WWE এর রেসলাররা রিংয়ের ভিতরে যতই নিষ্ঠুর হোক না কেন, বাস্তব জীবনে তারাও সাধারণ মানুষের মতই। তাদেরও পরিবার আছে, বন্ধু-বান্ধব আছে। তারাও আর ৫ জন মানুষের মতো সমাজের সাথে তাল মিলিয়ে সমাজে বসবাস করে। আজ এরকম ৭জন রিয়েল লাইফ হিরোদের নিয়েই আলোচনা করা হবে।


• 7 নং - Shawn Daivari

WWE এর প্রাক্তন রেসলার Shawn Daivari WWE তে থাকাকালীন একটি অতি বিতর্কিত ক্যারেক্টার প্লে করেছিল, যেটি রেসলিং ইন্ডাস্ট্রির অন্যতম ঘৃণ্য একটি গিমিক হিসেবে পরিচিত। ২০১২ সালে, Daivari ট্রেনে ভ্রমন করে যখন Minneapolis-St. Paul এয়ারপোর্টে যাচ্ছিল, তখন ট্রেনটির একজন যাত্রী হঠাৎ চিৎকার করতে থাকে যে সে ট্রেনটির সব যাত্রীদেরকেই মেরে ফেলবে। পরিস্থীতি যখন আরো গম্ভীর হতে থাকে, ট্রেনের যাত্রীরা ঘাবড়ে যায় এবং ইমার্জেন্সী বাটন চাপ দিয়ে অথরিটিকে জানায় যে ট্রেনে তারা বিপদে আছে। এমন সময়ে, Daivari ঐ চিৎকার করতে থাকা লোকটির গলা টিপে ততক্ষণ পর্যন্ত আকড়ে ধরে রাখে যতক্ষণ না ট্রেনটি পরবর্তী স্টেশনে গিয়ে থামে। পরে Daivari এবং বাকিরা লোকটিতে ট্রেনটি থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়।

 6 নং - Bam Bam Bigelow

২০০০ সালের জুলাইয়ে, Bigelow তার বাসস্থানের পাশে একটি আগুনে পুড়তে থাকা বাড়িতে দৌড়ে গিয়ে তিনজন শিশুকে বাঁচায়। যার ফলে তার দেহের ৪০% অংশই পুড়ে যায়! উল্লেখ্য যে, তার রিং এটায়ারেও আগুনের মতো ডিজাইন করা ছিল। Bigelow কয়েক মাস পরেই পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু সেই ইন্জুরির কারণে সে আর কোনোদিনও রেসলিং করতে পারেনি। কিন্তু সেই তিনজন শিশু তেমন উল্লেখযোগ্য কোনো আঘাত পায়নি। Bam Bam Bigelow ড্রাগের অতিরিক্ত সেবনের ফলে ২০০৭ সালে ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করে।

 5 নং - Perry Saturn

Perry Saturn প্রো রেসলিং ইতিহাসের একজন অন্যতম আন্ডাররেটেড রেসলার। ২০০৪ সালে, WWE থেকে রিলিজ পাওয়ার ২ বছর পর সে রিংয়ের বাইরে তার হিরোইজমের একটি উদাহরণ দেখায়। তার গার্লফ্রেন্ডকে কাজে পৌছে দেওয়ার সময়ে, Saturn দুইজন পুরুষকে একজন নারীকে বিপদে ফেলতে দেখে। সে দ্রুত দৌড়ে তার রেসলিং এবং মিলিটারি ট্রেনিয়ের মাধ্যমে সেই মহিলাটিকে বাঁচাতে যায়। যদিও সে মহিলাটিকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু এর ফলে তাকে একজন লোক দুইবার গুলি করে। একবার কাঁধে আর আরেকবার ঘাড়ে। যখন পুলিশ ঘটনাস্থলে আসে এবং Saturn কে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, সে বলে যে তার কোনো ধারণাই ছিল না যে তাকে গুলি করা হয়েছে। সে মনে করেছিল যে তাকে কেউ দুইবার ঘুষি মেরেছে।

 4 নং - Chuck Palumbo

২০১৬ সালের জানুয়ারিতে El Cajon, California তে ড্রাইভ করার সময়, Chuck Palumbo একটি গাড়ি দেখতে পায় যেটি উল্টে গিয়ে এক্সিডেন্ট করেছিল। সে গাড়িটির কাছে গিয়ে গাড়িতে অবস্থিতদের কি অবস্থা তা দেখতে যায়। গাড়িটির কাছে যাবার পর Chuck দেখতে পায় যে গাড়িটির ড্রাইভারটি গাড়িটিতে আটকে অজ্ঞান হয়ে গিয়েছিল। ড্রাইভারটির একটি হাত গাড়িটি যেদিকে কাত হয়েছিল সেদিকে আটকে ছিল। Chuck তখন গাড়িটি একাই উল্টিয়ে সেই মহিলাটিকে উদ্ধার করে। পড়ে সে ঐ মহিলাটিকে একটি ফায়ার ট্রাকে উঠিয়ে দিয়ে চলে যায়।

 3 নং - Shad Gaspard

WWE থেকে রিলিজড হবার পর Shad Gaspard এবং JTG, যারা পূর্বে একত্রে Cryme Tyme নামে পরিচিত ছিল, একত্রে থেকে ইন্ডি প্রমোশনগুলায় রেসলিং করত। Florida তে থাকাকালীন, একরাতে Shad এবং JTG একটি দোকানে যায় যেখানে Shad বিয়ার কিনতে গিয়েছিল। তখন একজন Shad কে তাকে একটি বিয়ার কিনে দিতে বলে। কিন্তু তা ভদ্রভাবে না বলার কারণে Shad বলে, “সেটা আরো ভদ্রভাবে বলা যায়।" তখন সেই লোকটি একটি বন্দুক বের করে তার দিকে তাক করে।
Shad তখন দ্রুত ঐ লোকটিকে ধাক্কা মেরে তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। পরে সেই লোকটিকে rear-naked chokehold এ ততক্ষণ ধরে রাখে যতক্ষণ না পুলিশ আসে। সেই ঘটনার পর, Shad বলেছিল যে ঐ ঘটনার সময়ে সে ঐ বন্দুকটিকে কেড়ে নেওয়ার পর জানতে পারে যে সেটি নকল ছিল।

 2 নং - Chris Masters

একবার এক লোক Chris এর মাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাদের বাড়িতে আটকে রাখলে Chris একদম মুভির নায়কের মতো তার মাকে উদ্ধার করে। "The Masterpiece" খ্যাত Chris Masters তার শক্তি দিয়ে একটি ১০ ফুট উচ্চতার গাছ উপড়ে ফেলে!!!!! হ্যা, একটি গাছ উপড়ে ফেলে। তারপর সেই উপড়ে ফেলা গাছটি ব্যাবহার করে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। কারণ সেই লোকটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে পুলিশ বাড়িতে প্রবেশ না করতে পারে। Chris সেই গাছটি ব্যাবহার করে একটি জানালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে তার মায়ের জীবন বাঁচায় এবং বাড়ি থেকে উদ্ধার করে।

 1 নং - Bray Wyatt

এককালে, Bray Wyatt যখন তার বন্ধু JTG এর সাথে যাত্রা করছিল, হাইওয়ে তে ড্রাইভ করার সময়ে একটি গাড়ি তাদেরকে পেছন থেকে ধাক্কা মারে। সেই ধাক্কা সামলে ওঠার পর, তারা ঐ গাড়িটির ড্রাইভারটিকে উচিত শিক্ষা প্রদানের জন্য সেটিকে ধাওয়া করে। তখন ঐ গাড়িটি, যেটি তাদের ধাক্কা মারে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬বার গড়িয়ে গিয়ে রাস্তার ধারে পড়ে থাকে।

পরে Bray গাড়িটির কাছে গেলে কান্না আর আর্তচিৎকারের আওয়াজ শুনতে পায়। JTG গাড়িতে অবস্থিতদের “teenage swiping stupid assholes.” বলে। JTG 911 কে কল করে আর Bray গাড়িতে অবস্থিত একটি মেয়েকে উদ্ধার করে এবং তারা দুজনে জ্রাইভারটিকে উদ্ধার করে। কিন্তু সেই ড্রাইভারটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে বলে, “Oh my god, my dad is gonna kill me!” পরে তারা একটি অ্যাম্বুলেন্সকে আসতে দেখে সেখান থেকে চলে যায় এবং তাদের যাত্রা কন্টিনিউ করে।

Bray, JTG কে এই ঘটনাটির সম্বন্ধে কাউকে বলতে নিষেধ করে। JTG বলে যে Bray মানুষ হিসেবে এরকমই যে কিনা এমন কোনো কাজের জন্য সবার এটেনশন পেতে চায় না যেটি তার মতে উচিত কাজ ছিল।

উল্লেখ্য যে, এই লিস্টে একজন জঙ্গির রোল প্লে করা রেসলারের ম্যানেজার, একজন সমকামীর রোল প্লে করা রেসলার, এবং একজন শয়তান পুজারীর রোল প্লে করা রেসলারও আছে। যেই ক্যারেক্টারগুলা আমাদের সমাজে অত্যন্ত ঘৃণ্য। এর থেকেই প্রমাণিত হয় যে রেসলারদের খারাপ এবং নিষ্ঠুর ব্যাবহার রেসলিং রিং পর্যন্তই। বাস্তবে তারাও অনেক ভালো মনের মানুষ।


• লেখক ঃ #Cold_Blooded_Fiend, Extreme WWE Universe - বাংলাদেশী ফ্যান

৭ জন সুপারস্টার যারা বাস্তব জীবনের হিরো।


WWE এর রেসলাররা রিংয়ের ভিতরে যতই নিষ্ঠুর হোক না কেন, বাস্তব জীবনে তারাও সাধারণ মানুষের মতই। তাদেরও পরিবার আছে, বন্ধু-বান্ধব আছে। তারাও আর ৫ জন মানুষের মতো সমাজের সাথে তাল মিলিয়ে সমাজে বসবাস করে। আজ এরকম ৭জন রিয়েল লাইফ হিরোদের নিয়েই আলোচনা করা হবে।


• 7 নং - Shawn Daivari

WWE এর প্রাক্তন রেসলার Shawn Daivari WWE তে থাকাকালীন একটি অতি বিতর্কিত ক্যারেক্টার প্লে করেছিল, যেটি রেসলিং ইন্ডাস্ট্রির অন্যতম ঘৃণ্য একটি গিমিক হিসেবে পরিচিত। ২০১২ সালে, Daivari ট্রেনে ভ্রমন করে যখন Minneapolis-St. Paul এয়ারপোর্টে যাচ্ছিল, তখন ট্রেনটির একজন যাত্রী হঠাৎ চিৎকার করতে থাকে যে সে ট্রেনটির সব যাত্রীদেরকেই মেরে ফেলবে। পরিস্থীতি যখন আরো গম্ভীর হতে থাকে, ট্রেনের যাত্রীরা ঘাবড়ে যায় এবং ইমার্জেন্সী বাটন চাপ দিয়ে অথরিটিকে জানায় যে ট্রেনে তারা বিপদে আছে। এমন সময়ে, Daivari ঐ চিৎকার করতে থাকা লোকটির গলা টিপে ততক্ষণ পর্যন্ত আকড়ে ধরে রাখে যতক্ষণ না ট্রেনটি পরবর্তী স্টেশনে গিয়ে থামে। পরে Daivari এবং বাকিরা লোকটিতে ট্রেনটি থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়।

 6 নং - Bam Bam Bigelow

২০০০ সালের জুলাইয়ে, Bigelow তার বাসস্থানের পাশে একটি আগুনে পুড়তে থাকা বাড়িতে দৌড়ে গিয়ে তিনজন শিশুকে বাঁচায়। যার ফলে তার দেহের ৪০% অংশই পুড়ে যায়! উল্লেখ্য যে, তার রিং এটায়ারেও আগুনের মতো ডিজাইন করা ছিল। Bigelow কয়েক মাস পরেই পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু সেই ইন্জুরির কারণে সে আর কোনোদিনও রেসলিং করতে পারেনি। কিন্তু সেই তিনজন শিশু তেমন উল্লেখযোগ্য কোনো আঘাত পায়নি। Bam Bam Bigelow ড্রাগের অতিরিক্ত সেবনের ফলে ২০০৭ সালে ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করে।

 5 নং - Perry Saturn

Perry Saturn প্রো রেসলিং ইতিহাসের একজন অন্যতম আন্ডাররেটেড রেসলার। ২০০৪ সালে, WWE থেকে রিলিজ পাওয়ার ২ বছর পর সে রিংয়ের বাইরে তার হিরোইজমের একটি উদাহরণ দেখায়। তার গার্লফ্রেন্ডকে কাজে পৌছে দেওয়ার সময়ে, Saturn দুইজন পুরুষকে একজন নারীকে বিপদে ফেলতে দেখে। সে দ্রুত দৌড়ে তার রেসলিং এবং মিলিটারি ট্রেনিয়ের মাধ্যমে সেই মহিলাটিকে বাঁচাতে যায়। যদিও সে মহিলাটিকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু এর ফলে তাকে একজন লোক দুইবার গুলি করে। একবার কাঁধে আর আরেকবার ঘাড়ে। যখন পুলিশ ঘটনাস্থলে আসে এবং Saturn কে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, সে বলে যে তার কোনো ধারণাই ছিল না যে তাকে গুলি করা হয়েছে। সে মনে করেছিল যে তাকে কেউ দুইবার ঘুষি মেরেছে।

 4 নং - Chuck Palumbo

২০১৬ সালের জানুয়ারিতে El Cajon, California তে ড্রাইভ করার সময়, Chuck Palumbo একটি গাড়ি দেখতে পায় যেটি উল্টে গিয়ে এক্সিডেন্ট করেছিল। সে গাড়িটির কাছে গিয়ে গাড়িতে অবস্থিতদের কি অবস্থা তা দেখতে যায়। গাড়িটির কাছে যাবার পর Chuck দেখতে পায় যে গাড়িটির ড্রাইভারটি গাড়িটিতে আটকে অজ্ঞান হয়ে গিয়েছিল। ড্রাইভারটির একটি হাত গাড়িটি যেদিকে কাত হয়েছিল সেদিকে আটকে ছিল। Chuck তখন গাড়িটি একাই উল্টিয়ে সেই মহিলাটিকে উদ্ধার করে। পড়ে সে ঐ মহিলাটিকে একটি ফায়ার ট্রাকে উঠিয়ে দিয়ে চলে যায়।

 3 নং - Shad Gaspard

WWE থেকে রিলিজড হবার পর Shad Gaspard এবং JTG, যারা পূর্বে একত্রে Cryme Tyme নামে পরিচিত ছিল, একত্রে থেকে ইন্ডি প্রমোশনগুলায় রেসলিং করত। Florida তে থাকাকালীন, একরাতে Shad এবং JTG একটি দোকানে যায় যেখানে Shad বিয়ার কিনতে গিয়েছিল। তখন একজন Shad কে তাকে একটি বিয়ার কিনে দিতে বলে। কিন্তু তা ভদ্রভাবে না বলার কারণে Shad বলে, “সেটা আরো ভদ্রভাবে বলা যায়।" তখন সেই লোকটি একটি বন্দুক বের করে তার দিকে তাক করে।
Shad তখন দ্রুত ঐ লোকটিকে ধাক্কা মেরে তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। পরে সেই লোকটিকে rear-naked chokehold এ ততক্ষণ ধরে রাখে যতক্ষণ না পুলিশ আসে। সেই ঘটনার পর, Shad বলেছিল যে ঐ ঘটনার সময়ে সে ঐ বন্দুকটিকে কেড়ে নেওয়ার পর জানতে পারে যে সেটি নকল ছিল।

 2 নং - Chris Masters

একবার এক লোক Chris এর মাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাদের বাড়িতে আটকে রাখলে Chris একদম মুভির নায়কের মতো তার মাকে উদ্ধার করে। "The Masterpiece" খ্যাত Chris Masters তার শক্তি দিয়ে একটি ১০ ফুট উচ্চতার গাছ উপড়ে ফেলে!!!!! হ্যা, একটি গাছ উপড়ে ফেলে। তারপর সেই উপড়ে ফেলা গাছটি ব্যাবহার করে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। কারণ সেই লোকটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে পুলিশ বাড়িতে প্রবেশ না করতে পারে। Chris সেই গাছটি ব্যাবহার করে একটি জানালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে তার মায়ের জীবন বাঁচায় এবং বাড়ি থেকে উদ্ধার করে।

 1 নং - Bray Wyatt

এককালে, Bray Wyatt যখন তার বন্ধু JTG এর সাথে যাত্রা করছিল, হাইওয়ে তে ড্রাইভ করার সময়ে একটি গাড়ি তাদেরকে পেছন থেকে ধাক্কা মারে। সেই ধাক্কা সামলে ওঠার পর, তারা ঐ গাড়িটির ড্রাইভারটিকে উচিত শিক্ষা প্রদানের জন্য সেটিকে ধাওয়া করে। তখন ঐ গাড়িটি, যেটি তাদের ধাক্কা মারে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬বার গড়িয়ে গিয়ে রাস্তার ধারে পড়ে থাকে।

পরে Bray গাড়িটির কাছে গেলে কান্না আর আর্তচিৎকারের আওয়াজ শুনতে পায়। JTG গাড়িতে অবস্থিতদের “teenage swiping stupid assholes.” বলে। JTG 911 কে কল করে আর Bray গাড়িতে অবস্থিত একটি মেয়েকে উদ্ধার করে এবং তারা দুজনে জ্রাইভারটিকে উদ্ধার করে। কিন্তু সেই ড্রাইভারটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে বলে, “Oh my god, my dad is gonna kill me!” পরে তারা একটি অ্যাম্বুলেন্সকে আসতে দেখে সেখান থেকে চলে যায় এবং তাদের যাত্রা কন্টিনিউ করে।

Bray, JTG কে এই ঘটনাটির সম্বন্ধে কাউকে বলতে নিষেধ করে। JTG বলে যে Bray মানুষ হিসেবে এরকমই যে কিনা এমন কোনো কাজের জন্য সবার এটেনশন পেতে চায় না যেটি তার মতে উচিত কাজ ছিল।

উল্লেখ্য যে, এই লিস্টে একজন জঙ্গির রোল প্লে করা রেসলারের ম্যানেজার, একজন সমকামীর রোল প্লে করা রেসলার, এবং একজন শয়তান পুজারীর রোল প্লে করা রেসলারও আছে। যেই ক্যারেক্টারগুলা আমাদের সমাজে অত্যন্ত ঘৃণ্য। এর থেকেই প্রমাণিত হয় যে রেসলারদের খারাপ এবং নিষ্ঠুর ব্যাবহার রেসলিং রিং পর্যন্তই। বাস্তবে তারাও অনেক ভালো মনের মানুষ।


• লেখক ঃ #Cold_Blooded_Fiend, Extreme WWE Universe - বাংলাদেশী ফ্যান