সময়টা ছিলো ২০১৪ সালের শেষের দিকে। তখন ফিউড চলছিল এক সময়কার Dominating টিম Evolution এবং WWE এর আরেক Dominating টিম Shield এর মধ্যে। এই দুই Team এর শত্রুতার জেড় ধরেই একই সালের ৫ ই ডিসেম্বর RAW তে Batista এবং Roman এর মধ্যে একটি ম্যাচ হয়েছিল। ম্যাচটি সত্যিই বেশ ভালো ছিলো। আর Ending টাও ছিলো বেশ জমজমাট। আর সেই ম্যাচটি নিয়েই আমার আজকের পোস্ট। তো শুরু করা যাক।

ম্যাচে প্রথমেই Huge Pop এর সাথে Crowd দের মাঝ থেকে Entry নেয় Roman। সাথে ছিলো তার দুই Shield Brothers, Dean Ambrose এবং Seth Rollins। এরপর Triple H এবং Randy Orton এর সাথে রিংয়ে আসে Batista। ম্যাচ শুরু হয়। রিং সাইডের এক পাশে থাকে Triple H আর Randy এবং অপর পাশে থাকে Ambrose আর Rollins। 

ম্যাচ শুরু হবার পর Roman আর Batista দুজনেই ম্যাচ Control এ নেওয়ার চেষ্টা করে। কিন্তু বিফল হয়। এরপর Batista কর্ণারে নিয়ে যায় Roman কে এবং দুই তিনটা Knee Strike হিট করে। এরপরই Roman ফাইট ব্যাক করে এবং Batista কে রিং থেকে ফেলে দেয়। রিংয়ের বাইরে গিয়ে Roman স্টিল স্টেপস এর সাথে Batista কে আঘাত করে। তারপর Roman, Batista কে আবার রিংয়ে উঠায়।

রিংয়ে উঠানোর পর Batista কে খুব দুর্বল দেখা যাচ্ছিল। সে রিংয়ের এর কর্ণারে গিয়ে দাড়ায়। Roman তখন তাকে Flying Clothsine দিতে নিলে সে সরে যায়। ফলে Roman, Turnbuckle এ আঘাত পায়। এই সুযোগ কাজে লাগায় Batista। সে Roman কে Colthsine হিট করে এবং পিন করে But কাজ হয় না, Roman কিক আউট করে। Roman ফাইট ব্যাক করে এবং অসাধারণ একটি Clothsine দেয় Batista কে।

ম্যাচ চলতে থাকে। এরপর Roman আবার মারতে নেয় Batista কে। ঠিক সেই সময় রিংয়ে ঢোকার চেষ্টা করে Randy আর Triple H। আর অপর প্রান্ত থেকে উঠে দাড়ায় Rollins আর Ambrose। ম্যাচে Roman এমনভাবে খেলে যে Batista প্রায় দুর্বল হয়ে পড়ে। এরপর Roman রিং থেকে নেমে বাইরে আসে Batista কে Drive By হিট করার জন্য। তখন তাকে বাঁধা দেয় Triple H এবং Randy। 

Triple H আর Randy র কারণে Roman সামনে এগুতে পারে না। OMG!!! OMG!!! Suicide Dive By Ambrose And Rollins To Randy And Triple H। Ambrose আর Rollins পথ ক্লিয়ার করে দেয় Roman এর। আর এই সুযোগে Batista কে Drive By দেয় Roman। রিংয়ের বাইরে Randy আর Triple H এর সাথে ফাইটে জড়িয়ে পরে Ambrose আর Rollins। 

অপরদিকে Roman প্রস্তুত হয় Batista কে Superman Punch দেওয়ার জন্য। কিন্তু তখনই Triple H এসে Roman কে বাইরে নিয়ে আসে এবং Roman কে Pedigree দিতে নেয়। ফলে ম্যাচ DQ হয়ে যায়। অন্যদিকে Triple H ব্যর্থ হয় Roman কে Pedigree দিতে কারণ, Rollins এসে Roman কে বাঁচায়। সে Triple H কে Steel Steps এর মাধ্যমে আঘাত করে।

এরপর Shield এর সকল সদস্য Evolution এর মেম্বারদের রিংয়ে নিয়ে মারতে থাকে। ঠিক তখনই Stephanie McMahon রোস্টারের সকল Wrestler দের পাঠায় Shield এর কাছ থেকে Evolution কে বাঁচানোর জন্য। সেই রেসলারদের মধ্য ছিলো Ryback, Titus O'neill, Heath Slater, Fundango, Jinder Mahal, Drew Mclyntire, Curtis Axel, Damien Sandow সহ অনেকে। তারা সবাই মিলে Ambrose আর Rollins কে মেরে রিং থেকে ফেলে দেয় আর Roman কে মারতে থাকে। এক পর্যায়ে তারা Roman কে ধরে রাখে আর Triple H চেয়ার আনতে যায় Roman কে মারার জন্য।


Triple H রিংয়ে এসে চেয়ার দিয়ে Roman কে মারতে নেয়। ঠিক তখনই OMG!!!! Spear By Roman To Triple H। তখন সবাই মিলে আবারো Roman কে মারা শুরু করে। তখন Roman কে বাঁচানোর জন্য Ambrose আর Rollins চেয়ার দিয়ে মেরে রিং Clear করে। Ambrose তার ফিনিশার Dirty Deeds দেয় Fundango কে এবং Rollins হিট করে Curb Stomp, Curtis Axel কে। 

তারপর রিংয়ে থাকে শুধু Heath Slater এবং Ryback। Roman, Superman Punch দেয় Slater কে। তারপর Ryback কেও Superman Punch দেয় Roman আর শেষে Spear। সবশেষে তারা Triple Powerbomb দেয় Ryback কে। Shield মেম্বার্সরা তাদের চিরচেনা সেই Pose দেয় আর Evolution সেদিকে তাকিয়ে থাকে।

সত্যিই অসাধারণ একটি Moment ছিলো সেটি।

• লেখক ঃ Abir Mahmud

ম্যাচ প্রিভিউ : রোমান রেইন্স বনাম বাতিস্তা।


সময়টা ছিলো ২০১৪ সালের শেষের দিকে। তখন ফিউড চলছিল এক সময়কার Dominating টিম Evolution এবং WWE এর আরেক Dominating টিম Shield এর মধ্যে। এই দুই Team এর শত্রুতার জেড় ধরেই একই সালের ৫ ই ডিসেম্বর RAW তে Batista এবং Roman এর মধ্যে একটি ম্যাচ হয়েছিল। ম্যাচটি সত্যিই বেশ ভালো ছিলো। আর Ending টাও ছিলো বেশ জমজমাট। আর সেই ম্যাচটি নিয়েই আমার আজকের পোস্ট। তো শুরু করা যাক।

ম্যাচে প্রথমেই Huge Pop এর সাথে Crowd দের মাঝ থেকে Entry নেয় Roman। সাথে ছিলো তার দুই Shield Brothers, Dean Ambrose এবং Seth Rollins। এরপর Triple H এবং Randy Orton এর সাথে রিংয়ে আসে Batista। ম্যাচ শুরু হয়। রিং সাইডের এক পাশে থাকে Triple H আর Randy এবং অপর পাশে থাকে Ambrose আর Rollins। 

ম্যাচ শুরু হবার পর Roman আর Batista দুজনেই ম্যাচ Control এ নেওয়ার চেষ্টা করে। কিন্তু বিফল হয়। এরপর Batista কর্ণারে নিয়ে যায় Roman কে এবং দুই তিনটা Knee Strike হিট করে। এরপরই Roman ফাইট ব্যাক করে এবং Batista কে রিং থেকে ফেলে দেয়। রিংয়ের বাইরে গিয়ে Roman স্টিল স্টেপস এর সাথে Batista কে আঘাত করে। তারপর Roman, Batista কে আবার রিংয়ে উঠায়।

রিংয়ে উঠানোর পর Batista কে খুব দুর্বল দেখা যাচ্ছিল। সে রিংয়ের এর কর্ণারে গিয়ে দাড়ায়। Roman তখন তাকে Flying Clothsine দিতে নিলে সে সরে যায়। ফলে Roman, Turnbuckle এ আঘাত পায়। এই সুযোগ কাজে লাগায় Batista। সে Roman কে Colthsine হিট করে এবং পিন করে But কাজ হয় না, Roman কিক আউট করে। Roman ফাইট ব্যাক করে এবং অসাধারণ একটি Clothsine দেয় Batista কে।

ম্যাচ চলতে থাকে। এরপর Roman আবার মারতে নেয় Batista কে। ঠিক সেই সময় রিংয়ে ঢোকার চেষ্টা করে Randy আর Triple H। আর অপর প্রান্ত থেকে উঠে দাড়ায় Rollins আর Ambrose। ম্যাচে Roman এমনভাবে খেলে যে Batista প্রায় দুর্বল হয়ে পড়ে। এরপর Roman রিং থেকে নেমে বাইরে আসে Batista কে Drive By হিট করার জন্য। তখন তাকে বাঁধা দেয় Triple H এবং Randy। 

Triple H আর Randy র কারণে Roman সামনে এগুতে পারে না। OMG!!! OMG!!! Suicide Dive By Ambrose And Rollins To Randy And Triple H। Ambrose আর Rollins পথ ক্লিয়ার করে দেয় Roman এর। আর এই সুযোগে Batista কে Drive By দেয় Roman। রিংয়ের বাইরে Randy আর Triple H এর সাথে ফাইটে জড়িয়ে পরে Ambrose আর Rollins। 

অপরদিকে Roman প্রস্তুত হয় Batista কে Superman Punch দেওয়ার জন্য। কিন্তু তখনই Triple H এসে Roman কে বাইরে নিয়ে আসে এবং Roman কে Pedigree দিতে নেয়। ফলে ম্যাচ DQ হয়ে যায়। অন্যদিকে Triple H ব্যর্থ হয় Roman কে Pedigree দিতে কারণ, Rollins এসে Roman কে বাঁচায়। সে Triple H কে Steel Steps এর মাধ্যমে আঘাত করে।

এরপর Shield এর সকল সদস্য Evolution এর মেম্বারদের রিংয়ে নিয়ে মারতে থাকে। ঠিক তখনই Stephanie McMahon রোস্টারের সকল Wrestler দের পাঠায় Shield এর কাছ থেকে Evolution কে বাঁচানোর জন্য। সেই রেসলারদের মধ্য ছিলো Ryback, Titus O'neill, Heath Slater, Fundango, Jinder Mahal, Drew Mclyntire, Curtis Axel, Damien Sandow সহ অনেকে। তারা সবাই মিলে Ambrose আর Rollins কে মেরে রিং থেকে ফেলে দেয় আর Roman কে মারতে থাকে। এক পর্যায়ে তারা Roman কে ধরে রাখে আর Triple H চেয়ার আনতে যায় Roman কে মারার জন্য।


Triple H রিংয়ে এসে চেয়ার দিয়ে Roman কে মারতে নেয়। ঠিক তখনই OMG!!!! Spear By Roman To Triple H। তখন সবাই মিলে আবারো Roman কে মারা শুরু করে। তখন Roman কে বাঁচানোর জন্য Ambrose আর Rollins চেয়ার দিয়ে মেরে রিং Clear করে। Ambrose তার ফিনিশার Dirty Deeds দেয় Fundango কে এবং Rollins হিট করে Curb Stomp, Curtis Axel কে। 

তারপর রিংয়ে থাকে শুধু Heath Slater এবং Ryback। Roman, Superman Punch দেয় Slater কে। তারপর Ryback কেও Superman Punch দেয় Roman আর শেষে Spear। সবশেষে তারা Triple Powerbomb দেয় Ryback কে। Shield মেম্বার্সরা তাদের চিরচেনা সেই Pose দেয় আর Evolution সেদিকে তাকিয়ে থাকে।

সত্যিই অসাধারণ একটি Moment ছিলো সেটি।

• লেখক ঃ Abir Mahmud