• শোনা যাচ্ছে আগামীকাল SmackDown Live-এ অভিষেক হতে পারে সাবেক NXT চ্যাম্পিয়ন Bobby Roode এর। ইতোমধ্যে WWE অফিসিয়ালরা তাকে নিয়ে অনেক আশাবাদী এবং Corbin কে যে পুশ দেয়ার প্ল্যান ছিল তা এখন Roode কে দেয়া হবে।
• আজ Monday Night RAW-তে Enzo এর সাথে ম্যাচ চলাকালীন পায়ের হাঁটুর পড়েছে Big Cass. WWE.com এর মতে, Cass হাঁটুর ইনজুরিতে পড়েছে কিন্তু MRI করার আগ পর্যন্ত তার অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
• Dave Meltzar এর মতে, আসন্ন Raw এর পিপিভি No Mercy তে John Cena vs Roman Reigns এর ম্যাচ হবে। সেজন্য আজকে Raw তে তাদের মাঝে Segment টি করা হয়। সামনে তাদের মাঝে ফিউড হবে। তাদের প্রথম ম্যাচ হতে চলেছে, No Mercy PPV তে যেটা আগামী মাস অর্থ্যাৎ September মাসের ২৪ তারিখ অনুস্ঠিত হবে।
• WWE থেকে জানানো হয়েছে যে Nxt Takeover: Brooklyn 3 এ Ember Moon এর সাথে Match এর সময় Asuka এর Collar Bone ভেঙে যায়...😞Ringside Physician Dr.Jefrrey জানান যে, Match এর মাঝে Moon এর Throw তে Landing এ ঝামেলা হলে Asuka Shoulder এর উপর পড়ে, তখন থেকেই Shoulder এ Unusual Feel হয় তার।
Match Successfully শেষ করলেও পরে Ultrasound আর X-Ray করে জানা যায় যে তার Collar Bone ভেঙে গেছে। আপাতত জানা গিয়েছে যে ফিরতে তার ৬-৮ সপ্তাহ সময় লাগবে,এরপর "Like The Terminator, I'Ll Be Back. #Undefeated #Thestreak" Tweet করে Wwe Universe কে Address করে Asuka 😃
• Seth Rollins কে Recent একটি Interview তে জিজ্ঞাসা করা হয় যে, সে মনে করে কিনা যে Full Shield Reunion Roman Reigns কে হেল্প করবে Fans দের কাছে থেকে Cheers পাবার জন্য, এবং According To Rollins, Reigns এর কারোর সাহায্যের দরকার হবেনা বলে সে মনে করে। Rollins Explain করে সে কেনো মনে করেনা Roman Reigns এর Fans দের Acceptance দরকার:
“I Don’T Know. Roman প্রতিটি Single দিনেই অনেক Hard Work করে, তার অনেক Great Matches রয়েছে, সে একজন Entertaining Character Television এ, এবং নিজের জন্য অনেক ভালো কিছুই করছে, I Don'T Think That Associating With Me And Ambrose Is Gonna… You Know... Roman পরপর তিনটা Wrestlemania তে Main Event করেছে, You Know What I Mean? তার আমাদের কাছ থেকে আর কি Help লাগবে?"
• আজ থেকে দুই বছর আগে NXT তে আমার প্রিয় রেসলার KEVIN OWENS ডেবিউ করে। বর্তমানে BWC-তে তার ফ্যান খুব বেশি না।তবে বিশ্বে তার ফ্যান প্রচুর। সে বর্তমানে WWE -র "RAW" ব্রান্ডের WWE UNIVERSAL CHAMPION.
• NXT Takeover চলাকালিন সময় একজন ফ্যানকে GFW এর টি শার্ট পরিধান করার কারণে Harassed হতে হয় ৷ সে একটি টুইটার বার্তার মাধ্যমে জানায়: "So Far At Nxt Takeover I Have Received 3 Middle Fingers, 5 Insults, And 1 Pop Corn Box Throw At My Head All For Repping Impact On Pop"
• WWE টপ ইন্ডিপেনডেন্ট সার্কিট রেসলার Lio Rush-কে চুক্তিবদ্ধ করেছেন এবং সে গতকাল থেকেই WWE Performance Center-এ ট্রেনিং শুরু করেছেন ৷
• Undertaker কে কয়েকদিন আগে New york এর এয়ারপোর্টে তার Wife এর সাথে দেখা যায় ৷ সে থেকেই অনেকেই ধারণা করে নেয় যে Undertaker সামারস্লামে রিটার্ণ করতে পারে ৷ সামারস্লামে Undertaker রিটার্ন করেননি কিন্ত Undertaker এবং তার Wife যে সেদিন ব্যাকস্টেজে উপস্থিত ছিল তার প্রমান হলো এই পিক ৷ পিকটি নেটালিয়া তার Women championship জিতার পর Undertaker এর Wife Michelle McCool এর সাথে ব্যাকস্টেজে তোলে ৷
• ক্রেডিট-
- প্রো-রেসলিং ইউনিভার্স - PWU
- ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **
- Al Mobin Shanto
- ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme