WM33 এর পর থেকেই এই নিউজটা একরকম কনফার্ম হয়েছিল যে দ্যা লিজেন্ডারী আন্ডারটেকার রিটায়ার করেছেন। এমনকি বিষয়টা আরো স্পষ্টতর হতে থাকে বিভিন্ন্য রেসলার, কমেন্টেররদের মেনশন করা নিয়ে। তার অনেক ফ্যানরাও ''He's Done'' কথাটাতেই বেশী স্বাছন্দ্যবোধ করছিল। টেকারের মত একজন রেস্লারের ইন রিং পার্ফম কিংবা প্রমো এমনকি তার ঢং শব্দে করা এনট্রান্সও আমরা সবসময় দেখতে মুখিয়ে থাকি। তার রিটার্ন/ফিরে আসা সবসময় আমাদের অন্যরকম আনন্দ দেয়। অন্যদের ব্যাপারে জানি না তবে আমি লাইভ শো দেখা বন্ধ করেছি ১বছর হবে। শুধুমাত্র WM, SS, RR, SS এইসব লাইভ দেখি। সেই আমি ই যখন শুনি আমার প্রিয় রেসলারটি ব্যাক করতে যাচ্ছে সম্ভাব্য তারিখের সে র কিংবা স্মাকডাউন শুরুর আগেই আমি ঘুম হারাম করে উঠে টিভি সেটের সামনে আনন্দের সাথে তাকিয়ে থাকি। আমি শুধুমাত্র আমার হাইপটুকু আপনাদের বলেছি। যে মানুষটি রেসলিং এর 'র' এর মানে জানে না সেও টেকারের ম্যাচ/প্রমো/এন্ট্রান্সে চোখের পলক ফেলে না। টেকারের রিটার্ন সবসময় একটি হাইলি প্যাকেজ হিসেবে কাজ করে সবদিক থেকেই।

এবার মুল প্রসংগে আসা যাক,  রোমানের সাথে বিতর্কিত হারের পর সবাই ধারনা করেছে এবং অনেকটা শিউরও হয়ে নিয়েছে যে টেকার আর রিং একশনে ব্যাক করবেন না। আসন্ন ২০১৮ এর HOF এ হয়ত তিনি ইন্ডাক্ট হবেন। তবে বাজিং টা যখন আন্ডারটেকারকে নিয়ে সেখানে সবসময় একটা 'আশার' বাতি জ্বলে। যেমনটা ম্যানিয়ার ৩মাস পর আবারো জ্বলতে শুরু করেছে। টেকার ব্যাক করবেন One Last Match.. End Of The Last Era ম্যাচ খেলবেন। বিভিন্ন্য নামিদামী ওয়েবসাইট, ব্লগ, রেসলিং বিশরদরাও ব্যাপারটা নিয়ে আশা প্রকাশ করেছেন। তবে প্রশ্ন টা হলো,  যাকে নিয়ে এতটা হাইপ, বাজিং, রিউমর চলছে সেই মানুষটি কতটুকু ফিট আছেন? তিনি আদৌ কি আসবেন? তার শারীরিক অবস্থা কি বলছে? কেনই বা আসবেন? এইসব নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা নেই যেখানে প্রথমেই আমাদের এইসব নিয়ে ভাবা উচিৎ।

পারসোনালি বলতে গেলে আমার মনটা ভীষণ খারাপ টেকারের রিটার্ন ইস্যু নিয়ে। কেননা আমি চিন্তা করছি তার অভারকাম নিয়ে,  মাস দুয়েক আগে তিনি হিপ সার্জারী করেছেন (যতটুকু জানি),  এছাড়াও ম্যানিয়া হারের পর তার বিদায় নেওয়াটাও ছিল 'শেষ বিদায়' টাইপের। প্রায় ওয়েবসাইট বলছে টেকার এসে রোমানের সাথে রিম্যাচ খেলবে নয়ত জন সিনার সাথে ফিউড করবে। আবার এটাও বলছে নো মার্সির পর সিনা বেশ কয়েকমাস WWE তে থাকবেন না। তাইলে ইন্ডাইরেক্টলি টেকারের সাথে ফিউড হচ্ছে রোমানের সাথে (যদি রিটার্ন করে) শিট ম্যান, আমি চাইনা রোমান টেকার আবারো হোক। তাও টেকারের শেষ ম্যাচ? নাহ,  একদম ই ব্যাপারটা খাপ-খাওয়াচ্ছে না। টেকারের লাস্ট ম্যাচটি অবশ্যই ইউনিভার্সের মনমত হওয়া দরকার। আর আধুরা ম্যাচ রয়ে গেছে Sting & Cena এর সাথে। স্টিং এর আশাটা করা না গেলেও সিনার আশাটা করা যায়। আর সেই হিসেবে নো মার্সির পর HIAC এবং এরপর Survivor Series. যেখানে আজ থেকে ২৭ বছর আগে টেকার ডেভিউ করেছিল। 

সুতারাং সবকিছুই পজিটিভ আছে, কিন্তু টেকার কতটুকু পজিটিভিটিতে আছে সেটা মুল বিষয়। রিসেন্টলি মিশেল মিককুল টেকারের সাথে একটি ছবি ইন্সটাগ্রামে পোষ্ট করেছে,  সেখানে টেকার কে কিছুটা ওল্ড টাইপের ই লেগেছে। যদিও রিং রিটার্নের আগে তিনি চুল/দাড়ি কলপ করেন। সুতারাং সবকিছু ঠিকঠাক থাকলে একটি ম্যাচের জন্য রিটার্ন করা যায় তবে সেটা অনেকটাই খারাপ দেখায়। তবুও টেকারের একজন ফ্যান হিসেবে সবার ই চাওয়া থাকতে পারে,  কেননা ম্যানিয়া ম্যাচটি সবার মনঃপুত হয়নি। আর ২০১৩ এর পর টেকার ভালো ম্যাচ উপহার দিতে পারেননি,  অতিরিক্ত হেলথ ইস্যুর কারনে। সুতারাং সিনার সাথে ম্যাচ হলেও সেটার পুর্নতা আসবে না। কি কারনে সেটা বলেই দিয়েছি। আর আমি পারসোনালি চাই না টেকার ব্যাক করুক।
• লেখক ঃ Mohammad Shagor Islam

টেকারের রিটার্ন সংক্রান্ত আপডেট।


WM33 এর পর থেকেই এই নিউজটা একরকম কনফার্ম হয়েছিল যে দ্যা লিজেন্ডারী আন্ডারটেকার রিটায়ার করেছেন। এমনকি বিষয়টা আরো স্পষ্টতর হতে থাকে বিভিন্ন্য রেসলার, কমেন্টেররদের মেনশন করা নিয়ে। তার অনেক ফ্যানরাও ''He's Done'' কথাটাতেই বেশী স্বাছন্দ্যবোধ করছিল। টেকারের মত একজন রেস্লারের ইন রিং পার্ফম কিংবা প্রমো এমনকি তার ঢং শব্দে করা এনট্রান্সও আমরা সবসময় দেখতে মুখিয়ে থাকি। তার রিটার্ন/ফিরে আসা সবসময় আমাদের অন্যরকম আনন্দ দেয়। অন্যদের ব্যাপারে জানি না তবে আমি লাইভ শো দেখা বন্ধ করেছি ১বছর হবে। শুধুমাত্র WM, SS, RR, SS এইসব লাইভ দেখি। সেই আমি ই যখন শুনি আমার প্রিয় রেসলারটি ব্যাক করতে যাচ্ছে সম্ভাব্য তারিখের সে র কিংবা স্মাকডাউন শুরুর আগেই আমি ঘুম হারাম করে উঠে টিভি সেটের সামনে আনন্দের সাথে তাকিয়ে থাকি। আমি শুধুমাত্র আমার হাইপটুকু আপনাদের বলেছি। যে মানুষটি রেসলিং এর 'র' এর মানে জানে না সেও টেকারের ম্যাচ/প্রমো/এন্ট্রান্সে চোখের পলক ফেলে না। টেকারের রিটার্ন সবসময় একটি হাইলি প্যাকেজ হিসেবে কাজ করে সবদিক থেকেই।

এবার মুল প্রসংগে আসা যাক,  রোমানের সাথে বিতর্কিত হারের পর সবাই ধারনা করেছে এবং অনেকটা শিউরও হয়ে নিয়েছে যে টেকার আর রিং একশনে ব্যাক করবেন না। আসন্ন ২০১৮ এর HOF এ হয়ত তিনি ইন্ডাক্ট হবেন। তবে বাজিং টা যখন আন্ডারটেকারকে নিয়ে সেখানে সবসময় একটা 'আশার' বাতি জ্বলে। যেমনটা ম্যানিয়ার ৩মাস পর আবারো জ্বলতে শুরু করেছে। টেকার ব্যাক করবেন One Last Match.. End Of The Last Era ম্যাচ খেলবেন। বিভিন্ন্য নামিদামী ওয়েবসাইট, ব্লগ, রেসলিং বিশরদরাও ব্যাপারটা নিয়ে আশা প্রকাশ করেছেন। তবে প্রশ্ন টা হলো,  যাকে নিয়ে এতটা হাইপ, বাজিং, রিউমর চলছে সেই মানুষটি কতটুকু ফিট আছেন? তিনি আদৌ কি আসবেন? তার শারীরিক অবস্থা কি বলছে? কেনই বা আসবেন? এইসব নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা নেই যেখানে প্রথমেই আমাদের এইসব নিয়ে ভাবা উচিৎ।

পারসোনালি বলতে গেলে আমার মনটা ভীষণ খারাপ টেকারের রিটার্ন ইস্যু নিয়ে। কেননা আমি চিন্তা করছি তার অভারকাম নিয়ে,  মাস দুয়েক আগে তিনি হিপ সার্জারী করেছেন (যতটুকু জানি),  এছাড়াও ম্যানিয়া হারের পর তার বিদায় নেওয়াটাও ছিল 'শেষ বিদায়' টাইপের। প্রায় ওয়েবসাইট বলছে টেকার এসে রোমানের সাথে রিম্যাচ খেলবে নয়ত জন সিনার সাথে ফিউড করবে। আবার এটাও বলছে নো মার্সির পর সিনা বেশ কয়েকমাস WWE তে থাকবেন না। তাইলে ইন্ডাইরেক্টলি টেকারের সাথে ফিউড হচ্ছে রোমানের সাথে (যদি রিটার্ন করে) শিট ম্যান, আমি চাইনা রোমান টেকার আবারো হোক। তাও টেকারের শেষ ম্যাচ? নাহ,  একদম ই ব্যাপারটা খাপ-খাওয়াচ্ছে না। টেকারের লাস্ট ম্যাচটি অবশ্যই ইউনিভার্সের মনমত হওয়া দরকার। আর আধুরা ম্যাচ রয়ে গেছে Sting & Cena এর সাথে। স্টিং এর আশাটা করা না গেলেও সিনার আশাটা করা যায়। আর সেই হিসেবে নো মার্সির পর HIAC এবং এরপর Survivor Series. যেখানে আজ থেকে ২৭ বছর আগে টেকার ডেভিউ করেছিল। 

সুতারাং সবকিছুই পজিটিভ আছে, কিন্তু টেকার কতটুকু পজিটিভিটিতে আছে সেটা মুল বিষয়। রিসেন্টলি মিশেল মিককুল টেকারের সাথে একটি ছবি ইন্সটাগ্রামে পোষ্ট করেছে,  সেখানে টেকার কে কিছুটা ওল্ড টাইপের ই লেগেছে। যদিও রিং রিটার্নের আগে তিনি চুল/দাড়ি কলপ করেন। সুতারাং সবকিছু ঠিকঠাক থাকলে একটি ম্যাচের জন্য রিটার্ন করা যায় তবে সেটা অনেকটাই খারাপ দেখায়। তবুও টেকারের একজন ফ্যান হিসেবে সবার ই চাওয়া থাকতে পারে,  কেননা ম্যানিয়া ম্যাচটি সবার মনঃপুত হয়নি। আর ২০১৩ এর পর টেকার ভালো ম্যাচ উপহার দিতে পারেননি,  অতিরিক্ত হেলথ ইস্যুর কারনে। সুতারাং সিনার সাথে ম্যাচ হলেও সেটার পুর্নতা আসবে না। কি কারনে সেটা বলেই দিয়েছি। আর আমি পারসোনালি চাই না টেকার ব্যাক করুক।
• লেখক ঃ Mohammad Shagor Islam