WWE তে অনেক রকমের টাইটেল রয়েছে। তো পুরুষদের এককে এবং ট্যাগ-টিম ডিভিশনের সকল টাইটেল যদি কোনো রেস্লার তার রানিং ক্যারিয়ারে জিতে ফেলতে পারে, তবে তাকে WWE এর ভাষায় “গ্র্যান্ডস্ল্যাম-চ্যাম্পিয়ন” বলা হবে। এটা তাদেরকে আলাদা সম্মান আর ব্যাক্তিগত শান্তি আর স্যাটিসফ্যাকশন এনে দেয়।

আমরা যদি বিগত সময়ের দিকে তাকাই তাহলে আমরা জানতে পারবো যে, বিগত সময়ে অনেক নামের টাইটেল আবিষ্কৃত হয়েছে আবার অনেক টাইটেল বিলুপ্ত হয়ে গেছে। (উদাহরন= ইউনিভার্সাল টাইটেল মডার্ন যুগে আবিষ্কৃত আর হার্ডকোর বা ইউরোপিয়ান টাইটেল গুলো মডার্ন যুগে বিলুপ্ত)

যাই হোক, বিগত সময়ে আই মিন যখন কোম্পানিটা WWF বা WCW এর আদলে ছিলো, তখন সেসময়ের “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” ছিলেন... ট্রিপল এইচ, রিক ফ্লেয়ার, শন মাইকেল, ব্রেট-হার্ট, কেন সহ অনেকে।

আর মডার্ন যুগে “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হচ্ছেন... এডি গ্যারারো, কার্ট অ্যাঙ্গেল, এজ, বিগশো, দ্যা-মিজ, ড্যানিয়েল ব্রায়ান, ক্রিস জেরিকো ইত্যাদি।

তবে অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে যে আজ পর্যন্ত আন্ডারটেকার, হাল্ক হগান, অস্টিন, বোকার-টি, রক, ব্রক লেসনার, সিনা, অরটন এদের মতো বিগহিট সুপারস্টাররা আজ পর্যন্ত এই কাঙ্ক্ষিত “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হতে পারেন নি।(So sad reality)

হয়তো এটা ক্রিয়েটিভ প্যানেলের প্লানিংয়ের ব্যর্থতা অথবা প্লেয়ারদের দুর্ভাগ্য। যাই হোক, এই লিস্টের অন্যসকল প্লেয়াররা আর পারবেন না কারন তারা ইতোমধ্যে “হল-অফ-ফেম” এ্যাওয়ার্ড পেয়ে রিটায়ার্ড করে ফেলেছেন। তবে রক, ব্রক, সিনা আর অরটনের চান্স রয়েছে এই সুযোগ কাজে লাগানোর (যদি অথোরিটি চান তবে হবে, হোক এটাই ১০০% চাই আমি)

তবে কথা আছে, রক আর ব্রকের ক্ষেত্রে ব্যাপারটা আরও কষ্টসাধ্য হতে পারে কারন তাদের বেশ কয়েকটা টাইটেল অর্জন করে সেই “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হতে হবে কিন্তু তাদের হাতে সময় কম এবং তারা বছরে ২/১ টা ম্যাচ পেয়ে থাকেন আবার কন্ট্রাক্ট শেষ হবার সম্ভাবনা তাদের বেশি। তবে সিনা আর অরটনের পক্ষে এটা সহজ কারন তাদের কেবল ১টি করে টাইটেল দরকার সেই “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হতে। তাহলে তারা একটু সেফ সাইডে আছে বলা যায়।

তবে মজার ব্যাপার হচ্ছে একেবারে নতুন যুগের কিছু প্লেয়াররা খুব অল্পদিনের মাঝে বেশকিছু টাইটেল জিতে গ্র্যান্ডস্ল্যামের দারপ্রান্তে এসে ঝুকে আছে...!!!

তারা হচ্ছেন, ডিন এম্ব্রোস, সেথ রলিন্স, রোমান রেইঞ্জ, কেভিন ওয়েন্স ইত্যাদি। এদের ক্ষেত্রে অনুপ্রেরনা হতে পারে ড্যানিয়েল ব্রায়ান (২০১১-২০১৪)।

আর কিছুটা পুরাতন হিসেবে রয়েছেন কফি কিংস্টন, শেমাস আর ডলফ জিগ্লারএদের ক্ষেত্রে অনুপ্রেরনা হতে পারে দ্যা-মিজ(২০০৬-বর্তমান)। 

এই দুইজন রিসেন্ট সময়ে এসেও তাদের কাজটা সেরে ফেলেছেন। তবে আমি সিনা, অরটন, রক, ব্রক লেসনার, জেফ হার্ডি, কফি কিংস্টন, এম্ব্রোস, সেথ রলিন্স, রোমান রেইঞ্জ, কেভিন শেমাস আর ডলফ জিগ্লার সবারই সাফল্য চাইবো তাদের সিনিয়ারিটির উপর ভিত্তি করে।

তবে আমি মনে করছি এখন জানানোর সময় এসে গেছে (আমার পোস্টে) কোন কোন রেস্লার কি কি টাইটেল কারনে “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হওয়া থেকে বিরত রয়েছেন...???

1. সিনা = আইসি টাইটেল
2. অরটন = ইউএস টাইটেল
3. রোমান = আইসি টাইটেল
4. সেথ = আইসি টাইটেল
5. এম্ব্রোস = ট্যাগ টাইটেল
6. শেমাস = আইসি টাইটেল
7. জেফ হার্ডি = ইউএস টাইটেল
8. কেভিন = ট্যাগ টাইটেল ও WWE টাইটেল
9. রক = ট্যাগ টাইটেল
10. কফি কিংস্টন = আইসি টাইটেল ও WWE টাইটেল


আরও অনেক প্লেয়ার রয়ে গেছে, তবে তাদের নাম লিখলাম না কারন তাদের আরও অনেক পথ পারি দিয়ে এখানে আসতে হবে। আমার আশা থাকবে যে উল্লেখিত ১০ জন প্লেয়াররা তাদের আপকামিং ক্যারিয়ারে “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হয়ে নিতে পারবে। তাহলে তাদের প্লাস তাদের ফ্যানদের অনেক স্যাটিসফ্যাকশন এনে দিতে পারে।

আর যাদের নাম নেই তারাও যেন এরকম টানটান উত্তেজনার প্রান্তে এসে দাড়াতে পারে সেই আশাই করবো। (যেমনঃ এজে স্টাইলস, নাকামুরা, স্যামি, ব্যালর, ব্রে, সামোয়া জো ইত্যাদি)

তবে একটা জিনিস জানিয়ে রাখা ভালো। ইউনিভার্সাল টাইটেল যেহেতু অনেক বেশি নতুন, তাই এটা না পেলে পুরাতন (মানে যারা গ্র্যান্ডস্ল্যাম হয়েছেন এবং যারা এই টপ-টেন লিস্টে আছেন) তাদের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প হওয়া থেকে ব্যাহত হবেনা। এটা এখন আর কোন বাধা নয়।

হয়তো অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরেফিরে থাকছে, যে এটা আবার এমন কি, এটা না পেলে আবার এমন কি লস হবে...??? ইত্যাদি ফিত্যাদি। তাই সকলকেই বলতে চাই।

রেস্লিংয়ে টাইটেল জেতাটা এক একটা মাইলফলকের মতো। এটা সকলের পরিচয় বহন করে, নতুন মর্যাদা দেয়। পোস্টের শুরুতেও এর ব্যাপারে বলেছি, তাই আর বলতে চাই না। এক কথায় শেষ করে দিচ্ছি, এটা হচ্ছে ফিফা, আইসিসি, টেনিসএর ওয়ার্ল্ডকাপের ট্রফি কিংবা অলিম্পিকের গোল্ড পাবার মতো সম্মানের একটা বিষয়।

দ্যাটস অল অ্যাবাউট দা “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প ইন ডাব্লিউ-ডাব্লিউ-ই”।
• লেখকঃ Rafiq Jahid

গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন কি? জেনে নিন।


WWE তে অনেক রকমের টাইটেল রয়েছে। তো পুরুষদের এককে এবং ট্যাগ-টিম ডিভিশনের সকল টাইটেল যদি কোনো রেস্লার তার রানিং ক্যারিয়ারে জিতে ফেলতে পারে, তবে তাকে WWE এর ভাষায় “গ্র্যান্ডস্ল্যাম-চ্যাম্পিয়ন” বলা হবে। এটা তাদেরকে আলাদা সম্মান আর ব্যাক্তিগত শান্তি আর স্যাটিসফ্যাকশন এনে দেয়।

আমরা যদি বিগত সময়ের দিকে তাকাই তাহলে আমরা জানতে পারবো যে, বিগত সময়ে অনেক নামের টাইটেল আবিষ্কৃত হয়েছে আবার অনেক টাইটেল বিলুপ্ত হয়ে গেছে। (উদাহরন= ইউনিভার্সাল টাইটেল মডার্ন যুগে আবিষ্কৃত আর হার্ডকোর বা ইউরোপিয়ান টাইটেল গুলো মডার্ন যুগে বিলুপ্ত)

যাই হোক, বিগত সময়ে আই মিন যখন কোম্পানিটা WWF বা WCW এর আদলে ছিলো, তখন সেসময়ের “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” ছিলেন... ট্রিপল এইচ, রিক ফ্লেয়ার, শন মাইকেল, ব্রেট-হার্ট, কেন সহ অনেকে।

আর মডার্ন যুগে “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হচ্ছেন... এডি গ্যারারো, কার্ট অ্যাঙ্গেল, এজ, বিগশো, দ্যা-মিজ, ড্যানিয়েল ব্রায়ান, ক্রিস জেরিকো ইত্যাদি।

তবে অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে যে আজ পর্যন্ত আন্ডারটেকার, হাল্ক হগান, অস্টিন, বোকার-টি, রক, ব্রক লেসনার, সিনা, অরটন এদের মতো বিগহিট সুপারস্টাররা আজ পর্যন্ত এই কাঙ্ক্ষিত “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হতে পারেন নি।(So sad reality)

হয়তো এটা ক্রিয়েটিভ প্যানেলের প্লানিংয়ের ব্যর্থতা অথবা প্লেয়ারদের দুর্ভাগ্য। যাই হোক, এই লিস্টের অন্যসকল প্লেয়াররা আর পারবেন না কারন তারা ইতোমধ্যে “হল-অফ-ফেম” এ্যাওয়ার্ড পেয়ে রিটায়ার্ড করে ফেলেছেন। তবে রক, ব্রক, সিনা আর অরটনের চান্স রয়েছে এই সুযোগ কাজে লাগানোর (যদি অথোরিটি চান তবে হবে, হোক এটাই ১০০% চাই আমি)

তবে কথা আছে, রক আর ব্রকের ক্ষেত্রে ব্যাপারটা আরও কষ্টসাধ্য হতে পারে কারন তাদের বেশ কয়েকটা টাইটেল অর্জন করে সেই “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হতে হবে কিন্তু তাদের হাতে সময় কম এবং তারা বছরে ২/১ টা ম্যাচ পেয়ে থাকেন আবার কন্ট্রাক্ট শেষ হবার সম্ভাবনা তাদের বেশি। তবে সিনা আর অরটনের পক্ষে এটা সহজ কারন তাদের কেবল ১টি করে টাইটেল দরকার সেই “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হতে। তাহলে তারা একটু সেফ সাইডে আছে বলা যায়।

তবে মজার ব্যাপার হচ্ছে একেবারে নতুন যুগের কিছু প্লেয়াররা খুব অল্পদিনের মাঝে বেশকিছু টাইটেল জিতে গ্র্যান্ডস্ল্যামের দারপ্রান্তে এসে ঝুকে আছে...!!!

তারা হচ্ছেন, ডিন এম্ব্রোস, সেথ রলিন্স, রোমান রেইঞ্জ, কেভিন ওয়েন্স ইত্যাদি। এদের ক্ষেত্রে অনুপ্রেরনা হতে পারে ড্যানিয়েল ব্রায়ান (২০১১-২০১৪)।

আর কিছুটা পুরাতন হিসেবে রয়েছেন কফি কিংস্টন, শেমাস আর ডলফ জিগ্লারএদের ক্ষেত্রে অনুপ্রেরনা হতে পারে দ্যা-মিজ(২০০৬-বর্তমান)। 

এই দুইজন রিসেন্ট সময়ে এসেও তাদের কাজটা সেরে ফেলেছেন। তবে আমি সিনা, অরটন, রক, ব্রক লেসনার, জেফ হার্ডি, কফি কিংস্টন, এম্ব্রোস, সেথ রলিন্স, রোমান রেইঞ্জ, কেভিন শেমাস আর ডলফ জিগ্লার সবারই সাফল্য চাইবো তাদের সিনিয়ারিটির উপর ভিত্তি করে।

তবে আমি মনে করছি এখন জানানোর সময় এসে গেছে (আমার পোস্টে) কোন কোন রেস্লার কি কি টাইটেল কারনে “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হওয়া থেকে বিরত রয়েছেন...???

1. সিনা = আইসি টাইটেল
2. অরটন = ইউএস টাইটেল
3. রোমান = আইসি টাইটেল
4. সেথ = আইসি টাইটেল
5. এম্ব্রোস = ট্যাগ টাইটেল
6. শেমাস = আইসি টাইটেল
7. জেফ হার্ডি = ইউএস টাইটেল
8. কেভিন = ট্যাগ টাইটেল ও WWE টাইটেল
9. রক = ট্যাগ টাইটেল
10. কফি কিংস্টন = আইসি টাইটেল ও WWE টাইটেল


আরও অনেক প্লেয়ার রয়ে গেছে, তবে তাদের নাম লিখলাম না কারন তাদের আরও অনেক পথ পারি দিয়ে এখানে আসতে হবে। আমার আশা থাকবে যে উল্লেখিত ১০ জন প্লেয়াররা তাদের আপকামিং ক্যারিয়ারে “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প” হয়ে নিতে পারবে। তাহলে তাদের প্লাস তাদের ফ্যানদের অনেক স্যাটিসফ্যাকশন এনে দিতে পারে।

আর যাদের নাম নেই তারাও যেন এরকম টানটান উত্তেজনার প্রান্তে এসে দাড়াতে পারে সেই আশাই করবো। (যেমনঃ এজে স্টাইলস, নাকামুরা, স্যামি, ব্যালর, ব্রে, সামোয়া জো ইত্যাদি)

তবে একটা জিনিস জানিয়ে রাখা ভালো। ইউনিভার্সাল টাইটেল যেহেতু অনেক বেশি নতুন, তাই এটা না পেলে পুরাতন (মানে যারা গ্র্যান্ডস্ল্যাম হয়েছেন এবং যারা এই টপ-টেন লিস্টে আছেন) তাদের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প হওয়া থেকে ব্যাহত হবেনা। এটা এখন আর কোন বাধা নয়।

হয়তো অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরেফিরে থাকছে, যে এটা আবার এমন কি, এটা না পেলে আবার এমন কি লস হবে...??? ইত্যাদি ফিত্যাদি। তাই সকলকেই বলতে চাই।

রেস্লিংয়ে টাইটেল জেতাটা এক একটা মাইলফলকের মতো। এটা সকলের পরিচয় বহন করে, নতুন মর্যাদা দেয়। পোস্টের শুরুতেও এর ব্যাপারে বলেছি, তাই আর বলতে চাই না। এক কথায় শেষ করে দিচ্ছি, এটা হচ্ছে ফিফা, আইসিসি, টেনিসএর ওয়ার্ল্ডকাপের ট্রফি কিংবা অলিম্পিকের গোল্ড পাবার মতো সম্মানের একটা বিষয়।

দ্যাটস অল অ্যাবাউট দা “গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্প ইন ডাব্লিউ-ডাব্লিউ-ই”।
• লেখকঃ Rafiq Jahid