আজ থেকে ৭২ বছর আগে ১৯৪৫ সালের ২৪ই আগস্ট জন্মগ্রহণ করেন WWE এর চেয়ারম্যান Vincent Kenedy Mcmahon। আজ তিনি ৭২ বছরে পা দিলেন।আসলে আমরা তার যতই সমালোচনা করিনা কেন, আমরা মানতে বাধ্য যে তিনি না থাকলে আজ আমরা WWE পেতাম না।
Vincent Kennedy Mcmahon, যাকে আমরা Vince Mcmahon নামেই ভালো চিনি, তিনিই হলেন আমাদের সবার প্রিয় WWE এর বর্তমান CEO। ১৯৪৫ সালের ২৪শে আগস্ট তথা আজকের দিনে তিনি যদি জন্মগ্রহণ না করতেন তাহলে যে আমরা কত কিছু মিস করতাম তা ভাবতেই অবাক লাগে। আরও ভালোভাবে বলতে গেলে তিনিই The Rock, Stone Cold Steve Austin এর মত শত শত ট্যালেন্টকে পুশ দেয়ার পিছনের নিরলস কর্মী।
Vince Mcmahon Sr বা Vince এর বাবা রেসলিং কম্পানি চালাত ঠিকই, কিন্তু সেটি কোনো দিক দিয়েই বেস্ট ছিল না, আর ভিন্সের মত Bussiness man's mind ছাড়া সেই কম্পানিটিকে আজকের WWE তে পরিণত করাটা ছিল অসম্ভব। তবে অসম্ভবকে সম্ভব করাটাই যে ভিন্সের কাজ তা তিনি কাণায় গণ্ডায় প্রুভ করে দেখিয়ে দিয়েছেন এবং ফলাফল আমাদের সকলের সামনে, WWE এখন শুধু আমেরিকায়ই না, বরং সারা বিশ্বেই অপ্রতিরোদ্ধ। তাদের সাথে প্রতিযোগিতা করার মত রসদও কারোর মজুদ নেই বললেই চলে।
এত কিছু বলার পর অনেকেই হয়ত অনেকেই আমাকে ভিন্সের ফ্যান, আরেকটু শুদ্ধ ভাবে বললে এস কিসার মনে করতে পারেন। কিন্তু আমি ভিন্সের ফ্যান বা হেটার কিছুই না, কিন্তু তার অবদানের জন্য তাকে রেস্পেক্ট না করেও থাকতে পারি না। তাই আজ আপনাদের সামনে তুলে ধরব ভিন্সের এমন কিছু তথ্য, যা হয়ত অনেকেই জানেন কিন্তু কখনও তেমন আলোকপাত করেন না। তাহলে আসুন শুরু করা যাক!
♦ ভিন্স World Bodybuilding Federation প্রতিষ্ঠা করেছিলেন ঃ
অনেকেই হয়ত XFL কে ভিন্সের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করলেও তার সবচেয়ে বড় ব্যর্থতাটি ছিল WBF বা World Bodybuilding Federation। তখনকার টপ বডিবিল্ডিং কম্পানি IFBB (International Federation of Body Builders) এর বিপক্ষে প্রতিযোগিতা করার জন্যই ভিন্স ১৯৯০ সালে উক্ত কম্পানিটি প্রতিষ্ঠা করে। এরপর তিনি তখনকার টপ বডিবিল্ডার, Tom Platz কে ডিরেকটর হিসেবে সাইন করেন। উল্লেখ্য যে, উক্ত সাইনিং এ Tom কে দেয়া প্রাইজ মানিটি ছিল বডিবিল্ডিং ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও তিনি আরও ১৩ জনকে কম্পিটেটর হিসেবে সাইন করেন। এরপর তিনি সবাইকে অবাক করে তিনি উক্ত কম্পানির সাথে WWE এর ফ্যামিলি ফিউড শুরু করেন, এমনকি WBF এর পিপিভি প্রমোট করার জন্য তিনি WWE সুপারস্টারদের সাথে তাদের ম্যাচও করান। ১৯৯১ এ অনুষ্ঠিত প্রথম পিপিভিটি ঠিকঠাকভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় পিপিভিটি খুব বাজে ভাবে ফ্লপ খায় এবং ভিন্সকে কম্পানিটি বন্ধ করতে বাধ্য করে। এটিই ছিল ভিন্সের স্মরণকালের সবচেয়ে বড় লস। তবে মনে রাখবেন, "ব্যর্থতাই সাফল্যের চাবি কাঠি!" ভিন্স বারবার ব্যর্থ হলেও হার মানেননি, আর সেই সকল ভুল থেকে শিক্ষা নিয়েই আজ তিনি মোস্ট ডেকোরেটেড রেসলিং প্রমোশন অফ অল টাইমের মালিক!
♦ তিনি জেলে যাওয়ার পর্যায়ে পৌঁছেছিলেন ঃ
৯০ এর দশকের গোড়ার দিকে স্টেরয়েড স্কেন্ডেল ভিন্সকে খুব বাজে ভাবে হেরেসমেন্টের শিকার বানিয়েছিল। অনেকেই হয়ত জানলেও জানতে পারেন, স্টেরয়েড এক ধরণের ড্রাগ যা আমেরিকান সরকার দ্বারা ১৯৮৮ সালেই ব্যান্ড করা হয়েছিল। তবে এর কিছু বছর পর ১৯৯২ সালে তখনকার এক WWE সুপারস্টার Nailz, কেইস করে যে ভিন্স সকল রেসলারকে জোরপূর্বক উক্ত স্টেরয়েড ড্রাগ সেবনে বাধ্য করছে, যা সম্পূর্ণ রূপে বেআইনী এবং দণ্ডণীয় শাস্তির যোগ্য! সেবার ভিন্স খুব বাজে ভাবে আইনের যাতাকলে ফাসলেও সে যাত্রায় তাকে যিনি রক্ষা করেন, তিনি আর কেউ নন, বরং আমাদের সকলের পরিচিত Hulk Hogan তিনি বলেন যে ভিন্স কখনই রেসলারদেরকে স্টেরয়েড বিতরণ করেননি। পরবর্তীতে জানা যায়, Neilz এর ভিন্সের উপর দায়ের করা অভিযোগ গুলো মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই না, এগুলো তিনি ঘৃণা বা হিংসার কারণে করেছিল।
♦ Business Administration -এ ডিগ্রি আছে ভিন্স এর ঃ
সবাই তো জানেন ভিন্স একজন পাকা বিজনেসম্যান কিন্তু অনেকেই হয়ত জানেন না যে তিনি East Carolina University থেকে বিজনেস এডমিনিস্ট্রেশনের উপর Degree নিয়েছেন। এরপর তিনি তার বাবার প্রমোশনের ইনচার্জ হিসেবে দায়িত্ব পান Maine এর একটি রেসলিং টেরিটোরির। সেখান থেকেই তার শুরু, এর পর থেকেই তার ধীরে ধীরে বিশ্বকে তাক লাগানোর যাত্রা অব্যাহত থাকে।
♦ তিনি বর্তমানে আর বিলিওনেয়ার নন ঃ
USA এর বিলিওনিয়ারদের লিস্টটা মোটেও ছোট না। তবে সেই লিস্টে যে Vince Mcmahon এর নাম নেই তা সত্য। তিনি এখন আর বিলিওনেয়ার নন। তবে ২০১৪ সালের মার্চ মাসের দিকে ব্যবসা এতটাই ভাল চলছিল যে কম্পানির স্টক ৮৯% বেড়ে গিয়েছিল, আর তখন তার নেট আয় ছিল প্রায় ১৬ বিলিওন মার্কিন ডলার! তবে এটিই প্রথমবার ছিল না যে তার পাশে বিলিওনেয়ারের উপাধি যুক্ত হয়েছিল। এর আগেও তিনি বেশ কয়েকবার বিলিওনেয়ার হলেও, এটিই যে ছিল এখন পর্যন্ত তার শেষবারের মত বিলিওনেয়ার হওয়া, তা বললে মোটেও ভুল হবে না। সাম্প্রতিককালে এন্ট্রেন্সের সময় ঐতিহ্যবাহী পাইরো ফুটানো বন্ধ করা, হঠাৎ করে "Talking Smack" বন্ধ করে দেয়া, এসবই ছিল বাজেট বাঁচানোর ছোটখাটো প্রচেষ্টা। আর সম্প্রতি একটি জরিপ বলছে যে বর্তমানে Vince ৭৫০ মিলিওন মার্কিন ডলারের মালিক। উল্লেখ্য যে, একটি রেসলিং কম্পানি চালানোর জন্য এটিও কোনো দিক থেকেই ছোটখাটো এমাউন্ট নয়।
♦ ভিন্সের কিছু কৃতিত্ব ঃ
প্রো-রেসলিংকে আন্তর্জাতিক লেভেলে পৌছাতে যার অবদান সবচেয়ে বেশি তিনি এই ভিন্স! শুধু একজন রেসলিং ব্যাবসায়ী হিসেবেই নয় বরং ভিন্স একজন বুকার হিসেবে ও শ্রেষ্ঠ। আর তার এই ঝলক WWE এর স্বর্ণযুগ এটিচিউড এরায় স্পষ্টভাবেই প্রতীয়মান হয়েছে। এটিচিউড এরায় তিনি টানা ৩ বছর সেরা রেসলিং প্রমোটার (১৯৯৮-২০০০) , ১৯৯৮ ও ৯৯ সালে সেরা বুকার এর খেতাব জিতেছিলেন। এছাড়াও তার সাথে Austin এর ফিউড, প্রো-রেসলিংয়ের সর্বকালের সেরা ফিউডের একটি। মূলত, এটিচিউড এরায় তিনি WWE কে অতি চতুরতার সহিত গাইড করতে পেরেছিলেন যার ফলে WWE, শুধু WCW কে হারায় ও নি বরং প্রো-রেসলিংয়ে একক আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। আর এক্ষেত্রে পর্দায় Austin-Rock রা যতটা কৃতিত্ব দেখিয়েছেন, পর্দার পেছনে থাকা ভিন্স ই ছিলেন মূল ডিরেক্টর।
বর্তমানে অনেককেই ভিন্সের কৃতিত্ব কে অস্বীকার করতে দেখা যায়, এবং সেই সব ব্যাক্তিবর্গের জন্য "Bluetooth দিয়ে SHAREit নিলা, পরবর্তীতে Bluetooth রেই ভুইলা গেলা" প্রবাদ টি ই যথোপযুক্ত। যে ভিন্সের মাধ্যমে আমরা প্রো-রেসলিং কে চিনতে পারলাম সেই ভিন্স কেই আজ আমরা তিরস্কার করি! বাহ কি অকৃতজ্ঞ এ জাতি!! যদি আমরা ছোটবেলায় WWE ই না দেখতাম, তাহলে কি আমরা NJPW, ROH কে চিনতে পারতাম? মোটেও নাহ, আগে আমরা প্রো-রেসলিং কে চিনেছি তারপর ই আমরা NJPW,ROH এর মতন প্রমোশনের ফ্যান হয়েছি। আর প্রো-রেসলিং কেই চিনেছি WWE দেখার মাধ্যমে। আর এর ক্রেডিট অবশ্যই ভিন্স এর !
অনেকের ই মতে ভিন্স এখন WWE কে ঠিকমত চালাতে পারছে নাহ! কিন্তু কথা টা ভুল। কারণ, ভিন্স সবসময়েই কোম্পানির জন্য নিজের বেস্ট দিয়ে থাকে। এটিচিউড এরায় যেভাবে কোম্পানি কে ব্যাবসায়িক ভাবে সফল করেছিল, বর্তমান সময়ে ও সেই সফলতা ধরে রাখতে পেরেছে। তাই তো WWE, এখনো ও প্রো-রেসলিং নামক পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে অবস্থান করতেছে। হ্যা তবে এটা সত্য যে এটিচিউড এরায় WWE যতটা এন্টারটেইনিং ছিল বর্তমানে তেমন নয়। আর এর কারণ হচ্ছে সময় ও পরিস্থিতি। বর্তমান পিজি এরায় এটিচিউড এরার স্বাদ পাওয়াটা অসম্ভব। তাই এর মানে এটা নয় যে ভিন্স অসফল, বর্তমান পিজি এরায় ও সে WWE এর সফলতা কে এগিয়ে নিচ্ছে।ব্যাক্তি একজন ই ভিন্স, বর্তমান সময়ে শুধুমাত্র কোম্পানি চালানোর পন্থা টাই এটিচিউড এরা হতে ভিন্ন। বুকার ও প্রমোটার হিসেবে ভিন্স এখনোও একজন সফল ব্যাক্তিত্ব।
♦ ভিন্সের কিছু কৃতিত্ব ঃ
প্রো-রেসলিংকে আন্তর্জাতিক লেভেলে পৌছাতে যার অবদান সবচেয়ে বেশি তিনি এই ভিন্স! শুধু একজন রেসলিং ব্যাবসায়ী হিসেবেই নয় বরং ভিন্স একজন বুকার হিসেবে ও শ্রেষ্ঠ। আর তার এই ঝলক WWE এর স্বর্ণযুগ এটিচিউড এরায় স্পষ্টভাবেই প্রতীয়মান হয়েছে। এটিচিউড এরায় তিনি টানা ৩ বছর সেরা রেসলিং প্রমোটার (১৯৯৮-২০০০) , ১৯৯৮ ও ৯৯ সালে সেরা বুকার এর খেতাব জিতেছিলেন। এছাড়াও তার সাথে Austin এর ফিউড, প্রো-রেসলিংয়ের সর্বকালের সেরা ফিউডের একটি। মূলত, এটিচিউড এরায় তিনি WWE কে অতি চতুরতার সহিত গাইড করতে পেরেছিলেন যার ফলে WWE, শুধু WCW কে হারায় ও নি বরং প্রো-রেসলিংয়ে একক আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। আর এক্ষেত্রে পর্দায় Austin-Rock রা যতটা কৃতিত্ব দেখিয়েছেন, পর্দার পেছনে থাকা ভিন্স ই ছিলেন মূল ডিরেক্টর।
বর্তমানে অনেককেই ভিন্সের কৃতিত্ব কে অস্বীকার করতে দেখা যায়, এবং সেই সব ব্যাক্তিবর্গের জন্য "Bluetooth দিয়ে SHAREit নিলা, পরবর্তীতে Bluetooth রেই ভুইলা গেলা" প্রবাদ টি ই যথোপযুক্ত। যে ভিন্সের মাধ্যমে আমরা প্রো-রেসলিং কে চিনতে পারলাম সেই ভিন্স কেই আজ আমরা তিরস্কার করি! বাহ কি অকৃতজ্ঞ এ জাতি!! যদি আমরা ছোটবেলায় WWE ই না দেখতাম, তাহলে কি আমরা NJPW, ROH কে চিনতে পারতাম? মোটেও নাহ, আগে আমরা প্রো-রেসলিং কে চিনেছি তারপর ই আমরা NJPW,ROH এর মতন প্রমোশনের ফ্যান হয়েছি। আর প্রো-রেসলিং কেই চিনেছি WWE দেখার মাধ্যমে। আর এর ক্রেডিট অবশ্যই ভিন্স এর !
অনেকের ই মতে ভিন্স এখন WWE কে ঠিকমত চালাতে পারছে নাহ! কিন্তু কথা টা ভুল। কারণ, ভিন্স সবসময়েই কোম্পানির জন্য নিজের বেস্ট দিয়ে থাকে। এটিচিউড এরায় যেভাবে কোম্পানি কে ব্যাবসায়িক ভাবে সফল করেছিল, বর্তমান সময়ে ও সেই সফলতা ধরে রাখতে পেরেছে। তাই তো WWE, এখনো ও প্রো-রেসলিং নামক পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে অবস্থান করতেছে। হ্যা তবে এটা সত্য যে এটিচিউড এরায় WWE যতটা এন্টারটেইনিং ছিল বর্তমানে তেমন নয়। আর এর কারণ হচ্ছে সময় ও পরিস্থিতি। বর্তমান পিজি এরায় এটিচিউড এরার স্বাদ পাওয়াটা অসম্ভব। তাই এর মানে এটা নয় যে ভিন্স অসফল, বর্তমান পিজি এরায় ও সে WWE এর সফলতা কে এগিয়ে নিচ্ছে।ব্যাক্তি একজন ই ভিন্স, বর্তমান সময়ে শুধুমাত্র কোম্পানি চালানোর পন্থা টাই এটিচিউড এরা হতে ভিন্ন। বুকার ও প্রমোটার হিসেবে ভিন্স এখনোও একজন সফল ব্যাক্তিত্ব।
• ক্রেডিট ঃ Mir Labib, Aamir Hamza Salman