যদি কখনো জিজ্ঞাসা করা হয় যে রেসলিং রিং এর বাইরে সবচেয়ে টাফ রেসলার কে, তবে সবার প্রথমে আপনাদের মনে যাদের নাম আসবে তারা হচ্ছে Brock Lesnar, André The Giant, The Steiner Brothers ইত্যাদি। কিন্তু আজকে যাকে নিয়ে লিখতে চলেছি তার তুলনায় উপরে উল্লেখিত রেসলাররা কিছুই না। তিনি সেই ২ জন রেসলারদের একজন যাকে André The Giant পর্যন্ত ভয় পেত। তাকে সবাই এতটাই ভয় পেত যে তার ভয়ংকর কাজকর্মের পরও কেউ তাকে WCW থেকে ফায়ার করার সাহস দেখায়নি। তিনি হচ্ছেন Meng aka Haku.

Meng যে কতটা ভয়ংকর ছিল সে সম্পর্কে আপনাদের জানানোর জন্য আজ তার কয়েকটা ঘটনা আপনাদের বলব।

• ১ম ঘটনা:

Kevin Sullivan WCW এর একজন রেসলার এবং বুকার ছিল। সে Meng এর সাথে প্রায়ই যাত্রা করত। তার বলা কাহিনীটি ছিল এরকম:

একবার তারা তাদের হোটেলে ওঠার আগে একসাথে বিয়ার পান করতে একটি বারে গিয়েছিল। অবশ্যই Meng সেখানকার স্থানীয় কেউ ছিলনা। তারা বারে ঢোকার সময়ে পুল খেলতে থাকা এক ব্যাক্তি Meng কে বিভৎস বলে। এরপর Meng রেগে যায় এবং লোকটিকে মারতে থাকে। আরেকজন যে Meng কে থামানোর চেষ্টা করেছিল তাকে Meng অজ্ঞান করে দেয়। এরপর Meng যে ব্যাক্তি তাকে বিভৎস বলেছিল তার জামা নেকড়ের মত কামড়ে ছিড়ে ফেলে। তারপর তার পিঠ থেকে কিছু মাংস কামড়ে তা মাটিতে ফেলে দেয়। তারপর Sullivan বলে, "যাওয়ার সময় হয়ে গিয়েছে।" তারা যাওয়ার পর সেখানে পুলিশ আসে। কিন্তু তাদেরকে চার্জ করেনি।

• ২য় ঘটনা:

একবার এক ইন্টাভিউয়ে Meng বলে যে সে তার পরিবারের জন্য এবং রেসলিংয়ের প্রতি ভালোবাসার জন্য রেসলিং করে, জনপ্রিয়তার জন্য না। তাই সে খুবই রেগে যেত যখন কেউ রেসলিংকে ফেক বলত। সে বলেছিল, "যখন আমাকে তুমি বলবে যে রেসলিং ফেক, আমি তোমাকে দেখিয়ে দিব যে রেসলিং কতটা ফেক। সেসময়ে আমি হয়তো তোমার দাঁত ভেঙ্গে দিতাম অথবা চোখ উপরে দিতাম। হয়তো তোমরা আমার উপর প্রতিশোধ নিতে। কিন্তু আমি আবার তোমাদের খুজতে ফিরে আসতাম। কিন্তু সেগুলা ছিল পুরানো দিন। আমি খুশি যে কেউ আমাকে গুলি করেনাই। কিন্তু সেই সময়ে, আমি এমন ছিলাম, এই বিজনেসের প্রতি আমার ভালোবাসার কারণে।" তারপর সে তার একটি ঘটনার কথা স্বীকার করে।

সে বলেন, "ঘটনাটি ঘটেছিল Baltimore Airport এ। সেখানে একটি হোটেল ছিল। আমরা অন্য একটি হোটেলে থেকেছিলাম। আমি আর Siva Afi একটি বার এ গেলাম ও সেখানে অনেকগুলা মানুষ ছিল। আমরা তাদের থেকে দূরে এক কর্ণারে গেলাম। আমরা কয়েকবার মদ্যপান করেছিলাম, আরেকটু দুরে ৫ জন বসে ছিল। অবশ্যই তাদের মুখ থেকেও একই জিনিস বের হলো। তাদের মধ্যে থেকে একজন বলল, "এই, তোমরা কী সেই রেসলারদের সাথে? টিভিতে দেখানো সেই নকল রেসলারগুলা?" তারপর আমি বললাম, "হ্যা আমি তোমাকে দেখাচ্ছি।" আর আমি কোনো কিছু না ভেবেই তাদের কাছে গেলাম। সেখানে আরো ৪জন মানুষ ছিল যারা হাসছিল। আমি তার মুখ ধরে তার নাক কামড়ে ফেললাম। তারপর মারামারি শুরু হলো। আমি আর Siva অনেকটা পরিষ্কার করে ফেলেছিলাম বারটিকে। আমি এই ঘটনা কখনো ভুলব না। (হাসতে হাসতে)"

• ৩য় ঘটনা:

একবার একটি interview তে Perry Saturn কে তার সময়কার রেসলারদের ব্যাকস্টেজে টাফনেসের কথা জিজ্ঞাসা করা হয়েছিল। তাকে আটজনের নাম দিয়ে বলে হয়েছিল এদের সবার মধ্যে সত্যিকারের মারামারি হলে কে জিতবে:

The Barbarian
Meng
Scott Norton
Jim Duggan
Fit Finaly
Scott Steiner
Rick Steiner

তিনি নিজে সে জবাব দিয়েছিল, "Tonga(Meng). কেউ তার সামনে দাড়াতেই পারবে না। এটা কোনো প্রশ্নই না। সে সবাইকেই মেরে ফেলতে পারবে চোখের পলক না ফেলেই আর কেউ এই ব্যাপারে কিছু করতেও পারবে না।"

• ৪র্থ ঘটনা:

একবার Ted DiBiase বলেছিল যে তারা St. Louis এ একবার একটি শো করতে গিয়েছিল। সবাই মদ্যপান করছিল এবং হঠাৎ একটা বিশাল মারামারি শুরু হয়। ফলে সেখানে পুলিশ আসে। Meng ও মদ্যপান করেছিল, কিন্তু সে মারামারি দেখে তা থামাতে যায়। অন্যদিকে, পুলিশ মনে করে যে Meng মারামারি করছে এবং তাকে হ্যান্ডকাফ পরায়। তার হাত পেছনে নিয়ে তাকে হ্যান্ডকাফটি পড়ানো হয়। এরপর Meng পুলিশের দিকে তাকিয়ে এক ঝটকায় হ্যান্ডকাফটি ভেঙ্গে ফেলে!!!!!

• ৫ম ঘটনা:

Bobby Heenan একবার একটি ইন্টারভিউয়ে বলে যে Meng হচ্ছে তার দেখা সবচেয়ে টাফ(শুধু রেসলার হিসেবে না) মানুষ। তারপর সে বলে, একবার একটি বার ফাইটে Meng একজনের ২টা আঙ্গুল হাত থেকে আলাদা করে ফেলে! এবং তারপর সেই ব্যাক্তির নিচের কয়েকটা দাঁত ভেঙ্গে ফেলে। Heenan আরো বলে যে সেদিন সে সেখানে না থাকলে এটা বিশ্বাস করত না। সে বলে যে André The Giant শুধুমাত্র ২ জনকে ভয় পেত। Harley Race আর Meng.

• ৬ষ্ঠ ঘটনা:

The Steiner Brother রা "tough guys" হিসেবে ব্যাকস্টেজে পরিচিত ছিল। আর তারাও Meng কে ভয় পেত। Rick Steiner বলে, "একবার Meng একাই ৮ জন পুলিশ অফিসারকে মেরেছিল। তারা তাকে একটা লাঠি দিয়ে পেটায় আর সে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নেয়।"
Rick আরো বলে, "Scott আর আমি নিজেদের "tough guys" মনে করতাম কিন্তু তা Meng এর সাথে দেখা হওয়ার আগে।"

• ৭ম ঘটনা:

Arn Anderson তার নিজের জীবনী, “Arn Anderson: 4 Ever” এ বলে যে এই দুনিয়ায় ৩ ধরনের লোক আছে।
1.Tough men
2.Wrestler tough men
3.Meng

সে বলে যে Meng একদম আলাদা ক্যাটাগরির ১জন মানুষ। সে আরো বলে যে, একবার একজন বিশালদেহী রাখাল ও Meng এর মধ্যে ঝগড়া হলে Meng তাকে এক হাত দিয়ে ধরে উঠিয়ে ঠেলতে ঠেলতে পরপর ২টি দরজা ভেঙ্গে ফেলে!!!

• ৮ম ঘটনা:

এটি Meng এর অন্যতম জনপ্রিয় একটি ঘটনা। Brutus Beefcake তার এবং Meng এর ম্যাচের পর ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করে যে Meng তাকে ম্যাচের মধ্যে অনেক জোড়ে থাপ্পর মারে। Meng তা জানার পর Brutus এর লকার রুমে গিয়ে তাকে গোসলরত অবস্থায় বাথরুম থেকে টান দিয়ে নিয়ে আসে এবং তার গলা টিপে ধরে এত উপরে উঠিয়ে ফেলে যে Brutus এর পা মাটি থেকে ২ ফুট উপরে ছিল। আর তখন অন্যরা সবাই চুপচাপ দেখছিল কারন কারও এত সাহস ছিলনা যে তাকে গিয়ে থামাবে। শেষে Hulk Hogan এসে তাকে থামায়। তাও কথা দিয়ে বুঝিয়ে।

• ৯ম ঘটনা:

Meng কে সেসময়ে সবাই এতটা ভয় পেত যে এমনকি WCW এর সেসময়কার ম্যানেজমেন্টের সদস্যরাও Meng কে ফায়ার করার সাহস দেখায়নি। একদিন তখনকার WCW এর প্রধান Eric Bischoff ও Greg Wayne লকার রুমে গিয়ে Meng, Chris Candido, Chris Jericho ও Tammy Sytch কে তাদের মধ্যে হওয়া কথোপকথনের সময়ে বাধা প্রদান করেন। Meng সাথে সাথে তাদেরকে ঝাড়ি দিয়ে বলে, "এই! আমার বন্ধুদের কাছে মাফ চাও। আমি তাদের সাথে কথা বলছি।" Chris Candido এর কথা অনুযায়ী পুরা লকার রুমের সবাই তখন চুপ হয়ে গিয়েছিল এবং ভয়ে জমে গিয়েছিল। Bischoff ও Gagne তাদের কাছে মাফ চায় ও তাদের কথোপকথন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে।

• ১০ম ঘটনা:

একবার Puerto Rico তে সফরে যাওয়ার সময়ে Meng তার সহকর্মী রেসলার Jesse Barr এর সাথে হাটছিল। Barr তখন একজন গর্ত খনন করতে থাকা মানুষের ক্ষতি করল। Meng তাতে মন খারাপ করে Barr কে বলল যে তার এটি করা উচিৎ হয়নি। কিন্তু Barr উল্টা Meng এর সাথে তর্ক শুরু করে দেয়। পরে Meng তাকে ধরে তার অক্ষিকোটর থেকে ১টি চোখ বের করে ফেলে!!! যদিও Meng কখনো তা স্বীকার করেনি। Meng বলেছিল যে সে তা প্রায় করে ফেলত, তার আঙ্গুল ও আরেকটু হলেই চোখটি বের করে ফেলত কিন্তু সে তা আর করেনি। যদিও পরে Barr এর গ্লাস রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। পরে ম্যানেজমেন্ট Meng কে তো কিছু বলেইনাই উল্টা Barr কে সেই ঘটনার জন্য ফায়ার করে।

• ১১তম ঘটনা:

Kevin Sullivan তার ইন্টারভিউগুলোতে প্রায়ই Meng এর সাথে কাজ করার সময়ের কথা উল্লেখ করে। যখন Sullivan WCW এর একজন বুকার ছিল, সে Meng কে একটা কাজ করতে বলে যেটা তেমন কিছু ছিলনা কিন্তু সেটা অনুচিত ছিল। Meng তাতে মন খারাপ করে। আর তাতেই Sullivan এতটা ভয় পেয়ে যায় যেমনটা সে আর কখনোই পায়নি।

Sullivan, Meng কে তার বিভিন্ন সুবিধার জন্য ব্যাবহার করে। Sullivan একবার কয়েকজনকে বলেছিল যে তাদের সামনের ম্যাচটা হারতে হবে। সেই রেসলাররা ম্যাচটি হারতে রাজি হয়নি। Sullivan তাদের বলে যে, সে ঝগড়া না করে Meng কে ডেকে এই সমস্যার সমাধান করবে। তারা সাথে সাথে হারতে রাজি হয়ে। যায় এবং Sullivan কে বলে Meng কে না আনতে।

• ১২তম ঘটনা:

Jake “The Snake” Roberts একবার ইন্টারভিউয়ে বলে, "আমি যদি একটি পিস্তল নিয়ে ১টি ট্যাংকে বসে থাকি আর Meng আমার থেকে ৩০০ গজ দূরে থাকে, তাহলে তো সে আমার হাতের মুঠোয়, তাইনা? সেক্ষেত্রে আমি প্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে আমি ট্যাংকটি থেকে লাফিয়ে বের হয়ে যাব এবং নিজেকে গুলি করব কারন আমি তাকে ঘায়েল করে রাগিয়ে দিতে চাই না।"

আজ পর্যন্ত রেসলিংয়ের ইতিহাসে এতটা ভয়ংকর আর কাউকে পাওয়া যায়নি, হয়তো যাবেওনা। Meng এখনো রেসলিং করে, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারনে সে এখন আর আগের মতো আচরণ করেনা।


• লেখক ঃ #Cold_Blooded_Fiend, Extreme WWE Universe - বাংলাদেশী ফ্যান

MENG : প্রো রেসলিং ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর মানুষ!


যদি কখনো জিজ্ঞাসা করা হয় যে রেসলিং রিং এর বাইরে সবচেয়ে টাফ রেসলার কে, তবে সবার প্রথমে আপনাদের মনে যাদের নাম আসবে তারা হচ্ছে Brock Lesnar, André The Giant, The Steiner Brothers ইত্যাদি। কিন্তু আজকে যাকে নিয়ে লিখতে চলেছি তার তুলনায় উপরে উল্লেখিত রেসলাররা কিছুই না। তিনি সেই ২ জন রেসলারদের একজন যাকে André The Giant পর্যন্ত ভয় পেত। তাকে সবাই এতটাই ভয় পেত যে তার ভয়ংকর কাজকর্মের পরও কেউ তাকে WCW থেকে ফায়ার করার সাহস দেখায়নি। তিনি হচ্ছেন Meng aka Haku.

Meng যে কতটা ভয়ংকর ছিল সে সম্পর্কে আপনাদের জানানোর জন্য আজ তার কয়েকটা ঘটনা আপনাদের বলব।

• ১ম ঘটনা:

Kevin Sullivan WCW এর একজন রেসলার এবং বুকার ছিল। সে Meng এর সাথে প্রায়ই যাত্রা করত। তার বলা কাহিনীটি ছিল এরকম:

একবার তারা তাদের হোটেলে ওঠার আগে একসাথে বিয়ার পান করতে একটি বারে গিয়েছিল। অবশ্যই Meng সেখানকার স্থানীয় কেউ ছিলনা। তারা বারে ঢোকার সময়ে পুল খেলতে থাকা এক ব্যাক্তি Meng কে বিভৎস বলে। এরপর Meng রেগে যায় এবং লোকটিকে মারতে থাকে। আরেকজন যে Meng কে থামানোর চেষ্টা করেছিল তাকে Meng অজ্ঞান করে দেয়। এরপর Meng যে ব্যাক্তি তাকে বিভৎস বলেছিল তার জামা নেকড়ের মত কামড়ে ছিড়ে ফেলে। তারপর তার পিঠ থেকে কিছু মাংস কামড়ে তা মাটিতে ফেলে দেয়। তারপর Sullivan বলে, "যাওয়ার সময় হয়ে গিয়েছে।" তারা যাওয়ার পর সেখানে পুলিশ আসে। কিন্তু তাদেরকে চার্জ করেনি।

• ২য় ঘটনা:

একবার এক ইন্টাভিউয়ে Meng বলে যে সে তার পরিবারের জন্য এবং রেসলিংয়ের প্রতি ভালোবাসার জন্য রেসলিং করে, জনপ্রিয়তার জন্য না। তাই সে খুবই রেগে যেত যখন কেউ রেসলিংকে ফেক বলত। সে বলেছিল, "যখন আমাকে তুমি বলবে যে রেসলিং ফেক, আমি তোমাকে দেখিয়ে দিব যে রেসলিং কতটা ফেক। সেসময়ে আমি হয়তো তোমার দাঁত ভেঙ্গে দিতাম অথবা চোখ উপরে দিতাম। হয়তো তোমরা আমার উপর প্রতিশোধ নিতে। কিন্তু আমি আবার তোমাদের খুজতে ফিরে আসতাম। কিন্তু সেগুলা ছিল পুরানো দিন। আমি খুশি যে কেউ আমাকে গুলি করেনাই। কিন্তু সেই সময়ে, আমি এমন ছিলাম, এই বিজনেসের প্রতি আমার ভালোবাসার কারণে।" তারপর সে তার একটি ঘটনার কথা স্বীকার করে।

সে বলেন, "ঘটনাটি ঘটেছিল Baltimore Airport এ। সেখানে একটি হোটেল ছিল। আমরা অন্য একটি হোটেলে থেকেছিলাম। আমি আর Siva Afi একটি বার এ গেলাম ও সেখানে অনেকগুলা মানুষ ছিল। আমরা তাদের থেকে দূরে এক কর্ণারে গেলাম। আমরা কয়েকবার মদ্যপান করেছিলাম, আরেকটু দুরে ৫ জন বসে ছিল। অবশ্যই তাদের মুখ থেকেও একই জিনিস বের হলো। তাদের মধ্যে থেকে একজন বলল, "এই, তোমরা কী সেই রেসলারদের সাথে? টিভিতে দেখানো সেই নকল রেসলারগুলা?" তারপর আমি বললাম, "হ্যা আমি তোমাকে দেখাচ্ছি।" আর আমি কোনো কিছু না ভেবেই তাদের কাছে গেলাম। সেখানে আরো ৪জন মানুষ ছিল যারা হাসছিল। আমি তার মুখ ধরে তার নাক কামড়ে ফেললাম। তারপর মারামারি শুরু হলো। আমি আর Siva অনেকটা পরিষ্কার করে ফেলেছিলাম বারটিকে। আমি এই ঘটনা কখনো ভুলব না। (হাসতে হাসতে)"

• ৩য় ঘটনা:

একবার একটি interview তে Perry Saturn কে তার সময়কার রেসলারদের ব্যাকস্টেজে টাফনেসের কথা জিজ্ঞাসা করা হয়েছিল। তাকে আটজনের নাম দিয়ে বলে হয়েছিল এদের সবার মধ্যে সত্যিকারের মারামারি হলে কে জিতবে:

The Barbarian
Meng
Scott Norton
Jim Duggan
Fit Finaly
Scott Steiner
Rick Steiner

তিনি নিজে সে জবাব দিয়েছিল, "Tonga(Meng). কেউ তার সামনে দাড়াতেই পারবে না। এটা কোনো প্রশ্নই না। সে সবাইকেই মেরে ফেলতে পারবে চোখের পলক না ফেলেই আর কেউ এই ব্যাপারে কিছু করতেও পারবে না।"

• ৪র্থ ঘটনা:

একবার Ted DiBiase বলেছিল যে তারা St. Louis এ একবার একটি শো করতে গিয়েছিল। সবাই মদ্যপান করছিল এবং হঠাৎ একটা বিশাল মারামারি শুরু হয়। ফলে সেখানে পুলিশ আসে। Meng ও মদ্যপান করেছিল, কিন্তু সে মারামারি দেখে তা থামাতে যায়। অন্যদিকে, পুলিশ মনে করে যে Meng মারামারি করছে এবং তাকে হ্যান্ডকাফ পরায়। তার হাত পেছনে নিয়ে তাকে হ্যান্ডকাফটি পড়ানো হয়। এরপর Meng পুলিশের দিকে তাকিয়ে এক ঝটকায় হ্যান্ডকাফটি ভেঙ্গে ফেলে!!!!!

• ৫ম ঘটনা:

Bobby Heenan একবার একটি ইন্টারভিউয়ে বলে যে Meng হচ্ছে তার দেখা সবচেয়ে টাফ(শুধু রেসলার হিসেবে না) মানুষ। তারপর সে বলে, একবার একটি বার ফাইটে Meng একজনের ২টা আঙ্গুল হাত থেকে আলাদা করে ফেলে! এবং তারপর সেই ব্যাক্তির নিচের কয়েকটা দাঁত ভেঙ্গে ফেলে। Heenan আরো বলে যে সেদিন সে সেখানে না থাকলে এটা বিশ্বাস করত না। সে বলে যে André The Giant শুধুমাত্র ২ জনকে ভয় পেত। Harley Race আর Meng.

• ৬ষ্ঠ ঘটনা:

The Steiner Brother রা "tough guys" হিসেবে ব্যাকস্টেজে পরিচিত ছিল। আর তারাও Meng কে ভয় পেত। Rick Steiner বলে, "একবার Meng একাই ৮ জন পুলিশ অফিসারকে মেরেছিল। তারা তাকে একটা লাঠি দিয়ে পেটায় আর সে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নেয়।"
Rick আরো বলে, "Scott আর আমি নিজেদের "tough guys" মনে করতাম কিন্তু তা Meng এর সাথে দেখা হওয়ার আগে।"

• ৭ম ঘটনা:

Arn Anderson তার নিজের জীবনী, “Arn Anderson: 4 Ever” এ বলে যে এই দুনিয়ায় ৩ ধরনের লোক আছে।
1.Tough men
2.Wrestler tough men
3.Meng

সে বলে যে Meng একদম আলাদা ক্যাটাগরির ১জন মানুষ। সে আরো বলে যে, একবার একজন বিশালদেহী রাখাল ও Meng এর মধ্যে ঝগড়া হলে Meng তাকে এক হাত দিয়ে ধরে উঠিয়ে ঠেলতে ঠেলতে পরপর ২টি দরজা ভেঙ্গে ফেলে!!!

• ৮ম ঘটনা:

এটি Meng এর অন্যতম জনপ্রিয় একটি ঘটনা। Brutus Beefcake তার এবং Meng এর ম্যাচের পর ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করে যে Meng তাকে ম্যাচের মধ্যে অনেক জোড়ে থাপ্পর মারে। Meng তা জানার পর Brutus এর লকার রুমে গিয়ে তাকে গোসলরত অবস্থায় বাথরুম থেকে টান দিয়ে নিয়ে আসে এবং তার গলা টিপে ধরে এত উপরে উঠিয়ে ফেলে যে Brutus এর পা মাটি থেকে ২ ফুট উপরে ছিল। আর তখন অন্যরা সবাই চুপচাপ দেখছিল কারন কারও এত সাহস ছিলনা যে তাকে গিয়ে থামাবে। শেষে Hulk Hogan এসে তাকে থামায়। তাও কথা দিয়ে বুঝিয়ে।

• ৯ম ঘটনা:

Meng কে সেসময়ে সবাই এতটা ভয় পেত যে এমনকি WCW এর সেসময়কার ম্যানেজমেন্টের সদস্যরাও Meng কে ফায়ার করার সাহস দেখায়নি। একদিন তখনকার WCW এর প্রধান Eric Bischoff ও Greg Wayne লকার রুমে গিয়ে Meng, Chris Candido, Chris Jericho ও Tammy Sytch কে তাদের মধ্যে হওয়া কথোপকথনের সময়ে বাধা প্রদান করেন। Meng সাথে সাথে তাদেরকে ঝাড়ি দিয়ে বলে, "এই! আমার বন্ধুদের কাছে মাফ চাও। আমি তাদের সাথে কথা বলছি।" Chris Candido এর কথা অনুযায়ী পুরা লকার রুমের সবাই তখন চুপ হয়ে গিয়েছিল এবং ভয়ে জমে গিয়েছিল। Bischoff ও Gagne তাদের কাছে মাফ চায় ও তাদের কথোপকথন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে।

• ১০ম ঘটনা:

একবার Puerto Rico তে সফরে যাওয়ার সময়ে Meng তার সহকর্মী রেসলার Jesse Barr এর সাথে হাটছিল। Barr তখন একজন গর্ত খনন করতে থাকা মানুষের ক্ষতি করল। Meng তাতে মন খারাপ করে Barr কে বলল যে তার এটি করা উচিৎ হয়নি। কিন্তু Barr উল্টা Meng এর সাথে তর্ক শুরু করে দেয়। পরে Meng তাকে ধরে তার অক্ষিকোটর থেকে ১টি চোখ বের করে ফেলে!!! যদিও Meng কখনো তা স্বীকার করেনি। Meng বলেছিল যে সে তা প্রায় করে ফেলত, তার আঙ্গুল ও আরেকটু হলেই চোখটি বের করে ফেলত কিন্তু সে তা আর করেনি। যদিও পরে Barr এর গ্লাস রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। পরে ম্যানেজমেন্ট Meng কে তো কিছু বলেইনাই উল্টা Barr কে সেই ঘটনার জন্য ফায়ার করে।

• ১১তম ঘটনা:

Kevin Sullivan তার ইন্টারভিউগুলোতে প্রায়ই Meng এর সাথে কাজ করার সময়ের কথা উল্লেখ করে। যখন Sullivan WCW এর একজন বুকার ছিল, সে Meng কে একটা কাজ করতে বলে যেটা তেমন কিছু ছিলনা কিন্তু সেটা অনুচিত ছিল। Meng তাতে মন খারাপ করে। আর তাতেই Sullivan এতটা ভয় পেয়ে যায় যেমনটা সে আর কখনোই পায়নি।

Sullivan, Meng কে তার বিভিন্ন সুবিধার জন্য ব্যাবহার করে। Sullivan একবার কয়েকজনকে বলেছিল যে তাদের সামনের ম্যাচটা হারতে হবে। সেই রেসলাররা ম্যাচটি হারতে রাজি হয়নি। Sullivan তাদের বলে যে, সে ঝগড়া না করে Meng কে ডেকে এই সমস্যার সমাধান করবে। তারা সাথে সাথে হারতে রাজি হয়ে। যায় এবং Sullivan কে বলে Meng কে না আনতে।

• ১২তম ঘটনা:

Jake “The Snake” Roberts একবার ইন্টারভিউয়ে বলে, "আমি যদি একটি পিস্তল নিয়ে ১টি ট্যাংকে বসে থাকি আর Meng আমার থেকে ৩০০ গজ দূরে থাকে, তাহলে তো সে আমার হাতের মুঠোয়, তাইনা? সেক্ষেত্রে আমি প্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে আমি ট্যাংকটি থেকে লাফিয়ে বের হয়ে যাব এবং নিজেকে গুলি করব কারন আমি তাকে ঘায়েল করে রাগিয়ে দিতে চাই না।"

আজ পর্যন্ত রেসলিংয়ের ইতিহাসে এতটা ভয়ংকর আর কাউকে পাওয়া যায়নি, হয়তো যাবেওনা। Meng এখনো রেসলিং করে, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারনে সে এখন আর আগের মতো আচরণ করেনা।


• লেখক ঃ #Cold_Blooded_Fiend, Extreme WWE Universe - বাংলাদেশী ফ্যান