WWE এর তরফ থেকে ফ্যানদের উদ্দেশ্যে দেয়া গ্রীষ্মকালীন পার্টি ই হচ্ছে Summerslam আয়োজন এর দিক থেকে এটি WWE এর ২য় বৃহত্তম পিপিভি ও এটি WWE এর অন্যতম সুপারকার্ড ও ক্লাসিক একটি পিপিভি। WrestleMania, Survivor Series ও Royal Rumble পিপিভি গুলির সাফল্যের পর Vince McMahon এই Summerslam পিপিভি চালু করেন। এবং কালেক্রমে এই পিপিভি টি দর্শক জনপ্রিয়তা অর্জন করে যার ফলে WrestleMania এর পরবর্তীতে এটি ই ২য় সর্বোচ্চ আকর্ষনীয় পিপিভি । আজকে আমার এই পোস্টে Summerslam পিপিভি এর বিভিন্ন জানা-অজানা তথ্য, পরিসংখ্যান ও Summerslam রিলেটেড বেশ কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক,
• USA তে আগস্ট মাসেই তাপমাত্রা একটু বেশি থাকে, আর তাই গ্রীষ্মের এই মাসেই সর্বদা Summerslam পিপিভি টি অনুষ্টিত হয়। প্রথমবারের মতন Summerslam অনুষ্টিত হয়েছিল ১৯৮৮ সালের ২৯ আগস্টে, এবং তা অনুষ্টিত হয়েছিলো প্রো-রেসলিংয়ের অন্যতম জনপ্রিয় স্থান Madison Square Garden(MSG) এ। যেহেতু পিপিভি টি নতুন সেহেতু Vince Mcmahon এই পিপিভি কে জমিয়ে তুলার জন্য পিপিভির মেইন ইভেন্টে কোম্পানির ৪ জন মেগাস্টার কে দিয়েই মেইন ইভেন্ট করালেন। উদ্বোধনী পিপিভি এর মেইন ইভেন্ট ম্যাচে Randy Savage ও Hulk Hogan হারান Ted Dibiase ও Andre The Giant কে। উদ্বোধনী এই পিপিভি তে প্রায় ২০,০০০ দর্শক উপস্থিত ছিলেন। 

• এ পর্যন্ত Summerslam পিপিভি টি USA এর ১৩ টি ভিন্ন প্রদেশে অনুষ্টিত হয়েছে, এবং তা UK ও Canada তে ও একবার করে অনুষ্টিত হয়েছিলো। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত টানা ৬ বছর Summerslam অনুষ্টিত হয়েছিলো Los Angels এর Staples Centre এরিনায়। এবং ২০১৫,২০১৬ সালে তা অনুষ্টিত হয়েছে Brooklyn এর Barclays Centre এরিনায়। উল্লেখ্য যে, একই এরিনায় এবারের Summerslam পিপিভি ও অনুষ্টিত হবে। 

• এ পর্যন্ত Summerslam এ সর্বোচ্চ দর্শকের রেকর্ড হচ্ছে ৮০ হাজার ৩৫৫ জন। ১৯৯২ সালে London এর Wembley স্ট্যাডিয়ামে অনুষ্টিত হওয়া পিপিভি তেই এই রেকর্ড গড়ে WWE পিপিভির ২৫ বছর হয়ে গেলেও আজ ও সেই রেকর্ড ভাঙতে পারেনি WWE!!

• WWE তে TLC ম্যাচের উদ্বোধন হয়েছিল ২০০০ সালের Summerslam পিপিভি তে। প্রথমবারের মতন অনুষ্টিত হওয়া ঐ ম্যাচটি তে তৎকালীন WWE এর সেরা ৩ টি টিম: Hardys, Edge & Christian ও Dudley Boyz রা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এবং, Edge ও Christian ই প্রথম TLC ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। 

• এ পর্যন্ত অনুষ্টিত হওয়া Summerslam এর ২৯ টি আসরের মধ্যে ১০ টি আসরের মেইন ইভেন্ট ই ছিল ট্যাগ টিম ম্যাচ। এছাড়াও এই ২৯ টি আসরের ১৪ টি আসরের মেইন ইভেন্ট ম্যাচ ই ছিল WWE Championship ম্যাচ। 

• Summerslam এ সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড The Undertaker এর। Summerslam এ "Deadman" খ্যাত Taker মোট ১৬ টি ম্যাচ খেলেছেন। ২য় স্থানে আছেন Cena, Edge ও Triple H তারা সবাই ১৩ টি ম্যাচ খেলেছেন। এবং, এবারের Summerslam এ Cena তার ১৪ তম ম্যাচটি খেলবেন। এছাড়াও Summerslam এ Cena এর টানা ১৩ টি ম্যাচ খেলার রেকর্ড আছে। 

• Summerslam এ সবচেয়ে বেশি মেইন ইভেন্ট করেছেন Cena!! এ পর্যন্ত তিনি ৬ টি মেইন ইভেন্ট করেছেন। ৫ টি মেইন ইভেন্ট নিয়ে ২য় স্থানে আছেন Brock Lesnar 

• Summerslam এ সবচেয়ে বেশি জয়ের রেকর্ড The Undertaker এর। Summerslam এ তিনি মোট ১০ টি ম্যাচ জিতেছেন। অপরদিকে, Jeff Hardy ও Booker T এ পর্যন্ত Summerslam এ কোনো ম্যাচ জয়ের স্বাদ পাননি। তারা দুজনেই Summerslam এ ৫ টি ম্যাচ খেলেছেন এবং সবগুলো ম্যাচ ই হেরেছেন। 

• Summerslam এ Hulk Hogan কোনো ম্যাচ ই হারেননি। Summerslam এ তার জয়ের স্ট্রিক হচ্ছে ৬-০। কিন্তু এর ঠিক উল্টো John Cena এর ক্ষেত্রে! কারণ, Summerslam এ Cena এর হারের স্ট্রিক হচ্ছে ০-৬ 😄 

• Big Show তার WWE ক্যারিয়ারের প্রথম ১২ বছর Summerslam এ অপরাজিত ছিলেন, তিনি তার প্রথম Summerslam ম্যাচ হেরেছিলেন ২০১২ সালে। উল্লেখ্য যে, তিনি Summerslam এ মাত্র ৬ টি ম্যাচ খেলেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে, ১৯৯৯ সালে WWE তে ডেবিউ করলে ও তিনি তার প্রথম Summerslam ম্যাচ খেলেন ২০০৬ সালে!! 

• Randy Orton ই একমাত্র রেসলার যিনি Summerslam এ সর্বোচ্চ ৩ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০০৪ সালের Summerslam এ মাত্র ২৪ বছর বয়সে Benoit কে হারিয়ে তিনি তার প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এছাড়াও, Summerslam এ পর্যন্ত তিনি ১১ টি ম্যাচ খেলে ৬ টি তে জয় পেয়েছেন ও বাকি ৫ টি ম্যাচে হেরেছেন। 

• Summerslam এ পর্যন্ত Cena মোট ১৩ টি ম্যাচ খেলে ৮ টি তেই হেরেছেন, ৪ টি তে জয় পেয়েছেন ও ১ টি ড্র হয়েছিল। এছাড়াও, এ পর্যন্ত Summerslam এ Cena কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি। 

• "Rated R Superstar" খ্যাত Edge, Summerslam এ খুবই সফল ছিলেন। Summerslam এ তার খেলা ১০ টি সিংগেলস ম্যাচের মধ্যে ৮ টি তেই জয় পেয়েছেন আর হেরেছেন মাত্র ২ টি ম্যাচ। 

• এ পর্যন্ত Summerslam এ অনুষ্টিত হওয়া সবচেয়ে দীর্ঘ ম্যাচ হচ্ছে ২০১০ সালের Team Cena Vs Team Nexus ম্যাচটি। 7 Vs 7 Elimination ক্যাটাগরির সেই ম্যাচটির স্থায়িত্ব ছিল ৩৫ মিনিট ১৬ সেকেন্ড। অপরদিকে, Summerslam ইতিহাসে সবচেয়ে স্বল্পদৈর্ঘের ম্যাচ হচ্ছে Christian Vs William Regal এর মধ্যকার ম্যাচ। ২০০৯ সালে অনুষ্টিত হওয়া সেই ম্যাচটির স্থায়িত্ব ছিল মাত্র ৮ সেকেন্ড!!! :O 

• Summerslam ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের মেইন ইভেন্ট ম্যাচ ও Team Cena Vs Team Nexus এর মধ্যকার ম্যাচটি। অপরদিকে সবচেয়ে স্বল্প সময়ের মেইন ইভেন্ট ম্যাচ হচ্ছে The Undertaker Vs The Undertaker এর 'Imposter" ম্যাচটি। ১৯৯৪ সালে অনুষ্টিত হওয়া সেই ম্যাচটির স্থায়িত্ব ছিল ৮ মিনিট ৫৭ সেকেন্ড। 

• Summerslam ইতিহাসে প্রথমবারের মতন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হাত বদল হয়েছে ১৯৯৭ সালে, অর্থাৎ এর আগের ৯ টি আসরে কখনোও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হাতবদল হয়নি। ৯৭ সালের সেই Summerslam এ The Undertaker কে হারিয়ে WWF Championship জিতেছিলেন Bret Hart

• ২০১৪ সালের Summerslam ই একমাত্র Summerslam পিপিভি যাতে সবগুলো টাইটেল হাতবদল হয়েছে। অপরদিকে, ২০০৩ সালের Summerslam ই একমাত্র Summerslam পিপিভি যাতে কোনো টাইটেল হাতবদল হয়নি। 

• Summerslam এ, এ পর্যন্ত Intercontinental Championship টি মোট ১৪ বার হাতবদল হয়েছে যা কোনো সিংগেলস চ্যাম্পিয়নশিপ এর ক্ষেত্রে একটি রেকর্ড। শেষ বারের মতন ২০১৪ সালের Summerslam এ এই টাইটেল টি হাতবদল হয়েছিল। 

• এ পর্যন্ত Summerslam এ দুইজন রেসলার সফলভাবে MITB ক্যাশ-ইন করতে পেরেছেন, আর তারা হলেন Alberto Del Rio ও Randy Orton ২০১১ সালে CM Punk এর উপর ক্যাশ-ইন করে Del Rio, WWE চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এবং ২০১৩ সালে Bryan এর উপর ক্যাশ-ইন করে Orton, WWE চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। 

• Alberto Del Rio ই একমাত্র রেসলার যিনি Summerslam এর শুরু ও শেষের ম্যাচ খেলেছেন। ২০১১ সালের Summerslam এ তিনি কিক-অফ ম্যাচে একটি 6-Man Tag Team ম্যাচ খেলেছিলেন আবার ঠিক একই পিপিভির মেইন ইভেন্ট ম্যাচ শেষে Punk এর উপর ক্যাশ-ইন করে WWE চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। 

• ২০০২ সালের ব্রান্ড ড্রাফটের পর থেকে এ পর্যন্ত Summerslam এ SmackDown ব্রান্ডের মাত্র ৩ টি ম্যাচ ই মেইন ইভেন্ট করার সুযোগ পেয়েছে। ম্যাচগুলো হচ্ছে ২০০২ সালের Lesnar Vs Rock, ২০০৮ সালের Edge Vs Taker ও ২০০৯ সালের Jeff Vs Punk এর মধ্যকার ম্যাচ। 

• Lesnar ও Balor ই প্রো-রেসলিং ইতিহাসে সেই দুইজন রেসলার যারা তাদের Summerslam ডেবিউ ম্যাচেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০০২ সালে Lesnar, Rock কে হারিয়ে WWE Championship এবং ২০১৬ তে Balor, Rollins কে হারিয়ে Universal Championship জিতেছিলেন। 

Summerslam এ অনুষ্টিত হওয়া সেরা ১০ টি ম্যাচ (Personal Pick) :

★ Kurt Angle Vs Stone Cold, SS 2001
★ Brock Lesnar Vs The Rock, SS 2002
★ Daniel Bryan Vs John Cena, SS 2013
★ Shawn Michaels Vs Razor Ramon, SS 1995 
★ Cm Punk Vs Brock Lesnar, SS 2013
★ Undertaker Vs Edge, SS 2008
★ Shawn Michaels Vs Triple h, SS 2002 
★ Seth Rollins Vs John Cena, SS 2015
★ Bret Hart Vs Owen Hart, SS 1994
★ John Cena Vs AJ Styles, SS 2016 

• একটা সময় ছিল যখন Summerslam কে "Hogan Show" বলা হত Hulk Hogan এর লাগাতার মেইন ইভেন্টিং এর জন্য। কিন্তু বর্তমান সময়ে Summerslam কে "Lesnar's Show" বলেও উল্লেখ করা হয় 😄 উল্লেখ্য যে, আগামী ২১ আগস্টে অনুষ্টিত হতে যাওয়া Summerslam এর ৩০ তম আসরে Brock Lesnar, টানা চতুর্থ বারের মতন মেইন ইভেন্টিং করবেন। মূলত Brock এর লাগাতার মেইন ইভেন্টিং এর জন্য বর্তমানে অনেক রেসলিং বিশেষজ্ঞ রাই একে "Lesnar's Show" বলে আখ্যায়িত করেছেন 🙂
• লেখক ঃ Aamir Hamza Salman

সামারস্লাম -এর কিছু অজানা তথ্য।


WWE এর তরফ থেকে ফ্যানদের উদ্দেশ্যে দেয়া গ্রীষ্মকালীন পার্টি ই হচ্ছে Summerslam আয়োজন এর দিক থেকে এটি WWE এর ২য় বৃহত্তম পিপিভি ও এটি WWE এর অন্যতম সুপারকার্ড ও ক্লাসিক একটি পিপিভি। WrestleMania, Survivor Series ও Royal Rumble পিপিভি গুলির সাফল্যের পর Vince McMahon এই Summerslam পিপিভি চালু করেন। এবং কালেক্রমে এই পিপিভি টি দর্শক জনপ্রিয়তা অর্জন করে যার ফলে WrestleMania এর পরবর্তীতে এটি ই ২য় সর্বোচ্চ আকর্ষনীয় পিপিভি । আজকে আমার এই পোস্টে Summerslam পিপিভি এর বিভিন্ন জানা-অজানা তথ্য, পরিসংখ্যান ও Summerslam রিলেটেড বেশ কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক,
• USA তে আগস্ট মাসেই তাপমাত্রা একটু বেশি থাকে, আর তাই গ্রীষ্মের এই মাসেই সর্বদা Summerslam পিপিভি টি অনুষ্টিত হয়। প্রথমবারের মতন Summerslam অনুষ্টিত হয়েছিল ১৯৮৮ সালের ২৯ আগস্টে, এবং তা অনুষ্টিত হয়েছিলো প্রো-রেসলিংয়ের অন্যতম জনপ্রিয় স্থান Madison Square Garden(MSG) এ। যেহেতু পিপিভি টি নতুন সেহেতু Vince Mcmahon এই পিপিভি কে জমিয়ে তুলার জন্য পিপিভির মেইন ইভেন্টে কোম্পানির ৪ জন মেগাস্টার কে দিয়েই মেইন ইভেন্ট করালেন। উদ্বোধনী পিপিভি এর মেইন ইভেন্ট ম্যাচে Randy Savage ও Hulk Hogan হারান Ted Dibiase ও Andre The Giant কে। উদ্বোধনী এই পিপিভি তে প্রায় ২০,০০০ দর্শক উপস্থিত ছিলেন। 

• এ পর্যন্ত Summerslam পিপিভি টি USA এর ১৩ টি ভিন্ন প্রদেশে অনুষ্টিত হয়েছে, এবং তা UK ও Canada তে ও একবার করে অনুষ্টিত হয়েছিলো। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত টানা ৬ বছর Summerslam অনুষ্টিত হয়েছিলো Los Angels এর Staples Centre এরিনায়। এবং ২০১৫,২০১৬ সালে তা অনুষ্টিত হয়েছে Brooklyn এর Barclays Centre এরিনায়। উল্লেখ্য যে, একই এরিনায় এবারের Summerslam পিপিভি ও অনুষ্টিত হবে। 

• এ পর্যন্ত Summerslam এ সর্বোচ্চ দর্শকের রেকর্ড হচ্ছে ৮০ হাজার ৩৫৫ জন। ১৯৯২ সালে London এর Wembley স্ট্যাডিয়ামে অনুষ্টিত হওয়া পিপিভি তেই এই রেকর্ড গড়ে WWE পিপিভির ২৫ বছর হয়ে গেলেও আজ ও সেই রেকর্ড ভাঙতে পারেনি WWE!!

• WWE তে TLC ম্যাচের উদ্বোধন হয়েছিল ২০০০ সালের Summerslam পিপিভি তে। প্রথমবারের মতন অনুষ্টিত হওয়া ঐ ম্যাচটি তে তৎকালীন WWE এর সেরা ৩ টি টিম: Hardys, Edge & Christian ও Dudley Boyz রা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এবং, Edge ও Christian ই প্রথম TLC ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। 

• এ পর্যন্ত অনুষ্টিত হওয়া Summerslam এর ২৯ টি আসরের মধ্যে ১০ টি আসরের মেইন ইভেন্ট ই ছিল ট্যাগ টিম ম্যাচ। এছাড়াও এই ২৯ টি আসরের ১৪ টি আসরের মেইন ইভেন্ট ম্যাচ ই ছিল WWE Championship ম্যাচ। 

• Summerslam এ সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড The Undertaker এর। Summerslam এ "Deadman" খ্যাত Taker মোট ১৬ টি ম্যাচ খেলেছেন। ২য় স্থানে আছেন Cena, Edge ও Triple H তারা সবাই ১৩ টি ম্যাচ খেলেছেন। এবং, এবারের Summerslam এ Cena তার ১৪ তম ম্যাচটি খেলবেন। এছাড়াও Summerslam এ Cena এর টানা ১৩ টি ম্যাচ খেলার রেকর্ড আছে। 

• Summerslam এ সবচেয়ে বেশি মেইন ইভেন্ট করেছেন Cena!! এ পর্যন্ত তিনি ৬ টি মেইন ইভেন্ট করেছেন। ৫ টি মেইন ইভেন্ট নিয়ে ২য় স্থানে আছেন Brock Lesnar 

• Summerslam এ সবচেয়ে বেশি জয়ের রেকর্ড The Undertaker এর। Summerslam এ তিনি মোট ১০ টি ম্যাচ জিতেছেন। অপরদিকে, Jeff Hardy ও Booker T এ পর্যন্ত Summerslam এ কোনো ম্যাচ জয়ের স্বাদ পাননি। তারা দুজনেই Summerslam এ ৫ টি ম্যাচ খেলেছেন এবং সবগুলো ম্যাচ ই হেরেছেন। 

• Summerslam এ Hulk Hogan কোনো ম্যাচ ই হারেননি। Summerslam এ তার জয়ের স্ট্রিক হচ্ছে ৬-০। কিন্তু এর ঠিক উল্টো John Cena এর ক্ষেত্রে! কারণ, Summerslam এ Cena এর হারের স্ট্রিক হচ্ছে ০-৬ 😄 

• Big Show তার WWE ক্যারিয়ারের প্রথম ১২ বছর Summerslam এ অপরাজিত ছিলেন, তিনি তার প্রথম Summerslam ম্যাচ হেরেছিলেন ২০১২ সালে। উল্লেখ্য যে, তিনি Summerslam এ মাত্র ৬ টি ম্যাচ খেলেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে, ১৯৯৯ সালে WWE তে ডেবিউ করলে ও তিনি তার প্রথম Summerslam ম্যাচ খেলেন ২০০৬ সালে!! 

• Randy Orton ই একমাত্র রেসলার যিনি Summerslam এ সর্বোচ্চ ৩ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০০৪ সালের Summerslam এ মাত্র ২৪ বছর বয়সে Benoit কে হারিয়ে তিনি তার প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এছাড়াও, Summerslam এ পর্যন্ত তিনি ১১ টি ম্যাচ খেলে ৬ টি তে জয় পেয়েছেন ও বাকি ৫ টি ম্যাচে হেরেছেন। 

• Summerslam এ পর্যন্ত Cena মোট ১৩ টি ম্যাচ খেলে ৮ টি তেই হেরেছেন, ৪ টি তে জয় পেয়েছেন ও ১ টি ড্র হয়েছিল। এছাড়াও, এ পর্যন্ত Summerslam এ Cena কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি। 

• "Rated R Superstar" খ্যাত Edge, Summerslam এ খুবই সফল ছিলেন। Summerslam এ তার খেলা ১০ টি সিংগেলস ম্যাচের মধ্যে ৮ টি তেই জয় পেয়েছেন আর হেরেছেন মাত্র ২ টি ম্যাচ। 

• এ পর্যন্ত Summerslam এ অনুষ্টিত হওয়া সবচেয়ে দীর্ঘ ম্যাচ হচ্ছে ২০১০ সালের Team Cena Vs Team Nexus ম্যাচটি। 7 Vs 7 Elimination ক্যাটাগরির সেই ম্যাচটির স্থায়িত্ব ছিল ৩৫ মিনিট ১৬ সেকেন্ড। অপরদিকে, Summerslam ইতিহাসে সবচেয়ে স্বল্পদৈর্ঘের ম্যাচ হচ্ছে Christian Vs William Regal এর মধ্যকার ম্যাচ। ২০০৯ সালে অনুষ্টিত হওয়া সেই ম্যাচটির স্থায়িত্ব ছিল মাত্র ৮ সেকেন্ড!!! :O 

• Summerslam ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের মেইন ইভেন্ট ম্যাচ ও Team Cena Vs Team Nexus এর মধ্যকার ম্যাচটি। অপরদিকে সবচেয়ে স্বল্প সময়ের মেইন ইভেন্ট ম্যাচ হচ্ছে The Undertaker Vs The Undertaker এর 'Imposter" ম্যাচটি। ১৯৯৪ সালে অনুষ্টিত হওয়া সেই ম্যাচটির স্থায়িত্ব ছিল ৮ মিনিট ৫৭ সেকেন্ড। 

• Summerslam ইতিহাসে প্রথমবারের মতন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হাত বদল হয়েছে ১৯৯৭ সালে, অর্থাৎ এর আগের ৯ টি আসরে কখনোও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হাতবদল হয়নি। ৯৭ সালের সেই Summerslam এ The Undertaker কে হারিয়ে WWF Championship জিতেছিলেন Bret Hart

• ২০১৪ সালের Summerslam ই একমাত্র Summerslam পিপিভি যাতে সবগুলো টাইটেল হাতবদল হয়েছে। অপরদিকে, ২০০৩ সালের Summerslam ই একমাত্র Summerslam পিপিভি যাতে কোনো টাইটেল হাতবদল হয়নি। 

• Summerslam এ, এ পর্যন্ত Intercontinental Championship টি মোট ১৪ বার হাতবদল হয়েছে যা কোনো সিংগেলস চ্যাম্পিয়নশিপ এর ক্ষেত্রে একটি রেকর্ড। শেষ বারের মতন ২০১৪ সালের Summerslam এ এই টাইটেল টি হাতবদল হয়েছিল। 

• এ পর্যন্ত Summerslam এ দুইজন রেসলার সফলভাবে MITB ক্যাশ-ইন করতে পেরেছেন, আর তারা হলেন Alberto Del Rio ও Randy Orton ২০১১ সালে CM Punk এর উপর ক্যাশ-ইন করে Del Rio, WWE চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এবং ২০১৩ সালে Bryan এর উপর ক্যাশ-ইন করে Orton, WWE চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। 

• Alberto Del Rio ই একমাত্র রেসলার যিনি Summerslam এর শুরু ও শেষের ম্যাচ খেলেছেন। ২০১১ সালের Summerslam এ তিনি কিক-অফ ম্যাচে একটি 6-Man Tag Team ম্যাচ খেলেছিলেন আবার ঠিক একই পিপিভির মেইন ইভেন্ট ম্যাচ শেষে Punk এর উপর ক্যাশ-ইন করে WWE চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। 

• ২০০২ সালের ব্রান্ড ড্রাফটের পর থেকে এ পর্যন্ত Summerslam এ SmackDown ব্রান্ডের মাত্র ৩ টি ম্যাচ ই মেইন ইভেন্ট করার সুযোগ পেয়েছে। ম্যাচগুলো হচ্ছে ২০০২ সালের Lesnar Vs Rock, ২০০৮ সালের Edge Vs Taker ও ২০০৯ সালের Jeff Vs Punk এর মধ্যকার ম্যাচ। 

• Lesnar ও Balor ই প্রো-রেসলিং ইতিহাসে সেই দুইজন রেসলার যারা তাদের Summerslam ডেবিউ ম্যাচেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০০২ সালে Lesnar, Rock কে হারিয়ে WWE Championship এবং ২০১৬ তে Balor, Rollins কে হারিয়ে Universal Championship জিতেছিলেন। 

Summerslam এ অনুষ্টিত হওয়া সেরা ১০ টি ম্যাচ (Personal Pick) :

★ Kurt Angle Vs Stone Cold, SS 2001
★ Brock Lesnar Vs The Rock, SS 2002
★ Daniel Bryan Vs John Cena, SS 2013
★ Shawn Michaels Vs Razor Ramon, SS 1995 
★ Cm Punk Vs Brock Lesnar, SS 2013
★ Undertaker Vs Edge, SS 2008
★ Shawn Michaels Vs Triple h, SS 2002 
★ Seth Rollins Vs John Cena, SS 2015
★ Bret Hart Vs Owen Hart, SS 1994
★ John Cena Vs AJ Styles, SS 2016 

• একটা সময় ছিল যখন Summerslam কে "Hogan Show" বলা হত Hulk Hogan এর লাগাতার মেইন ইভেন্টিং এর জন্য। কিন্তু বর্তমান সময়ে Summerslam কে "Lesnar's Show" বলেও উল্লেখ করা হয় 😄 উল্লেখ্য যে, আগামী ২১ আগস্টে অনুষ্টিত হতে যাওয়া Summerslam এর ৩০ তম আসরে Brock Lesnar, টানা চতুর্থ বারের মতন মেইন ইভেন্টিং করবেন। মূলত Brock এর লাগাতার মেইন ইভেন্টিং এর জন্য বর্তমানে অনেক রেসলিং বিশেষজ্ঞ রাই একে "Lesnar's Show" বলে আখ্যায়িত করেছেন 🙂
• লেখক ঃ Aamir Hamza Salman