No more “TNA” or “IMPACT Wrestling”!
It's now “GFW: Impact! (owned by ANTHEM Sports)”


হ্যাঁ, ঠিকই পড়ছেন!!

গত Decemberএ ANTHEM Sports এর মালিক Ed Nordholm এই TNA প্রমোশন কে কিনে ফেলার পর থেকেই weekly Impact শো তে TNA কথা টা বলা বন্ধ করে দিয়েছিল, এমনকি TNA এর Facebook, Twitter, Instagram, YouTube এর নাম সহ নিজেদের Brand Logo টাও চেঞ্জ করে দিয়েছিল!!

এবার গতকাল The Tenneseean reports প্রকাশ করেছে যে এই company টিকে rebranding করে Global Force Wrestlingএ পরিবর্তন করা হবে!!

Impact গতসপ্তাহে GFW এর সমস্ত rights নিয়ে ফেলেছে এবং GFW founder Jeff Jarrettও বর্তমানে এই কম্পানির CEOর পদে এসেছেন।

কম্পানির President Ed Nordholm এই rebrandingএর ব্যাপারে বলেছেন যে, তারা এই TNA নাম টার “turnoff” ঘটাতে চান কারণ এই TNA name টার সঙ্গে অনেক রকম বাজে negative media coverage রয়েছে! অর্থাৎ আমার TNA Wrestling এর History সম্পর্কে লেখা 2010 থেকে 2015 পর্যন্ত ঘটা বিভিন্য জঘন্য ঘটনার (যেমন রেসলার এবং সহকর্মী দের ঠিকমতো payment না দেওয়া, new talent দের পুশ না দিয়ে অন্য কোম্পানির অপেক্ষাকৃত old রেসলার দের পুশ দেওয়া, ইত্যাদি এসবের) ফলে মিডিয়া তে TNA সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য, LOL-TNA ট্রল, এসবের জন্যই মূলত তারা এই TNA এবং Impact Wrestling এই দুটো নাম কেই মুছে ফেলে একটি নতুন ভাবে refreshing ব্র্যান্ডিং করবে। যেটার নাম হবে Global Force Wrestling (by ANTHEM Sports).!!

আর এসব হবে TNA Wrestlingএর ১৫তম Anniversary PPV, SLAMMIVERSARY XV এর শেষে!!
যদিও, GFW’এর weekly TV show টার নাম কিন্তু “Impact” হিসেবেই কন্টিনিউ চলবে! কারণ এইটাই একমাত্র এবং সর্বশেষ ‘legacy’ of a company যেটা “TNA: iMPACT!” হিসেবে শুরু হয়েছিল 2002 সালে (under Jeff এবং Jerry Jarrett) আর Anthem Sports কে বলা হবে Owner of GFW promotion! এবং এই প্রমোশনএর headquarters (offices) টা Nashville, Tennesee তেই থাকবে।

Jarrett এবং Nordholm এ ব্যাপারে বলেছেন যে তারা Mexico, Japan, সহ আরো অনেক দেশের রেসলিং কম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে। এবার তারা তাদের এই কম্পানীকে internationally এক্সপ্যান্ড করতে চান!! তারা তাদের শো গুলি বিশ্বের 130+দেশে broadcast করতে ইচ্ছুক এবং এমনকি তারা কিছু আন্তর্জাতিক streaming deals করতে চলেছে (specially India, Africa এবং UKএর সঙ্গে)!!!

আর এই সমস্ত কিছু ঘটতে চলেছে এই Slammiversary weekএ!! Nordholm বলেছেন যে তাদের সাম্প্রতিক India ট্যুর টি তাদের কম্পানীর জন্য বিরাট একটা ব্যাপার ছিল! তিনি বলেন, “এর aftermathএ, আমরা US এর তুলনায় India থেকে বেশি YouTube viewers পেয়েছি!”

Nordholm আরও বলেছেন যে তারা একটি on-demand streaming service ডেভেলপ করছে (অনেকটা WWE Network এর মতন), যেটায় তারা TNA এর ভিডিও library থেকে বিভিন্ন ভিডিও broadcast করবে বিশ্বের 120 টা দেশে! তিনি বলেছেন “আমাদের এই নিয়ে কাজ প্রায় শেষের দিকেই, শুধু সময় টা fix করা বাকি এখন”॥

আর এই Rebranding টা যদি এখনও আপনি ক্লিয়ার করে বুঝতে না পারেন, তাহলে সোজা কথায় বলতে গেলে―
WWE টা যেমন Promotionএর নাম,
তেমনি TNA Wrestling promotionএর নতুন নাম→ Global Force Wrestling!
RAW/SD যেমন TV Show এর নাম, তেমনি GFW’র
TV Show এর নাম→ iMPACT!
আর,
ANTHEM Sports হলো→ এই GFW promotionএর Owner!
অর্থাৎ আগামী শুক্রবার থেকে এটা হবে→
GFW প্রেসেন্ট্স্: iMPACT!
(ঠিক আগে যেমন হতো “TNA Wrestling প্রেসেন্ট্স্: iMPACT!”, তেমনই) ।

• লেখক : Aakash Roy

“TNA” বা “IMPACT Wrestling” এর নাম হচ্ছে “GFW: Impact!"

No more “TNA” or “IMPACT Wrestling”!
It's now “GFW: Impact! (owned by ANTHEM Sports)”


হ্যাঁ, ঠিকই পড়ছেন!!

গত Decemberএ ANTHEM Sports এর মালিক Ed Nordholm এই TNA প্রমোশন কে কিনে ফেলার পর থেকেই weekly Impact শো তে TNA কথা টা বলা বন্ধ করে দিয়েছিল, এমনকি TNA এর Facebook, Twitter, Instagram, YouTube এর নাম সহ নিজেদের Brand Logo টাও চেঞ্জ করে দিয়েছিল!!

এবার গতকাল The Tenneseean reports প্রকাশ করেছে যে এই company টিকে rebranding করে Global Force Wrestlingএ পরিবর্তন করা হবে!!

Impact গতসপ্তাহে GFW এর সমস্ত rights নিয়ে ফেলেছে এবং GFW founder Jeff Jarrettও বর্তমানে এই কম্পানির CEOর পদে এসেছেন।

কম্পানির President Ed Nordholm এই rebrandingএর ব্যাপারে বলেছেন যে, তারা এই TNA নাম টার “turnoff” ঘটাতে চান কারণ এই TNA name টার সঙ্গে অনেক রকম বাজে negative media coverage রয়েছে! অর্থাৎ আমার TNA Wrestling এর History সম্পর্কে লেখা 2010 থেকে 2015 পর্যন্ত ঘটা বিভিন্য জঘন্য ঘটনার (যেমন রেসলার এবং সহকর্মী দের ঠিকমতো payment না দেওয়া, new talent দের পুশ না দিয়ে অন্য কোম্পানির অপেক্ষাকৃত old রেসলার দের পুশ দেওয়া, ইত্যাদি এসবের) ফলে মিডিয়া তে TNA সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য, LOL-TNA ট্রল, এসবের জন্যই মূলত তারা এই TNA এবং Impact Wrestling এই দুটো নাম কেই মুছে ফেলে একটি নতুন ভাবে refreshing ব্র্যান্ডিং করবে। যেটার নাম হবে Global Force Wrestling (by ANTHEM Sports).!!

আর এসব হবে TNA Wrestlingএর ১৫তম Anniversary PPV, SLAMMIVERSARY XV এর শেষে!!
যদিও, GFW’এর weekly TV show টার নাম কিন্তু “Impact” হিসেবেই কন্টিনিউ চলবে! কারণ এইটাই একমাত্র এবং সর্বশেষ ‘legacy’ of a company যেটা “TNA: iMPACT!” হিসেবে শুরু হয়েছিল 2002 সালে (under Jeff এবং Jerry Jarrett) আর Anthem Sports কে বলা হবে Owner of GFW promotion! এবং এই প্রমোশনএর headquarters (offices) টা Nashville, Tennesee তেই থাকবে।

Jarrett এবং Nordholm এ ব্যাপারে বলেছেন যে তারা Mexico, Japan, সহ আরো অনেক দেশের রেসলিং কম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে। এবার তারা তাদের এই কম্পানীকে internationally এক্সপ্যান্ড করতে চান!! তারা তাদের শো গুলি বিশ্বের 130+দেশে broadcast করতে ইচ্ছুক এবং এমনকি তারা কিছু আন্তর্জাতিক streaming deals করতে চলেছে (specially India, Africa এবং UKএর সঙ্গে)!!!

আর এই সমস্ত কিছু ঘটতে চলেছে এই Slammiversary weekএ!! Nordholm বলেছেন যে তাদের সাম্প্রতিক India ট্যুর টি তাদের কম্পানীর জন্য বিরাট একটা ব্যাপার ছিল! তিনি বলেন, “এর aftermathএ, আমরা US এর তুলনায় India থেকে বেশি YouTube viewers পেয়েছি!”

Nordholm আরও বলেছেন যে তারা একটি on-demand streaming service ডেভেলপ করছে (অনেকটা WWE Network এর মতন), যেটায় তারা TNA এর ভিডিও library থেকে বিভিন্ন ভিডিও broadcast করবে বিশ্বের 120 টা দেশে! তিনি বলেছেন “আমাদের এই নিয়ে কাজ প্রায় শেষের দিকেই, শুধু সময় টা fix করা বাকি এখন”॥

আর এই Rebranding টা যদি এখনও আপনি ক্লিয়ার করে বুঝতে না পারেন, তাহলে সোজা কথায় বলতে গেলে―
WWE টা যেমন Promotionএর নাম,
তেমনি TNA Wrestling promotionএর নতুন নাম→ Global Force Wrestling!
RAW/SD যেমন TV Show এর নাম, তেমনি GFW’র
TV Show এর নাম→ iMPACT!
আর,
ANTHEM Sports হলো→ এই GFW promotionএর Owner!
অর্থাৎ আগামী শুক্রবার থেকে এটা হবে→
GFW প্রেসেন্ট্স্: iMPACT!
(ঠিক আগে যেমন হতো “TNA Wrestling প্রেসেন্ট্স্: iMPACT!”, তেমনই) ।

• লেখক : Aakash Roy