গত ২৯ আগস্ট ২০১৭ এর Raw তে রোমান এবং সিনার মধ্যে একটি বিতর্কিত সেগমেন্ট হয়, Roman vs Cena, No Mercy Contract Singing :
Kurt Angle রিং এ আসেন এবং সিনাকে ইন্ট্রোডিউজ করেন। সিনা আসে মিক্স রিয়েকশনে। এসে কথা বলতে থাকে। সিনা নানাভাবে রোমান কে ব্লেম দিতে থাকে আর বলে সে র তে এসেছে রোমান কে ফেইস করার জন্য, এটা নাকি রোমানের ইয়ার্ড, রোমান আসে, সিনার সাথে রোমানের অসাধারন মাইক ওয়ার চলতে থাকে, রোমান অনেক Mute Word বলে সিনকে জব্দ করতে চাই কিন্তু সিনাকে মাইকে হারানো কি এতোটাই সোজা? সিনা একদম রোমান কে ধুয়ে দেয়। সিনা বলে তোমার লজ্জা হওয়া উচিৎ, কেননা আমি পার্ট টাইমার হয়ে যা করছি/করতে পারি তা তুমি ফুল টাইমার হয়েও পার না। বেশী বলে ফেললে মজা চলে যাবে তাই আপনারা দেখে নিন -
যারা সেই Raw দেখেছেন, তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় সেই Raw তে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি ছিল তাহলে সিংহভাগেরই উত্তরটা হবে "John Cena আর Roman Reigns এর Contract Signing সেগমেন্টটি। তবে অনেকেই ভাবছেন যে সেগমেন্টটিতে Cena এবং Roman আনস্ক্রিপটেড কথা বলেছেন। তবে ধারণাটি আংশিক ভুল। যদিও তাদের মধ্যে যে সকল মৌখিক কথা কাটাকাটি হয় সেগুলো সত্যিই ছিল খুব পার্সোনাল, অনেক ননপিজি গালাগালিও আমরা লক্ষ্য করি। সবমিলিয়ে এটি শুধু এই Raw এরই না বরং সারা বছরের সব কটি বেস্ট সেগমেন্টের মধ্যে একটি হয়ে গেছে। এর কৃতত্বটা যে শুধু Cena-র মাইক স্কিলের তা না। আমরা রোমানকে যতই হেইট করি না কেনো, এটা মানতেই হবে আজ তার মাইক স্কিলও ছিল অভুতপূর্ব। স্কিল টা Roman আর Cena এর হলেও প্রত্যেক লাইন যে ছিল WWE এর রাইটিং টিমের তা Dave Meltzer তার Wrestling Observer এ নিশ্চিত করেছেন। যদিও WON এর Dave Meltzer জানিয়েছে এই সপ্তাহের RAW-তে Roman Reigns ও John Cena'র সেগমেন্টের সবকিছু স্ক্রিপ্টেড হলেও সেগমেন্টের মাঝখানে Reigns লাইন ভুলে যাওয়ার পর যখন Cena তা নিয়ে উপহাস করেছিল তা সম্পূর্ণ স্ক্রিপ্টের বাইরে ছিল।
জন সিনার এই বিষয় টা খুবই লাগে। সে যেকোনো রেসলারের সেরাটা বের করে আনতে সক্ষম। এজে স্টাইলস কেই দেখুন, WWE তে আসার পর ওর একমাত্র ঘাটতি ছিল মাইক স্কিলে। যার ফলে জেরিকো এর সাথে ফিউড চলাকালীন সময়ে মাইকে তেমন কোনো বড় মাপের প্রমো কাটতে দেখা যায়নি। কিন্তু সিনার সাথে ফিউড শুরু হওয়ার পর হতেই তার মাইক স্কিলের উন্নতি ঘটতে থাকে। অবশ্য এতে কিছু স্ক্রিপ্টেড শুট প্রমো এর ক্রেডিট ও ছিল! শুট প্রমো হচ্ছে সেইসব প্রমো যেগুলো তে রেসলার রা একে অপরকে রিয়েল লাইফের কোনো বিষয় নিয়ে খোঁচা মেরে বা কিফ্যাব ভঙ্গ করে এমন কোনো কথা বলে যা বাস্তবিকপক্ষে সত্য। সম্প্রতি Raw তে ঘটা সিনা-রোমান এর প্রমো ই হচ্ছে একধরণের শুট প্রমো।
তো, সিনার সাথে ফিউড চলাকালীন সময়ে এজে ঐসব শুট প্রমো করার পারমিশন পেয়ে যান যার ফলে সিনা ও এজে উভয়কেই তাদের প্রমো তে একে অপরকে খোঁচা দিয়ে কথা বলতে দেখা যায়। আর এতে লাভ এজে স্টাইলসের ই হয়েছে কারণ তিনি এর মাধ্যমে নিজের মাইক স্কিল কে সবার সামনে উপস্থাপন করতে পেরেছেন। এটা অনেকটাই স্বাভাবিক, আপনাকে যদি অনেক বড় একটা স্ক্রিপ্ট দেয়া হয় এবং বলা হয় ঐ স্ক্রিপ্ট তোতা পাখির মত মুখস্থ করে রিংয়ে গিয়ে বলতে!! আবার যদি আপনাকে বলা হয় রিংয়ে গিয়ে আপনাকে নিজস্ব মনোভাব ই শেয়ার করতে!! তাহলে কোনটি সহজ হবে? অবশ্যই শেষোক্ত পদ্ধতি টা আপনার জন্য সহজ হবে কারণ, এতে আপনি নিজের মনোভাব দর্শক দের কাছে স্বাচ্ছন্দ্যে শেয়ার করতে পারবেন। আর এই বিষয় টাই সিনা-এজে ফিউডে এজে এর মাইক স্কিলের উন্নতির পেছনে অনেক বিশদ ভূমিকা পালন করেছে। তাহলে মনে প্রশ্ন আসতে পারে এখানে সিনার অবদান কি ছিল? হ্যা এই প্রশ্নের যথার্থ উত্তর Sam Roberts কে দেয়া এজে স্টাইলসের একটি ইন্টারভিউয়ের মাধ্যমেই আমরা জানতে পারব। সেই ইন্টারভিউয়ে এজে স্টাইলস বলেছিলেন, জন সিনা এর কাছ থেকে তিনি WWE এর প্রায় ৮০% বিষয় সম্বন্ধে ধারণা পেয়েছেন, এবং তার মধ্যে প্রমো কাটিং টা ছিল অন্যতম। তিনি বলেছেন, তাদের ফিউড চলাকালীন সময়ে ব্যাকস্টেজে সিনা তাকে প্রমো কাট করার বিভিন্ন টিপস শেয়ার করেছেন ও ভালো মানের প্রমো কাটিং এর সম্পর্কে বিস্তারিত ধারণা ও দিয়েছেন। আর তার প্রতিফলন আমরা সিনা -এজে ফিউডের প্রমো গুলোতেই দেখেছি। এই ফিউডের মাধ্যমেই এজে তার মাইক স্কিলের উন্নতি সাধন করেছিলেন। আর এক্ষেত্রে আপনাকে অল্প হলেও জন সিনা কে ক্রেডিট দিতে হবে! কারণ সিনা ব্যাতীত ঐরকম শুট প্রমো গুলা করা প্রায় অসম্ভব ই ছিল!!
আরেকটি উদাহরণ হচ্ছেন রোমান রেইন্স!! নি:সন্দেহে এ সপ্তাহের সিনা-রোমান এর সেগমেন্ট টা এ বছরের সেরা সেগমেন্ট ও রোমানের ক্যারিয়ারের সেরা প্রমো কাটিং ছিল ✌ আর এটি ছিল একটি স্ক্রিপ্টেড শুট প্রমো যেখানে তারা দুজনেই একে অপরকে মুখের বচন দিয়ে এট্যাক করেছিলেন। তবে,দুর্বল মাইক স্কিল সম্পন্ন রোমানের জন্য এটি ছিল এক সুবর্ণ সুযোগ, নিজের মাইক স্কিল কে প্রমাণ করার জন্য এটি ই ছিল তার জন্য শুভ লগ্ন। আর তিনি মোটেও নিরাশ করেননি, কোনো বচ ছাড়াই বেশ সুন্দর ভাবে প্রমো টি সম্পন্ন করেছেন তিনি। আর এক্ষেত্রে যতটা নাহ তার ক্রেডিট, তার চেয়েও বেশি ক্রেডিট ডিজার্ভ করেন জন সিনা!! কারণ, সিনার উপস্থিতির ফলেই এই শুট প্রমোর ব্যাবস্থা করেছে ক্রিয়েটিভ রা, আর এরই দরুন রোমান তার মাইক স্কিল কে সাবলীল ভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে :) Kudos To John SuperCena ✌ ♥
• ক্রেডিট ঃ
- ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **
- ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme
- প্রো-রেসলিং ইউনিভার্স - PWU