প্রায় মাসখানেক পর লিখতে বসলাম, টপিক: বর্তমান সময়ের সবচেয়ে উদীয়মান ও অন্যতম আলোচিত রেসলার Braun "The Monster" Strowman : The New Face of Destruction ✌😊😊
সময় টা ২০১৬ সালের জুলাইআগস্ট মাস! ব্রান্ড স্প্লিট এ Raw তে ড্রাফটের মাধ্যমে নিজের সিংগেলস ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। শুরু তে লোক্যাল জবার দের কম সময়ের ম্যাচে হারানোই ছিল তার মূল দায়িত্ব। যার ফলে তার উপর শুরু থেকেই বিতৃষ্ণা কাজ করত! তখন প্রেডিক্ট করেছিলাম এই দানবীয় রেসলার বড়জোর একজন মিডকার্ডার হয়েই শুধু জবার দের হারাবে! ভেবে ছিলাম এর ম্যাচগুলো তে এরিনার দর্শক রা ঘুমাবে, টিভি তে দেখা ফ্যান রা চ্যানেল চ্যাঞ্জ করে ফেলবে বা বাথরুম ব্রেক নিবে 😂😂 কিন্তু আমার সেই ধারণা কে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন Braun...!! বেশিরভাগ ফ্যান রাই ভাবেনি যে Braun একজন মেইন ইভেন্টর হবেন। কিন্তু সবার চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে একজন জায়ান্ট হেভিওয়েট রেসলার ও রিংয়ে ভালো ভালো ম্যাচ উপহার দিতে পারে। সাধারণত, বেশির ভাগ জায়ান্ট হেভিওয়েট রেসলার রাই রিংয়ে ভালো পারফর্ম করতে পারেনা তাদের অতি স্থুল শরীরের জন্য। দেখা যায় তারা রিংয়ে ঠিকমত নড়াচড়া ও করতে পারেনা আর এরই ফলশ্রুতিতে তারা ভালো মানের রেসলিং ম্যাচ খেলতে অক্ষম। কিন্তু Braun এর ক্ষেত্রে ব্যাপার টা সম্পূর্ণ ভিন্ন! ৩৮৫ পাউন্ড ভরবিশিষ্ট Braun একজন সুঠাম দেহী রেসলার, শরীরে মেদ এর চাইতে মাসল ই বেশি। রিংয়ে তার এথলেটিক মুভমেন্ট ও দ্রুততা, অন্যান্য টিপিক্যাল জায়ান্ট দের চেয়ে তাকে আলাদা করে রেখেছে। যার বদৌলতে তিনি আজ একজন সফল রেসলার ও WWE এর "The New Face of Destruction" 👌
তার এই সফলতার পেছনে মূল কারণ ৪ টি। প্রথমত, ক্রিয়েটিভ দের সুনজর ও ভালো বুকিং। দ্বিতীয়ত, Big Show এর সাথে ট্রেনিং। তৃতীয়ত, Roman Reigns এর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগীতা ও চতুর্থত, নিজের ট্যালেন্ট ও ডেডিকেশন কে পরিশ্রমের সহিত বিকশিত করা। এক্ষেত্রে যদিও প্রথম তিনটি কারণ তার সফলতায় গৌণ ভূমিকা পালন করেছে তবুও ঐ তিনটি কারণ Braun এর মেইন ইভেন্টর হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা পালন করেছে। প্রথমে ক্রিয়েটিভ দের ব্যাপারে ই আলোচনা করা যাক! WWE তথা প্রোরেসলিংয়ে ক্রিয়েটিভ দের হাতেই একজন রেসলারের ভাগ্য অনেকটাই নির্ভর করে। একজন ক্রিয়েটিভের সুনজর ও ক্রিয়েটিভিটি ই একজন রেসলারের ক্যারিয়ার কে এভারেস্ট এর চূড়ায় উঠাতে সক্ষম। ঠিক তেমনি একজন ক্রিয়েটিভ এর কুনজর/খামখেয়ালী বুকিং এর কারণে একজন রেসলারের ক্যারিয়ারের বারোটা ও বাজিয়ে দিতে পারে!! তাই যেকোনো রেসলারের ক্যারিয়ার গঠনে ক্রিয়েটিভ রা মেজর ভূমিকা রাখে। আর এক্ষেত্রে Braun Strowman ই উৎকৃষ্ট উদাহরণ। কারণ, ক্রিয়েটিভ রা শুরু তেই ওকে পাহাড়তুল্য পুশ দিয়ে ওভারপুশের তকমা লাগায়নি, বরং ওকে ধীরে ধীরে বিল্ড করে মেইন ইভেন্টে এনেছে। মূলত, শুরু তে জবার দের বিপক্ষে একের পর এক স্কোয়াশ ম্যাচ খেলিয়ে Braun এর স্কিল পরখ করেছে ক্রিয়েটিভ রা। অর্থাৎ, ঐ ম্যাচগুলো ছিল Braun এর জন্য প্রাকটিস ম্যাচ!! এছাড়াও, লাইভ ইভেন্ট গুলোতে Big Show এর বিপক্ষে ১০১৫ মিনিটের ম্যাচগুলো খেলার মাধ্যমে Braun তার স্কিল বাড়ানোর সুযোগ পেয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হল ক্রিয়েটিভ রা এই পর্যন্ত Braun এর ক্যারেক্টার কে সর্বদা ই একজন "ডমিনেন্ট ফোর্স " হিসেবে দেখিয়েছে। কখনোও তাকে দুর্বল দেখানো হয়নি, আর এটাই ক্রিয়েটিভ দের সবচেয়ে বড় কৃতিত্ব!!
দ্বিতীয়ত, Big Show এর সাথে ট্রেনিং। একজন জায়ান্ট রেসলার ই অন্য একজন জায়ান্ট রেসলার কে সঠিকভাবে গাইড ও ট্রেইন করাতে পারে। আর Braun কে এইক্ষেত্রে সাহায্য করেছেন WWE এর সবচেয়ে পপুলার জায়ান্ট Big Show! একজন জায়ান্ট রেসলারের রিং এন্ট্রি কেমন হবে, রিংয়ে উঠার পর ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হবে, অনস্ক্রিনে নিজের ক্যারেক্টার কে সুন্দরভাবে ফুটিয়ে তোলতে হয় কিভাবে এই বিষয়গুলো Braun কে শিখিয়েছেন Big Show. এছাড়াও তার রিং স্কিল ও মাইক স্কিলের উন্নতি সাধনে ও ভূমিকা রেখেছেন Big Show 😊
তৃতীয়ত, Roman Reigns এর সহযোগীতা। হয়তবা অনেকেই এ বিষয়ে কিছুটা দ্বিমত প্রকাশ করতে পারেন, তবে এটা সত্য যে Braun কে এই পর্যন্ত আসতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগীতা করেছেন Roman!! প্রত্যক্ষ ভাবে সহযোগীতা: WWE তে বর্তমানে একটি লজিক্যাল সূত্র কাজ করে। সূত্র টি হচ্ছে "Roman এর বিপক্ষে যেই রেসলার ই ফিউড করুক না কেন সেই রেসলার ই প্রচুর চিয়ার পেয়ে দর্শকদের কাছে হয়ে যায় টপ বেবিফেইস"। Braun এর ক্ষেত্রে ও এই সূত্র শুধু প্রযোজ্য হয়নি বটে বরং এই সূত্র টিই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল!! এই ফিউডের মাধ্যমেই লাইমলাইটে আসেন Braun ও ভিলেন হয়েও দর্শক দের কাছে হয়ে যান হিরো। আর এক্ষেত্রে Roman মহাশয় অল্প হলেও কৃতিত্বের দাবিদার। পরোক্ষ ভাবে সহযোগীতা: এটা হয়তবা অনেকেই জানেন যে, কোম্পানির টপ গাই/মেইন ইভেন্টর রেসলার দের ব্যাকস্টেজে প্রচুর ক্ষমতা থাকে। তারা তাদের ক্ষমতা বলে নিজেদের স্ক্রিপ্ট ও চ্যাঞ্জ করতে পারে (সিনারেন্ডিরা তাদের ব্যাকস্টেজ ক্ষমতা ব্যাবহার করে অনেকবার ই এটা করেছে)। তো, রেসলম্যানিয়ায় Taker কে হারিয়ে ইয়ার্ড দখলকারী Roman Reigns এর ব্যাকস্টেজে ক্ষমতা থাকা স্বত্তেও Braun এর সাথে ফিউডে তিনি এর অপব্যাবহার করেননি। কোম্পানির টপ গাই হওয়া স্বত্তেও Braun এর বিপক্ষে পরপর দুটি পিপিভি তে হেরে পুশ দিয়েছেন। কোম্পানি তে এটা তার দ্বায়িত্ব হলেও বলা যায় তিনি পরোক্ষ ভাবে Braun কে সহযোগীতা ই করেছেন।
চতুর্থত ও Braun এর সফলতার পেছনে মুখ্য কারণ হচ্ছে তার পরিশ্রম ও ডেডিকেশন। একজন রেসলার যতই ট্যালেন্টেড হোক না কেন, যদি সে পরিশ্রম না করে তাহলে তার ট্যালেন্ট কোনো কাজেই আসেনা। Braun তার ট্যালেন্ট কে কাজে লাগাতে সক্ষম হয়েছে, সাথে ছিল তার পরিশ্রম আর ডেডিকেশন! আর এর রেজাল্ট তো আপনারা সচক্ষে অবলোকন করতে পেরেছেন যে Braun আজ Raw এর প্রধান মুখ!! অর্থাৎ, নি:সন্দেহে তার এই অভূতপূর্ব সাফল্যের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার পরিশ্রম, ডেডিকেশন ও ট্যালেন্ট।
Braun এর স্কিল এত অল্প সময়েই এতটা পরিপক্ব হয়েছে যা প্রশংসার দাবিদার। রিং স্কিল ই ধরুন, Roman এর সাথে খেলা ৩ টি ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন তিনি! Ambulance ম্যাচে তার পারফর্মেন্স খুবই ভালো ছিল। এছাড়াও Big Show এর সাথে খেলা তার ম্যাচগুলো ও দেখার মতন ছিল, বলতে গেলে হেভিওয়েট রেসলিংয়ের প্রকৃত স্বাদ ছিল ম্যাচগুলি তে। এবং সবশেষ Summerslam এর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের সেরা পারফর্মার ছিলেন Braun. বলতে গেলে প্রায় পুরো ম্যাচই ক্যারি করেছিলেন Braun! ম্যাচে Brock কে দেয়া এনাউন্স টেবিলে পরপর দুটি Powerslam ছিল ম্যাচ টির সেরা মুহূর্ত! পুরো ম্যাচেই কোনো বচ ছাড়া নিখুঁত ভাবে মুভ গুলো এক্সিকিউট করেছেন 👌👌
এবার মাইক স্কিলের ব্যাপারে আসা যাক। সাধারণত, জায়ান্ট রেসলারদের মাইকে প্রমো কাটিংয়ের তেমন প্রয়োজনীয়তা নাই। কারণ, এই ক্যাটাগরির রেসলার রা ধ্বংসাত্মক ক্যারেক্টারে থাকেন। তারা রিংয়ে আসে, প্রয়োজন হলে দুএকটা কথা বলে, অপোনেন্ট কে ধোলাই দেয় ও চলে যায়। Braun এর ব্যাপার টাই ধরুন, তার প্রমো গুলো খুবই সাধারণ। যেমণ, Roman কে উদ্দেশ্য করে সে বলল "Roman, I'll Crush You"!! এবং তার প্রমো এতটুকুই। তার আর অন্য কিছু বলার প্রয়োজন হয়না কারণ প্রমো তে তার ঐ কথাটিই তার ক্যারেক্টার কে ফুটিয়ে তোলে যার ফলে দর্শক রাও এক্সাইটেড হয়ে তাকে সাপোর্ট করে। অর্থাৎ তার এই দানবীয় ক্যারেক্টার এর জন্য মাইক স্কিলের থাকা আর না থাকা কোনো ব্যাপার নাহ, অনেকটাই The Undertaker এর মতন। Taker এর ক্যারেক্টার টাই এমন ছিল যে তাকে মাইকে কথা বলার তেমন প্রয়োজন হতনা! আর কথা বললে ও তার বজ্র কন্ঠে "Rest In Peace" কথাটাই প্রমো কাটিং এর জন্য পর্যাপ্ত ছিল। একই বিষয় টা Braun এর ক্ষেত্রে ও প্রযোজ্য।
WWE এর ক্রিয়েটিভ রা Braun কে শুরু থেকেই অদম্য হীল হিসেবে বুকিং দিয়ে আসছে। তবে সময়ের বিবর্তনে সে আজ দর্শকদের কাছ থেকে সর্বোচ্চ চিয়ার পাওয়া রেসলারে পরিণত হয়েছে। বলা যায় সেই বর্তমানে কোম্পানির টপ বেবিফেইস!! Summerslam এর ম্যাচ টাই দেখুন, Brock, Reigns ও Joe এর মতন পপুলার রেসলার দের থেকেও ম্যাচে বেশি চিয়ার পেয়েছেন Braun..! এর দ্বারা স্পষ্টতই বুঝা যায় যে বর্তমানে দর্শক দের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ই হচ্ছেন Braun! সাপ্তাহিক শো Raw এর মূল নায়ক ই হচ্ছেন তিনি, তার জলসা দেখার অপেক্ষায় এরিনায় উপস্থিত ফ্যান রা মুখিয়ে থাকে। এম্বুলেন্স উলটানো, অপোনেন্ট এর উপর চেয়ার ছুড়ে মারা, রিং ভাঙার মতন কার্যকলাপ দেখিয়ে তিনি এখন দর্শকদের সুপারহিরো! এখানে আবার ও Taker এর উদাহরণ টানা যায়...উল্লেখ্য যে The Undertaker, WWE তে একজন হীল রেসলার হিসেবে ডেবিউ করেছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি ফ্যান ফেভারিট হয়ে উঠেন যার ফলে তাকে পরবর্তী তে ফেইস টার্ন করানো হয়েছিল। একই পলিসি Braun এর উপর প্রয়োগ করলে ও মোটেও মন্দ হবেনা। কারণ, Braun বর্তমানে Raw তে সবচেয়ে লাউড পজিটিভ রিয়েকশন পাওয়া রেসলার। আর দর্শক রা অবশ্যই এমন কাউকে চিয়ার দিবে যাকে তাদের সবচেয়ে বেশি প্রিয়। তবে পরিস্থিতি সাপেক্ষে Braun কে এখন ফেইস টার্ন না করাই শ্রেয়, তাকে ডমিনেট হীল হিসেবে বুকিং করানোই বেস্ট ফর বিজনেস! বর্তমান দর্শক রা সাধারণত হীল ক্যারেক্টার কেই বেশি পছন্দ করে তাই Braun কে এখন ফেইস টার্ন করালে তা হিতে বিপরীত হতে পারে!!
তবে, Braun এর ভবিষ্যৎ কি তার বর্তমানের মতন ই উজ্জ্বল হবে? এ প্রশ্নের উত্তরের জন্য আমাদের কে একটু পেছনে যেতে হবে। ইতিহাস বলে WWE তে জায়ান্ট রেসলার দের ক্যারিয়ার রিপোর্ট খুবই নাজেহাল,(Andre The Giant ও The Undertaker বাদে)!! Mark Henry, Big Show, Kane, Big Daddy, Umaga দের ক্যারিয়ার ঘুরে দেখেন, উত্তর টা খুব সহজেই পেয়ে যাবেন। এদের কে ক্যারিয়ারের শুরুতে প্রচুর শক্তিশালী ও আনডিফেটেড হিসেবে বুকিং দেয়া হয়েছে, বেশ কয়েক মাস এভাবে চলার পর তাদেরকে কোম্পানির কোনো টপ গাই এর মাধ্যমে হারিয়ে ক্যারিয়ারের মোমেন্টাম কমিয়ে দেয়া হত, আর এর পরই বুকিং এর অভাবে তারা লোয়ার কার্ডে থাকত। আর সবশেষে কোম্পানি হতে রিলিজ,রিটায়ারম্যান্ট বা মারা যাওয়ার মাধ্যমে ই তাদের ক্যারিয়ারের ইতি ঘটে!! আর এই চক্র টি বেশিরভাগ জায়ান্ট রেসলার দের সাথেই মিলে যায়। Rusev কেই দেখুন, ডেবিউ এর পর হতে উনি বেশ কয়েকমাস আনডিফেটেড ছিলেন। কিন্তু কোম্পানির টপ ফেইস Cena এর কাছে বারবার ম্যাচ হারার পর তিনি মিডকার্ডের একজন জবারে পরিণত হন। এবং দু:খজনকভাবে তিনি আর কখনোও সেই মোমেন্টাম ফিরে পাননি!! Braun এর শেষ পরিণতি কি এরকম ই হবে? প্রশ্নটির উত্তর ইতিবাচক হবে নাকি নেতিবাচক, তা নির্ভর করে Braun এর আগামী দিনের বুকিংয়ে। তবে এখানে কিছু কথা বলতে চাই: Braun এর ক্যারিয়ারে এই পর্যন্ত বুকিং খুবই সিম্পল ছিল। "আসবে, মারবে ও চলে যাবে" টাইপের বুকিং এ পর্যন্ত ভালোভাবে সাড়া ফেললে ও ভবিষ্যতে কি দর্শক রা সেটা গিলবে? কারণ মানুষ সবসময়েই নতুনত্ব চায়। একই তরকারি দিয়ে তো আর দৈনিক খাওয়া যায়না, আর খেলেও সেই তরকারির উপর আমাদের বিতৃষ্ণা আসবে। Braun এর ক্ষেত্রে ও ব্যাপারটা সেইম! কারণ বর্তমানে তাকে আনডিফেটেড টাইপের বুকিং দেয়া হলেও ভবিষ্যতে যখন সে দুতিনটে ম্যাচ হারবে তখন কি সে তার মোমেন্টাম বজায় রাখতে পারবে? তখন ও কি সে তার পপুলারিটি বজায় রাখতে পারবে? এক্ষেত্রে ক্রিয়েটিভ দের বুকিং ই প্রধান ভূমিকা পালন করবে। আমার মতে, যতদিন পর্যন্ত দর্শক রা তাকে চিয়ার দিচ্ছে ততদিন পর্যন্ত ক্রিয়েটিভ দের উচিত তাকে ধ্বংসাত্মক গিমিকেই রাখা। তবে পুরোপুরি আনডিফেটেড না রেখে মাঝে মধ্যে দুএকটা ম্যাচ হারানো ও উচিত(কারণ, দুএকটা ম্যাচ না হারালে সবাই ওকে অভারপুশের তকমা লাগিয়ে দিবে 😂😂)। এরকম হলে সে তার পপুলারিটি ও আকর্ষণ উভয় ই বজায় রাখতে সক্ষম হবে।এরকম ডমিনেন্ট বুকিং এর কথা আসলে The Undertaker এর কথা না বললেই নয়! Taker তার প্রায় দীর্ঘ ২৭ বছর ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন গিমিকে ডমিনেট করেছেন, যার ফলে তার উপর ফ্যান দের আকর্ষণ কখনোও কমেনি! যদিও Braun, Taker এর মতন এতটা স্কিলফুল নয় তবুও Braun কি তার এই দানবীয় ক্যারেক্টার কে ভবিষ্যতে ও সমুন্নত রাখতে পারবেন? প্রশ্ন টির উত্তর জানা এখন শুধু সময়েরই অপেক্ষা...
আগামীকালের No Mercy পিপিভি তে অনুষ্টিত হওয়া ম্যাচ টি Braun এর জন্য একটি অগ্নিপরীক্ষা। The Beast খ্যাত Brock Lesnar এর বিপক্ষে প্রথম বারের মতন লড়াই করবেন Braun Strowman! তাদের ফিউডের শুরু হয় মূলত Summerslam এ, সেই ম্যাচে Brock কে পুরোপুরি ডমিনেট করেন Braun. এবং এর পরের Raw তেই তাদের মধ্যকার ফিউড পুরোধমে শুরু হয়। এই ফিউডে সম্পূর্ণ ডমিনেট করেছেন Braun, প্রতি Raw তেই তিনি Brock কে মেরে তুলোধোনা করেছেন! যে Brock এর হাতে সবাই ফ্রি তে সুপ্লেক্স সিটির টিকেট পায় সেই Brock কেই মেরে আলু ভর্তা বানাচ্ছেন Braun Strowman 😂😂 পার্ট টাইমার Brock কে এই ফিউডে প্রচুর ঘাম ঝরাতে হচ্ছে, যা তার অন্যান্য ফিউড গুলোতে লক্ষ্য করা যায়না। আর এজন্য ফ্যান রাও এই ফিউড কে বেশ উপভোগ করতেছে। কিন্তু শেষমেশ একটা প্রশ্ন রইল...Braun কি Brock কে হারিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিততে পারবেন নাকি তিনি হবেন Brock এর পরবর্তী শিকার? ম্যাচ নিয়ে হালকা প্রেডিকশন: Well, WWE তে প্রায়শই দেখা যায়, যে রেসলার ফিউডে বেশি দাপট দেখায় সে ম্যাচে হেরে যায়। বিশেষ করে বেশিরভাগ সময়েই পিপিভি এর আগের শো তে যে ডমিনেট করে সেই রেসলার এর পিপিভি ম্যাচ হারার সম্ভাবনা ই বেশি থাকে। তো এক্ষেত্রে আমার প্রেডিকশন ৫০৫০! কারণ, গত Raw তে এই দুজন একে অপরের মুখোমুখি হননি তাই ম্যাচে কে জিতবে তা বলা মুশকিল!! তবে, ব্যাক্তিগত ভাবে এই ম্যাচে Braun Strowman কেই জয়ী হিসেবে দেখতে চাই 😊 কেন Braun এর জেতা জরুরী:
(১) প্রথমত, এটি Braun এর সামনে প্রথম সুবর্ণ সুযোগ। এই সুযোগ কে ঠিকমত কাজে লাগাতে পারলে সে একজন কমপ্লিট মেইন ইভেন্টর রেসলার হতে পারবে। ম্যাচ হারলে তার ক্যারিয়ারের মোমেন্টাম কমে যাবে।
(২) Brock একজন পার্ট টাইমার, No Mercy এর পর সে প্রায় ৩ মাসের জন্য বিশ্রামে চলে যাবে। আর যদি সে তার টাইটেল রিটেইন করে তাহলে তার সাথে টাইটেল টা ও নিখোঁজ হয়ে যাবে। আর শো এর মূল টাইটেল ছাড়া ফিউড জমে নাহ, যেকোনো পিপিভি তেই মূল চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে দর্শক দের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। আর তাই No Mercy তে টাইটেল চ্যাঞ্জ হওয়া টা একান্ত জরুরী। কারণ, একজন এক্টিভ রেসলার কে চ্যাম্প বানালে সে রেগুলার তার টাইটেল ডিফেন্ড করে চ্যাম্পিয়নশিপ এর গুরুত্ব বজায় রাখতে পারে। So, Braun Must Won 👌👌
কিন্তু দুর্ভাগ্যবশত Braun যদি ম্যাচটি হেরে ও যায় তবুও বড় মাপের তেমন ক্ষতি হবেনা। বরং এর পর হতে ক্রিয়েটিভ রা যদি তাকে আবারোও ডমিনেন্ট বুকিং দিয়ে থাকে তাহলে এই ম্যাচ হেরেও Braun তার মোমেন্টাম পুনরুদ্ধার করতে সক্ষম হবে। আবার, ম্যাচটি DQ বা Count Out এর মাধ্যমে ও শেষ হতে পারে! এরকম হলে Braun এর মোমেন্টাম নষ্ট হবেনা + Brock ও ক্লিনলি হারা থেকে রক্ষা পাবে। তবে, সর্বোপরি আমি চাই একটি ভালোমানের টান টান উত্তেজনা মূলক রেসলিং ম্যাচ। ১০১৫ মিনিটের দ্রুতগতির ম্যাচ হলেই ভালো হয়।ম্যাচে Brock এর জন্য খুবই বড় ধরণের চ্যালেঞ্জ হবেন Braun! Brock কি Braun কে সুপ্লেক্স সিটি তে ভ্রমণ করাতে সক্ষম হবেন নাকি Braun নামক মনুষ্য রূপী দানবের শিকার হবেন? উত্তর টা জানতে হলে দেখতে হবে আগামীকালের "No Mercy" তে অনুষ্টিত হওয়া Beast Vs Monster এর মধ্যকার Universal Championship Match!! আশা করি একটি ভালো মানের রেসলিং ম্যাচ দেখতে পাবে রেসলিং প্রেমীরা ✌
That's All Amigos, Tnx For Reading 😊😊
• লেখক : Aamir Hamza Salman