আসছে ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে WWE এর একটি স্পেশাল পিপিভি No Mercy। প্রতি পিপিভির মতোই এবারও এই পিপিভিতে অ্যাড করা হয়েছে কিছু হাইভোল্টেজ ম্যাচ। যার মধ্যে একটি হচ্ছে Braun Strowman v/s Brock Lesnar, For WWE Universal Championship। একদিকে Monster এবং আরেকদিকে The Beast। আবার সেটা যদি হয়ে থাকে RAW এর মেজর টাইটেলের জন্য তাহলে তো কোনো কথাই নেই। আজ আপনাদের মাঝে আলোচনা করব এই ম্যাচের সকল যাবতীয় তথ্য নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-
No Mercy তে Lesnar আর Strowman এর ম্যাচটি হবে RAW এর মেজর টাইটেল Universal Championship এর জন্য। যেখানে নিজের টাইটেল Strowman এর বিপক্ষে ডিফেন্ড করবেন Lesnar। একদিকে, Lesnar তার টাইটেলটি জিতেছিলো এপ্রিল মাসের WrestleMania তে। আর তারপর থেকেই নিজের কাছে টাইটেল রেখে দিয়েছে সে। WrestleMania এরপরে Lesnar মাত্র দুইবার নিজের টাইটেল ডিফেন্ড করে। যেখানে প্রথমে সে হারায় Joe কে আর পরবর্তীতে SUMMER SLAM এ এক অসাধারণ ফাটাল ফোর ওয়ে ম্যাচে নিজের টাইটেল রিটেইন করে Lesnar। যেখানে সেই ম্যাচে অন্তর্ভুক্ত ছিলো The Monster Among Men। আর তাদের দুজনের ক্যামিস্ট্রি আমরা SUMMER SLAM এ দেখতে পেয়েছিলাম।
SUMMER SLAM এ হওয়া ফোর ওয়ে ম্যাচে একাই ম্যাচটিকে একসময় ডমিনেট করে Strowman। তিনি একাই Lesnar এর উপর তিনটি টেবিল ব্রেক করে। আর তার পরবর্তী RAW তেও সে এসে Lesnar কে দুইটা পাওয়ারস্লাম দেয়। তাছাড়াও গত RAW তেও আমরা দেখেছি তার ডমিনেটিং। সুতরাং বোঝাই যাচ্ছে, Strowman এই ম্যাচটির জন্য কতটা ফেভারিট।
অপরদিকে, Lesnar WM এরপর থেকে রয়েছে Universal Champion। এরই মধ্যে সে হারিয়েছে Joe, Strowman, Reigns কে। আর এরপরই সেট করা হয়েছে এই হাইভোল্টেজ ম্যাচ। এটা সবার কাছে পরিষ্কার যে, Lesnar কে Weak দেখানো হচ্ছে Strowman এর সামনে। কিন্তু তাকে No Mercy তে বেশি Weak দেখানো হবে না এটা শিওর। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে ম্যাচটি হতে চলেছে No Mercy এর মূল আকর্ষণ।
এখন প্রশ্ন হলো, কে জিততে চলেছে এই ম্যাচ?
এখানে আমার পিক হবে Braun Strowman। কেননা, No Mercy পিপিভির পর থেকে প্রায় ৩ মাসের ছুটিতে যাবে Brock Lesnar। আর সামনে যেহেতু আসতে চলেছে Survivor Series তার মানে এই পিপিভিতে অবশ্যই এই টাইটেল ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। আর Lesnar যেহেতু ছুটিতে থাকবে তার মানে আগামী পিপিভিতে নতুন চ্যাম্প হতে পারে Braun Strowman...।
কিন্তু আবার কিছু কিছু ওয়েবসাইটের ভিত্তিতে, Lesnar তার টাইটেল রিটেইন করবে। এখানে সে রিটেইন করতে পারে তার কারণ যেহেতু Lesnar WM এরপরে প্রায় ৩ মাস পর তার টাইটেল ডিফেন্ড করে সেহেতু এবার এটা হলে তেমন অবাক করা কিছুই হবে না। কারণ Lesnar এভাবেই তার ক্যারেক্টার চালিয়ে যায়। তাই এটি হলেও হতে পারে।
সবশেষে বলি, ম্যাচটির বিজয়ী যেই হোক ম্যাচটি যে হাইভোল্টেজ হবে তার দৃশ্যস্বরূপ আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি। আর আমার মতে, ম্যাচটি জিতে নতুন Universal Champion হতে চলেছে The Monster Among Men খ্যাত Braun Strowman।
এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামত জানাতে আমাকে ভূলবেন না? আপনারা কি চান No Mercy তে Strowman টাইটেল জিতুক নাকি Lesnar রিটেইন করুক তা আমাদের জানান কমেন্ট বক্সে।
• লেখক ঃ MD Tanvir Islam