রেসলিং কমিউনিটি তে অনেক রেসলিং ফ্যানরা "Talent" ও "Skill" শব্দদ্বয়কে একত্রে মিশিয়ে গুলিয়ে ফেলে। উভয় শব্দের ই যে দুটি ভিন্ন অর্থ আছে তা জানার জন্য না আছে ওদের পর্যাপ্ত জ্ঞান আর না আছে জানার আগ্রহ। কিন্তু বাস্তবে, এই দুটি শব্দের ই দুটি ভিন্ন অর্থ আছে। "Talent" শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে মেধা বা প্রতিভা, আর "Skill" শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা নিপুণতা। আভিধানিক অর্থের মাধ্যমে ই উভয় শব্দের মধ্যকার পার্থক্য নিরুপণ করা যায়। "Talent" বা প্রতিভা হচ্ছে জন্মপ্রদত্ত, যা আমাদের সবার মধ্যেই আছে। আর "Skill" বা দক্ষতা হচ্ছে আমাদের চর্চার ফল, যে যত চর্চা করবে সেই তত দক্ষতা অর্জন করবে।
তো একটা উদাহরণ দেই, যেমন ধরুন কোনো ক্লাসের ফার্স্ট বয় আর লাস্ট বয়ের মধ্যকার দক্ষতার পার্থক্য কতটুকু? অবশ্যই, একজন দক্ষতার উচ্চ শিখরে আর অন্যজন দক্ষতার নিম্ন শিখরে। কিন্তু কেন? কারণ, দুজনের ই প্রতিভা থাকা স্বত্তেও ক্লাসের ফার্স্ট বয় যতটুকু চর্চা করেছে তার সিকিভাগ ও করেনি ক্লাসের লাস্ট বয়। তাই তাদের মধ্যকার দক্ষতার মূল পার্থক্য ই হচ্ছে চর্চায়, প্রতিভায় নয়। মূলত, যে নিজের প্রতিভা কে সবচেয়ে বেশি কাজে লাগিয়ে চর্চা করে সে ই হয় সবচেয়ে দক্ষ। হোক সে রেসলার আর হোক সে কোনো ছাত্র, এই জগতে সবার ক্ষেত্রেই উপরিউক্ত থিওরিটা প্রযোজ্য।
এবার আসা যাক মূল টপিকে, যেহেতু রেসলিং কমিউনিটি তে আছি সেহেতু রেসলিং বিষয় নিয়েই আলোচনা করা যাক। তো, অনেককেই বলতে দেখা যায় যে, Braun Strowman ট্যালেন্টেড নাহ, Roman Reigns ট্যালেন্টেড নাহ!!! অমুক ট্যালেন্টেড, তমুক ট্যালেন্টেড নাহ..ব্লা ব্লা ব্লা! কিন্তু কথা গুলি কি আদৌ যৌক্তিক? মানলাম Roman, Braun রা ট্যালেন্টেড নাহ, তো তারা যদি ট্যালেন্টেড ই না তাহলে তারা রেসলিং করতেছে কিভাবে? তাদের ট্যালেন্ট এর ভাণ্ডার যদি শূন্য ই থাকত, তাহলে তারা কখনোও রেসলার হতে পারত না। তার মানে, তাদের ট্যালেন্ট আছে অবশ্যই। হ্যা তাদের স্কিল এ কিছুটা ঘাটতি আছে, তবে এর মানে এটা নয় যে তারা ট্যালেন্টেড নাহ। তারা ট্যালেন্টেড, আর এজন্যই তারা তাদের ট্যালেন্ট কে কাজে লাগিয়ে স্কিল এর উন্নতি করতেছে। মূলত, একজন রেসলারের স্কিল নির্ভর করে তার ট্যালেন্ট এর উপর। প্রো-রেসলিংয়ে এমন অনেক রেসলার ই আছেন যাদের স্কিল তেমন ভালো নাহ, এবং এর পেছনে মূল কারণ হচ্ছে তারা তাদের ট্যালেন্ট কে ঠিকমত ব্যাবহার করতে পারেননি। আবার এমন অনেক রেসলার ও আছেন যারা অসাধারণ ট্যালেন্টের অধিকারী, AJ Styles ই হচ্ছেন একজন অসাধারণ ট্যালেন্ট বিশিষ্ট রেসলার।
বর্তমান যুগে ইন্টারনেট এর কল্যানে আমরা রেসলার দের দুটি ভাগে ভাগ করে ফেলেছি। একদল, যারা হাই-ফ্লায়িং রেসলার, তাদেরকে আমরা অতি মাত্রায় ট্যালেন্টেড বলে প্রায়সময় ই আখ্যায়িত করে থাকি। কারণ তারা হাই-ফ্লায়িং মুভ দিচ্ছে তাই তারা ট্যালেন্টেড, আর এই ধারণা টি আমাদের প্রায় অনেকেরই মগজে বদ্ধমূল। আবার আরেকদল যারা হাই-ফ্লায়িং মুভ দিতে পারেনা (বিশেষ করে, হেভিওয়েট রেসলার) তাদেরকে আমরা নন ট্যালেন্টেড হিসেবে গণ্য করছি!! কিন্তু বাস্তবে প্রতিটা রেসলারই ট্যালেন্টেড, মূল পার্থক্য হচ্ছে স্কিলে। কারোও স্কিল বেশি, আবার কারোও কম। ক্রুজারওয়েট হাই-ফ্লায়ার হলেই যে স্কিলফুল, ধারণা টি ভুল। সবার স্কিল ই নির্ভর করতেছে তার এক্সিকিউশন ও মুভ সেলিং এর উপর। হোক সে ক্রুজারওয়েট আর হোক সে হেভিওয়েট, সবার স্কিল বিবেচনার ক্ষেত্রে প্রামাণ্য হচ্ছে মুভ এক্সিকিউশন ও সেলিং। যার এক্সিকিউশন ও সেলিং যত ভালো সেই তত স্কিলফুল।
আশা করি, যাদের মনে Talent ও Skill নিয়ে ভ্রান্ত ধারণা আছে তারা এই পোস্টের মাধ্যমে বিষয় টা বুঝতে পারবেন এবং সঠিক ধারণা টি উপলব্ধি করবেন, ধন্যবাদ 🙂
• লেখক ঃ Aamir Hamza Salman