• Pre-Show Match:
Mahabali Shera, Braxton Sutter, এবং Allie পিনফলএর মাধ্যমে হারিয়েছে KM, Kongo Kong, and Laurel Van Ness কে।
♦ 6মিনিটএর এই ম্যাচটি মোটামুটি avarage pre-show টাইপের ম্যাচের মতোই ছিল।
(তবে আমার মতে pre-show তে Everrett, Sydal, Xavier, Travor এদের কে নিয়ে একটা ফোর ওয়ে ম্যাচ করলে সেটা বেটার হতো।)
ম্যাচ রেটিং: ★★½
• এরপর একে একে সমস্ত ম্যাচের ভিডিও প্যাকেজ গুলি দেখানো হয় (যেখানে ফিউড বিল্ডাপ গুলি অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়!)
• এরপর একটি Anthem Owl রিংএর মাঝে উড়ে আসার মাধ্যমে মেইন শো শুরু হয়। আর কমেন্ট্রি তে Robert Flores এবং Don West জইন করে।
• এরপর THE CRASH, AAA এবং NOAH প্রোমোশনের Representativeরা এন্ট্রান্স এর সামনে দাঁড়ায়।
• এবার GFW Tag Team Title Match:
Champions LAX (Santana & Ortiz) পিনফলে হারিয়েছে El Hijo del Fantasma & Drago, Naomichi Marufuji & Taiji Ishimori, এবং Garza Jr & Laredo Kid কে।
♦ প্রায় 15মিনিটের এই ম্যাচ টি এক কথায় বললে অসাধারণ ছিল!! মুভের ছড়াছড়ি, নেয়ারফলস, কিছু দারুন মুমেন্ট্স সহ ম্যাচ টা এক্কেবারে ফ্যান্সদের hyped করে ফেলেছে!!! বেশি কিছু বলবনা আর, যারা এখনো দেখেননি, ম্যাচ টা নিজেই দেখে নিয়েন।
ম্যাচ রেটিং: ★★★★
পোস্ট ম্যাচে Konnan ফ্যান্সদের promise করে যে তাঁরা LAX স্ট্যাবলএ একজন নতুন সদস্য আনতে চলেছে!
• এরপর Park জানায় যে তাদের ট্যাগ ম্যাচ টি হতে চলেছে no DQএর!!
• Moose & DeAngelo Williams পিনফলে হারিয়েছে Eli Drake & Chris Adonis কে।
♦ প্রায় 10 মিনিটএর বেশ ভালো একটা ম্যাচ! বিশেষকরে DeAngeloএর পারফরমেন্স ছিল দেখার মতো!! আমি আসলেই impressed!! তাঁর প্রথম ম্যাচ হিসেবে টাইমিং, মুভসেট সত্যি যথেষ্ট ভালো! নিজের প্রথম প্রো-রেসলিং ম্যাচ, তাও আবার একটা মেজর live PPV তে! ফুটবল ছেড়ে তার রেসলিং এ আসার সিদ্ধান্ত টা আমার মতে বেশ ভালোই👌 DeAngelo প্রো-রেসলার হিসেবে আসলেই এক অসাধারণ ক্যারিসমাটিক ব্যক্তি। আশা করি ফিউচারএ সে আরও ইম্প্রোভ করবে।👍
ম্যাচ রেটিং: ★★★
পোস্ট ম্যাচে Moose এবং DeAngelo মিলে Drake এবং Moose কে এট্যাক করে টেবিলএ powerbomb দেয়।
• Strap Match:
EC3 পিনফলে হারিয়েছে James Storm কে।
♦ প্রায় 10মিনিট স্থায়ী এই স্টিপুলেশন ভিত্তিক ম্যাচ টি বেশ ভালোই ছিল। তারা দুজনেই স্টিপুলেশন টিকে ফলো করে বেশ ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে। যদিও ফিনিশিং টা স্ক্রিপ্টেড/উনস্ক্রিপ্টেড ছিল কি না তা সঠিক ভাবে বলা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে যে রিং পোস্টএ Stormএর কপাল টা সজোরে আঘাত খাওয়ায় রিংএ জেমস অজ্ঞান হয়ে পড়ে গেছিলো। যাইহোক, ম্যাচটা জেতার মাধ্যমে EC3 এখন Albarto’র World টাইটেল এর জন্য #1 কনটেন্ডার!!
ম্যাচ রেটিং: ★★★¼
পোস্ট ম্যাচে দেখাযায় যে Storm কে নিয়ে যাওয়ার জন্য stretcher আনা হয়েছে এবং মেডিক্যাল চেকআপ করা হচ্ছে।
• এরপর দেখাযায় Storm দুইজনের কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে হেটে চলে যাচ্ছে। আর এদিকে The Pope কমেন্ট্রি জইন করলো।
• No DQ Match:
Jeremy Borash & Joseph Park পিনফলে হারিয়েছে Josh Mathews & Scott Steiner কে।
♦ ১০মিনিটের এই ম্যাচটি unexpected ভাবে বেশ ভালোই ছিল!! সাধারণত এই টাইপের non-রেসলার ম্যাচ গুলি জঘন্য হয়ে থাকে।ম্যাচটিতে কিছু pre-taped stuff জুড়ে দেওয়ায় এটা আরোই জমে উঠেছিল! এই pre-tape এর ব্যাপারটি এই কম্পানিতে Broken Universeএর ইঙ্গিত দেয়।
ম্যাচ রেটিং: ★★★
• Full Metal Mayhem:
Eddie & Alisha Edwards পিনফলে হারিয়েছে Davey Richards & Angelina Love কে।
♦ প্রায় ৮ মিনিটের এই ছোট ম্যাচটিতে ছিল action packএ ভরা!! ম্যাচটিতে ছিল একটু violence এবং তারা চারজন মিলে এই স্টিপুলেশন টিকে বেশ ভালো ভাবেই ব্যবহার করেছে! তবে ম্যাচটি বিষয়ে আমার ২টি মন্তব্য রয়েছে, একটি হলো ম্যাচটিকে আরেকটু সময় দিলে আমরা নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ উপভোগ করতাম।এবং আরেকটি মন্তব্য হলো ম্যাচটির placement! ম্যাচটা আগের tag match টির পরেই দেওয়া একেবারেই ঠিক হয়নি। কারণ দর্শক দেরও একটু শাস নেওয়ার সময় দেওয়া উচিত! এই টাইমে Womens টাইটেল ম্যাচ টা দিলে ভালো হতো। যাইহোক, ম্যাচটা বেশ ভালো ছিলো।
ম্যাচ রেটিং: ★★★¾
• Best of Three Falls X-Division Championship Match:
Champion Sonjay Dutt পিনফলে হারিয়েছে Low Ki কে।
♦ প্রায় ১৮ মিনিট স্থায়ী এই ম্যাচ টি ভালো হলেও এটা তাদের ফিউডের top ম্যাচএর মতন একেবারেই মনেহয়নি। আশা করেছিলাম যে তারা একটি ক্লাসিক X-Division ম্যাচ দেবে। কিন্তু এই ম্যাচটা আশানুরূপ পাইনি।
ম্যাচ রেটিং: ★★¾
• এরপর একসময়কার TNA Womens’ Top Babyface এবং TNA Hall of Fame Gail Kim রিংএ উপস্থিত হয়।
• এরপর Rosemary এর দারুন এক ZOMBIE এন্ট্রান্স হয়।
• Champion vs. Champion Unification Match:
Sienna সাবমিশনে হারিয়েছে Rosemary কে।
♦ মিনিট 10এর এই ম্যাচ টা এককথায় overbookingএ overloaded ছিল!!😒 ম্যাচটির ফিউড বিল্ডাপ সহ সবকিছুই waste গেলো এই ম্যাচটিতে। আর কিছুই বলার নাই এই ম্যাচটার বেপারে..
ম্যাচ রেটিং: ★★
• এরপর Jeremy Borash announce করে স্বাগত জানায় Founder of TNA & GFW প্রোমোশন, Double J aka Jeff Jarrett কে। এরপর Jarrett তার dreamএর কথা বলতে থাকে, যেটা সফল হয়েছে এবং এটা তার কাছে অনেক স্পেশাল!! তিনি আরও বলেন যে তিনি এই কম্পানীর দর্শক/ফলোয়ার দের কাছে অনেক grateful এবং thankful!
এখন মেইন ইভেন্ট!
• Champion vs. Champion Unification Match:
GFW Champion Alberto El Patron (w/ তার বাবা এবং ভাই রিংসাইডে) পিনফলে হারিয়েছে TNA Champion Bobby Lashley (w/King Mo & a whole MMA entourage) কে।
♦ ১৮মিনিট স্থায়ী এই ম্যাচটিও ভালোই ছিল। কিন্তু এখানেও ওই একই কাহিনী.. ফিনিশিং টা কি একটু ভালোমতন করা যায় না! আর ম্যাচ কোয়ালিটিও তেমন ভালো ছিলো না। ম্যাচটা দেখে মনে হচ্ছিল যে তারা দেখাতে চাইছে ম্যাচটা খুবই একটা ক্লাসিক টাইপের! কিন্তু আসলে ম্যাচটা দর্শকদের মনের মতন হয়নি।
ম্যাচ রেটিং: ★★★
• এরপর Jarrett এবং তাঁর family, কিছু রেসলার এবং অফিশিয়ালরা রিংএ এসে Albarto’র জয় সেলিব্রেট করে।
Slammiversary 2017 টা বেশ ভালোই একটা শো ছিল। Tag title ম্যাচ টা ছিল show stealer! DeAngelo Williamsএর পারফরমেন্স এক্সপেক্টেশনএর তুলনায় বেশ ভালোই ছিল। Strap matchটি বেশ physical ছিল এবং এখানে EC3এরই জেতা খুব দরকার ছিল। আর Borash/Mathews tag ম্যাচটি অনেকটাই ভালো ছিলো, সত্যি বলতে ম্যাচটা যে এতটা এনজয় করবো ভাবতেই পারিনি!! Full metal mayhem ম্যাচটিও stipulation অনুযায়ী বেশ এক্সাইটিং ছিল। X-Division title ম্যাচ টা ভালো ছিলো, তবে আরও ভালো হতে পারতো! Womens টাইটেল unification match টা avarageএর তুলনায় কম ছিল। main event ম্যাচ টাও আরো ভালো হওয়া উচিত ছিল। এরপর আমরা Albarto vs. EC3 ফিউড দেখবো। এই শো টার মাধ্যমে অনেক ফিউডের সমাপ্তি হলো, (যেটা আসলেই বড়ো কোনো PPV তে হওয়া প্রয়োজন)।
আর এই PPV টার সবচেয়ে ভালো দিক টি হলো Don West এর commentaryতে ব্যাক করা! TNAএর শুরুর কয়েক বছরএ Don West কমেন্ট্রি করতেন, TNAএর সেরা কিছু ম্যাচে তার কমেন্ট্রি শুনলেই ম্যাচ দেখার আগ্রহ আরোই বেড়ে যায়!! তিনি সর্বশেষ 2010এ কমেন্ট্রি করেছেন TNA তে। তারপর Hogan-Bischoff era শুরু হলে তিনি লিভ নিয়ে যান। আর আজকে Don West এর সঙ্গে Robert Floresও বেশ ভালো ভাবেই কমেন্ট্রির দ্বায়িত্ব পালন করেছে।
• Best Match of the Event- Inter-Promotion Tag Team Titles match!!
• Best Moment of the Event- Joseph Park became Monster Abyss!!!
• Best Performance of the Event- DeAngelo Williams’
• Overall rating: 7.5/10
দেখার মতো একটা PPV! ✌
• লেখক ঃ Aakash Roy