল,আর পাঙ্কের ক্ষেত্রে পাঙ্ক নিজেই এই কথাটি বলেছেন।

স্বভবত-ই কোম্পানীর পলিসি অনুযায়ী ভিন্স তার কোম্পানিতে অন্য কোন প্রমোশনের নাম অন-স্ক্রিনে কোন সেগ্মেন্টে বলা পছন্দ করেন না এবং এটা বলাতে নিষেধাজ্ঞাও রয়েছে। পাঙ্ক তো অনায়েশে ROH,NJPW এর কথা বলে দেন। শুধু কি তাই?? না, তিনি ROH এর সুপারস্টার কল্ট কাবানার নামও মেনশন করেন। এর চাইতে বড় ব্যাপার পানক ভিন্সের মৃত্যুর পর কোম্পানীর হালত পরিবর্তন হবে এমনটাও বলেছেন। পানক বলেছিলেন

This Company will be better after vince mcmahan's death!! এছাড়াও হান্টার,স্টেফ কাউকে তিনি ছেড়ে কথা বলেননি, কেমনে কি? হুম উত্তর আছে। পাঙ্ক তখন নন-স্ক্রিপ্টে চলে যান। পাঙ্ক এই কাজগুলা শুধু পাইপবোম্বকে স্মরনিয় করার জন্যে করেন নি বরঞ্চ WWE এর ডার্টি পলিটীক্স কে সবার সামনে তুলে ধরেন এবং সেই সাথে নিজের ক্যারিয়ার কে হুমকির মুখে রেখেও দেন। হইতো তার ক্যারিয়ার এখানেই শেষ নয়তো নতুনভাবে শুরু। আশ্চর্য হলেও এটাই সত্য যে পাঙ্ক তার ক্যারিয়ার নতুন ভাবে বিল্ডআপ করতে পারেন এই পাইপবোম্বের কারনেই।

আপনার কি মনে হয় পাইপবোম্বের ব্যাক্সটেজ ভয়বহতা কতটুকু ছিলো??? পানকের জন্য WWE কে সবার কাছে নিন্দনীয়/বিতর্কিত হতে হয়েছে। এর পর কি হয়েছিলো??? ভিন্স কিভাবে ব্যাপারটা নেন। পুরা WWE ব্যাপারটা কিভাবে দেখেছেন।

সবকিছুর জন্য পাইপবোম্বের আফটারম্যাত নিয়ে আলোচনা করা দরকার। তাহলে পাইপবম্বের Aftermath নিয়ে আলোচনা করা যাক, পাইপবোম্ব প্রোমোটা স্ক্রিপ্টেড আর নন-স্ক্রিপ্টেড দুইদিক থেকে মিলিয়ে ছিল। WWE পাঙ্ক কে অফ-স্ক্রিপ্টেডে যাওয়ার জন্য দুই সপ্তাহের জন্য সাস্পেন্ড করে। অফ-স্ক্রিপ্টে যাওয়ার মধ্যেও তফাত আছে। পাঙ্ক যেসব জায়গায় অফ-স্ক্রিপ্টে গিয়েছিল সেগুলো তেমন মেজর পয়েন্ট ছিল না। আগেও বলেছি এস কিস টপিক টা স্ক্রিপ্টেড হতে পারে আবার পাঙ্কের ভাষ্যমতে এবং অনান্য সোর্স অনুযায়ি নন-স্ক্রিপ্টেড ও হতে পারে। এস কিস আর ভিন্সের ব্যাক স্টেজ লিক যদি নন-স্ক্রিপ্টেড হয় তাহলে একজন ভিন্সের লয়াল কর্মী হিসেবে পাঙ্কের দুই সপ্তাহ সাস্পেন্ড কখনোই যুক্তিযর্থ ছিলো না,কারন এতোবড় একটা বোম্ব ফেলার পরো কোন রেস্লার দুই সপ্তাহ সাস্পেন্ড তো দুরের কথা আজিবন সাস্পেন্ড হবে এইটা সিউর।

WWE DIVA পেইজ ও WWE কে নিয়ে অন-স্ক্রিনে নিউজ লিক করেছে এবং আপত্তিকর কথা বলেছে যেটা তে নিষেধ রয়েছে। এর জন্য পেইজ কে জড়িমানা করা হয়েছে। দীর্ঘদিন পেইজ স্পটলাইটের বাইরে ছিল এবং প্রচুর ম্যাচও হেরেছে। নেহায়েৎ কম বয়স আর প্রথম ভুলের কারনে WWE তাকে কঠোর সাজা দেইনি।

পাঙ্কের ক্ষেত্রে বেপার টা আলাদা। পাঙ্কের সাথে WWE এর সম্পর্ক কখনোই ভাল ছিল না, পানক নিজের স্থান গড়ার জন্য পদে পদে যুদ্ধ করেছে। নিজেকে বারবার ভিন্সের নজরে এনেছে।

এরপর পাইপবোম্বের মতো আলোচিত এই ঘটনা ঘটার পর মাত্র দুই সপ্তাহের জন্য বহিস্কার স্পষ্টতই প্রমান দেয় যে পাঙ্কের পাইপবোম্ব একেবারেই নন-স্ক্রিপ্টেড না। এখানে আবার অনেকেই বলে পাইপববোম্বের পর পাঙ্কের ফ্যানবেজ দ্বিগুন হয়ে যাই। যার কারনে WWE বাধ্য হয়ে পাঙ্কের পানিশমেন্ট কম করে দেন। তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন জেফ হার্ডি ছোট একটা ভুলের কারনে তার তুমুল ফ্যানবেজ থাকার পরেও কেন WWE তাকে রিলিজ করে দেই? ফ্যানবেজের কথা আসছে না পাঙ্কের পাইপববোম্ব যে নন-স্ক্রিপ্টেড না সেটাই এর প্রমান। পাঙ্ক যখন ভিন্সকে নিয়ে আরো কিছু বলতে যায় তখন WWE তার মাইকের লাইন কেটে দেন। কেন? কারন স্ক্রিপ্ট+নন স্ক্রিপ্টের পর পানকের কক্ষোভ এতোটাই বেড়ে গিয়েছিলো পাঙ্ক রিয়েলি তখন অফ-স্ক্রিপ্টে যেত আর অনেক সেন্সিটিভ বিষয় লিক করত। যার কারনে মাইক অফ করে দেওয়া হয়।

অনেকেই বলে পাঙ্কের পাইপবম্ব সিচুয়েশনটা এমন হয়ে যায় যে প্রমোটা থেকে পাঙ্ক নিজে থেকে কুইট করবেন না যতক্ষননা তার বলা শেষ হচ্ছে যার কারনে স্ক্রিপ্টেড ভাবেই পাঙ্কের মাইক অফ করে দেওয়া হই যাতে সবাই মনে করে এটা নন-স্ক্রিপ্টেড ছিলো। আমি বলব না, যদি এমন টাই হত তাহলে পাঙ্কের অফ-স্ক্রিপ্টে যাওয়ার সময়-ই লাইন কেটে দেওয়ার দরকার ছিল। পাঙ্ক অফ-স্ক্রিপ্টে যাওয়ার পর যখন আরো সেন্সিটিভ হয়ে যান তখন আরো খারাপ কিছু ঘটার আগেই WWE CREATIVE রা পাঙ্কের মাইকের লাইন কেটে দিতে বলেন।

পাইপবোম্বের পর WWE রোস্টারে অনেক হৈচৈ শুরু হয়ে যায়, বিভিন্ন ব্লগে প্রকাশ করা হয় ভিন্স পাঙ্কের উপর রেগে আছেন তাকে বড় সাজা দিবেন,রুমর উঠে পাঙ্ক রে WWE রিলিজ করে দিবে কিন্তু এর কোনটার কিছু ঘটলো না আর কোন আভাস ও পাওয়া গেলো না।

এতো বড় ঘটনার পরেও কেন WWE এই সিদ্ধান্ত নিতে পারলেন না।

এর পিছনে দুইটা কারন রয়েছে। ১) পাঙ্কের ফ্যানবেজ বেড়ে যাওয়া ২) ব্যাপার টা কে WWE ইউনিভার্সের খুব এট্রাক্টিভ ভাবে নেওয়া।এছাড়া outgoing business process and internationally পাইপবোম্ব নিয়ে প্রচুর নেগেটিভ রিএকশন দেখা যাই তবে ভাগ্যের ব্যাপার এই যে পাইপবোম্বের কারনে WWE ফিন্যান্সিয়ালি তেমন বিপদে পরেন নি বরঞ্চ পাঙ্কের পুশ পাওয়ার দরজা খুলে যাই আর পাঙ্ক নিজেকে best in the world হিসেবে প্রুভ করে এবং সেই সাথে পাঙ্ক কে দিয়ে WWE নিজেদের ইনকাম আরো বাড়িয়ে নিতে সক্ষম হন।

তবে পাইপবম্বের কারনে সিনা,রক আর হোগান এর প্রতি প্রচুর নেগেটিভ রিএকশন হয়। আর সিনা নিজের হেটারবেজ আরো দ্বিগুন করতে সক্ষম হন  😜 যার ভুক্তভুগী হিসেবে এখনো সিনা সাক্স চ্যান্ট পাচ্ছেন।


পড়ার জন্য ধন্যবাদ।।

লেখকঃ Mohammad Shagor Islam

CM Punk - পাইপবম্ব - ইতিহাসে আজকের দিনে।

সি.এম পাঙ্কের বিখ্যাত "পাইপ বম্ব" মুহূর্ত। 
জুন ২৭,২০১১ এর র তে কি হয়েছিলো তা কমবেশী সকলেই জানে, যারা জানেন না তাদের জন্য শর্টকাট ভাবে বলি, ওইদিনের র টা অনান্যদিনের র এর মতো সস্তা র ছিলো ততক্ষন পর্যন্ত যতক্ষন না CM Punk নামের রেস্লারটি Cena কে এট্যাক করে র‍্যাম্পে মাইক হাতে কিছু বলেছিলো। ভয়াবহ কিছু কথা যা WWE ইউনিভার্স ই না বরঞ্চ পুরো রেসলিং বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিলো, ওইদিন সিএম পানক WWE কে নিয়ে বড়সড় শুট করেন পাইপবম্বের মাধ্যমে। যেটি Pipebomb in Las Vegas নামে পরিচিত।

আজ পাইপবম্বের ৬বছর পুর্তি হচ্ছে, এই ৬বছরে আমরা পেয়েছি অনেক কিছু আবার হারিয়েছিও অনেক কিছু। পাওয়ার প্রাপ্তির মাঝে হতাশাটা এখনো রয়েছে। ৬বছর আগের র তে পাইপবম্ব ফেলা মানুষটি বর্তমানে WWE তে নেই, তবে WWE তে এনে দিয়েছে অনেক কিছুই। একসময় WWE তে ইন্ডি রেস্লারদের জন্য বন্ধ হওয়া গেইট টিও খুলে দিয়ে গেছেন। যার কারনে আজ কাড়ি কাড়ি ইন্ডি রেস্লার আমরা WWE এর চারকোনা রিং এ দেখতে পারছি। কিন্তু যেই মানুষটা করে দিয়ে গেছে সেই মানুষটাই নেই। এতো প্রাপ্তির মাঝে তার না থাকাটা প্রাপ্তিগুলোকে আড়াল করে রেখেছে। হয়ত দেখবো কোনদিন তাকে আবারো প্রো-রেসলিং রিং এ।  

পানকের পাইপবোম্ব নিয়ে যারা এখনো জানেন না তারা এই পোষ্টটি পড়তে পারেন, তাহলে শুরু করা যাক - 

পাইপবোম্ব রেস্লিং বিশ্বে এবং WWE তে সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি। এটা নিয়ে জ্ঞানীগুনিরা অনেক পোস্ট করেছেন নিজেদের মতামত দিয়েছেন এবং যতটুকু সম্ভব বিষয়টির ব্যাখা দিয়েছেন পাইপবোম্ব আদৌ স্ক্রিপ্টেড ছিলো নাকি নন-স্ক্রিপ্টেড। বিষয়টি নিয়ে কুয়াশার ঘোরটা এখনো কাটেনি। নানান জনের নানা মন্তব্য রয়েছে। কেউ পাঙ্ককে বাহবা দিয়েছে এবং আজও দিয়ে যাচ্ছে আবার কেউ পাঙ্কের পাইপবোম্বের কারনে সিনার ক্যারিয়ারে বিরুপ প্রভাব পরেছে এমন মন্তব্য-ও করছে। তাই বিষয়টা নিয়ে আমার অভিব্যাক্তি তুলে ধরার ইচ্ছা করল। চলুন বিষয়টা নিয়ে একটু DEPTH ANALYSE করা যাক। যতোটুকু সম্ভব বিষয় টা নিয়ে একটু আলোচনা করবো এবং একটা সমাধা করার চেস্টা করবো।

শুরু করার আগে নীচের ভিডিওটি দেখে নিতে পারেন- 


শুরুর শুরু: বিগেইনিং টা নিয়ে কি আর বলবো। আপনারা সবাই জানেন র তে সিনার সাথে আর-ট্রুথের টেবিল ম্যাচ চলছিল। ম্যাচটায় পাঙ্ক ইন্টারফেয়ার করে। সিনাকে দিয়ে টেবিল ভাঙ্গার পর পাঙ্ক এন্ট্রান্স র‍্যাম্প এ মাইক নিয়ে বসে আর সিনা সহ পুরা WWE কে পচানি দিতে থাকে।হ্যা ঠিক-ই শুনেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, এই অবস্থাটার জন্য কেউ-ই প্রস্তুত ছিলো না।

WWE এর প্লান ছিল এইটাই যে সিনাকে মারার পর পাঙ্ক র‍্যাম্পে বসে একটা প্রোমো কাটবেন সেখানে সিনাকে পচানি দিবেন এবং MITB তে টাইটেল ডিফেন্ড নিয়ে কথা বলবেন। কিন্তু মিরাকাল ঘটে যায়। পাঙ্ক মাইক হাতে নিয়ে সেগমেন্টে সিনা হাল্ক-হোগান আর দ্য রক কে বিগেস্ট এস কিসার বলে গালি দেন।

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন-ই বা পানকের এমন আচরন??? এর পিছনে কারন কি ছিলো??? ওয়েট, সবকিছুর উত্তর দিচ্ছি।

এবার আসুন,অনেকেই বলে সিনার ক্যারিয়ারে এতোটা নেগেটিভ রিএকশন পাওয়ার পিছনে নাকি পাঙ্কের পাইপবম্বের অভিসপ্ত ছায়ার প্রভাব আছে। পাঙ্ক সিনাকে কেন এস কিসার বলল? কেন-ই বা সিনার প্রতি তার এতো ক্ষোভ??? 

তখন সিনা ছিল টপ কার্ডে আর পাঙ্ক ছিল আন্ডাররেটেড,স্বভাবতই সিনা ফেইস হিসেবে অনেক বেনিফিট আর অপরচুনাটি পাই কিন্তু পাঙ্ক আন্ডারডগ হওয়ার দরুন এইসব এর ধারে কাছেও থাকতে পারেনা কিন্তু পাঙ্ক সবসময়-ই সিনার থেকেও বেটার সেটা ইন-রিং এ হোক,মাইকে হোক,ফ্যানবেজের দিক থেকে হোক। তাই পাঙ্ক সিনার উদ্দেশ্যে এই উক্তিটি করে যে সিনা,তোমার এই পজিশন টা তুমি ডিজার্ব করো, তোমার চাইতে সেটা হাজারগুন বেশি ডিজার্ব করি আমি। কিন্তু আমি ঐ পজিশনে নেই কেন জান? কারন আমি ভিন্সের নিতম্ব চুম্বন করতে পারিনা।কিন্তু তুমি এইদিক থেকে আমার থেকে পারদর্শি রক,হোগানের মতো। রক আর হগান কে পাঙ্ক শুধু-ই একটা উদাহরন হিসেবে এনেছে। আর সিনাকে এস কিসার কেন বলল সেটা তো বললাম-ই, জাস্ট পজিশন টা নিয়েই সিনাকে এই কথা বলা হয়েছিল।

এবার আসল কথায় আসি। সিনা তখনো কিন্তু রিংয়ে শুয়ে ছিল। সিনা কেন-ই বা পাঙ্কের এই কথায় কোন রিএক্ট করলো না? তাহলে সিনা আর রক-হোগানকে এস কিসার বলাটা কি স্ক্রিপ্টেড ছিল? হুম আবার না। বেপার টা কেমন জানি। হুম আবার না। ক্লিয়ার করি।

পাইপবোম্বের এই লাইনটা যদি স্ক্রিপ্টেড হয় তাহলে সিনার রিএকশন করাটা উচিত ছিল। কেন? স্ক্রিপ্টেড কোন গালাগালিতে বা এই ধরনের কোন সেগ্মেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই সুপারস্টাররা রিএক্ট করে বা উলটা পচানি দেয়। সিনার ক্ষেত্রে এই দুইটার একটাও ঘটেনি। সিনা রিএক্ট করেনি তাই বলে কি সিনা এস কিসার? না। অন-স্ক্রিনে কেউ চাইবেনা তাদের কুকির্তি বা ব্যাক্সটেজ বিজনেস লিক করতে। 

সিনা তখনো বুঝে উঠতে পারেনি তাই রিএক্ট করেনি এবং আধামরা হয়ে পাঙ্ক কে তার পাইপবম্ব চালিয়ে যেতে সুযোগ করে দেন। এস কিস টপিক টা স্ক্রিপ্টেড হতে পারে আবার নাও হতে পারে। এটা পাঙ্ক,ভিন্স আর সিনাই ভালো জানেন। এই ক্ষেত্রে আমার মন্তব্য ৫০-৫০%। এইতো গেলো এস কিস বেপারটা।

এবার আসুন পাঙ্কের টাইটেল নিয়ে লিভ করার হুমকি আর অন্য প্রোমোশনে ডিফেন্ড করার বেপারটা নিয়ে।

পাঙ্ক ক্লিয়ারলি বলে যে আসন্ন MITB তে পাঙ্ক সিনার WWE CHAMPIONSHIP নিয়ে লিভ নিবেন এবং ROH,NJPW তে গিয়ে ডিফেন্ড করবেন। একটু পিছনে যেতে চায় ১৯৯৭ সালে কানাডাই হওয়া শন vs ব্রেট ম্যাচের নিন্দনীয় কাহীনি, ক্লিকের দৌরত্বে মন্ট্রিয়াল স্ক্রিউজবের ঘটনায় শন মাইকেল ভিন্স কে উৎকর্মা দেন ব্রেট কে নিয়ে। ব্রেট WCW থেকে অফার পাওয়ার পর একচেপ্ট করেন এবং ভিন্স কে জানিয়ে দেন যে মন্ট্রিয়ালে শনের বিপক্ষে টাইটেল রিটেইন করে চ্যাম্পিয়ান হয়েই রিটায়ার করবেন এবং লিভ নিয়ে WCW তে চলে যাবেন।

সবাই জানেন ৯০ এর দশকে আমেরিকান রেস্লিং রেভ্যুলুশনে WCW vs WWF ফিউড চলে আসছে, এবং শেষে WCW পরাজিত হিয়ে ব্যাবসা গুটিয়ে নেন। সে যাইহোক, মুল ঘটনায় আসি। ভিন্স তার কথায় রাজি ছিলেন ততক্ষন পর্যন্ত যতক্ষন না শন ভিন্সের কান ভারি করেন। শন ভিন্স কে বলেন ব্রেট টাইটেল নিয়েই WCW তে চলে যাবেন। একে তো প্রতিযোগিতা তার উপর WWF এর টাইটেল WCW তে যাবে ব্যাপারটা ভিন্সের মান-সম্মানে লাগে।

আগেই বলেছি WWF/E এর সাথে WCW এর তুমুল বিরোধ আর প্রতিযোগিতা ছিল। তাই ভিন্স খেলার পাশা উল্টিয়ে দেন আর মন্ট্রিয়ালে নেক্ক্যারজনক ঘটনা ঘটান। ব্রেট কে জিতাবেন বলে শনকে জিতিয়ে দেন। একি কথা পাঙ্কের ক্ষেত্রেও। তফাত এইটাই যে ব্রেট টাইটেল নিয়েই লিভ নিবেন এই কথাটা বলেন নি বরঞ্চ সেটা ছিল শনের চাল,আর পাঙ্কের ক্ষেত্রে পাঙ্ক নিজেই এই কথাটি বলেছেন।

স্বভবত-ই কোম্পানীর পলিসি অনুযায়ী ভিন্স তার কোম্পানিতে অন্য কোন প্রমোশনের নাম অন-স্ক্রিনে কোন সেগ্মেন্টে বলা পছন্দ করেন না এবং এটা বলাতে নিষেধাজ্ঞাও রয়েছে। পাঙ্ক তো অনায়েশে ROH,NJPW এর কথা বলে দেন। শুধু কি তাই?? না, তিনি ROH এর সুপারস্টার কল্ট কাবানার নামও মেনশন করেন। এর চাইতে বড় ব্যাপার পানক ভিন্সের মৃত্যুর পর কোম্পানীর হালত পরিবর্তন হবে এমনটাও বলেছেন। পানক বলেছিলেন

This Company will be better after vince mcmahan's death!! এছাড়াও হান্টার,স্টেফ কাউকে তিনি ছেড়ে কথা বলেননি, কেমনে কি? হুম উত্তর আছে। পাঙ্ক তখন নন-স্ক্রিপ্টে চলে যান। পাঙ্ক এই কাজগুলা শুধু পাইপবোম্বকে স্মরনিয় করার জন্যে করেন নি বরঞ্চ WWE এর ডার্টি পলিটীক্স কে সবার সামনে তুলে ধরেন এবং সেই সাথে নিজের ক্যারিয়ার কে হুমকির মুখে রেখেও দেন। হইতো তার ক্যারিয়ার এখানেই শেষ নয়তো নতুনভাবে শুরু। আশ্চর্য হলেও এটাই সত্য যে পাঙ্ক তার ক্যারিয়ার নতুন ভাবে বিল্ডআপ করতে পারেন এই পাইপবোম্বের কারনেই।

আপনার কি মনে হয় পাইপবোম্বের ব্যাক্সটেজ ভয়বহতা কতটুকু ছিলো??? পানকের জন্য WWE কে সবার কাছে নিন্দনীয়/বিতর্কিত হতে হয়েছে। এর পর কি হয়েছিলো??? ভিন্স কিভাবে ব্যাপারটা নেন। পুরা WWE ব্যাপারটা কিভাবে দেখেছেন।

সবকিছুর জন্য পাইপবোম্বের আফটারম্যাত নিয়ে আলোচনা করা দরকার। তাহলে পাইপবম্বের Aftermath নিয়ে আলোচনা করা যাক, পাইপবোম্ব প্রোমোটা স্ক্রিপ্টেড আর নন-স্ক্রিপ্টেড দুইদিক থেকে মিলিয়ে ছিল। WWE পাঙ্ক কে অফ-স্ক্রিপ্টেডে যাওয়ার জন্য দুই সপ্তাহের জন্য সাস্পেন্ড করে। অফ-স্ক্রিপ্টে যাওয়ার মধ্যেও তফাত আছে। পাঙ্ক যেসব জায়গায় অফ-স্ক্রিপ্টে গিয়েছিল সেগুলো তেমন মেজর পয়েন্ট ছিল না। আগেও বলেছি এস কিস টপিক টা স্ক্রিপ্টেড হতে পারে আবার পাঙ্কের ভাষ্যমতে এবং অনান্য সোর্স অনুযায়ি নন-স্ক্রিপ্টেড ও হতে পারে। এস কিস আর ভিন্সের ব্যাক স্টেজ লিক যদি নন-স্ক্রিপ্টেড হয় তাহলে একজন ভিন্সের লয়াল কর্মী হিসেবে পাঙ্কের দুই সপ্তাহ সাস্পেন্ড কখনোই যুক্তিযর্থ ছিলো না,কারন এতোবড় একটা বোম্ব ফেলার পরো কোন রেস্লার দুই সপ্তাহ সাস্পেন্ড তো দুরের কথা আজিবন সাস্পেন্ড হবে এইটা সিউর।

WWE DIVA পেইজ ও WWE কে নিয়ে অন-স্ক্রিনে নিউজ লিক করেছে এবং আপত্তিকর কথা বলেছে যেটা তে নিষেধ রয়েছে। এর জন্য পেইজ কে জড়িমানা করা হয়েছে। দীর্ঘদিন পেইজ স্পটলাইটের বাইরে ছিল এবং প্রচুর ম্যাচও হেরেছে। নেহায়েৎ কম বয়স আর প্রথম ভুলের কারনে WWE তাকে কঠোর সাজা দেইনি।

পাঙ্কের ক্ষেত্রে বেপার টা আলাদা। পাঙ্কের সাথে WWE এর সম্পর্ক কখনোই ভাল ছিল না, পানক নিজের স্থান গড়ার জন্য পদে পদে যুদ্ধ করেছে। নিজেকে বারবার ভিন্সের নজরে এনেছে।

এরপর পাইপবোম্বের মতো আলোচিত এই ঘটনা ঘটার পর মাত্র দুই সপ্তাহের জন্য বহিস্কার স্পষ্টতই প্রমান দেয় যে পাঙ্কের পাইপবোম্ব একেবারেই নন-স্ক্রিপ্টেড না। এখানে আবার অনেকেই বলে পাইপববোম্বের পর পাঙ্কের ফ্যানবেজ দ্বিগুন হয়ে যাই। যার কারনে WWE বাধ্য হয়ে পাঙ্কের পানিশমেন্ট কম করে দেন। তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন জেফ হার্ডি ছোট একটা ভুলের কারনে তার তুমুল ফ্যানবেজ থাকার পরেও কেন WWE তাকে রিলিজ করে দেই? ফ্যানবেজের কথা আসছে না পাঙ্কের পাইপববোম্ব যে নন-স্ক্রিপ্টেড না সেটাই এর প্রমান। পাঙ্ক যখন ভিন্সকে নিয়ে আরো কিছু বলতে যায় তখন WWE তার মাইকের লাইন কেটে দেন। কেন? কারন স্ক্রিপ্ট+নন স্ক্রিপ্টের পর পানকের কক্ষোভ এতোটাই বেড়ে গিয়েছিলো পাঙ্ক রিয়েলি তখন অফ-স্ক্রিপ্টে যেত আর অনেক সেন্সিটিভ বিষয় লিক করত। যার কারনে মাইক অফ করে দেওয়া হয়।

অনেকেই বলে পাঙ্কের পাইপবম্ব সিচুয়েশনটা এমন হয়ে যায় যে প্রমোটা থেকে পাঙ্ক নিজে থেকে কুইট করবেন না যতক্ষননা তার বলা শেষ হচ্ছে যার কারনে স্ক্রিপ্টেড ভাবেই পাঙ্কের মাইক অফ করে দেওয়া হই যাতে সবাই মনে করে এটা নন-স্ক্রিপ্টেড ছিলো। আমি বলব না, যদি এমন টাই হত তাহলে পাঙ্কের অফ-স্ক্রিপ্টে যাওয়ার সময়-ই লাইন কেটে দেওয়ার দরকার ছিল। পাঙ্ক অফ-স্ক্রিপ্টে যাওয়ার পর যখন আরো সেন্সিটিভ হয়ে যান তখন আরো খারাপ কিছু ঘটার আগেই WWE CREATIVE রা পাঙ্কের মাইকের লাইন কেটে দিতে বলেন।

পাইপবোম্বের পর WWE রোস্টারে অনেক হৈচৈ শুরু হয়ে যায়, বিভিন্ন ব্লগে প্রকাশ করা হয় ভিন্স পাঙ্কের উপর রেগে আছেন তাকে বড় সাজা দিবেন,রুমর উঠে পাঙ্ক রে WWE রিলিজ করে দিবে কিন্তু এর কোনটার কিছু ঘটলো না আর কোন আভাস ও পাওয়া গেলো না।

এতো বড় ঘটনার পরেও কেন WWE এই সিদ্ধান্ত নিতে পারলেন না।

এর পিছনে দুইটা কারন রয়েছে। ১) পাঙ্কের ফ্যানবেজ বেড়ে যাওয়া ২) ব্যাপার টা কে WWE ইউনিভার্সের খুব এট্রাক্টিভ ভাবে নেওয়া।এছাড়া outgoing business process and internationally পাইপবোম্ব নিয়ে প্রচুর নেগেটিভ রিএকশন দেখা যাই তবে ভাগ্যের ব্যাপার এই যে পাইপবোম্বের কারনে WWE ফিন্যান্সিয়ালি তেমন বিপদে পরেন নি বরঞ্চ পাঙ্কের পুশ পাওয়ার দরজা খুলে যাই আর পাঙ্ক নিজেকে best in the world হিসেবে প্রুভ করে এবং সেই সাথে পাঙ্ক কে দিয়ে WWE নিজেদের ইনকাম আরো বাড়িয়ে নিতে সক্ষম হন।

তবে পাইপবম্বের কারনে সিনা,রক আর হোগান এর প্রতি প্রচুর নেগেটিভ রিএকশন হয়। আর সিনা নিজের হেটারবেজ আরো দ্বিগুন করতে সক্ষম হন  😜 যার ভুক্তভুগী হিসেবে এখনো সিনা সাক্স চ্যান্ট পাচ্ছেন।


পড়ার জন্য ধন্যবাদ।।

লেখকঃ Mohammad Shagor Islam