পোস্ট এর শুরুতেই উল্লেখ করা যাক Hardcore Wrestling কী?
Hardcore Wrestling, Professional Wrestling এর একটি ফর্ম যেখানে চিরাচরিত বিভিন্ন নিয়ম কে মান্য করা হয় না। Hardcore Wrestling এ কোনরূপ Disqualificatio n, Counts Out নেই। এখানে আপনি মারাত্মক সব অস্ত্র এবং মুভ এর ছড়াছড়ি দেখতে পারবেন। নিষিদ্ধতা তে পূর্ণ এই Hardcore Wrestling কে মূলত প্রাপ্ত বয়ষ্ক ছাড়া কেউ দেখে না। Hardcore Wrestling এ এমন কিছু মারাত্মক জিনিশ থাকে যা দেখে কারও চিত্ত নিমেষের মাঝেই ভয় দিয়ে পূর্ণ হয়ে যাবে। Ladders, Tables, Chairs,Thumbstacks, Barbed Wire, Light tubes, Shovels, Baseball Bats, Golf clubs, Hammers, Axes, Chains, Crowbars, Kendo Sticks, Wrenches ইত্যাদি মারাত্মক সব অস্ত্র এর রেগুলার ব্যাবহার দেখা যায় Hardcore Wrestling এ।
সাধারণত অনেক প্রো রেসলিং কোম্পানি তেই Hardcore Wrestling অপ্রতুল। মাঝে সাঝে কয়েকবার হয়। আবার Wwe তে একবারে বর্তমানে নেই বললেই চলে। তবে কিছু প্রমোশন আছে যারা Hardcore Wrestling এর সূত্র ধরেই তাদের কোম্পানি কে দাড় করিয়েছে। যেমন :- Big Japan Pro Wrestling, Front Martial-Arts Wrestling, Combat zone wrestling, Extreme Championship Wrestling। এই ধারা প্রথমে শুরু হয় Japan এ। Fmw ( Front Martial Arts Wrestling) এর মাধ্যমেই এই রেভুলুশন শুরু হয়। এরপরে আসে Bjpw। Usa তে এই ধারা প্রথমে শুরু করে Extreme Championship Wrestling ( Ecw) । এই ধারাতেই এরপর আসে আরেক Hardcore প্রতিষ্ঠান Combat Zone Wrestling ( Czw)।
♦ Hardcore Wrestling Style এর উৎপত্তি :- সময়টা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়। তখন দর্শক দের টানার জন্য প্রমোটার রা কিছু নতুন পদ্ধতি গ্রহণ করলো। তারা তখন থেকে ম্যাচ এ ব্লাড তথা পুরোপুরি নিষিদ্ধ জিনিশ এ ভরপুর করে তোলল। মূলত এর মাধ্যমেই Hardcore Wrestling এর উৎপত্তি। এ সময় রেসলারগন দর্শক দের আনন্দ দেওয়ার জন্য ইচ্ছাকৃত ভাবে রক্তপাত করত। ইহাই বর্তমানে ক্রমবিকাশ এর মাধ্যমে আসা Hardcore Wrestling। আগেই বলেছি প্রমোটার রা তখন নতুন কিছু খুজছিলো। এরই মাঝে উদ্ভব ঘটে বিভিন্ন আজব রেসলিং স্টিপুলেশন এবং Hardcore Wrestling match যেমন Street Fight, Cage Match Texas Deathmatch, Lights Out Matche ইত্যাদি। তখন কার সময়ের উল্লেখযোগ্য হার্ডকোর রেসলার ছিলেন Wild Bull Curry, Classy Freddie Blassir, Bory funk sr, Giant Baba প্রমুখ।
এরপর 1960,70,80 দশকে আমেরিকা তে হার্ডকোর রেসলিং আরও বিকশিত হয়। এসব বিভিন্ন হার্ডকোর টেরিটরি এর উদ্ভব ঘটে। যেমন The Detroit Territory, The Puerto rico Territory, Memphis Territory। এর মধ্যে আবার হিংস্রতা বাড়ানোর জন্য Puerto rico Territory নিয়ে আসে আগুনের ব্যাবহার। এসব Territory তে উল্লেখযোগ্য কিছু রেসলার ছিলেন The Sheik, Abdullah The Butcher, Bobo Brazil, Carlos Colon, Invader, Jerry Lawler, Terry Funk, Eddie Gilbert, Bill Dundee। তারা নানা ধরনের ম্যাচ এর উদ্ভব ঘটায়। যেমন : Empty arena match, dog collar match Etc।
1989 সালে জাপানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত হার্ডকোর রেসলিং প্রমোশন FMW। এর আবিষ্কারক ছিলেন আরেক হার্ডকোর লেজেন্ড Atsushi Onita। তারা Barbed Wire Ropes, Timed c4 Explosives, Land Mines, Wire Ropes ইত্যাদি বিপদজনক সব জিনিশের সম্মিলনে হার্ডকোর রেসলিং কে এক নতুনত্ব দান করে। একই সময় Usa তে হার্ডকোর রেসলিং চালু ছিলো ECW এর মাধ্যমে। ECW এর অঙ প্রমোশন ছিলো TWA,NWF। তারা তখন মেইন ইভেন্ট এ রক্ত ঝরা ম্যাচ আয়োজন করতো। এসব ইভেন্ট এ ম্যাচ খেলত Abdullah The Butcher, The Sheik, Jesse James Sr এর মতো হার্ডকোর লেজেন্ড রা।
ECW এর হার্ডকোর প্রমোশন হিসাবে প্রতিষ্ঠা এবং মহিলা হার্ডকোর রেসলার: ECW ছিলো সারা বিশ্বের অন্যতম সেরা হার্ডকোর রেসলিং প্রমোশন। একদিনেই কিন্তু Ecw গড়ে উঠে নি। প্রথম দিকে এটি National Wrestling Alliance এর সাথে যুক্ত ছিলো। তখন এর নাম ছিলো Extreme Championship Wrestling। এরপর 1995 সালে Ecw, Nwa থেকে বেরিয়ে আসে এবং নাম বদল করে রাখে Extreme Championship Wrestling ।
একই সাথে প্রমোশন টির বুকার Eddie Gillbert কে হটিয়ে নতুন বুকার বনে যান Paul Heyman, এবং এরপরেই Ecw তে আসতে থাকে নতুন নতুন একের পর এক টুইস্ট, টাবু, ভয়ানক বিপদজনক একেক অস্ত্রের ব্যাবহার, মারাত্মক সব স্টোরিলাইন ইত্যাদি। এই সময় টাতেই Ecw আমেরিকা এর প্রধান Hardcore Wrestling Promotion এ পরিণত হয়। অবশ্য ভায়োলেন্স এর দিক দিয়ে Ecw মাঝে মাঝে Japan এর বিভিন্ন প্রমোশন এর সমকক্ষ হলেও কোনোদিন তাদের উপরে উঠতে পারে নি। Ecw খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। এবং একই সাথে এর জনপ্রিয়তা আমেরিকা তে Hardcore Wrestling কে প্রচুর জনপ্রিয় করে তোলে। Ecw দ্বারা অনুপ্রাণিত হয়েই বিভিন্ন হার্ডকোর রেসলিং প্রমোশন যেমন International Wrestling Syndicate, Xtreme Pro Wrestling, Combat Zone Wrestling গড়ে উঠেছে। আমেরিকা তে হার্ডকোর রেসলিং এর প্রসারে Ecw এর অবদান অনস্বীকার্য।
অবাক করা ব্যাপার হচ্ছে বর্তমানে Hardcore Wrestling বলতে আমরা যা বুঝি Ecw এর কাছে তখনকার সময় আলাদা এক মানে ছিলো। Hardcore Wrestling বলতে তারা বুঝতো দৃঢ় কর্মচেতনা, প্রচেষ্টা, দর্শকের প্রতি আত্নত্যাগ, ত্রুটিহীনতা।
আমেরিকা তে যেখানে Ecw Hardcore Wrestling বৈপ্লব শুরু করে সেখানে জাপান এ এমন কিছু হার্ডকোর ম্যাচ টাইপ, অস্ত্র আনে যা দেখেই মূহুর্তে কারও চিত্ত অবাক এবং ভীতসন্ত্রস্ত হয়ে যাবে। জাপানে এমনকি মেয়েদের হার্ডকোর রেসলিং ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এখনও হচ্ছে। মেয়েদের হার্ডকোর রেসলিং এর সূচনা হয় FmW তে ; Megumi Kudo আর Combat Toyoda এর ম্যাচ এর মাধ্যমে। এই ম্যাচ এর বিশেষ স্টিপুলেশন ছিলো Death Match With ring ropes replaced by electrified barbed wire and explosives। মেয়েদের হার্ডকোর রেসলিং ম্যাচ এ কমন ওয়েপন ছিলো : Wire Wripped Chain, Flaming Table, Baseball Bat ।
• লেখকঃ Tasnim Wasith