"Punjabi Prison" ম্যাচটি WWE এর একটি গিমিক ভিত্তিক ম্যাচ। এই ম্যাচের নাম ভারতের পাঞ্জাব প্রদেশের নামানুসারে রাখা হয়েছে। উল্লেখ্য যে, পাঞ্জাব হচ্ছে সাবেক WWE রেসলার "The Great Khali" এর জন্মস্থান। যেহেতু নামের সাথে পাঞ্জাব প্রদেশ যুক্ত আছে তাই অনেকেই ধারণা করে ফেলেন যে এই ম্যাচের আইডিয়া Khali এর ছিল। কিন্তু উপরিউক্ত ধারণা টি সম্পূর্ণ ভ্রান্ত। কারণ, এই ম্যাচের আইডিয়া ছিল সাবেক প্রো-রেসলার ও বর্তমান WWE ক্রিয়েটিভ Pat Patterson এর। তিনি ই মূলত এই ম্যাচের আইডিয়া Vince ও তৎকালীন ক্রিয়েটিভ Greenfield এর কাছে পেশ করেন। এছাড়াও, WWE তে Royal Rumble ম্যাচের আইডিয়া ও Patterson এর ছিল।

♦ খাঁচার গঠন : Punjabi Prison, মূলত Steel Cage এর ই সম্প্রসারিত রূপ। পার্থক্য টা শুধু স্টিল ও বাঁশে!! তবুও, Punjabi Prison এর গঠনে কিছুটা স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায় যা Steel Cage ম্যাচ হতে এটাকে আলাদা করে রাখে। "Punjabi Prison" এ বাঁশ দিয়ে নির্মিত দুটি স্তর থাকে। ভেতরের স্তর টি হচ্ছে চতুর্ভুজ আকৃতির, আর বাইরের স্তর টি হচ্ছে অষ্টভুজ আকৃতির। অর্থাৎ সহজ ভাষায় বললে, ভেতরেরটা চারকোণা ও বাইরেরটা হচ্ছে আটকোণা বিশিষ্ট। ভেতরের স্তর এর উচ্চতা হচ্ছে ১৬ ফুট এবং বাইরের স্তর এর উচ্চতা হচ্ছে ২০ ফুট। আবার, ভেতরের স্তরের ৪ দিকে ৪ টি দরজা বিদ্যমান। প্রতিটা দরজার উচ্চতা হচ্ছে ৪ ফুট। তবে, বাইরের স্তরে কোনো দরজা নেই।

♦ ম্যাচ জয়ের নিয়ম : এই ম্যাচে পিনফল এর মাধ্যমে যেমন কোনো রেসলার জিততে পারবেনা ঠিক তেমনি অপোনেন্ট কে সাবমিশন মুভ ধরে ট্যাপ আউট করিয়েও জিততে পারবেনা। এই ম্যাচে যে রেসলার আগে Prison হতে মুক্তি পেয়ে ফ্লোর স্পর্শ করবে সে ই হবে ম্যাচের বিজয়ী। তো, এই ম্যাচের ভেতরের স্তরের ৪ দিকের ৪ টি দরজায় থাকবেন ৪ জন রেফারী। রেসলার রা এই দরজা গুলির মাধ্যমে ভেতরের স্তর পার করে বাইরের স্তরে যেতে পারবে। কিন্তু দরজা খুলা থাকবে মাত্র ৬০ সেকেন্ডের জন্য!! ৬০ সেকেন্ডের ভেতর যদি কোনো রেসলার বের হতে না পারে তাহলে দরজা বন্ধ করে দেয়া হবে, এবং ঐ দরজা ম্যাচে আর খুলা হবেনা। যদি এভাবে ৪ টি দরজা খুলার পরেও রেসলার রা ভেতরের স্তর পার হতে বিফল হন, তখন তাদেরকে Prison বেয়ে উঠে ভেতরের স্তর পার করতে হবে। এবং যেহেতু বাইরের স্তরে কোনো দরজা নেই সেহেতু Prison বেয়ে যে রেসলার আগে ফ্লোর স্পর্শ করতে পারবে সেই রেসলার ই হবে ম্যাচের বিজয়ী। এই ম্যাচে ভিতরে কোন কিছু দেওয়া থাকে না, কিন্তু টেকার আর বিগ শো'র ম্যাচে একটি টেবিল দেখা যায়। রিং এর নিচে কিছু থাকলে থাকতে পারে।

♦ কয়েকটি অজানা বিষয় :

•  Vince ও Greenfield যখন The Undertaker কে এই ম্যাচের গঠন ও নিয়ম-কানুন সম্বন্ধে জানান তখন Taker এতে খুব একটা ইন্টারেস্ট দেখাননি। তিনি তখন তাদেরকে (Vince ও Greenfield কে) কিছু না বলেই সেখান থেকে চলে যান।

• প্রথম Punjabi Prison ম্যাচে The Great Khali এর বদলে রাখা হয়েছিল Big Show কে। শুরুতে Khali কে দিয়ে ম্যাচ খেলানোর সিদ্বান্ত নিলেও পরবর্তীতে স্টোরিলাইন অনুযায়ী Big Show কে ম্যাচটি তে ঢুকানো হয়। আশ্চর্যের বিষয় যে, নিজের Liver বা যকৃৎে সমস্যা থাকা স্বত্তেও Big Show ঐ ম্যাচটি খেলেছিলেন।

• প্রথম Punjabi Prison ম্যাচ অনুষ্টিত হয়েছিল ২০০৬ সালের "The Great American Bash" পিপিভি তে। ঐ ম্যাচে Big Show মুখোমুখি হয়েছিলেন The Undertaker এর। টেকার বিগ শো'র ওপর লাফ দিলে দুজনই জালির সাথে ধাক্কা খায় ও জালি ভেঙে যায়, টেকার বিগ শো'র থেকে কিছুটা দুরে থাকায় টেকার কে জয়ী ঘোষিত করা হয় এবং Show কে হারিয়ে Taker, প্রথম ব্যাক্তি হিসেবে এই ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। 

• ২য় Punjabi Prison ম্যাচটি অনুষ্টিত হয়েছিল ২০০৭ সালের "No Mercy" পিপিভি তে। ম্যাচটি ছিল World Heavyweight Championship এর জন্য, এবং ম্যাচে Batista এর মুখোমুখি হয়েছিলেন The Great Khali! ম্যাচটিতে Khali কে ইসকেইপ করে হারিয়ে নিজের টাইটেল রিটেইন করেছিলেন The Animal "Batista"!!

•  প্রায় ১০ বছর পর আবারোও এই ম্যাচটি রিটার্ন করতে যাচ্ছে। ঘন্টাখানেক পরই Battleground পিপিভি, এবং পিপিভি এর মেইন ইভেন্টে Jinder Mahal তার WWE চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবেন Randy Orton এর বিপক্ষে। এবং এই ম্যাচটি ই হতে যাচ্ছে ইতিহাসের ৩য় Punjabi Prison ম্যাচ !!

• কারোও মতে, এবারের Punjabi Prison টা সম্পূর্ণ নতুন। কিন্তু এই ধারণা ভুল। কারণ, এই Punjabi Prison এর স্ট্রাকচার টি গত ১০ বছর ধরে WWE এর মজুদঘরে সংরক্ষণ করে রাখা হয়েছিল। অর্থাৎ, আগামীকালের ম্যাচে সেই পুরাতন স্ট্রাকচার টাই ব্যাবহার করা হবে ✌ 

• অনেকদিন পর এবার এইরকম ভালো একটি ম্যাচ দেখতে পাব। জিন্দার মহল ইন্ডিয়ান তাই এই ম্যাচ টি আবার অনুষ্ঠিত করা হয়েছে। এই ম্যাচ যখন একটি Cage ম্যাচ তাই বলা যায় ম্যাচ টি রেন্ডি'ই জিতবে,আগেই বলেছি রিং এর নিচে কিছু থাকলে থাকতে পারে তাই রিং এর নিচে সিং ব্রাদার্স ও থাকতে পারে।
• লেখকঃ ‎Aamir Hamza Salman

'Punjabi Prison' ম্যাচের ব্যাপারে জেনে নিন।


"Punjabi Prison" ম্যাচটি WWE এর একটি গিমিক ভিত্তিক ম্যাচ। এই ম্যাচের নাম ভারতের পাঞ্জাব প্রদেশের নামানুসারে রাখা হয়েছে। উল্লেখ্য যে, পাঞ্জাব হচ্ছে সাবেক WWE রেসলার "The Great Khali" এর জন্মস্থান। যেহেতু নামের সাথে পাঞ্জাব প্রদেশ যুক্ত আছে তাই অনেকেই ধারণা করে ফেলেন যে এই ম্যাচের আইডিয়া Khali এর ছিল। কিন্তু উপরিউক্ত ধারণা টি সম্পূর্ণ ভ্রান্ত। কারণ, এই ম্যাচের আইডিয়া ছিল সাবেক প্রো-রেসলার ও বর্তমান WWE ক্রিয়েটিভ Pat Patterson এর। তিনি ই মূলত এই ম্যাচের আইডিয়া Vince ও তৎকালীন ক্রিয়েটিভ Greenfield এর কাছে পেশ করেন। এছাড়াও, WWE তে Royal Rumble ম্যাচের আইডিয়া ও Patterson এর ছিল।

♦ খাঁচার গঠন : Punjabi Prison, মূলত Steel Cage এর ই সম্প্রসারিত রূপ। পার্থক্য টা শুধু স্টিল ও বাঁশে!! তবুও, Punjabi Prison এর গঠনে কিছুটা স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায় যা Steel Cage ম্যাচ হতে এটাকে আলাদা করে রাখে। "Punjabi Prison" এ বাঁশ দিয়ে নির্মিত দুটি স্তর থাকে। ভেতরের স্তর টি হচ্ছে চতুর্ভুজ আকৃতির, আর বাইরের স্তর টি হচ্ছে অষ্টভুজ আকৃতির। অর্থাৎ সহজ ভাষায় বললে, ভেতরেরটা চারকোণা ও বাইরেরটা হচ্ছে আটকোণা বিশিষ্ট। ভেতরের স্তর এর উচ্চতা হচ্ছে ১৬ ফুট এবং বাইরের স্তর এর উচ্চতা হচ্ছে ২০ ফুট। আবার, ভেতরের স্তরের ৪ দিকে ৪ টি দরজা বিদ্যমান। প্রতিটা দরজার উচ্চতা হচ্ছে ৪ ফুট। তবে, বাইরের স্তরে কোনো দরজা নেই।

♦ ম্যাচ জয়ের নিয়ম : এই ম্যাচে পিনফল এর মাধ্যমে যেমন কোনো রেসলার জিততে পারবেনা ঠিক তেমনি অপোনেন্ট কে সাবমিশন মুভ ধরে ট্যাপ আউট করিয়েও জিততে পারবেনা। এই ম্যাচে যে রেসলার আগে Prison হতে মুক্তি পেয়ে ফ্লোর স্পর্শ করবে সে ই হবে ম্যাচের বিজয়ী। তো, এই ম্যাচের ভেতরের স্তরের ৪ দিকের ৪ টি দরজায় থাকবেন ৪ জন রেফারী। রেসলার রা এই দরজা গুলির মাধ্যমে ভেতরের স্তর পার করে বাইরের স্তরে যেতে পারবে। কিন্তু দরজা খুলা থাকবে মাত্র ৬০ সেকেন্ডের জন্য!! ৬০ সেকেন্ডের ভেতর যদি কোনো রেসলার বের হতে না পারে তাহলে দরজা বন্ধ করে দেয়া হবে, এবং ঐ দরজা ম্যাচে আর খুলা হবেনা। যদি এভাবে ৪ টি দরজা খুলার পরেও রেসলার রা ভেতরের স্তর পার হতে বিফল হন, তখন তাদেরকে Prison বেয়ে উঠে ভেতরের স্তর পার করতে হবে। এবং যেহেতু বাইরের স্তরে কোনো দরজা নেই সেহেতু Prison বেয়ে যে রেসলার আগে ফ্লোর স্পর্শ করতে পারবে সেই রেসলার ই হবে ম্যাচের বিজয়ী। এই ম্যাচে ভিতরে কোন কিছু দেওয়া থাকে না, কিন্তু টেকার আর বিগ শো'র ম্যাচে একটি টেবিল দেখা যায়। রিং এর নিচে কিছু থাকলে থাকতে পারে।

♦ কয়েকটি অজানা বিষয় :

•  Vince ও Greenfield যখন The Undertaker কে এই ম্যাচের গঠন ও নিয়ম-কানুন সম্বন্ধে জানান তখন Taker এতে খুব একটা ইন্টারেস্ট দেখাননি। তিনি তখন তাদেরকে (Vince ও Greenfield কে) কিছু না বলেই সেখান থেকে চলে যান।

• প্রথম Punjabi Prison ম্যাচে The Great Khali এর বদলে রাখা হয়েছিল Big Show কে। শুরুতে Khali কে দিয়ে ম্যাচ খেলানোর সিদ্বান্ত নিলেও পরবর্তীতে স্টোরিলাইন অনুযায়ী Big Show কে ম্যাচটি তে ঢুকানো হয়। আশ্চর্যের বিষয় যে, নিজের Liver বা যকৃৎে সমস্যা থাকা স্বত্তেও Big Show ঐ ম্যাচটি খেলেছিলেন।

• প্রথম Punjabi Prison ম্যাচ অনুষ্টিত হয়েছিল ২০০৬ সালের "The Great American Bash" পিপিভি তে। ঐ ম্যাচে Big Show মুখোমুখি হয়েছিলেন The Undertaker এর। টেকার বিগ শো'র ওপর লাফ দিলে দুজনই জালির সাথে ধাক্কা খায় ও জালি ভেঙে যায়, টেকার বিগ শো'র থেকে কিছুটা দুরে থাকায় টেকার কে জয়ী ঘোষিত করা হয় এবং Show কে হারিয়ে Taker, প্রথম ব্যাক্তি হিসেবে এই ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। 

• ২য় Punjabi Prison ম্যাচটি অনুষ্টিত হয়েছিল ২০০৭ সালের "No Mercy" পিপিভি তে। ম্যাচটি ছিল World Heavyweight Championship এর জন্য, এবং ম্যাচে Batista এর মুখোমুখি হয়েছিলেন The Great Khali! ম্যাচটিতে Khali কে ইসকেইপ করে হারিয়ে নিজের টাইটেল রিটেইন করেছিলেন The Animal "Batista"!!

•  প্রায় ১০ বছর পর আবারোও এই ম্যাচটি রিটার্ন করতে যাচ্ছে। ঘন্টাখানেক পরই Battleground পিপিভি, এবং পিপিভি এর মেইন ইভেন্টে Jinder Mahal তার WWE চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবেন Randy Orton এর বিপক্ষে। এবং এই ম্যাচটি ই হতে যাচ্ছে ইতিহাসের ৩য় Punjabi Prison ম্যাচ !!

• কারোও মতে, এবারের Punjabi Prison টা সম্পূর্ণ নতুন। কিন্তু এই ধারণা ভুল। কারণ, এই Punjabi Prison এর স্ট্রাকচার টি গত ১০ বছর ধরে WWE এর মজুদঘরে সংরক্ষণ করে রাখা হয়েছিল। অর্থাৎ, আগামীকালের ম্যাচে সেই পুরাতন স্ট্রাকচার টাই ব্যাবহার করা হবে ✌ 

• অনেকদিন পর এবার এইরকম ভালো একটি ম্যাচ দেখতে পাব। জিন্দার মহল ইন্ডিয়ান তাই এই ম্যাচ টি আবার অনুষ্ঠিত করা হয়েছে। এই ম্যাচ যখন একটি Cage ম্যাচ তাই বলা যায় ম্যাচ টি রেন্ডি'ই জিতবে,আগেই বলেছি রিং এর নিচে কিছু থাকলে থাকতে পারে তাই রিং এর নিচে সিং ব্রাদার্স ও থাকতে পারে।
• লেখকঃ ‎Aamir Hamza Salman