সপ্তাহের পর সপ্তাহ The Miz নিজের ট্যালেন্ট সবার কাছে প্রমাণ করে আসছে যে সে বর্তমানে WWE রোস্টারের সেরা। সে কোম্পানিতে একের পর এক ভাল ফিউডের পাশাপাশি বেস্ট প্রমো দিয়ে যাচ্ছে! সে কখনো ইঞ্জুরিতে পড়েনি। ক্যাররিয়ারের বেশিরভাগ সময় মিড কার্ডেই তার অবস্থান। কিন্তু Miz তার থেকে বেশি পুশ পাওয়া টপ আর স্পটলাইটে থাকা গাই গুলার থেকে বেশি ক্যারিজমেটিক আর তারা মাইক্রোফোনে The Miz-এর সামনে আসতে পারবে নাহ।

The Miz-এর একটি অন্যতম গুণ হলো সে তার ফিউড গুলোকে একদম রিয়েল ভাবে গড়ে তুলাতে পারে নিজের মাইক স্কিলের মাধ্যমে। বলতে গেলে একটা সময় স্ক্রিপ্টেড স্টোরিলাইনও রিয়েল লাগতে থাকে। কারণ বাস্তবতা তার প্রতিনিধিত্ব করে।

মাঝে মাঝে CM Punk-এর সাথে The Miz-এর আমি অনেক মিল খুজে পাই প্রমো কাটিং-এ। Pipebomb-এ যেমন CM Punk কিছু অপ্রিয় সত্য সবার সামনে তুলে ধরেছিল। ঠিক তেমনি The Miz-কে আমার কাছে বর্তমান সময়ের Punk লাগে। The Miz-এর মাঝে সেই Ass Kicking Attitude পাওয়া যায়। ভাল মতো কাজে লাগাতে পারলে Miz হীল গিকিকের পাশাপাশি Anti-Hero গিমিক টাও যে খুব সন্দর ভাবে প্লে করতে পারবে আর আর বলার বাকি নেই!!!

The Miz সম্প্রতি সময়ে ২টটি এপিক প্রমো করেছে। প্রমো ২টার সবগুলো কথা সত্যি আর যুক্তিসম্মত। চলুন একটু মনে করিয়ে দেই।

১) Go To The Bingo Halls With Your indie Friends" [আন স্ক্রিপ্টেড] :


গত বছরের কথা! মনে পরে Talking Smack-এর কথা? Talking Smack-এ ২০১৬ সালের SummerSlam-এর ম্যাচগুলো নিয়ে Renee-এর সাথে Bryan আলোচনা করার সময় The Miz আসে আর বলে - সে (Miz) বুঝছে না কেনো IC টাইটেল কে ভালোভাবে স্পট করা হচ্ছে নাহ! Daniel জানায় -"IC টাইটেলের-এর সাথে তার তেমন কিছু নেই কিন্তু এখানে The Miz-এর সমস্যা আছে।" Miz জানতে চায় - "কি এবং কেন সমস্যা আছে?" Bryan জানায় - "সে Miz-এর রেস্লিং স্টাইল লাইক করে নাহ। Miz একটা ভিতু আর জানায় The Miz অনেক সফটভাবে খেলে জেন তার শরীরে কোনো আঘাতই না লাগে! Miz যেভাবে রেস্লিং করে তা ফ্যান্সরা লাইক করেনা। SummerSlam-এ Apollo Crews-ই ভালো পারফর্ম করেছে The Miz-এর থেকে।"

এটা বলাতেই The Asskicker Miz রেগে যায় আর উচ্চস্বরে এপিক একটা প্রমো উপহার দেয়! ফুল প্রমো তুলে ধরা হলোঃ

Miz - The reason why I've lasted 10 years in the ring is because of mine wrestling style and I've never been injured in my career. Let me tell you about a coward. Let me tell you about a guy who tells his WWE fans, people that he loves that he will be back - he PROMISES THEM - “I promise you, I will be back in one year’s time to claim this [Intercontinental] title.” But you didn’t, Daniel, did you? But I’m the coward. I’m the one who doesn’t love the fans. Daniel, you're the real coward. (আমি ১০ বছরের বেশি সময় ধরে রেস্লিং করে আসছি আমার এই রেস্লিং স্টাইলের জন্য আর আমি আমার ক্যারিয়ারে কখনো ইঞ্জুরিতে পরিনি। অকে, তোমাকে একটা ভিতুর কথা বলি যেকিনা WWE ফ্যান্সদের বলে বেড়ায় সে তার ফ্যান্সদের অনেক ভালোবাস আর সে আবার ফিরে আসবে বলে সবাইকে কথা দেয়। সে আরো বলে বেড়ায় সে ১ বছরের মধ্যে ব্যাক করবে IC টাইটেলকে নিজের করতে। কিন্তু তুমি করো নাই Daniel, করেছো কি? কিন্তু আমি ভিতু যে তার ফ্যান্সদের ভালবাসে নাহ! তুমিই আসল ভিতু, Daniel)

Bryan: If they would let me come back, I would come back. (যদি তারা আমাকে ব্যাক করতে দিত তাহলে আমি ফিরে আসতাম)

Miz: Oh you would? You love that WWE ring, you love wrestling. You love being right in that wrestling ring and you love wrestling, right? Well why don’t you quit? Why don’t you quit and go to the bingo halls with your indie friends, Daniel? (অহ! ফিরে আসতে? তুমি WWE-র রেস্লিং রিং ভালবাস, তুমি রেস্লিং-কে ভালোবাস। ভাল, তবে কেনো তুমি এই কোম্পানি ছাড়ছ নাহ? কেনো তবে তুমি তোমার সেই ইন্ডি ফ্রেন্ডসদের বিংগো গর্তে ফিরে যাচ্ছ নাহ, Daniel?

Renee Young: I think you need to calm... Hey. Hey. That’s not what this show’s about. (আমি মনে করি আপনার শান্ত হওয়া দরকার!!! এটা সেই বিষয় নিয়ে কথা বলার শো নাহ)

Miz: Let me and the GM have this. This is a great show, Renee, but we’re talking here. I need to talk to you real quick because the fact is you’re the one who calls me the coward but you’re the one that doesn’t get in the WWE ring again. (ব্যাপার-টা আমাদের মধ্যে থাকতে দাও। এটা একটি গ্রেট শো, Renee কিন্তু আমরা এখানে কথা বলছি। আর Daniel তোমাকে একটা বিষয় আমার অবশ্যই বলা দরকার আর সেটা হলো - "তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে ভিতু বলো কিন্তু তুমিই সেই ব্যক্তি যে WWE রিং-এ আর কখনো আসতে পারো নাহ!"

Bryan ততক্ষনাৎ চেয়ার সেট থেকে উঠে চলে যেতে থাকে!

Miz: No! Don’t you walk away from me, Daniel. Don’t you walk away! I’m the one that loves the fans. I’m the one who loves everyone and everything. You’re the one that gets up and walks... every single time! You’re the coward! (নাহ! আমার থেকে কি তুমি চলে যাচ্ছ নাহ, Daniel. চলে যেও নাহ! আমি সেই ব্যক্তি যে তার ফ্যান্সদের ভালবাসে। আমিই সেই যে সবাইকে আর সব কিছুকে ভালবাসি! আর তুমি সেই ব্যক্তি যে সব যায়গা থেকে উঠে চলে যায়, সব সময়! তুমিই ভিতু!)

২) How Many Moments They Will Get? [ওয়ার্ক শট] ঃ

এ সপ্তাহের কোম্পানির মেজর টাইটেল Intercontinental Champion হওয়া সত্ত্বেও SummerSlam-এর প্রি-শোতে Six-Man Tag Match খেলেছে The Miz. আর সেই কারণেই এ সপ্তাহের Raw-তে John Cena and Roman Reigns-র সাগ্মেন্টে ইন্টারফেয়ার করে The Miz. সেখানে এপিক এক প্রমো উপহার দেয় Miz.

Brooklyn-এর ক্রাউডকে “Smart Wrestling Crowd" বলা হয়। আর SummerSlam-এর পরের Raw-তে Cena & Roman-এর সাগ্মেন্টে The Miz জয়েন করে আর SummerSlam নিয়ে তার ক্ষোভ তুলে ধরে। আর The Miz-এর ভাষ্যমতে তা ছিলঃ

"Barclays-এর পুরো এরিনা ভর্তি মানুষ বুঝি এমনি দেখতে লাগে! মিয Barclays-কে ভুল উচ্চারন করলে John Cena সেটা নিয়ে মজা করে। এবার The Miz রেগে বলে - John Cena এভাবেই সবাইকে নিয়ে মজা করে। রিং-এ দাড়ানো Roman Reigns and John Cena-র সাথে এটাই আমার স্পেশাল মোমেন্ট। কিন্তু আর কতো স্পেশার মোমেন্ট তারা পাবে? কারণ সবাই বলে জীবনে হার্ড ওয়ার্ক করলে সবারই স্পেশাল মোমেন্ট আসে। কিন্তু আমি অতিষ্ট হয়ে যাচ্ছি সেই দিন্টার অপেক্ষা করতে করতে আর যেখানে এই দুইজন অযোগ্য মানুষ Roman অ্যান্ড John সপ্তাহের পর সপ্তাহ তাদের স্পেশাল মোমেন্ট পেয়ে যাচ্ছে। আর কত স্পেশাল মোমেন্ট এরা পাবে? (দর্শকমহল Yesss! Yesss! Yesss!!! করতে থাকে)

Kurt Angle মনে করে Raw-তে স্পেশাল কারোর যোগ দেয়ার প্রয়োজন যেখানে Intercontinental Champion তার যোগ্য যায়গা পায় নাহ SummerSlam-এ! Raw-কে স্পেশাল করার জন্য কি Cena-র দরকার কাছে? দর্শকদের কাছে থেকে "NO! NO! NO! চ্যান্ট শোনা যায়।।

Roman এটা তোমার ইয়ার্ড নাহ বরং এটা আমার শো। আর এই আপ্নারা (দর্শকমহলের উদ্দেশ্যে) যারা বুঝতে পারেন নাহ Cena & Roman-কে চিয়ার বা বু দেবেন তা আসলেই কি এদের (Roman & Cena-র) কোনো কিছু প্রবাহিত করে? নাহহ!!! সেটার শুধু আমার ক্ষেত্রে কাজ করে কারণ এই রিং-এ আমিই একমাত্র চ্যাম্পিওয়ন যে মেইন ইভেন্ট করা ডিজার্ব করে কিন্তু আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে যাচ্ছি নিজের প্রাপ্য অধিকার আর সম্মান না পেয়ে!

Cena-র শার্টে লেখা সম্মাম অর্জন করে নিতে হয়। বিগত ১২টি বছর ধরে আমি তা অর্জন করেছি কিন্তু আমার স্পেশাল মোমেন্ট কোথায়? (পুরো এরিনা You Deserve It!!! You Deserve It!!!! You Deserve It!!! চ্যান্ট হতে থাকে)

এই প্রমোগুলো করার পর সোশাল মিডিয়াতে রেস্লিং-এর সাথে যুক্ত অনেক সম্মানিত ব্যাক্তিবর্গ Miz-এর দক্ষতা নিয়ে প্রশংসায় মেতে ছিল। Jim Rose, Mick Foley এবং Daniel Bryan নিজে তার তারিফ করেছিল। Steve Austin মাত্র ৩টি শব্দ দিয়ে The Miz-কে ডিফাইন করে। আর তার হলো - "Miz Entertains Me" 😎

পরিশেষে এত টুকুই বলতে চাই Miz মানেই ইন্টারটেইনমেন্ট। তাকে WWE ঠিক মতো ইউস করতে পারলে WWE-তে Rock/CM Punk-এর একটা ডুব্লিকেট পেয়ে জেতে পারি যে প্রমো কেটে হলেও WWE-র পরিবেশ গরম রাখতে পারবে। 👏👌✌

• লেখক ঃ Prokash Das Arjun

প্রোমো কাটে Mr. Awesome !


সপ্তাহের পর সপ্তাহ The Miz নিজের ট্যালেন্ট সবার কাছে প্রমাণ করে আসছে যে সে বর্তমানে WWE রোস্টারের সেরা। সে কোম্পানিতে একের পর এক ভাল ফিউডের পাশাপাশি বেস্ট প্রমো দিয়ে যাচ্ছে! সে কখনো ইঞ্জুরিতে পড়েনি। ক্যাররিয়ারের বেশিরভাগ সময় মিড কার্ডেই তার অবস্থান। কিন্তু Miz তার থেকে বেশি পুশ পাওয়া টপ আর স্পটলাইটে থাকা গাই গুলার থেকে বেশি ক্যারিজমেটিক আর তারা মাইক্রোফোনে The Miz-এর সামনে আসতে পারবে নাহ।

The Miz-এর একটি অন্যতম গুণ হলো সে তার ফিউড গুলোকে একদম রিয়েল ভাবে গড়ে তুলাতে পারে নিজের মাইক স্কিলের মাধ্যমে। বলতে গেলে একটা সময় স্ক্রিপ্টেড স্টোরিলাইনও রিয়েল লাগতে থাকে। কারণ বাস্তবতা তার প্রতিনিধিত্ব করে।

মাঝে মাঝে CM Punk-এর সাথে The Miz-এর আমি অনেক মিল খুজে পাই প্রমো কাটিং-এ। Pipebomb-এ যেমন CM Punk কিছু অপ্রিয় সত্য সবার সামনে তুলে ধরেছিল। ঠিক তেমনি The Miz-কে আমার কাছে বর্তমান সময়ের Punk লাগে। The Miz-এর মাঝে সেই Ass Kicking Attitude পাওয়া যায়। ভাল মতো কাজে লাগাতে পারলে Miz হীল গিকিকের পাশাপাশি Anti-Hero গিমিক টাও যে খুব সন্দর ভাবে প্লে করতে পারবে আর আর বলার বাকি নেই!!!

The Miz সম্প্রতি সময়ে ২টটি এপিক প্রমো করেছে। প্রমো ২টার সবগুলো কথা সত্যি আর যুক্তিসম্মত। চলুন একটু মনে করিয়ে দেই।

১) Go To The Bingo Halls With Your indie Friends" [আন স্ক্রিপ্টেড] :


গত বছরের কথা! মনে পরে Talking Smack-এর কথা? Talking Smack-এ ২০১৬ সালের SummerSlam-এর ম্যাচগুলো নিয়ে Renee-এর সাথে Bryan আলোচনা করার সময় The Miz আসে আর বলে - সে (Miz) বুঝছে না কেনো IC টাইটেল কে ভালোভাবে স্পট করা হচ্ছে নাহ! Daniel জানায় -"IC টাইটেলের-এর সাথে তার তেমন কিছু নেই কিন্তু এখানে The Miz-এর সমস্যা আছে।" Miz জানতে চায় - "কি এবং কেন সমস্যা আছে?" Bryan জানায় - "সে Miz-এর রেস্লিং স্টাইল লাইক করে নাহ। Miz একটা ভিতু আর জানায় The Miz অনেক সফটভাবে খেলে জেন তার শরীরে কোনো আঘাতই না লাগে! Miz যেভাবে রেস্লিং করে তা ফ্যান্সরা লাইক করেনা। SummerSlam-এ Apollo Crews-ই ভালো পারফর্ম করেছে The Miz-এর থেকে।"

এটা বলাতেই The Asskicker Miz রেগে যায় আর উচ্চস্বরে এপিক একটা প্রমো উপহার দেয়! ফুল প্রমো তুলে ধরা হলোঃ

Miz - The reason why I've lasted 10 years in the ring is because of mine wrestling style and I've never been injured in my career. Let me tell you about a coward. Let me tell you about a guy who tells his WWE fans, people that he loves that he will be back - he PROMISES THEM - “I promise you, I will be back in one year’s time to claim this [Intercontinental] title.” But you didn’t, Daniel, did you? But I’m the coward. I’m the one who doesn’t love the fans. Daniel, you're the real coward. (আমি ১০ বছরের বেশি সময় ধরে রেস্লিং করে আসছি আমার এই রেস্লিং স্টাইলের জন্য আর আমি আমার ক্যারিয়ারে কখনো ইঞ্জুরিতে পরিনি। অকে, তোমাকে একটা ভিতুর কথা বলি যেকিনা WWE ফ্যান্সদের বলে বেড়ায় সে তার ফ্যান্সদের অনেক ভালোবাস আর সে আবার ফিরে আসবে বলে সবাইকে কথা দেয়। সে আরো বলে বেড়ায় সে ১ বছরের মধ্যে ব্যাক করবে IC টাইটেলকে নিজের করতে। কিন্তু তুমি করো নাই Daniel, করেছো কি? কিন্তু আমি ভিতু যে তার ফ্যান্সদের ভালবাসে নাহ! তুমিই আসল ভিতু, Daniel)

Bryan: If they would let me come back, I would come back. (যদি তারা আমাকে ব্যাক করতে দিত তাহলে আমি ফিরে আসতাম)

Miz: Oh you would? You love that WWE ring, you love wrestling. You love being right in that wrestling ring and you love wrestling, right? Well why don’t you quit? Why don’t you quit and go to the bingo halls with your indie friends, Daniel? (অহ! ফিরে আসতে? তুমি WWE-র রেস্লিং রিং ভালবাস, তুমি রেস্লিং-কে ভালোবাস। ভাল, তবে কেনো তুমি এই কোম্পানি ছাড়ছ নাহ? কেনো তবে তুমি তোমার সেই ইন্ডি ফ্রেন্ডসদের বিংগো গর্তে ফিরে যাচ্ছ নাহ, Daniel?

Renee Young: I think you need to calm... Hey. Hey. That’s not what this show’s about. (আমি মনে করি আপনার শান্ত হওয়া দরকার!!! এটা সেই বিষয় নিয়ে কথা বলার শো নাহ)

Miz: Let me and the GM have this. This is a great show, Renee, but we’re talking here. I need to talk to you real quick because the fact is you’re the one who calls me the coward but you’re the one that doesn’t get in the WWE ring again. (ব্যাপার-টা আমাদের মধ্যে থাকতে দাও। এটা একটি গ্রেট শো, Renee কিন্তু আমরা এখানে কথা বলছি। আর Daniel তোমাকে একটা বিষয় আমার অবশ্যই বলা দরকার আর সেটা হলো - "তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে ভিতু বলো কিন্তু তুমিই সেই ব্যক্তি যে WWE রিং-এ আর কখনো আসতে পারো নাহ!"

Bryan ততক্ষনাৎ চেয়ার সেট থেকে উঠে চলে যেতে থাকে!

Miz: No! Don’t you walk away from me, Daniel. Don’t you walk away! I’m the one that loves the fans. I’m the one who loves everyone and everything. You’re the one that gets up and walks... every single time! You’re the coward! (নাহ! আমার থেকে কি তুমি চলে যাচ্ছ নাহ, Daniel. চলে যেও নাহ! আমি সেই ব্যক্তি যে তার ফ্যান্সদের ভালবাসে। আমিই সেই যে সবাইকে আর সব কিছুকে ভালবাসি! আর তুমি সেই ব্যক্তি যে সব যায়গা থেকে উঠে চলে যায়, সব সময়! তুমিই ভিতু!)

২) How Many Moments They Will Get? [ওয়ার্ক শট] ঃ

এ সপ্তাহের কোম্পানির মেজর টাইটেল Intercontinental Champion হওয়া সত্ত্বেও SummerSlam-এর প্রি-শোতে Six-Man Tag Match খেলেছে The Miz. আর সেই কারণেই এ সপ্তাহের Raw-তে John Cena and Roman Reigns-র সাগ্মেন্টে ইন্টারফেয়ার করে The Miz. সেখানে এপিক এক প্রমো উপহার দেয় Miz.

Brooklyn-এর ক্রাউডকে “Smart Wrestling Crowd" বলা হয়। আর SummerSlam-এর পরের Raw-তে Cena & Roman-এর সাগ্মেন্টে The Miz জয়েন করে আর SummerSlam নিয়ে তার ক্ষোভ তুলে ধরে। আর The Miz-এর ভাষ্যমতে তা ছিলঃ

"Barclays-এর পুরো এরিনা ভর্তি মানুষ বুঝি এমনি দেখতে লাগে! মিয Barclays-কে ভুল উচ্চারন করলে John Cena সেটা নিয়ে মজা করে। এবার The Miz রেগে বলে - John Cena এভাবেই সবাইকে নিয়ে মজা করে। রিং-এ দাড়ানো Roman Reigns and John Cena-র সাথে এটাই আমার স্পেশাল মোমেন্ট। কিন্তু আর কতো স্পেশার মোমেন্ট তারা পাবে? কারণ সবাই বলে জীবনে হার্ড ওয়ার্ক করলে সবারই স্পেশাল মোমেন্ট আসে। কিন্তু আমি অতিষ্ট হয়ে যাচ্ছি সেই দিন্টার অপেক্ষা করতে করতে আর যেখানে এই দুইজন অযোগ্য মানুষ Roman অ্যান্ড John সপ্তাহের পর সপ্তাহ তাদের স্পেশাল মোমেন্ট পেয়ে যাচ্ছে। আর কত স্পেশাল মোমেন্ট এরা পাবে? (দর্শকমহল Yesss! Yesss! Yesss!!! করতে থাকে)

Kurt Angle মনে করে Raw-তে স্পেশাল কারোর যোগ দেয়ার প্রয়োজন যেখানে Intercontinental Champion তার যোগ্য যায়গা পায় নাহ SummerSlam-এ! Raw-কে স্পেশাল করার জন্য কি Cena-র দরকার কাছে? দর্শকদের কাছে থেকে "NO! NO! NO! চ্যান্ট শোনা যায়।।

Roman এটা তোমার ইয়ার্ড নাহ বরং এটা আমার শো। আর এই আপ্নারা (দর্শকমহলের উদ্দেশ্যে) যারা বুঝতে পারেন নাহ Cena & Roman-কে চিয়ার বা বু দেবেন তা আসলেই কি এদের (Roman & Cena-র) কোনো কিছু প্রবাহিত করে? নাহহ!!! সেটার শুধু আমার ক্ষেত্রে কাজ করে কারণ এই রিং-এ আমিই একমাত্র চ্যাম্পিওয়ন যে মেইন ইভেন্ট করা ডিজার্ব করে কিন্তু আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে যাচ্ছি নিজের প্রাপ্য অধিকার আর সম্মান না পেয়ে!

Cena-র শার্টে লেখা সম্মাম অর্জন করে নিতে হয়। বিগত ১২টি বছর ধরে আমি তা অর্জন করেছি কিন্তু আমার স্পেশাল মোমেন্ট কোথায়? (পুরো এরিনা You Deserve It!!! You Deserve It!!!! You Deserve It!!! চ্যান্ট হতে থাকে)

এই প্রমোগুলো করার পর সোশাল মিডিয়াতে রেস্লিং-এর সাথে যুক্ত অনেক সম্মানিত ব্যাক্তিবর্গ Miz-এর দক্ষতা নিয়ে প্রশংসায় মেতে ছিল। Jim Rose, Mick Foley এবং Daniel Bryan নিজে তার তারিফ করেছিল। Steve Austin মাত্র ৩টি শব্দ দিয়ে The Miz-কে ডিফাইন করে। আর তার হলো - "Miz Entertains Me" 😎

পরিশেষে এত টুকুই বলতে চাই Miz মানেই ইন্টারটেইনমেন্ট। তাকে WWE ঠিক মতো ইউস করতে পারলে WWE-তে Rock/CM Punk-এর একটা ডুব্লিকেট পেয়ে জেতে পারি যে প্রমো কেটে হলেও WWE-র পরিবেশ গরম রাখতে পারবে। 👏👌✌

• লেখক ঃ Prokash Das Arjun