•• PRE SHOW ••

◘ Tye Dillinger VS Aiden English

• অবশেষে Singles ম্যাচে জয় পেলেন English। SD Live এ প্রায় জবার হয়ে থাকা এই মানুষটি আজ হারিয়েছে Tye Dillinger কে। ম্যাচটা প্রায় Predictable হয়ে গিয়েছিল যে Dillinger ম্যাচটি জিততে চলেছে কিন্তু সকল গুজব উড়িয়ে দিয়ে ম্যাচটি নিজের করে নেন English

♦ Winner→ Aiden English


•• MAIN SHOW ••

◘ The Usos© VS The New Day
( SD Live Tag Team Title Match )

• ম্যাচের শুরুটা New Day করলেও কিছুক্ষণ পর ম্যাচটি Control এ নিয়ে নেয় Usos। তারা Woods কে ডমিনেট করতে থাকে। এক পর্যায়ে Woods ফাইট ব্যাক করে এবং Jay কে Drop Kick দেয়। তারপর Kofi এবং Jimmy ট্যাগ পায়। Kofi Jimmy কে Suicide Dive দেয় এবং আবারো Flying মুভ দিতে যায় কিন্তু উল্টো তাকে Usos দের কাছে Powerbomb হজম করতে হয়। এরপর রিংয়ে আবারো Woods আসে কিন্তু কাজ হয় না উল্টো সে Super Kick হজম করে And Then Samoan Splash। কিন্তু তাতেও লাভ হয় না Usos রা পিন করে 2 Count পায়। তারপর শেষের দিকে ম্যাচের চাকা পুরো ঘুড়ে যায়। Xavier Woods টপ রোপ থেকে Elbow Drop হিট করে And 123। OMG!!!! OMG!!! New Day Is The New SD Live Tag Team Champions। New Day ই হলো একমাত্র Team যারা উভয় Brand এর Tag Title জিতেছে। Congo New Day

♦ Winner→ The New Day & The New SD Live Tag Team Champions


◘ Shinsuke Nakamura VS Baron Corbin
( Singles Match )

• বেশ ভালো একটি ম্যাচ ছিলো এটি। ম্যাচে প্রতিবারের মতো এবারো Corbin এর ডমিনেট করার মাত্রা একটু বেশি থাকে। ম্যাচের এক পর্যায়ে Nakamura কে Big Boot দেয় Corbin। বাট পিন করে 2 Count পায়। Nakamura Corbin কে Drop Kick হিট করে। এরপর Corbin কে Face First Slam হিট করে Nakamura। আর তারপর Kinshasa হিট করতে নিলে Corbin তা Counter করে উল্টো তাকে Deep Six হিট করে। ম্যাচের শেষের দিকে OMG!!! হঠাৎ করেই Nakamura কে Low Blow দেয় Corbin যার দরুন ম্যাচটি DQ হয়ে যায় এবং DQ এর মাধ্যমে জয় পায় Nakamura। ম্যাচ শেষে Nakamura কে End Of Days হিট করে Corbin

♦ Winner→ Shinsuke Nakamura By DQ


◘ Charlotte Flair VS Natalya VS Tamina Snuka VS Lana VS Becky Lynch
( Elimination Match For #1 Contd। )

• এক্ষেত্রে Rumor টাই সত্যি হলো। অবশেষে ম্যাচটি জিতলেন Natalya। তাই এই ম্যাচটি নিয়ে তেমন কিছু বলতে চাই নাই।

♦ Winner→ Natalya & The #1 Contd। For The SD Live Women's Title


◘ AJ Styles© VS Kevin Owens
( US Championship Match )

• মোটামুটি ভালো মানের একটা ম্যাচ ছিলো। ম্যাচের প্রথম দিকেই Kevin এর উপর চড়াও হয় AJ। সে Kevin কে Drop Kick দেয়। ম্যাচ চলতে থাকে। Kevin ও কম না। সে AJ কে Running Senton দেয়। আর তারপর DDT। Again Match Continues। এক পর্যায়ে AJ Kevin কে Ushigoroshi হিট করে। Then Phenomenal Forearm দিতে গেলে Kevin তা কাউন্টার করে তাকে Cannon Ball দেয়। শেষের দিকে AJ Culf Crusher সাবমিশন মুভ দেয় Kevin। কিন্তু Kevin চালাকি করে Roll Up এর মাধ্যমে ম্যাচটি জিতে নেয় এবং হয়ে যায় New US Champion

♦ Winner→ Kevin Owens & The New US Champion


◘ John Cena VS Rusev
( Flag Match; Credit )

• বেশ ভাল একটা ম্যাচ ছিলো। ম্যাচে বেশ কিছু মুভ Use করা হয়। Clothesline, Bulldog Off the top Rope, Electric Chair Drop, Spinebuster, DDT, Dropkick, AA, SuperkickEtc। 
এছাড়া রিং এর বাইরেও বেশ কিছুক্ষণ ফাইট হয়। যেখানে রুসেভ বেশ ডমিনেট করে। But সবশেষে জয়লাভ করে John Cena।

♦ Winner→ John Cena

• The Ascension স্বীকার করেছে তারাই Breezango দের Attacker। কিন্তু Breezango এখনো এই ব্যাপারে Sure না।


◘ Mike Kanellis (With Maria) VS Sami Zayn
( Singles Match )

• এই ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে ম্যাচটি জিতেছেন Sami Zayn। Battleground এর আগেই ধারণা করা হয়েছিল ম্যাচটি Sami Zayn হারতে চলেছেন। কিন্তু তা আর হয় নি। Mike কে Helluva Kick হিট করে ম্যাচটি নিজের করে নেন Sami

♦ Winner→ Sami Zayn


•• MAIN EVENT ••

◘ Randy Orton VS Jinder Mahal©
( WWE Championship Match )

• ম্যাচটা আমার মতে ভালোই হয়েছে। 4 টা দরজার সবগুলোই Lock করে দেওয়া হয়। কেউ ই নির্দিষ্ট সময়ে তা অতিক্রম করতে পারে নি। এছাড়া ম্যাচে বেশ কিছু মুভ Use করা হয়। Scoop Powerslam, DDT, Clothesline, Dropkick, RKO, Arm Breaker। এক পর্যায়ে উভয়েই প্রথম ধাপ অতিক্রম করে। But Suddenly বাশ গুলোর ছিদ্রতল হতে আগমন ঘটে Bollywood Boyz এর। তারা রেন্ডি ওরটন কে Attack করে। অবশ্য রেন্ডি ওরটন ওই দুই সহৃদয়বান ব্যক্তিদের বেশ নমনীয় কৌশলে শায়েস্তা করেন। তবে উনারা একবার ডিস্টার্ব করেই ক্ষান্ত হয়নি। বরং আরো একবার রেন্ডি ওরটন কে বিভ্রান্ত করার চেষ্টা করে। & Again ব্যর্থতা By Bollywood Boyz। এরপর The Viper আমাদের সবার প্রিয় মহারাজা জিন্ডার মহল কে বেশ দুচিয়ে পেটায়। আর এক্ষেত্রে সে লাঠি, চেয়ার যাই সামনে পান তাই দিয়েই পেদাতে থাকেন। Oh My God!!!!! You Gonna Be Kidding Me!!!!!! Great Khali is Back!!! তিনি এসেই রেন্ডি ওরটন কে বাধা দেন। যার ফলে এদিকে জয় ছিনিয়ে নেয় Jinder Mahal

♦ Winner→ Jinder Mahal & Still WWE Champion


( END OF THE SHOW )

• ক্রেডিটঃ #Broken_Lunatic, #Abraham_Khan AKA #Ak_Styles

WWE Battleground রেজাল্ট, ২৪/০৭/২০১৭


•• PRE SHOW ••

◘ Tye Dillinger VS Aiden English

• অবশেষে Singles ম্যাচে জয় পেলেন English। SD Live এ প্রায় জবার হয়ে থাকা এই মানুষটি আজ হারিয়েছে Tye Dillinger কে। ম্যাচটা প্রায় Predictable হয়ে গিয়েছিল যে Dillinger ম্যাচটি জিততে চলেছে কিন্তু সকল গুজব উড়িয়ে দিয়ে ম্যাচটি নিজের করে নেন English

♦ Winner→ Aiden English


•• MAIN SHOW ••

◘ The Usos© VS The New Day
( SD Live Tag Team Title Match )

• ম্যাচের শুরুটা New Day করলেও কিছুক্ষণ পর ম্যাচটি Control এ নিয়ে নেয় Usos। তারা Woods কে ডমিনেট করতে থাকে। এক পর্যায়ে Woods ফাইট ব্যাক করে এবং Jay কে Drop Kick দেয়। তারপর Kofi এবং Jimmy ট্যাগ পায়। Kofi Jimmy কে Suicide Dive দেয় এবং আবারো Flying মুভ দিতে যায় কিন্তু উল্টো তাকে Usos দের কাছে Powerbomb হজম করতে হয়। এরপর রিংয়ে আবারো Woods আসে কিন্তু কাজ হয় না উল্টো সে Super Kick হজম করে And Then Samoan Splash। কিন্তু তাতেও লাভ হয় না Usos রা পিন করে 2 Count পায়। তারপর শেষের দিকে ম্যাচের চাকা পুরো ঘুড়ে যায়। Xavier Woods টপ রোপ থেকে Elbow Drop হিট করে And 123। OMG!!!! OMG!!! New Day Is The New SD Live Tag Team Champions। New Day ই হলো একমাত্র Team যারা উভয় Brand এর Tag Title জিতেছে। Congo New Day

♦ Winner→ The New Day & The New SD Live Tag Team Champions


◘ Shinsuke Nakamura VS Baron Corbin
( Singles Match )

• বেশ ভালো একটি ম্যাচ ছিলো এটি। ম্যাচে প্রতিবারের মতো এবারো Corbin এর ডমিনেট করার মাত্রা একটু বেশি থাকে। ম্যাচের এক পর্যায়ে Nakamura কে Big Boot দেয় Corbin। বাট পিন করে 2 Count পায়। Nakamura Corbin কে Drop Kick হিট করে। এরপর Corbin কে Face First Slam হিট করে Nakamura। আর তারপর Kinshasa হিট করতে নিলে Corbin তা Counter করে উল্টো তাকে Deep Six হিট করে। ম্যাচের শেষের দিকে OMG!!! হঠাৎ করেই Nakamura কে Low Blow দেয় Corbin যার দরুন ম্যাচটি DQ হয়ে যায় এবং DQ এর মাধ্যমে জয় পায় Nakamura। ম্যাচ শেষে Nakamura কে End Of Days হিট করে Corbin

♦ Winner→ Shinsuke Nakamura By DQ


◘ Charlotte Flair VS Natalya VS Tamina Snuka VS Lana VS Becky Lynch
( Elimination Match For #1 Contd। )

• এক্ষেত্রে Rumor টাই সত্যি হলো। অবশেষে ম্যাচটি জিতলেন Natalya। তাই এই ম্যাচটি নিয়ে তেমন কিছু বলতে চাই নাই।

♦ Winner→ Natalya & The #1 Contd। For The SD Live Women's Title


◘ AJ Styles© VS Kevin Owens
( US Championship Match )

• মোটামুটি ভালো মানের একটা ম্যাচ ছিলো। ম্যাচের প্রথম দিকেই Kevin এর উপর চড়াও হয় AJ। সে Kevin কে Drop Kick দেয়। ম্যাচ চলতে থাকে। Kevin ও কম না। সে AJ কে Running Senton দেয়। আর তারপর DDT। Again Match Continues। এক পর্যায়ে AJ Kevin কে Ushigoroshi হিট করে। Then Phenomenal Forearm দিতে গেলে Kevin তা কাউন্টার করে তাকে Cannon Ball দেয়। শেষের দিকে AJ Culf Crusher সাবমিশন মুভ দেয় Kevin। কিন্তু Kevin চালাকি করে Roll Up এর মাধ্যমে ম্যাচটি জিতে নেয় এবং হয়ে যায় New US Champion

♦ Winner→ Kevin Owens & The New US Champion


◘ John Cena VS Rusev
( Flag Match; Credit )

• বেশ ভাল একটা ম্যাচ ছিলো। ম্যাচে বেশ কিছু মুভ Use করা হয়। Clothesline, Bulldog Off the top Rope, Electric Chair Drop, Spinebuster, DDT, Dropkick, AA, SuperkickEtc। 
এছাড়া রিং এর বাইরেও বেশ কিছুক্ষণ ফাইট হয়। যেখানে রুসেভ বেশ ডমিনেট করে। But সবশেষে জয়লাভ করে John Cena।

♦ Winner→ John Cena

• The Ascension স্বীকার করেছে তারাই Breezango দের Attacker। কিন্তু Breezango এখনো এই ব্যাপারে Sure না।


◘ Mike Kanellis (With Maria) VS Sami Zayn
( Singles Match )

• এই ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে ম্যাচটি জিতেছেন Sami Zayn। Battleground এর আগেই ধারণা করা হয়েছিল ম্যাচটি Sami Zayn হারতে চলেছেন। কিন্তু তা আর হয় নি। Mike কে Helluva Kick হিট করে ম্যাচটি নিজের করে নেন Sami

♦ Winner→ Sami Zayn


•• MAIN EVENT ••

◘ Randy Orton VS Jinder Mahal©
( WWE Championship Match )

• ম্যাচটা আমার মতে ভালোই হয়েছে। 4 টা দরজার সবগুলোই Lock করে দেওয়া হয়। কেউ ই নির্দিষ্ট সময়ে তা অতিক্রম করতে পারে নি। এছাড়া ম্যাচে বেশ কিছু মুভ Use করা হয়। Scoop Powerslam, DDT, Clothesline, Dropkick, RKO, Arm Breaker। এক পর্যায়ে উভয়েই প্রথম ধাপ অতিক্রম করে। But Suddenly বাশ গুলোর ছিদ্রতল হতে আগমন ঘটে Bollywood Boyz এর। তারা রেন্ডি ওরটন কে Attack করে। অবশ্য রেন্ডি ওরটন ওই দুই সহৃদয়বান ব্যক্তিদের বেশ নমনীয় কৌশলে শায়েস্তা করেন। তবে উনারা একবার ডিস্টার্ব করেই ক্ষান্ত হয়নি। বরং আরো একবার রেন্ডি ওরটন কে বিভ্রান্ত করার চেষ্টা করে। & Again ব্যর্থতা By Bollywood Boyz। এরপর The Viper আমাদের সবার প্রিয় মহারাজা জিন্ডার মহল কে বেশ দুচিয়ে পেটায়। আর এক্ষেত্রে সে লাঠি, চেয়ার যাই সামনে পান তাই দিয়েই পেদাতে থাকেন। Oh My God!!!!! You Gonna Be Kidding Me!!!!!! Great Khali is Back!!! তিনি এসেই রেন্ডি ওরটন কে বাধা দেন। যার ফলে এদিকে জয় ছিনিয়ে নেয় Jinder Mahal

♦ Winner→ Jinder Mahal & Still WWE Champion


( END OF THE SHOW )

• ক্রেডিটঃ #Broken_Lunatic, #Abraham_Khan AKA #Ak_Styles