অবশেষে অত্যন্ত জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়ে গেল WWE কর্তৃক আয়োজিত নতুন একটি পিপিভি যার নাম Great Balls of Fire। পিপিভির নাম নিয়ে বহু জলঘোলা হলেও এতে আয়োজিত ম্যাচগুলোয় রেসলারদের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে এবং বুঝিয়ে দিয়েছে যে, একটি বৃক্ষের পরিচয় তার ফলেই। যাই হোক, আসুন পিপিভির রেজাল্ট দেখা যাক-

•• Neville বনাম, Akira Tozawa [WWE Cruiserweight Championship]

পিপিভির প্রি শোতে অনুষ্ঠিত Neville vs Akira ম্যাচ নিয়ে প্রো রেসলিং লাভারদের চাহিদার কমতি না থাকলেও ম্যাচটি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থই বলা যায়। মোটামুটি মানের একটি ম্যাচ ছিল এটি। উল্লেখ করার মত কিছু মুহূর্তও সৃষ্টি হয়েছে ম্যাচটিতে। যেমন, Neville'র উপরে Akira'এর দেয়া টানা দুই দুইটা Suicide Dive, Octopus Hold এর মাধ্যমে Akira'র ম্যাচটি প্রায় নিজের ঝুলিতে নেয়ার প্রচেষ্টা ইত্যাদি। ম্যাচের ফিনিশিং দেখা বোঝা যায়, তাদের ফিউডটি সামারস্ল্যাম অবধি চলতে পারে। অবশ্য এ নিয়ে কারো তেমন কোনো মাথাব্যথা নেই। ফিউডটিতে দর্শকদের তেমন আগ্রহ নেই। বরঞ্চ অস্টিন অ্যারিস থাকলে তাকে দিয়েই ফিউড এগুনো যেত। কিন্তু সে অল্পতেই ধৈর্য্য হারিয়ে চলে যাওয়ায় চিন্তাভাবনার পরিবর্তন করে এদের দিকেই মনযোগ দিতে হবে। তবে হ্যা, ফিউডটিকে সামারস্ল্যাম পর্যন্ত টানা ছাড়া ক্রিয়েটিভ প্যানেলের কিছু করারও নেই।

♦ Winner :- Neville। 
★ Rating :- 3*


•• Seth Rollins বনাম, Bray Wyatt

The Eater of the World Bray Wyatt & The Man Seth Rollins এর মধ্যকার এই ফিউডটি কয়েক সপ্তাহ আগে শুরু হয়। সাবেক WWE Champion Bray Wyatt কিছুদিন যাবত মোমেন্টাম পাচ্ছিল না, বিশেষ করে সম্প্রতি রোমান রেইন্সের সাথে ম্যাচে হারার পর মনে হয়েছিল রলিন্সের সাথে এই ফিউডের কোনো মানেই হয় না। তবে ম্যাচটি দেখে ভালোই লাগল। ম্যাচে দুজনের পারফরমেন্স-ই বেশ ভাল ছিল। কিছু হাইফ্লাইং মুভ দেখতে পেয়েছি। এছাড়া, সেথ রলিন্সকে Ring Steps এ দেয়া Face First এবং Ring Apron এ দেয়া Bray Wyatt এর DDT ছিল উপভোগ্য মুহূর্ত। শেষে চোখে খোঁচা দেয়ার মাধ্যমে জয় তুলে নেয় Bray Wyatt এবং এরই মাধ্যমে একটুআধটু মোমেন্টাম অর্জন করল সে। তাদের এই ফিউডটা সামারস্ল্যাম পর্যন্ত চলবে বলে আমি মনে করি। অন্ততপক্ষে ম্যাচের ফিনিশিং দেখে সেটাই মনে হল। 

♦ Winner :- Bray Wyatt
★ Rating :- 3.25*


•• Enzo Amore বনাম, Big Cass

যা ধারণা করেছিলাম তাই হয়েছে। একরকমের স্কোয়াশ ম্যাচ ছিল এটি। পুরোপুরি ডমিনেট করে ম্যাচে জয়লাভ করে Big Cass। শেষে Big Boot দিয়ে এই জয় তুলে নেয় সে। Moment of the Match ছিল রিংয়ের বাইরে Amore কে ছুঁড়ে দেয়া বা Slams Amore out of the Ring

♦ Winner :- Big Cass
★ Rating :- 2*


•• Cesaro and Sheamus বনাম, The Hardy Boyz [30 Minutes Iron Man Match for WWE Raw Tag Team Titles]

৩০ মিনিটের এই আয়রন ম্যাচটি ছিল আজকের ম্যাচ অফ দ্যা পিপিভি। শুরুতেই Cesaro এর ডিস্ট্র‍্যাকশনে Brogue Kick মেরে একবার ফল অর্জন করে Sheamus এবং দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। 

কি ছিল না ম্যাচটিতে? সবার রিং সাইকোলজি, মুভ এক্সিকিউটিং, মুভ সেলিং ছিল দেখার মত। বেশ কিছু হাই ফ্লাইং মুভও ছিল। 

Poetry in Motion, Side Effect, Twist of Fate, Simultaneous Splashes সহ বিভিন্ন মুভের ছড়াছড়ি ছিল। ম্যাচটিতে ৪-৩ পিনফলের ব্যবধানে জয় লাভ করে Sheamus & Cesaro এবং তাদের টাইটেল রিটেইন করে। এই ম্যাচের মাধ্যমে বুঝা যায় যে, ক্রিয়েটিভ প্যানেল বর্তমানে ট্যাগ টিম ডিভিশন নিয়ে বেশ খাটতেছে। তাদের এই ফিউডটা সামারস্ল্যামে শেষ করলে মোটেই মন্দ হবে না। 

♦ Winner :- Cesaro and Sheamus win 4-3 to retain the Title। 
★ Rating :- 4.50*


•• Alexa Bliss বনাম, Sasha Banks [Raw Women's Championship]

মোটামুটি মানের একটি ম্যাচ ছিল এটি। দুজনের পারফরমেন্স ছিল এভারেজ। শেষে ব্লিস চতুরতা অবলম্বন করে ইচ্ছে করেই কাউন্ট আউটে হারে এবং হেরেও টাইটেল রিটেইন করে। ম্যাচশেষে শাসা, ব্লিসকে আক্রমণ করে এবং অ্যানাউন্স টেবিলের উপর থেকে একটি Double Knee দেয়। 

♦ Winner :- Banks wins via count-out and as a result Bliss retains। 
★ Rating :- 2*


•• The Miz বনাম, Dean Ambrose [WWE Intercontinental Championship]

ম্যাচটি চলাকালীন Bo Dallas, Curtis Axel, Maryse ছিল রিংসাইডে। ম্যাচে প্রচুর ডিস্ট্র‍্যাকশন করে তারা। বিনোদনের ব্যাপার চিন্তা করলে ম্যাচটি ভালোই ছিল। আর পিওর রেসলিং ফ্যানদের জন্য ম্যাচে তেমন কিছু ছিল না। বেশ কিছু ডিস্ট্র‍্যাকশন কাটিয়ে উঠে কয়েকবার ফাইট ব্যাক করে ডিন। কিন্তু শেষে অনুমেয়ভাবেই হেরে যায়। ফলে মিজ টাইটেল রিটেইন করে। তাদের এই ফিউডটা যে সুন্দরভাবে গড়ে উঠেছিল সেই অনুপাতে ম্যাচটি সুন্দর হতে পারেনি। যেহেতু ম্যাচটি ডিস্ট্র‍্যাকশনের কারণে ডিন হারে তাই বলার অপেক্ষা রাখে না যে, ম্যাচটি কমপক্ষে আরো একটি পিপিভি পর্যন্ত গড়াবে। তাদের ফিউডে বিনোদনের কোনো কমতি হয় নি, তাই ফিউডটিকে পূর্বের ন্যায় আগালে দর্শকরা পজিটিভভাবেই গ্রহণ করবে। 

♦ Winner :- Miz
★ Rating :- 2.5*


•• Roman Reigns বনাম, Braun Strowman [Ambulance Match]

হেভিওয়েট দুজন রেসলারের এই ফিউডটা আমি বেশ উপভোগ করতেছি। তাদের দুজনের রিং কেমিস্ট্রিও প্রশংসার দাবিদার। একজন আরেকজনের সাথে মিলে দারুণ রিংওয়ার্ক প্রদর্শন করছে। আজকের ম্যাচটিও এর ব্যতিক্রম ছিল না। বলতেই হয়, এতে বুকিংয়ের বড় একটা প্রভাব রয়েছে। ম্যাচের মাঝে স্ট্রোম্যানকে দেয়া রোমানের চেয়ারশট এবং শটের পর স্ট্রোম্যানের রিয়্যাকশন ছিল দেখার মত। রিং পোস্টে একে অপরকে আঘাত, স্ট্রোম্যানকে দেয়া রোমানের বেশ কিছু চেয়ারশট, স্ট্রোম্যানকে ইউজ করে LED দেয়াল ভেঙ্গে ফেলা, ব্রল, LED লাইট দিয়ে স্ট্রোম্যানকে হিট, অ্যাম্বুলেন্সে নেয়া রোমানের বাম্পগুলো ছিল ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত। শেষের দিকে অ্যাম্বুলেন্সের দরজার সামনে দাঁড়িয়ে থাকা স্ট্রোম্যানকে স্পিয়ার দিতে গেলে স্ট্রোম্যান সরে যায় এবং রোমান গিয়ে অ্যাম্বুলেন্সে আছড়ে পড়ে। আর এই সুযোগে স্ট্রোম্যান অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দিয়ে ম্যাচে জয় তুলে নেয়। 

♦ Winner :- Braun Strowman
★ Rating :- 4*

ম্যাচশেষে রোমান অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে আসে এবং স্ট্রোম্যানকে মারাত্মকভাবে আক্রমণ করে। স্ট্রোম্যানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ব্যাকস্টেজে যায় এবং পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ ঘটায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে অ্যাম্বুলেন্স চিড়ে স্ট্রোম্যানকে বের করে আনে এবং তাকে মারাত্মকভাবে আহত দেখা যায়।
বলার অপেক্ষা রাখে না, রক্ত এবং আঘাত ছিল পুরোপুরি ফেইক। অন্ততপক্ষে আমার কাছে তাই মনে হয়েছে। 

আর বলতেই হয়, ম্যাচটিতে রোমানের পারফরমেন্স বেশ ভাল ছিল। রিং স্কিলের ভাল উন্নতি হয়েছে তার যা অবশ্যই নবাগতদের জন্য ঈর্ষণীয় ব্যাপার। তবে যত যাই করুক, দর্শকরা তাকে পজিটিভভাবে গ্রহণ করছে না :V এবং সুদূর ভবিষ্যতেও করবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষাই আমাদের একমাত্র রাস্তা ।


•• Brock Lesnar বনাম, Samoa Joe [Universal Championship]

ম্যাচ শুরু হওয়ার আগেই The Beast Incarnate Brock Lesnar কে আক্রমণ করে সামোয়া জো। লেসনারকে রিংসাইডে নিয়ে মারতে থাকে এবং অ্যানাউন্স টেবিলে মারাত্মক একটি স্ল্যাম মারে সে। লেসনারকে তখন পুরোপুরিভাবে অসহায় লাগে আমার কাছে ।

যাই হোক, অবশেষে ম্যাচ শুরু হয় এবং উভয়েই ম্যাচে মোমেন্টাম অর্জনের চেষ্টা করে। লেসনার জো কে কয়েকটি সুপ্লেক্স মারে এবং জো বারবার ফাইট ব্যাক করে লেসনারকে Coquina Clutch দিয়ে পরাভূত করার চেষ্টা করে। কিন্তু শেষে মাত্র একটি F-5 প্রয়োগ করেই জয় তুলে নেয় লেসনার। 


ম্যাচটা যেরকম প্রতিপত্তির সাথে শুরু হয় শেষে ঠিক এর বিপরীত ঘটনা দেখা যায়। ম্যাচটা আরো মিনিট পাঁচেক গড়ালে ভাল হত। ম্যাচের ফিনিশিং ছিল মারাত্মক রকমের বাজে। সামোয়া জো এর মত একজন ধ্বংসাত্মক গিমিকধারী ব্যক্তিকে মাত্র একটি F-5 এ হারানো তার মোমেন্টামের জন্য মোটেই পজিটিভ নয়। এমন ফিনিশিংয়ের জন্য ক্রিয়েটিভ প্যানেল ব্যাপক সমালোচিত হয়েছে। যাই হোক, ম্যাচশেষে লেসনার নাকি ব্যাকস্টেজে, জো এর বেশ প্রশংসা করেছে। তাই আশা করতেই পারি যে, সামারস্ল্যামেও আমরা সামোয়া জো কে ইউনিভার্স টাইটেলের জন্য ফাইট করতে দেখতে পারি। 

♦ Winner :- Brock Lesnar
★ Rating :- 3.5* 

এই ছিল আজকের পিপিভি নিয়ে আমার রিভিউ। আশা করি সবার ভাল লেগেছে। আর ম্যাচগুলো নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ^_^

[বিদ্রঃ রেটিংগুলো নেহাতি আমার ব্যক্তিগত মতামত, অফিসিয়াল রেটিং নয়]

• লেখকঃ RuthlessKing®

WWE Great Balls of Fire রেজাল্ট, ১১/০৭/২০১৭



অবশেষে অত্যন্ত জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়ে গেল WWE কর্তৃক আয়োজিত নতুন একটি পিপিভি যার নাম Great Balls of Fire। পিপিভির নাম নিয়ে বহু জলঘোলা হলেও এতে আয়োজিত ম্যাচগুলোয় রেসলারদের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে এবং বুঝিয়ে দিয়েছে যে, একটি বৃক্ষের পরিচয় তার ফলেই। যাই হোক, আসুন পিপিভির রেজাল্ট দেখা যাক-

•• Neville বনাম, Akira Tozawa [WWE Cruiserweight Championship]

পিপিভির প্রি শোতে অনুষ্ঠিত Neville vs Akira ম্যাচ নিয়ে প্রো রেসলিং লাভারদের চাহিদার কমতি না থাকলেও ম্যাচটি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থই বলা যায়। মোটামুটি মানের একটি ম্যাচ ছিল এটি। উল্লেখ করার মত কিছু মুহূর্তও সৃষ্টি হয়েছে ম্যাচটিতে। যেমন, Neville'র উপরে Akira'এর দেয়া টানা দুই দুইটা Suicide Dive, Octopus Hold এর মাধ্যমে Akira'র ম্যাচটি প্রায় নিজের ঝুলিতে নেয়ার প্রচেষ্টা ইত্যাদি। ম্যাচের ফিনিশিং দেখা বোঝা যায়, তাদের ফিউডটি সামারস্ল্যাম অবধি চলতে পারে। অবশ্য এ নিয়ে কারো তেমন কোনো মাথাব্যথা নেই। ফিউডটিতে দর্শকদের তেমন আগ্রহ নেই। বরঞ্চ অস্টিন অ্যারিস থাকলে তাকে দিয়েই ফিউড এগুনো যেত। কিন্তু সে অল্পতেই ধৈর্য্য হারিয়ে চলে যাওয়ায় চিন্তাভাবনার পরিবর্তন করে এদের দিকেই মনযোগ দিতে হবে। তবে হ্যা, ফিউডটিকে সামারস্ল্যাম পর্যন্ত টানা ছাড়া ক্রিয়েটিভ প্যানেলের কিছু করারও নেই।

♦ Winner :- Neville। 
★ Rating :- 3*


•• Seth Rollins বনাম, Bray Wyatt

The Eater of the World Bray Wyatt & The Man Seth Rollins এর মধ্যকার এই ফিউডটি কয়েক সপ্তাহ আগে শুরু হয়। সাবেক WWE Champion Bray Wyatt কিছুদিন যাবত মোমেন্টাম পাচ্ছিল না, বিশেষ করে সম্প্রতি রোমান রেইন্সের সাথে ম্যাচে হারার পর মনে হয়েছিল রলিন্সের সাথে এই ফিউডের কোনো মানেই হয় না। তবে ম্যাচটি দেখে ভালোই লাগল। ম্যাচে দুজনের পারফরমেন্স-ই বেশ ভাল ছিল। কিছু হাইফ্লাইং মুভ দেখতে পেয়েছি। এছাড়া, সেথ রলিন্সকে Ring Steps এ দেয়া Face First এবং Ring Apron এ দেয়া Bray Wyatt এর DDT ছিল উপভোগ্য মুহূর্ত। শেষে চোখে খোঁচা দেয়ার মাধ্যমে জয় তুলে নেয় Bray Wyatt এবং এরই মাধ্যমে একটুআধটু মোমেন্টাম অর্জন করল সে। তাদের এই ফিউডটা সামারস্ল্যাম পর্যন্ত চলবে বলে আমি মনে করি। অন্ততপক্ষে ম্যাচের ফিনিশিং দেখে সেটাই মনে হল। 

♦ Winner :- Bray Wyatt
★ Rating :- 3.25*


•• Enzo Amore বনাম, Big Cass

যা ধারণা করেছিলাম তাই হয়েছে। একরকমের স্কোয়াশ ম্যাচ ছিল এটি। পুরোপুরি ডমিনেট করে ম্যাচে জয়লাভ করে Big Cass। শেষে Big Boot দিয়ে এই জয় তুলে নেয় সে। Moment of the Match ছিল রিংয়ের বাইরে Amore কে ছুঁড়ে দেয়া বা Slams Amore out of the Ring

♦ Winner :- Big Cass
★ Rating :- 2*


•• Cesaro and Sheamus বনাম, The Hardy Boyz [30 Minutes Iron Man Match for WWE Raw Tag Team Titles]

৩০ মিনিটের এই আয়রন ম্যাচটি ছিল আজকের ম্যাচ অফ দ্যা পিপিভি। শুরুতেই Cesaro এর ডিস্ট্র‍্যাকশনে Brogue Kick মেরে একবার ফল অর্জন করে Sheamus এবং দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। 

কি ছিল না ম্যাচটিতে? সবার রিং সাইকোলজি, মুভ এক্সিকিউটিং, মুভ সেলিং ছিল দেখার মত। বেশ কিছু হাই ফ্লাইং মুভও ছিল। 

Poetry in Motion, Side Effect, Twist of Fate, Simultaneous Splashes সহ বিভিন্ন মুভের ছড়াছড়ি ছিল। ম্যাচটিতে ৪-৩ পিনফলের ব্যবধানে জয় লাভ করে Sheamus & Cesaro এবং তাদের টাইটেল রিটেইন করে। এই ম্যাচের মাধ্যমে বুঝা যায় যে, ক্রিয়েটিভ প্যানেল বর্তমানে ট্যাগ টিম ডিভিশন নিয়ে বেশ খাটতেছে। তাদের এই ফিউডটা সামারস্ল্যামে শেষ করলে মোটেই মন্দ হবে না। 

♦ Winner :- Cesaro and Sheamus win 4-3 to retain the Title। 
★ Rating :- 4.50*


•• Alexa Bliss বনাম, Sasha Banks [Raw Women's Championship]

মোটামুটি মানের একটি ম্যাচ ছিল এটি। দুজনের পারফরমেন্স ছিল এভারেজ। শেষে ব্লিস চতুরতা অবলম্বন করে ইচ্ছে করেই কাউন্ট আউটে হারে এবং হেরেও টাইটেল রিটেইন করে। ম্যাচশেষে শাসা, ব্লিসকে আক্রমণ করে এবং অ্যানাউন্স টেবিলের উপর থেকে একটি Double Knee দেয়। 

♦ Winner :- Banks wins via count-out and as a result Bliss retains। 
★ Rating :- 2*


•• The Miz বনাম, Dean Ambrose [WWE Intercontinental Championship]

ম্যাচটি চলাকালীন Bo Dallas, Curtis Axel, Maryse ছিল রিংসাইডে। ম্যাচে প্রচুর ডিস্ট্র‍্যাকশন করে তারা। বিনোদনের ব্যাপার চিন্তা করলে ম্যাচটি ভালোই ছিল। আর পিওর রেসলিং ফ্যানদের জন্য ম্যাচে তেমন কিছু ছিল না। বেশ কিছু ডিস্ট্র‍্যাকশন কাটিয়ে উঠে কয়েকবার ফাইট ব্যাক করে ডিন। কিন্তু শেষে অনুমেয়ভাবেই হেরে যায়। ফলে মিজ টাইটেল রিটেইন করে। তাদের এই ফিউডটা যে সুন্দরভাবে গড়ে উঠেছিল সেই অনুপাতে ম্যাচটি সুন্দর হতে পারেনি। যেহেতু ম্যাচটি ডিস্ট্র‍্যাকশনের কারণে ডিন হারে তাই বলার অপেক্ষা রাখে না যে, ম্যাচটি কমপক্ষে আরো একটি পিপিভি পর্যন্ত গড়াবে। তাদের ফিউডে বিনোদনের কোনো কমতি হয় নি, তাই ফিউডটিকে পূর্বের ন্যায় আগালে দর্শকরা পজিটিভভাবেই গ্রহণ করবে। 

♦ Winner :- Miz
★ Rating :- 2.5*


•• Roman Reigns বনাম, Braun Strowman [Ambulance Match]

হেভিওয়েট দুজন রেসলারের এই ফিউডটা আমি বেশ উপভোগ করতেছি। তাদের দুজনের রিং কেমিস্ট্রিও প্রশংসার দাবিদার। একজন আরেকজনের সাথে মিলে দারুণ রিংওয়ার্ক প্রদর্শন করছে। আজকের ম্যাচটিও এর ব্যতিক্রম ছিল না। বলতেই হয়, এতে বুকিংয়ের বড় একটা প্রভাব রয়েছে। ম্যাচের মাঝে স্ট্রোম্যানকে দেয়া রোমানের চেয়ারশট এবং শটের পর স্ট্রোম্যানের রিয়্যাকশন ছিল দেখার মত। রিং পোস্টে একে অপরকে আঘাত, স্ট্রোম্যানকে দেয়া রোমানের বেশ কিছু চেয়ারশট, স্ট্রোম্যানকে ইউজ করে LED দেয়াল ভেঙ্গে ফেলা, ব্রল, LED লাইট দিয়ে স্ট্রোম্যানকে হিট, অ্যাম্বুলেন্সে নেয়া রোমানের বাম্পগুলো ছিল ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত। শেষের দিকে অ্যাম্বুলেন্সের দরজার সামনে দাঁড়িয়ে থাকা স্ট্রোম্যানকে স্পিয়ার দিতে গেলে স্ট্রোম্যান সরে যায় এবং রোমান গিয়ে অ্যাম্বুলেন্সে আছড়ে পড়ে। আর এই সুযোগে স্ট্রোম্যান অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দিয়ে ম্যাচে জয় তুলে নেয়। 

♦ Winner :- Braun Strowman
★ Rating :- 4*

ম্যাচশেষে রোমান অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে আসে এবং স্ট্রোম্যানকে মারাত্মকভাবে আক্রমণ করে। স্ট্রোম্যানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ব্যাকস্টেজে যায় এবং পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ ঘটায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে অ্যাম্বুলেন্স চিড়ে স্ট্রোম্যানকে বের করে আনে এবং তাকে মারাত্মকভাবে আহত দেখা যায়।
বলার অপেক্ষা রাখে না, রক্ত এবং আঘাত ছিল পুরোপুরি ফেইক। অন্ততপক্ষে আমার কাছে তাই মনে হয়েছে। 

আর বলতেই হয়, ম্যাচটিতে রোমানের পারফরমেন্স বেশ ভাল ছিল। রিং স্কিলের ভাল উন্নতি হয়েছে তার যা অবশ্যই নবাগতদের জন্য ঈর্ষণীয় ব্যাপার। তবে যত যাই করুক, দর্শকরা তাকে পজিটিভভাবে গ্রহণ করছে না :V এবং সুদূর ভবিষ্যতেও করবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষাই আমাদের একমাত্র রাস্তা ।


•• Brock Lesnar বনাম, Samoa Joe [Universal Championship]

ম্যাচ শুরু হওয়ার আগেই The Beast Incarnate Brock Lesnar কে আক্রমণ করে সামোয়া জো। লেসনারকে রিংসাইডে নিয়ে মারতে থাকে এবং অ্যানাউন্স টেবিলে মারাত্মক একটি স্ল্যাম মারে সে। লেসনারকে তখন পুরোপুরিভাবে অসহায় লাগে আমার কাছে ।

যাই হোক, অবশেষে ম্যাচ শুরু হয় এবং উভয়েই ম্যাচে মোমেন্টাম অর্জনের চেষ্টা করে। লেসনার জো কে কয়েকটি সুপ্লেক্স মারে এবং জো বারবার ফাইট ব্যাক করে লেসনারকে Coquina Clutch দিয়ে পরাভূত করার চেষ্টা করে। কিন্তু শেষে মাত্র একটি F-5 প্রয়োগ করেই জয় তুলে নেয় লেসনার। 


ম্যাচটা যেরকম প্রতিপত্তির সাথে শুরু হয় শেষে ঠিক এর বিপরীত ঘটনা দেখা যায়। ম্যাচটা আরো মিনিট পাঁচেক গড়ালে ভাল হত। ম্যাচের ফিনিশিং ছিল মারাত্মক রকমের বাজে। সামোয়া জো এর মত একজন ধ্বংসাত্মক গিমিকধারী ব্যক্তিকে মাত্র একটি F-5 এ হারানো তার মোমেন্টামের জন্য মোটেই পজিটিভ নয়। এমন ফিনিশিংয়ের জন্য ক্রিয়েটিভ প্যানেল ব্যাপক সমালোচিত হয়েছে। যাই হোক, ম্যাচশেষে লেসনার নাকি ব্যাকস্টেজে, জো এর বেশ প্রশংসা করেছে। তাই আশা করতেই পারি যে, সামারস্ল্যামেও আমরা সামোয়া জো কে ইউনিভার্স টাইটেলের জন্য ফাইট করতে দেখতে পারি। 

♦ Winner :- Brock Lesnar
★ Rating :- 3.5* 

এই ছিল আজকের পিপিভি নিয়ে আমার রিভিউ। আশা করি সবার ভাল লেগেছে। আর ম্যাচগুলো নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ^_^

[বিদ্রঃ রেটিংগুলো নেহাতি আমার ব্যক্তিগত মতামত, অফিসিয়াল রেটিং নয়]

• লেখকঃ RuthlessKing®