আপনাদের বিভিন্ন পোষ্টে বিভিন্ন সময় কিছু দেওয়ার আশা করি, এমন কিছু যা শুধুই পড়ে উপকৃত হবেন, বরাবরেই ব্যার্থ হয় ভালো কিছু দিতে। তবুও চেষ্টা করি দেওয়ার জন্য। তেমনি আজ কিছু দেওয়ার ক্ষুদ্র একটি প্রয়াস।
আজকে আমি না WWE নিয়ে আলোচনা করবো না NJPW, LUCHA নিয়ে আলোচনা করব, আজকে আমি আলোচনা করব কিছু প্রাচীন এবং বর্তমান সময়ে সেইসব প্রাচীন রেস্লিং স্টাইল থেকে ব্যাবহ্রত কিছু রেস্লিং স্টাইল নিয়ে, সাথে Ancient Olympic wrestling Events অর্থাৎ প্রাচীন কিছু রেস্লিং ইভেন্ট যেগুলো সামার অলিম্পিক,উইন্টার অলিম্পিকে ছিলো। তো শুরু করা যাক,
♦ Amateur Wrestling Style :
Amateur Wrestling style হলো বর্তমান সময়ের সবচেয়ে বেশী ব্যাবহ্রত এবং জনপ্রিয় একটি রেস্লিং স্টাইল, যদিও এর আবির্ভাব আরো আগে ঘটেছে। এটি অলিম্পিক ইভেন্টেও অন্তর্ভুক্ত ছিলো UWW(United Wrestling World) এর তত্বাবধায়নে। এটি একটি রেস্লিং স্টাইল, এটি গ্রিকো রেস্লিং স্টাইলের সাথেও সামঞ্জস্যপুর্ন। ফ্রী হ্যান্ড রেস্লিং স্টাইলটি মুলত USA তে বেশী ব্যাবহ্রত হয়, স্কুল,কলেজ,হাউজ শো,লোকাল শো,ইন্টারন্যাল শোতে এই স্টাইলটি ব্যাবহ্রত হয়।
এটি সামার অলিম্পিকের অন্তর্ভুক্ত ছিলো তবে এখন নেই। ২০১৩ সালের ফেব্রুয়ারীতে IOC রেস্লিং ইভেন্ট বাতিলের পক্ষে ভোট করে ২০২০ সালের সামার অলিম্পিক থেকে, কিন্তু জনপ্রিয়তা আর দর্শক চাহিদার কথা মাথায় রেখে সামার অলিম্পিক ২০২০ এ এই ইভেন্ট টি চালু থাকবে বলে জানিয়েছে। তার মানে এটি বাতিল হচ্ছে না।
♦ Catch Wrestling Style :
ক্যাচ রেস্লিং অত্যন্ত প্রাচীন সবচেয়ে বড়শড় একটী গ্রেপলিন স্টাইল, ১৮৭১ সালে ব্রিটিশ সারকিয়াতে J. G. Chambers দ্বারাআবিষ্কৃত আর ডেভলোপ হয়। দুঃখের বিষয় এই যে যখন ব্যাপারটা J.G Chambers তুলে ধরলেও কেও তেমন গ্রাহ্য করেনি। এর ২ থেকে ৩ বছর পর ব্যাপারটা সবাই নজরে আনেন, আর ধীরে ধীরে জনপ্রিয়তা পায়।
বর্তমান জেনেরেশনের রেস্লাররা কোন না কোন ভাবে ক্যাচ রেস্লিং এ ছিলেন। Submission Specialist,GrappleSpecialist,ProWrestler,MMA Wrestler সবাই ক্যাচ রেস্লিং এ নিজেদের কোন না কোন ভাবে জড়িয়েছেন, ট্রেইনিং এ। আর রেস্লিং এর ব্যসিক বা মুল হিসেবে সবার শুরুই হয় ক্যাচ+ফ্রী স্টাইল রেস্লিং কে ঘিরে।
ক্যাচ রেস্লিং কে ব্রিটিশরা Catch as Catch Can বলেও অভিবিত করে। এর পিছনের কারন হলো এই রেস্লিং এর মুল হলো ‘ধরা’। জ্বি অনেকটা বলি খেলার মত, যেখানে পারো আকড়ে ধরে রাখো এমনটাই প্রকাশ করে এই রেস্লিং স্টাইলটি। এই স্টাইলের ম্যাচের নিয়ম হলো প্রতিপক্ষকে পিনিং বা সাবমিশনে হারানো। জ্বি মর্ডান রেস্লিং এর নিয়ম। কিন্তু প্রকৃতপক্ষে ক্যাচ থেকেই মর্ডান রেস্লিং এর এই রুলস। ক্যাচ রেস্লিং আর রেস্লাররা সবসময় ডিসিপ্লিনের উপর চলে। তাই এটিকে ভদ্রলোকের মারামারিও বলা যায়।
♦ Greeko Roman Wresling Style :
ক্যাচ রেস্লিং এর মতোই তবে একটি মেইন টার্মে পার্থক্য আছে সেটা হলো ক্যাচ রেস্লিং এ সব জায়গায় ধরাটা লিগ্যাল হলেও গ্রিকো রোমান্স রেস্লিং এ শুধু Waist বা কোমরে ধরার নিয়ম আছে। এটি সর্বপ্রথম ১৮৯৬ সালের সামার অলিম্পিকে অনুষ্ঠিত হয় এবং ১৯০৮ এর আগ পর্যন্ত চলেছে। এটিও সর্বক্ষেত্রে ব্যাবহার করা হয়। ২,৩ মিনিটের ম্যাচ হয়, ম্যাচে পিন ফল বা সাবমিশন দ্বারা জিতা যায় তবে শুধুই কোমরে ধরে। কোমর ছাড়া অন্য কোন জায়গায় ধরা যাবে না, এই জন্য এই স্টাইলটি ফ্রী স্টাইলে পড়ে না। গ্রিকো রেস্লারদের যেভাবেই হোক অপনেন্ট কে পা বা ঘাড়ের সাহায্যে(হাত দুইটা কোমরে) মাটিতে ফেলতে হবে, এবং পা উপুড় অবস্থায় পিন করতে হবে। শুধু এটাই না তার শোল্ডার যতক্ষন না মাটীতে পড়ছে ততক্ষন কোনক্রমেই রেস্লারটি তার পা শুন্যে আনতে পারবে না, মানে পা মাটিতেই থাকতে হবে। এবার বুঝুন ব্যাপারটা কতটূকুজটিল
♦ Ancient Wrestling Events in Olympic :
অলিম্পিক হলো সকল ক্রীড়ার আসর, এখানে সবধরনের খেলারি ইভেন্ট থাকে, কিছু কিছুর তো নামও জানি না :3 সে যাইহোক, অন্যান্য সব খেলার মত রেস্লিং ও একটি খেলা, তাই এটা বাদ যাবে কিভাবে? এখন পর্যন্ত অলিম্পিকে হওয়া রেস্লিং ইভেন্টগুলো তুলে ধরব।
খুব বেশী না, উপরেই উল্লেখ করেছি ১৮৯৬ সাঁল থেকে গ্রিকো রোমান রেস্লিং অলিম্পিকে ছিলো, ১৯০৮ সালের আগ পর্যন্ত ছিলো তবে ফ্রি স্টাইল রেস্লিং কে অফিশিয়ালি এড করা হয় অলিম্পিকে ১৯০৪ সালে, এবং তখন চলমান রেস্লিং ইভেন্ট ছিলো ক্যাচ রেস্লিং এবং গ্রিকো রোমান রেস্লিং। এবং ফ্রি স্টাইল vs নন ফ্রী স্টাইলের যুদ্ধ চলত- Catch Wresting vs Greeko Romans Wrestling
আজ এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। 😇
• লেখকঃ Mohammad Shagor Islam