১৯৬৯ সালের আজকের দিনে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ন্যাশুয়া-তে জন্মগ্রহন করেন রেসলিং বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রো-রেসলার, NXT এর ক্রিয়েটর "The Game" Triple H. আজ তার ৪৮ তম জন্মদিন। তার আসল নাম Paul Michael Levesque.

রেসলিং জগতে Trips'র ডেব্যু হয় ১৯৯২ সালে। ১৪ বছর বয়স থেকেই Trips বডিবিল্ডিং-এ যোগ দেয় কারন ছোটবেলা থেকেই তার প্রো-রেসলার হওয়ার স্বপ্ন ছিল। ১৯৯৪ সালে সে WCW-তে যোগ দেয়। পরে ১৯৯৫ সালে WWE-তে তার ডেব্যু হয়। ক্যারিয়ারের শুরুতে তেমন সুবিধা করতে না পারলেও ১৯৯৭ সালে DX ফ্যাকশন গঠিত হওয়ার পর তার ক্যারিয়ারের গ্রাফ উঠতে শুরু করে। The Kliq, DX এর মত গ্রুপগুলোর মেম্বার ছিলেন Triple H.

২০০৩ সালে সে WWE এর চেয়ারম্যান Vince McMahon এর মেয়ে Stephanie McMahon এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাছাড়া প্রয়াত WWE Women রেসলার Chyna'র সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। Motörhead ব্যান্ডের বিশাল ভক্ত ছিল Triple H, এমনকি তার বেশিরভাগ এন্ট্রান্স থিম সং Motörhead-ই কম্পোজ করেছে।

Trips এখন পর্যন্ত WCW ও WWE এর মত কোম্পানিতেই খেলছে। যেখানে সে WWE-তেই তার পুরো ক্যারিয়ার পার করেছে। জনপ্রিয় এই প্রো-রেসলার WWE-তে প্রায় সব চ্যাম্পিয়নশিপই জিতেছে। ৫বার জিতেছে World Heavyweight চ্যাম্পিয়নশিপ এবং ৯বার জিতেছে WWE চ্যাম্পিয়নশিপ। 

এছাড়া ৫বার Intercontinental চ্যাম্পিয়নশিপ, ২বার European চ্যাম্পিয়নশিপ এবং ২ বার WWF Tag Team চ্যাম্পিয়নশিপ জিতেছে সে। ১৯৯৭ সালে King of the Ring টুর্নামেন্ট, ২০০২ ও ২০১৬ সালে Royal Rumble এবং ২০০৬ সালে Road To Wrestlemania টুর্নামেন্ট জিতেছে সে। Trips WWE এর সপ্তম Triple Crown চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় Grand Slam চ্যাম্পিয়ন।

আজ ৪৮-তে পা রাখলো The Cerebral Assassin খ্যাত Triple H!! PWU-এর পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। 

Happy Birthday to "The King of Kings" Triple H. 🎈🎉🎊
• Credit - Undisclosed Artist
ট্রিপল এইচের জন্মদিনে তার প্রোফাইলকে আপডেট করে বিস্তারিত রেসলিং ক্যারিয়ার এবং অন্যান্য জিনিস অ্যাড করা হয়েছে, সেই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। 

শুভ জন্মদিন : ট্রিপল এইচ, ২০১৭


১৯৬৯ সালের আজকের দিনে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ন্যাশুয়া-তে জন্মগ্রহন করেন রেসলিং বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রো-রেসলার, NXT এর ক্রিয়েটর "The Game" Triple H. আজ তার ৪৮ তম জন্মদিন। তার আসল নাম Paul Michael Levesque.

রেসলিং জগতে Trips'র ডেব্যু হয় ১৯৯২ সালে। ১৪ বছর বয়স থেকেই Trips বডিবিল্ডিং-এ যোগ দেয় কারন ছোটবেলা থেকেই তার প্রো-রেসলার হওয়ার স্বপ্ন ছিল। ১৯৯৪ সালে সে WCW-তে যোগ দেয়। পরে ১৯৯৫ সালে WWE-তে তার ডেব্যু হয়। ক্যারিয়ারের শুরুতে তেমন সুবিধা করতে না পারলেও ১৯৯৭ সালে DX ফ্যাকশন গঠিত হওয়ার পর তার ক্যারিয়ারের গ্রাফ উঠতে শুরু করে। The Kliq, DX এর মত গ্রুপগুলোর মেম্বার ছিলেন Triple H.

২০০৩ সালে সে WWE এর চেয়ারম্যান Vince McMahon এর মেয়ে Stephanie McMahon এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাছাড়া প্রয়াত WWE Women রেসলার Chyna'র সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। Motörhead ব্যান্ডের বিশাল ভক্ত ছিল Triple H, এমনকি তার বেশিরভাগ এন্ট্রান্স থিম সং Motörhead-ই কম্পোজ করেছে।

Trips এখন পর্যন্ত WCW ও WWE এর মত কোম্পানিতেই খেলছে। যেখানে সে WWE-তেই তার পুরো ক্যারিয়ার পার করেছে। জনপ্রিয় এই প্রো-রেসলার WWE-তে প্রায় সব চ্যাম্পিয়নশিপই জিতেছে। ৫বার জিতেছে World Heavyweight চ্যাম্পিয়নশিপ এবং ৯বার জিতেছে WWE চ্যাম্পিয়নশিপ। 

এছাড়া ৫বার Intercontinental চ্যাম্পিয়নশিপ, ২বার European চ্যাম্পিয়নশিপ এবং ২ বার WWF Tag Team চ্যাম্পিয়নশিপ জিতেছে সে। ১৯৯৭ সালে King of the Ring টুর্নামেন্ট, ২০০২ ও ২০১৬ সালে Royal Rumble এবং ২০০৬ সালে Road To Wrestlemania টুর্নামেন্ট জিতেছে সে। Trips WWE এর সপ্তম Triple Crown চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় Grand Slam চ্যাম্পিয়ন।

আজ ৪৮-তে পা রাখলো The Cerebral Assassin খ্যাত Triple H!! PWU-এর পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। 

Happy Birthday to "The King of Kings" Triple H. 🎈🎉🎊
• Credit - Undisclosed Artist
ট্রিপল এইচের জন্মদিনে তার প্রোফাইলকে আপডেট করে বিস্তারিত রেসলিং ক্যারিয়ার এবং অন্যান্য জিনিস অ্যাড করা হয়েছে, সেই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।