কিছুক্ষণ আগেই শেষ হল 'The Biggest Party of Summer' খ্যাত Summerslam, যেখানে আর কিছু হোক বা না হোক, টাইটেল হাতবদল হয়েছে অনেকগুলা। পে-পার-ভিউটির সময়ে ক্রাউডও খুব ঝিমাচ্ছিল এবং অল্পকয়েকটা ম্যাচ বাদে বেশিরভাগই তেমন একটা ভাল হয়নি। এই পোস্টে Summerslam এর প্রি শো এবং মেইন শো এর ম্যাচগুলার রেজাল্ট দেওয়া হবে।
♦ The Hardy Boys & Jason Jordan Vs. The Miz, Axel & Bo Dallas
ম্যাচে একটা দর্শকও ছিলো না (প্রথম কমেন্টে পিক দেওয়া হলো) 😂😂 এভাবেই ম্যাচ চলতে থাকে, শেষে মিজ স্কুল ক্রাশিং ফিনালে দিয়ে ম্যাচ জিতে।
• Winner: Miz,Axel & Bo Dallas
♦ Neville Vs. Akira Tazowa For CW Championship
গত রতে সারপ্রাইজলি যেভাবে আকিরা তাজোয়া জিতেছিলো তেমনি আজ সারপ্রাইজলি নেভল জিতে নেয়। তবে পারসোনালি আমি নেভলকে আবারো জিতানোর কোন কারন দেখছি না। 😒
• Winner: Neviile New CW Champ
♦ The New Day Vs. The Usos For Sdlive Tag Team Championship
ম্যাচটি খারাপ হয়নি, আর এর আগেও তারা অনেকবার মুখোমুখি হয়েছে। ম্যাচে উসোসরা জয় তুলে নেয় এবং নতুন চ্যাম্পিয়ান হয়।
• Winner: The Usos New Tag Champ
♦ John Cena Vs. Baron Corbin
ম্যাচ শুরুতে ক্রাউডরা কর্বিনকে চেতায় 'Where Is Your Briefcase'' বলে। ম্যাচে প্রথমে করবিন ডমিনেট করে, শেষে সিনা Aa এর মাধ্যমে জয় তুলে নেয়, ২০১০ এর পর এই প্রথম সিনা সামারস্ল্যামে জয় পেয়েছে।
◘ মোটামুটি মানের ম্যাচ ছিল। ম্যাচটিতে John Cena জিতে নিজের ৬ বছরের হারার স্ট্রিকের অবসান ঘটায়। আর একইসাথে Baron Corbin এর ক্যারিয়ারও অর্ধেক মাটির নিচে চলে যায়। Cena এর কারণে নিজের ব্রিফকেস হারার কারণে Corbin এর যতটা ডমিনেটিং হবার কথা ছিল ততটা সে ছিল না। আর Nikki Bella টুইটারে চাপা ছাড়ল যে সে ম্যাচটির সময়ে রিংসাইডে থাকবে 😂😂😂
• Winner: John Cena
♦ Neomi Vs. Nataliya Sdlive Womens Championship
মোটামুটি মানে ম্যাচ ছিল। ম্যাচে শার্পশুটারের মাধ্যমে ন্যাটি জিতে। (অনেকদিন পর ন্যাটি চ্যাম্প হয়লো) ☺
◘ এটাও মোটামুটি মানের একটা ম্যাচ ছিল। ৬ বছর পর Natalya একটা টাইটেল পেল। 🙂 আর সেই সাথে Naomi এর লাল-নীল বাতি জ্বলা বেল্টটিরও অবসান ঘটল 😌। আশা করি Natalya এর টাইটেল রানটি ভাল হবে।
• Winner: Nataliya New Womens Champ
♦ Big Cass Vs. Big Show
এটাও মুটামুটি মানের ম্যাচ ছিল। ম্যাচে ক্যাসকে এগ্রেসিভ দেখা যায় অনেক। শেষের দিকে এঞ্জো নানা কচ্চা কাহিনী করে শার্ক কেইজ থেকে বের হয়। আর সাথে সাথেই পেদানী খায়। 😂 Empire Elbow দিয়া ম্যাচ জিতে নেন বিগ এস থুক্কু ক্যাস।
◘ ঐ একই। সাপ্তাহিক প্রোগ্রামেও এর চেয়ে ভাল ম্যাচ দেখা যায়। ম্যাচটিতে উল্লেখযোগ্য কিছু বলতে Enzo এর ১৫ ফুট উপরে থাকা খাঁচাটি থেকে বের হয়ে যাওয়া ও বের হওয়ার পরপরই Big Cass এর কাছ থেকে Big Boot খাওয়াটাই রয়েছে। যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনই হল। Big Cass ম্যাচটি জিতল।
• Winner: Big Cass
♦ Randy Orton Vs. Rusev
এইডা কিছু হয়লো? 😒 রেন্ডিরে প্রপার বুকিং দেয় ই না, ভালা ম্যাচ আশা করাটাও বোকামী এখন।
ম্যাচ শুরর আগে রুসেভ এট্যাক করে। এরপর রিং এ গিয়ে রেফারী বেল দেওয়র পর Rko হিট করে পিন করে জিতে যায় রেন্ডি। 👎 আসরের Worst Match I Think....
◘ এক কথায় এ পে-পার-ভিউয়ের সবচেয়ে বাজে ম্যাচ এটি। কয়েক সেকেন্ডের মধ্যেই Randy জিতে যায়। যদিও Rusev ম্যাচ শুরুর আগে কিছুটা ডমিনেট করে। বেচারা Rusev এর কপালে বারি হওয়া ছাড়া আর কিছুই নাই। 😢
• Winner: Randy Orton
♦ Sasha Banks Vs. Alexa Bliss Raw Womens Championship
শিটি ম্যাচ 😂 এই ম্যাচটা আমি যতক্ষন দেখেছি পুরাই ফাও লেগেছে অথচ দুইজনের ম্যাচটাকে আরো ভালো করতে পারত, কিন্তু ভিন্স ই তো। 😒 যাইহোক, ম্যাচে ব্যানক স্টেটম্যান্ট দিয়া জিতে যায় সাশা ব্যানক। হয়ে যায় নতুন উইমেন্স চ্যাম্প।
◘ সেম ওল্ড শিট! গত পে-পার-ভিউয়ের রিপিট। ম্যাচটাও ভালো হয়নি। শেষে সাবমিশনের মাধ্যমে Sasha Banks জিতে যায় এবং হয়ে যায় নতুন Raw Women's Champion. Sasha এখন ৪ বারের Raw Women's Champion. 😒
• Winner: Sasha Banks New Raw Womens Champ
♦ Finn Balor Vs. Bray Wyatt
ম্যাচে ফিন ডিমন গিমিকে আসে। 😍 অসাম এন্ট্রান্স ছিল।ম্যাচটা আরো ভালো হতে পারত। দুইজনের রিং কেমেস্ট্রি মিলেছিল। ম্যাচটা দেখতেও মজা লাগছিল কিন্তু হুট করেই শেষ করে দিল। 😒 ব্রে কে Coup De Grace দিয়ে জিতে যায় ফিন ব্যালর।
◘ ভালই ছিল ম্যাচটা। Finn এর এন্ট্রেন্স এবং তাদের মাইন্ড গেমস ম্যাচটিকে আরো আকর্ষণীয় করে তোলে। শেষে Finn Bálor ম্যাচটি জিতে যায়। হ্যা, খুব আনপ্রেডিক্টেবল ছিল ম্যাচটা 😒
• Winner: Finn Balor
What A Match.... 😍 বেস্ট ম্যাচ ছিল। আসরের অন্যতম ফেভারিট ম্যাচ আমার। 😍 মুভের ছড়াছড়ি, আর টাইমিং+এক্সিকিউটিং পুরাই মাখনের মত ছিল। And Guess What?? Dean & Seth Wins The Raw Tag Team Champion..ম্যাচটা ৩.৫০,৪.০০★ ইজিলি পাবে।
◘ অসাধারণ একটি ম্যাচ ছিল। ম্যাচটির একটি মজার ঘটনা হচ্ছে, এরিনার প্রতিবন্ধীগুলা যখন একটি বিচ বল নিয়ে খেলছিল তখন Cesaro বলটিকে ফাটিয়ে ফেলে। 😂 ম্যাচটিতে Dean Ambrose ও Seth Rollins জিতে। এরই মাধ্যমে Dean হয়ে গেল Shield মেম্বারদের মধ্যে প্রথম Triple Crown ও Grand Slam Champion.
• Winner: Dean & Seth New Raw Champ
♦ Aj Styles Vs. Kevin Owens (Us Championship, Special Guest Shane O Mac)
আরেকটি দারুন ম্যাচ। আসরের অন্যতম ফ্যান ফেভারিট ম্যাচ। ম্যাচ শুরুর আগে কেভিন আর এজে ব্রাউলে জড়িয়ে পড়ে, পরে তাদের আলাদা মরে শেইন। ম্যাচে এজের দ্বারা দুইবার শেইন আঘাত পায়। কেভিনের সাথেও বিবাধ হয় শেইনের। অভারল ম্যাচটি ভালো ছিল। এবং এজে স্টাইলস রিটেইন করে।
◘ আরেকটি দারুন ম্যাচ। Summerslam এর অন্যতম সেরা একটি ম্যাচ। কিছু ভুল বোঝাবুঝির কারণে Kevin কে ম্যাচটি হারতে হয়। এবার হয়তো তার আর Shane এর মধ্যে ফিউড শুরু হবে। পরশুদিন কি হবে তা দেখার বিষয়।
• Winner: Aj Styles Retains
♦ Nakamura Vs. Jinder Mahal Sdlive WHC Championship
লুলেস্ট ম্যাচ অফ দ্য ডে। 😂😂😂 মুভ বলতে কয়েকটা লাথি আর ধস্তাধস্তি বাদে কিছুই দেখলাম না। আর যে নাকামুরা সিনার Aa তে কিক আউট করে সে আজ জিন্ডারের 3Rd Class Move খাল্লাস এ শেষ। 😂 নামটাই যথেষ্ট, মুভ লাগব না। 😂
◘ আরেকটি জঘন্য ম্যাচ। মাত্র একটা Khallas এই Nakamura খাল্লাস হয়ে যায়। 😂 এরকম বাজে বুকিং আশা করিনি। 😑
• Winner: Jinder Mahal Retains
Whatta Match! এরকম ফিজিক্যল ম্যাচ কবে দেখছি মনে নাই। পুরা ম্যাচে আগো গোড়া মাইর চলছে, আর ব্রন স্ট্রোম্যান এর ডিস্ট্রাক্টেড বুকিং ম্যাচে উত্তেজনা কয়েকগুন বাড়িয়েছে। ম্যাচে ৩টি এনাউন্স টেবিল ভাংগে ব্রন ব্রক রে মেরে। পরে ডক্টররা এসে ব্রক কে নিয়ে যায়, কিছুক্ষন পর ব্রক আসে সবাই রে পিডানী দেয়। ম্যাচে সবার পার্ফারমেন্স ছিলো ভালো। শেষে রোমান কে F5 দিয়ে জিতে যায় ব্রক।
◘ অসাধারণ ম্যাচ! পুরো Summerslam এ আমার সবচেয়ে পছন্দের ম্যাচ। Braun সবার উপরে ডমিনেট করে, Brock কেও হাসপাতালে পাঠিয়ে দেয়। 😂 ম্যাচটিতে অনেকগুলো দেখার মত মোমেন্ট ছিল। শেষে Brock ফিরে এসে ম্যাচ জিতে টাইটেলটি রিটেইন করে। এখন দেখার বিষয়, পরের Raw তে কী হবে?
• Winner: Brock Lesner Retains।
এই ছিল Summerslam নিয়ে রেজাল্ট এবং রিভিউ, কোন সারপ্রাইজ নেই, কোন রিটার্ন নেই। আর আপনারা যেই Shield এর জন্য কান্নাকাটি করছিলেন তারাও আসলনা নিজের 'ভাই' কে জিততে সাহায্য করতে। তবে মোটের উপরে ভালো পিপিভি ছিল।
• লেখকঃ Mohammad Shagor Islam, Sabbir Rahman Leon
সামারস্লাম এবং WWE এর সময়সূচীর জন্য এখানে ক্লিক করুন!