বর্তমানে Wrestling Rumors, Ring Side News সহ বেশকিছু ওয়েওবসাইট এটা বলছে যে WWE পানক কে আবারো আনার চেষ্টা করছে। এই নিয়া ডেভ মেল্টজার তার Observer এ বলেছে ''তারা(WWE) পানকের সাথে ডিল করতে চেষ্টা করছে, যদিও পানক রিফিউজ করছে, তার প্রো-রেসলিং এ যাওয়ার কোন ইচ্ছা নেই''। তবুও আমরা আশা রাখতে পারি পানক কে ভবিষ্যতে দেখতে পারব যদি সে মত পালটায়।
সম্প্রতি AJ Lee এক ইন্টারভিউওতে বলে ''আমি রেসলিং কে খুব মিস করি, কিন্তু সে (পানক) করে না। সে আসতেও ইচ্ছুক না আর''। ESPN সম্প্রতি পানক কে এই নিয়ে জিজ্ঞাসা করলে পানক হালকা ইঙিত দেয় যে WWE তাকে আবারো আসতে অফার করেছে। কিন্তু পানক বর্তমানে তার নেক্সট UFC ফাইট নিয়ে আগ্রহ প্রকাশ করছে। পানক আপাতত নেক্সট ফাইট নিয়েই চিন্তা করছে, আর সে আর এসবে (WWE/Pro Wrestling) এ আসতে চায় না।
পানক কি তার ফ্যানদের কেউ ভুলে গেলো?? প্রো-রেসলিং এক সময় যে ছেলেটার নেশা ছিলো একমাত্র উদ্দেশ্য ছিলো সেই ছেলেটায় আজ প্রো রেসলিং এ আসতে চাই না। তাহলে বুঝা যায় কি পরিমান আঘাত পানক সহ্য করেছে ভিন্স আর WWE এর কাছ থেকে।
আমরা CM Punk আর WWE এর তিক্ত সম্পর্ক নিয়ে অনেক কিছুই জানি, কিন্তু আমরা এও জানি যে, যে চলে যায়, সে ফিরে আসেই। যেমন Hulk Hogan (WCW থেকে আবার WWE), Kurt Angle, Mauro Ronallo, Chris Hero/Ohno.
সম্প্রতি, Mauro Ronallo র আবার NXT Commentary টিমে ফিরে আসার পর ডেভ মেল্টজার এ মন্তব্য করেন, "That’s why, no matter what is said, WWE wants CM Punk back and even though CM Punk was adamant about never doing it, history tells you time heals a lot of wounds."
অর্থাৎ- "এইকারণে(রোনালোর ফিরে আসা) সে যাই বলুক না কেন, WWE সিএম পাংককে আবার আনতে চায় যদিও পাংক এবিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু ইতিহাস বলে যে, সময় অনেক আঘাত সাড়িয়ে দেয়"
সিএম পাংকের ইউএফসি ডেভিউ তেমন ভালো হয় নি, এটাও অনেকে এর কারণ বলছেন। কিন্তু এটা নিকট কোনো সময় হোক না হোক, হয়তো তাকে আবার Cult of Personality মিউজিকে WWE র্যাম্প এ হাটতে দেখা যাবে।
আমরা এখনো আশাই আছি, হয়ত একদিন পানক কে দেখব আবারো চার কোনা রিং এর মাঝে। 💜
CM Punk -কে নিয়ে কিছু পোস্ট-
• ক্রেডিট :-
- ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **,
- ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme ।