বিঃদ্রঃ পোস্ট টি তে TNA Wrestling এর ইতিহাসের কিছু ঘটনাও বলা হয়েছে। পারলে একটু কষ্ট করে পড়ে দেখতে পারেন॥
আর মাত্র ৩দিনএর অপেক্ষা! অনুষ্ঠিত হতে চলেছে প্রো-রেসলিং ইতিহাসের (একসময়কার) অন্যতম এক সেরা রেসলিং প্রমোশন, TNAএর ১৫তম Anniversary PPV!!
TNA, এককালের সেরা একটি প্রো-রেসলিং প্রমোশন! 2005-2009 –এই কয়েকটা বছর ছিল TNA ইতিহাসের স্বর্ণযুগ। ছিল বিশ্বের ২য় বৃহত্তম প্রো-রেসলিং প্রমোশন!! 19এ জুন, 2002 সালে প্রতিষ্ঠিত এই প্রমোশন টি সৃষ্টির কয়েক বছরের মধ্যেই হয়ে যায় গোটা বিশ্বে খ্যাতনামা! সেখানে নিজেদের কেরিয়ার গড়তে আসেন বর্তমানের কিছু পপুলার রেসলার রা, যাদের মধ্যে AJ Styles, Samoa Joe, Christopher Daniels, Bobby Roode, Sting প্রমুখ উল্লেখযোগ্য। প্রমোশনটি প্রতিষ্ঠিত হওয়ার মাত্র ৩বছরের মধ্যেই ঘটিত হয় সর্বপ্রথম 5★ ম্যাচ!! এছাড়াও হয় অনেক +4.5★ সম্পন্ন ম্যাচ! এরপর দিনে দিনে প্রমোশনটি আরও খ্যাটিলাভ করতে থাকে। এমনকি একসময় এই প্রমোশন টি এতটাই পপুলার হয়ে ওঠে যে WWE থেকেও রেসলার রা এই প্রমোশনে আসা শুরু করে! যাদের মধ্যে ছিলেন Kurt Angle, Christian, Dudley Boyz, Hardyz, প্রমুখ। এরপর প্রমোশনটি আরোই পপুলার হয়ে ওঠে!!
সালটা অক্টোবর 2009, সব কিছুই ঠিকঠাক চলছিল, সবই একদম পারফেক্ট ছিল, কিন্তু তৎকালীন TNA President Dixie Curter হটাৎ একদিন ঘোষণা করেন যে তারা ফর্মার WCW, WWF/WWE স্টার Hulk Hogan এবং Eric Bischoff কে TNAএর সঙ্গে সাইন করিয়েছে!!! এটা তৎকালীন সময়ে TNAএর জন্য বেশ দারুন ব্যাপার হলেও এর পরিণাম হয়ে দাঁড়ায় 2014, অর্থাৎ TNA এর টানা ১০ বছরের হার্ডওয়ার্কএ জল ঢেলে দেওয়া।
Hogan & Bischoff মিলে 2010 থেকে শুরু করে 2013 পর্যন্ত ঘটালো এমন সব ঘটনা, যার ফলে 2014তে TNA এর আর্থিক লোকসান হওয়ার সাথাসাথী হারালো বেশ কয়েকজন মেগা স্টার সহ অনেক পরিমান দর্শক!! যার ফলশ্রুতিতে TNA Wrestling এর ধ্বংস ঘটলো 2016 সালে।
আমার মতে TNA এর এই ধ্বংসের পেছনে আসল হাত হলো Vince MEEKMAHANএর😫! আসলে তিনিই ছিলেন সেই ব্যক্তি, যে পাঠিয়েছিল Hulk Hogan এবং Eric Bischoff কে TNA তে যাতে তাঁরা এই উদীয়মান প্রো-রেসলিং প্রমোশন কে SCREW করতে পারেন ঠিক যেভাবে এই দুইজনই 90sএর WWFএর প্রতিপক্ষ WCWকে Screwed করেছিল!! ভিন্স প্রথমে Ric Flair কে TNA তে পাঠালেও তা ভিন্সের কোনো কাজে না আসায় তিনি এই Hogan-Bischoff এর জুটিকে পাঠায় এবং এটায় ভিন্স সফল হয়েছিল।
TNA unofficially 2014তেই ধ্বংস হয়ে গেছিল! কিন্তু 2015সালে তাঁরা আবার বিভিন্য ট্যুর করে, নতুন ট্যালেন্টদের সাইন করে, Hogan-Bischoff এর আনা স্কোয়ার রিং কে সরিয়ে পুনরায় তাদের অরিজিনাল 6-sided রিং কে এনে, আরো নানারকম কাজ করে তারা সেই ধ্বংস্তুপ থেকে উঠে আসার চেষ্টা করলেও সেটা আর সফল হয়ে ওঠেনি..
এরপরের ঘটনা টা অনেকেরই জানা, December 2016 তে Dixie Carter তাঁর এই TNA কোম্পানিকে ANTHEM Sports & Entertainment এর মালিক Ed Nordholm এর কাছে বিক্রি করে দেন এবং এরই সঙ্গে “TNA ব্র্যান্ড” টির ইতি ঘটে!!
বলে রাখা ভালো যে এই Ed Nordholm হলো ANTHEM Sports এর পাশাপাশি FIGHT Network এরও মালিক (যেই নেটওয়ার্কে IMPACT এর পাশাপাশি ROH, WCPW সহ আরো কিছু Indy প্রোমোশনের রেসলিং শো টেলিকাস্ট করা হয়।)
অনেক কথা হয়ে গেল এবার আসি আমার মূল টপিক অর্থাৎ TNA Wrestling এর 15th Anniversary PPV সম্বন্ধে। আসলে ওইসব কথা না বললেও হতোনা.. অনেকের মনে অনেকরকম প্রশ্ন থাকতো যারা কমেন্টে জিজ্ঞেস করতো, কিন্তু কমেন্টে এতসব বলা সম্ভব হতোনা। এইজন্যই TNAএর ইতিহাসটা একটু বললাম।
Slammiversary হলো TNA এর অন্যতম এক মেজর PPV!! আপনি এই PPV কে WWE এর SummerSlam এর মতন ভাবতে পারেন। এখনো পর্যন্ত কালক্রমে এই PPV তে হয়েছে বিভিন্ন রকমের সেরা কিছু ম্যাচ! ম্যাচ খেলেছেন অনেক খ্যাত স্টার রা! উপহার দিয়েছে দারুন কিছু মুহূর্ত! Hogan-Bischoffএর দ্বারা TNA খ্যাতি হারালেও এই PPV টি এখনও নিজের মান বজায় রেখেছে!! এর একটি প্রমাণ গতবছরের Slammiversary।
কোনো রেসলিং কোম্পানির ১৫ বছর পাড় করা কিন্তু কোনো সাধারণ বেপার না! এই কোম্পানির ওপর এত্তো screwing চলা সত্ত্বেও যে কোম্পানিটি কোনো মতে সারভাইভ করে নিজেদের 15টা বছর পার করে ফেলেছে, সেটা ভাবতেই অবাক লাগে। এমন অনেক প্রো-রেসলিং কোম্পানি রয়েছে যেগুলি ১৫বছরএ আসা তো দূর, এর ধারের কাছেও পৌঁছনোর আগেই গায়েব হয়ে গেছে!! যার মধ্যে WCW এবং ECW দুটি সেরা উদাহরণ!
IMPACT Wrestling ফ্যান দের জন্য সুখবর এই বছরের Slammiversary PPV টিই হতে চলেছে সর্বশেষ মেজর PPV যেটা তাদের Orlandoএর IMPACT Zoneএ অনুষ্ঠিত হবে!! অর্থাৎ এর পরের সমস্ত BIG PPV গুলো কোনো Sports Hall অথবা কোনো Stadiumএ অনুষ্ঠিত হবে। আর হ্যাঁ, অবশ্যই সেটা Orlandoএর বাইরে অন্য কোনো Cityতে (Orlando ক্রাউড সাক্স!!)
এবারের Slammiversary তে হতে চলেছে দারুন কিছু ম্যাচ!! Match Card টাও অসাধারণ! আর ফিউড বিল্ড-আপও বেশ ভালোই হয়েছে (Specially that Wolf vs Wolf feud!)
গতকাল IMPACT Wrestling তাদের ইউটিউব চ্যানেলএ এই Slammiversary 15 নিয়ে অসাধারণ, আবার বলছি অসাধারণ একটি 30 মিনিটের ভিডিও প্যাকেজ আপলোড করেন!!👌 যারা এখনো দেখেননি, আমি নিশ্চিত যে আপনি এই ভিডিও টি দেখার পর আমার মতই hyped হয়েই যাবেন!!
এবার ম্যাচ কার্ড গুলি এক নজরে দেখে নেওয়া যাক→
»› Eddie Edwards & Alisha vs Davey Richards & Angelina Love : একবিংশ শতাব্দীর সর্বপ্রথম Inter-gender Full Metal Mayhem Tag Team Match হতে চলেছে এটি!! সেইই গত ৮ মাস থেকে ফিউড বিল্ডআপ! এরই মধ্যে হয়ে গেছে তাদের মধ্যে সেরা কিছু মুহূর্ত! ফিউড টি হয়ে গেছে অত্যন্ত পার্সোনাল!! দিনকে দিন হয়ে গেছে আরো Hardcore!! এরই ফলশ্রুতিতে আমরা সম্ভবত বহু দিন পর অসাধারণ এক ম্যাচ দেখতে চলেছি!!
›» Jeremy Borash & Joseph Park vs Josh Matthews & Scott Steiner : Matthews রিটার্ন করার শুরু থেকেই JB & Matthewsএর মধ্যে কমেন্ট্রি নিয়ে বেশ কিছু কথা কাটাকাটি দেখা যায়। ধীরে ধীরে সেটা বড় আকার ধারণ করতে থাকে এবং এপ্রিল 20এর IMPACTএর লাইভ এপিসোডের শেষে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি রীতিমত হাতাহাতি তে পরিবর্তন হয়! আর এখান থেকেই শুরু হয় তাদের মধ্যে ফিউড। কয়দিন পর Deckey টিমের ভাঙ্গন হলে Abyass ফিরে আসে Joseph Park হয়ে। (2013 সালের Abyassএর এই Joseph Park স্টোরিলাইন টা কে কপি করেই WWE সেটা Demon Kane & Corporate Kane স্টোরিলাইন করেছিল।) এরপর Joseph Park & JB চ্যালেঞ্জ করে Matthewsকে Slammiversaryতে ম্যাচ খেলার। পরের সপ্তাহেই Matthews তার Tag পার্টনার রিভিল করে যে হলো the Big Poppa Pomp Scott Steinar.!! Slammiversary তে এই ম্যাচ টি করার মূল উদ্দেশ্য কে Best Commentator এটা বের করা! আমার মতে এই ম্যাচ টা তে Joseph Parkএর Abyssএ পরিণত হলে বেশ ভালোই হবে। এতে ম্যাচ টা দেখতেও ইন্টারেস্টিং লাগবে।
»› Swoggle vs Spud : ফিউড টা শুরুতে ফানি ভাবে চললেও গত কয়দিনে তারা এটাকেও বেশ ইন্টারেস্টিং করে তুলেছে। দেখাযাক কেমন করে তারা এই ম্যাচ টা।
›» Moose & DeAngello vs Eli Drake & Christopher Masters : সবাই ভেবেছিল যে Moose vs Drake vs Masters হবে Grand Championshipএর জন্য, কিন্তু এটা যেহেতু 15th Anniversary PPV তাই ১বছর পুরোনো টাইটেল এই PPV তে ডিফেন্ড করা হবেনা। আর ডিএঞ্জেলো সম্বন্ধে গত কয়েকদিন ধরেই রুমর উঠেছিল যে তিনি ফুটবল ছেড়ে প্রো-রেসলার হতে ইচ্ছুক, আর এদিকে Mooseও ফর্মার ফুটবলার! তাই এই ট্যাগটিম ম্যাচটায় ডিএঞ্জেলো কে নেওয়া হলো। ডিএঞ্জেলোর বেশ কিছু ট্রেনিং ভিডিও ইউটিউবে রয়েছে, সেখানে দেখতে পাই যে নতুন রেসলার হিসেবে বেশ ভালোই পারফর্ম করছে। আর ম্যাচের আরেকদিকে আছে Chris & Drake, দুই ট্যালেন্টেড তারকা!! এবার দেখাযাক যে এই ম্যাচ টি কতটা ভালো হয়।
›» James Storm vs EC3 : অসাধারণ ফিউড, অসাধারণ বিল্ডআপ, বেশ দারুন কিছু মুহূর্ত, আর ম্যাচটাও হতে চলেছে অসাধারণ!! আমি যেইসব ম্যাচ গুলির দিকে বেশ ইন্টারেস্টেড তার মধ্যে এটি একটি! দুইজনই বেশ ভালো in-ring স্কিল সম্পন্ন রেসলার, গত কয়েক মাস জুড়ে তাদের দারুন mic-skill দিয়ে ফিউড টাকেও জমিয়ে তুলেছে!! এবার ম্যাচ টা জমাতে পারলেই সব স্বার্থক।
»› Rosemary vs Sienna - Title vs Title : আমার পছন্দের দুই ফিমেল রেসলার!✌ একদিকে রয়েছে অসাধারণ গিমিক সম্পন্ন Rosemary (TNA Knockouts Champ), আরেক দিকে রয়েছে অসাধারণ in-ring স্কিল সম্পন্ন Sienna (GFW Womens Champ)! এই ম্যাচটি জেতার দাবিদার দুইজনই!! এখানে কাকে থুয়ে কাকে এবং কিভাবে জেতানো উচিত, সেটা আশা করি IMPACT ম্যানেজমেন্ট টিম বেশ ভালোভাবেই বিবেচনা করবে।
›» Sonjay Dutt vs Low-Ki – X-Division Championship : Sonjay Dutt - The Wrestla' from the Himalaya who never become a champ এটি বলতে গেলে 15 years in the making!! হ্যাঁ, ১৫বছর ধরে এই কোম্পানিতে থাকার পর ও কোনো টাইটেল না যেটা -এর থেকে ভালো কোনো বিল্ডআপ আর কিই বা হতে পারে। আর Sonjayএর এই ট্যাগলাইনের ইতি ঘটলো গত ৩১এ may নিজের হোমকান্ট্রিতে Impact ট্যাপিং এ। Sonjay গত ১৫বছর ধরে অনেকবার টাইটেল ম্যাচ খেলেছে, কিন্তু জিততে পারেনি কোনোটাই। আর ফাইনালি সে জিতলো কোনো মেজর টাইটেল গত মাসে। Sonjay কে নাকি WWE Crusherweight Classicএর অফার দেওয়া হয়েছিল, তাও যায়নি সেখানে। পরিবর্তে ফিরে এসেছেন আবার Impactএ। কোনো ম্যাচ জমানোর ক্ষেত্রে Sonjay এক্সপার্ট!👌 আরেকদিকে রয়েছেন The Hitman/Agent47 খ্যাত Low-Ki! যার রয়েছে অসাধারণ in-ring স্কিল! রেসলিং করেছেন NJPWতেও (Prince Devitt এর সঙ্গে তার একটা দারুন ম্যাচ আছে YouTubeএ! চাইলে কমেন্টে লিংক দিতে পারি)। IMPACTএ হয়েছেন 5times X-Division champ!! এই ম্যাচ টার স্টিপুলাশন হলো 2 out of 3 falls ম্যাচ!!😀 আর আমি যে এই ম্যাচটার জন্য কি পরিমান excited তা লিখে বোঝানো মুশকিল। যাইহোক, ম্যাচ টা অন্তত 4.5★ হলেই হয়!!
›» Bobby Lashley vs Albarto El Patron - TNA & GFW World Championship (Unification Match) : ম্যাচটা কেমন হতে চলেছে তা আমি ঠিক জানিনা.. কারণ দুই জনই হলো ফর্মার MMA Fighter! Lashleyর রয়েছে অসাধারণ এক MMA record (এমনকি Brock Lesnar এর চেয়েও ভালো record রয়েছে Lashleyর!!) আর সঙ্গে Albartoর রয়েছে বেশ ভালোই in-ring স্কিল। একদিকে Bobby TNA World চ্যাম্পিয়ন, আরেকদিকে Albarto GFW World চ্যাম্পিয়ন। (Albartoই হলো সর্বপ্রথম ব্যক্তি যে TNA & GFW এর World Title একই মাসে হোল্ড করেছে!!) কয়েকদিন আগে IMPACT ঘোষণা করে যে এই মেইন ইভেন্ট টা নাকি নিঃসন্দেহে Great Balls of Fire এর মেইন ইভেন্ট এর থেকে অনেক ভালো হবে..!!(😲) এখন দেখাযাক, কেমন হয় এই ম্যাচ টা।
›» উপরিউক্ত ম্যাচ গুলি ছাড়াও রয়েছে বেশ কিছু সারপ্রাইজ! যেগুলি হলো ফর্মার TNA কমেন্টেটর Don Westএর রিটার্ন, Tag Team ম্যাচ, Lucha Libre AAA থেকে কিছু ট্যালেন্টএর in-ring পারফর্ম, Pro-Wrestling NOAH থেকে কিছু জাপানিজ রেসলার এর আগমন।
আর বহুদিন পর IMPACTএ Slammiversary week অনুষ্ঠিত হতে চলেছে যেখানে গোটা ১সপ্তাহ ধরে Orlando তে চলবে ফ্যান দের জন্য নানান সব meetups/axcess! আর হ্যাঁ, সঙ্গে রয়েছে Hall of Fame! এই Slammiversary XV টা IMPACT ম্যানেজমেন্ট বেশ strongly করতে চাচ্ছে!!
আর এরপরের আগস্ট মাসএ হতে চলেছে Live House Show!! আগস্টএর এই লাইভ ইভেন্ট এর জন্য তারা অলরেডি 3টি শহরের স্টেডিয়াম সাজানো শুরু করে দিয়েছে!!
এবার ধীরে ধীরেই হোক, আশা করি তারা আবার এই কোম্পানিটির মর্যাদা ফিরিয়ে আনতে সক্ষম হবে॥
• লেখকঃ Aakash Roy