খুব বেশি না, মাত্র ২ বছর আগের কথা। তখন The Wyatt Family আর Roman Reigns ও Dean Ambrose এর মধ্যে এক Raw তে ম্যাচ চলাকালীন হঠাৎ লাইটগুলো নিভে যায়। লাইটগুলো আবার জ্বলে উঠলে রিংয়ে ভেড়ার কালো রংয়ের মুখোশ পড়া এক দৈত্যকে দাড়িয়ে থাকতে দেখা যায়। তারপর সে তার মুখোশটি খুলে Roman ও Dean কে মারতে থাকে। তারা দুজনে মিলেও তাকে মেরে রিং থেকে ফেলে দেওয়া তো দূরে থাক, এক চুলও নাড়াতে পারেনি। একপর্যায়ে সে তাদের দুজনকেই Bear Hug সাবমিশনের মাধ্যমে অজ্ঞান করে ফেলে। 

এভাবেই WWE তে ডেবিউ করে বর্তমানে আমার সবচেয়ে পছন্দের হিল রেসলার Braun Strowman আর এই দুই বছরে কোথা থেকে কোথায় এসে পড়েছে! WWE তে সে প্রথমে যখন আসে, তখন তাকে ঘিরে অনেক নেগেটিভিটি ছিল। কেউ বলত যে সে একজন মোটা লোক, যে কিনা শুধু সাইজে বড়, আর কিছু না। আবার কেউ বলত যে এক বছরের মধ্যে সে জবার হয়ে যাবে। কিন্তু মাত্র দুই বছরে সে নিজের ওজন কমিয়ে, নিজের রিং ও মাইক স্কিল ইম্প্রুভ করে, নিজেকে আরো অ্যাথলেটিক করে সবাইকে দেখিয়ে দিয়েছে যে সে WWE তে জবিং করার জন্য আসে নি, এসেছে টপ গাই হতে।

আর তাই হয়েছে। কয়েক সপ্তাহ পরেই No Mercy এর মেইন ইভেন্টে Braun, WWE এর একজন অন্যতম ডেকোরেটেড রেসলার Brock Lesnar কে WWE Universal Championship এর জন্য চ্যালেন্জ করতে যাচ্ছে। ঠিক যে সময়ে যখন সবাই Roman ওভারপুশড, খেলা পারে না, মাইক স্কিল জঘন্য এগুলা বলে অভিযোগ করছিল, তখন Vince নীরবে WWE এর পরবর্তী টপ হিলকে গড়ে তুলছিল। আর বর্তমানে টপ হিল হয়েও Braun, WWE ইউনিভার্সের একজন অন্যতম ফেভারিট রেসলার এবং প্রতি সপ্তাহের Raw তে সবচেয়ে লাউড রিয়্যাকশন পাওয়া ব্যাক্তিদের একজন।

বর্তমানে আমার Raw দেখার যতগুলা কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে Braun Strowman আর বর্তমানে পুরা WWE তে যতগুলা হিল আছে, তাদের মধ্যে তাকেই সবচেয়ে ভালভাবে বুক করা হচ্ছে। এ ব্যাপারে Vince এর প্রশংসা করতেই হয়, এবং সেই সাথে Braun এরও। ২০১১ সালে WWE এর সাথে চুক্তিবদ্ধ হয়ে এবং ২০১৫ সালে রেসলিং ক্যারিয়ার শুরু করার পর যে সে যতটা ইম্প্রুভ করতে পেরেছে, তা খুব প্রশংসনীয়। 

আমার মতে, ভবিষ্যতে Braun একজন টপ গাই হয়েই থাকবে। একদিকে Roman টপ ফেস হিসেবে বাচ্চাদের আর মহিলাদের ড্র করবে, অন্যদিকে Strowman টপ হিল হিসেবে বেশি রেসলিং বোঝা হিলপ্রেমী তরুণ-তরুণীদের ড্র করবে। আগে যেমন John Cena আর Randy Orton করত। তাছাড়াও তাদের দুজনের ইন রিং কেমিস্ট্রিও Cena আর Randy এর মতই। আর তাদের এ বছরের ফিউডটা তো ২০১৭ এর সেরা ফিউডগুলোর একটি। Vince এর বয়স হলে কী হবে? এখনও তার মাথা থেকে মাঝে মধ্যে কিছু ভাল বুদ্ধি বের হয়। দুই কূল কীভাবে সামলাতে হয় তা সে ভালভাবেই জানে।

অনেকেই মনে করে যে অন্য বেশিরভাগ জায়ান্টদের মত সেও প্রথমে বড়সড় পুশ পেয়ে পরে জবার হয়ে থাকবে, তবে আমার দৃঢ় বিশ্বাস Braun, The Great Khali, Big Show, Kane এর মত ক্যারিয়ারের শেষদিকে এসে জবিং করবে না। The Undertaker, André The Giant এর মত সে শুরু থেকে শেষ পর্যন্ত সে নিজের মোমেন্টাম বজায় রাখতে পারবে।

Braun এর কাছে একজন ফুল টাইমার হিসেবে রেসলিং করার জন্য অন্তত আরো ১০-১২ বছর আছে। এভাবে তাকে বুক করতে থাকলে সে যে কিরকম লিজেন্ডারী একটি ক্যারিয়ারের অধিকারী হবে, তা বলা বাহুল্য। আর সেই সাথে আমরা হয়ত Big Show এর একজন যোগ্য উত্তরসুরী পেতে যাচ্ছি, যে কিনা ভবিষ্যতে একজন টপ জায়ান্ট হিসেবে WWE তে থাকবে।

• লেখক ঃ Sabbir Rahman Leon

সুপারস্টার রিভিউ : BRAUN STROWMAN


খুব বেশি না, মাত্র ২ বছর আগের কথা। তখন The Wyatt Family আর Roman Reigns ও Dean Ambrose এর মধ্যে এক Raw তে ম্যাচ চলাকালীন হঠাৎ লাইটগুলো নিভে যায়। লাইটগুলো আবার জ্বলে উঠলে রিংয়ে ভেড়ার কালো রংয়ের মুখোশ পড়া এক দৈত্যকে দাড়িয়ে থাকতে দেখা যায়। তারপর সে তার মুখোশটি খুলে Roman ও Dean কে মারতে থাকে। তারা দুজনে মিলেও তাকে মেরে রিং থেকে ফেলে দেওয়া তো দূরে থাক, এক চুলও নাড়াতে পারেনি। একপর্যায়ে সে তাদের দুজনকেই Bear Hug সাবমিশনের মাধ্যমে অজ্ঞান করে ফেলে। 

এভাবেই WWE তে ডেবিউ করে বর্তমানে আমার সবচেয়ে পছন্দের হিল রেসলার Braun Strowman আর এই দুই বছরে কোথা থেকে কোথায় এসে পড়েছে! WWE তে সে প্রথমে যখন আসে, তখন তাকে ঘিরে অনেক নেগেটিভিটি ছিল। কেউ বলত যে সে একজন মোটা লোক, যে কিনা শুধু সাইজে বড়, আর কিছু না। আবার কেউ বলত যে এক বছরের মধ্যে সে জবার হয়ে যাবে। কিন্তু মাত্র দুই বছরে সে নিজের ওজন কমিয়ে, নিজের রিং ও মাইক স্কিল ইম্প্রুভ করে, নিজেকে আরো অ্যাথলেটিক করে সবাইকে দেখিয়ে দিয়েছে যে সে WWE তে জবিং করার জন্য আসে নি, এসেছে টপ গাই হতে।

আর তাই হয়েছে। কয়েক সপ্তাহ পরেই No Mercy এর মেইন ইভেন্টে Braun, WWE এর একজন অন্যতম ডেকোরেটেড রেসলার Brock Lesnar কে WWE Universal Championship এর জন্য চ্যালেন্জ করতে যাচ্ছে। ঠিক যে সময়ে যখন সবাই Roman ওভারপুশড, খেলা পারে না, মাইক স্কিল জঘন্য এগুলা বলে অভিযোগ করছিল, তখন Vince নীরবে WWE এর পরবর্তী টপ হিলকে গড়ে তুলছিল। আর বর্তমানে টপ হিল হয়েও Braun, WWE ইউনিভার্সের একজন অন্যতম ফেভারিট রেসলার এবং প্রতি সপ্তাহের Raw তে সবচেয়ে লাউড রিয়্যাকশন পাওয়া ব্যাক্তিদের একজন।

বর্তমানে আমার Raw দেখার যতগুলা কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে Braun Strowman আর বর্তমানে পুরা WWE তে যতগুলা হিল আছে, তাদের মধ্যে তাকেই সবচেয়ে ভালভাবে বুক করা হচ্ছে। এ ব্যাপারে Vince এর প্রশংসা করতেই হয়, এবং সেই সাথে Braun এরও। ২০১১ সালে WWE এর সাথে চুক্তিবদ্ধ হয়ে এবং ২০১৫ সালে রেসলিং ক্যারিয়ার শুরু করার পর যে সে যতটা ইম্প্রুভ করতে পেরেছে, তা খুব প্রশংসনীয়। 

আমার মতে, ভবিষ্যতে Braun একজন টপ গাই হয়েই থাকবে। একদিকে Roman টপ ফেস হিসেবে বাচ্চাদের আর মহিলাদের ড্র করবে, অন্যদিকে Strowman টপ হিল হিসেবে বেশি রেসলিং বোঝা হিলপ্রেমী তরুণ-তরুণীদের ড্র করবে। আগে যেমন John Cena আর Randy Orton করত। তাছাড়াও তাদের দুজনের ইন রিং কেমিস্ট্রিও Cena আর Randy এর মতই। আর তাদের এ বছরের ফিউডটা তো ২০১৭ এর সেরা ফিউডগুলোর একটি। Vince এর বয়স হলে কী হবে? এখনও তার মাথা থেকে মাঝে মধ্যে কিছু ভাল বুদ্ধি বের হয়। দুই কূল কীভাবে সামলাতে হয় তা সে ভালভাবেই জানে।

অনেকেই মনে করে যে অন্য বেশিরভাগ জায়ান্টদের মত সেও প্রথমে বড়সড় পুশ পেয়ে পরে জবার হয়ে থাকবে, তবে আমার দৃঢ় বিশ্বাস Braun, The Great Khali, Big Show, Kane এর মত ক্যারিয়ারের শেষদিকে এসে জবিং করবে না। The Undertaker, André The Giant এর মত সে শুরু থেকে শেষ পর্যন্ত সে নিজের মোমেন্টাম বজায় রাখতে পারবে।

Braun এর কাছে একজন ফুল টাইমার হিসেবে রেসলিং করার জন্য অন্তত আরো ১০-১২ বছর আছে। এভাবে তাকে বুক করতে থাকলে সে যে কিরকম লিজেন্ডারী একটি ক্যারিয়ারের অধিকারী হবে, তা বলা বাহুল্য। আর সেই সাথে আমরা হয়ত Big Show এর একজন যোগ্য উত্তরসুরী পেতে যাচ্ছি, যে কিনা ভবিষ্যতে একজন টপ জায়ান্ট হিসেবে WWE তে থাকবে।

• লেখক ঃ Sabbir Rahman Leon