AJ Styles এর পর এ পর্যন্ত যে চারজন WWE Champion হয়েছে তার মধ্যে Jinder Mahal এর টাইটেল রেইনটাই সবচেয়ে ভালভাবে চলছে। বিশ্বাস না হলে নিচে চারজনের টাইটেল রেইন নিয়ে তুলনামূলক আলোচনা করা হল:-


John Cena:- এটা তার ১৬ তম ওয়ার্ল্ড টাইটেল বিজয়, এর দ্বারা সে Ric Flair এর রেকর্ড স্পর্শ করেছে। এজন্য মানুষের এই টাইটেল রেইনটা নিয়ে অনেক আশা ছিল। কিন্ত সব আশা ভেঙ্গে দিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে Cena টাইটেল হারায়। তার সবচেয়ে বাজে টাইটেল রানগুলোর মধ্যে এটা একটা। যেটা কিনা কারও মনেও থাকত না যদিনা এটা তার ১৬তম ওয়ার্ল্ড টাইটেল বিজয় হত।


 Bray Wyatt:- তাকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম। আর যে কয়দিন সে WWE Champion ছিল, ভালই ছিল। কিন্ত সেও Cena এর মত নিজের প্রথম পে-পার-ভিউ ডিফেন্সে অল্প দিনের মধ্যেই টাইটেল হারায়। তাও একটা জঘন্য ম্যাচে। যেটার বিল্ডআপ ভাল ছিল, কিন্তু ম্যাচটা সবাইকে হতাশ করেছে।


 Randy Orton:- একই অবস্থা। Wrestlemania তে টাইটেল জেতার পর তো পরপর চারটা পে-পার-ভিউ হেরেছে। তার এই টাইটেল রেইনটা খুব বাজে ছিল। আর এবার তার ফর্মও খুব খারাপ ছিল। WWE Champion হবার পরও Orton ফ্যানরা বাদে কেউ তার সমর্থনে ছিল না। 👎🏻


 Jinder Mahal:- সবাইকে চমকে দিয়ে Backlash এ Jinder WWE Champion হয়। এটা ঠিক যে তাকে ব্যাবসার জন্য এবং খুব তাড়াহুড়া করে পুশ দিয়েছে, কিন্তু তারপরেও সে প্রতি সপ্তাহে উপস্থিত থাকে, এ পর্যন্ত তিনবার সফলভাবে নিজের টাইটেল রিটেইন করতে পেরেছে এবং একজন হিল হিসেবে দর্শকদের কাছ থেকে বু আদায় করতে পেরেছে। সব মিলিয়ে খারাপ না, ভালোই।

Jinder Mahal যেমনই হোক না কেন, তারপরেও তার টাইটেল রানটা ভালই চলছে। অন্তত আগের তিনজনের থেকে ভাল। আর রিং স্কিলের কথা শুনাইয়েন না। কারণ WWE তে রিং স্কিল কোনদিনও মেইন ফ্যাক্টর ছিল না। তাহলে Hulk Hogan এর মত রেসলার কোনদিন WWE এর টপ গাই হতে পারতনা 😑
• লেখকঃ Sabbir Rahman Leon

Jinder Mahal এর টাইটেল রেইনটাই সবচেয়ে ভাল!


AJ Styles এর পর এ পর্যন্ত যে চারজন WWE Champion হয়েছে তার মধ্যে Jinder Mahal এর টাইটেল রেইনটাই সবচেয়ে ভালভাবে চলছে। বিশ্বাস না হলে নিচে চারজনের টাইটেল রেইন নিয়ে তুলনামূলক আলোচনা করা হল:-


John Cena:- এটা তার ১৬ তম ওয়ার্ল্ড টাইটেল বিজয়, এর দ্বারা সে Ric Flair এর রেকর্ড স্পর্শ করেছে। এজন্য মানুষের এই টাইটেল রেইনটা নিয়ে অনেক আশা ছিল। কিন্ত সব আশা ভেঙ্গে দিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে Cena টাইটেল হারায়। তার সবচেয়ে বাজে টাইটেল রানগুলোর মধ্যে এটা একটা। যেটা কিনা কারও মনেও থাকত না যদিনা এটা তার ১৬তম ওয়ার্ল্ড টাইটেল বিজয় হত।


 Bray Wyatt:- তাকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম। আর যে কয়দিন সে WWE Champion ছিল, ভালই ছিল। কিন্ত সেও Cena এর মত নিজের প্রথম পে-পার-ভিউ ডিফেন্সে অল্প দিনের মধ্যেই টাইটেল হারায়। তাও একটা জঘন্য ম্যাচে। যেটার বিল্ডআপ ভাল ছিল, কিন্তু ম্যাচটা সবাইকে হতাশ করেছে।


 Randy Orton:- একই অবস্থা। Wrestlemania তে টাইটেল জেতার পর তো পরপর চারটা পে-পার-ভিউ হেরেছে। তার এই টাইটেল রেইনটা খুব বাজে ছিল। আর এবার তার ফর্মও খুব খারাপ ছিল। WWE Champion হবার পরও Orton ফ্যানরা বাদে কেউ তার সমর্থনে ছিল না। 👎🏻


 Jinder Mahal:- সবাইকে চমকে দিয়ে Backlash এ Jinder WWE Champion হয়। এটা ঠিক যে তাকে ব্যাবসার জন্য এবং খুব তাড়াহুড়া করে পুশ দিয়েছে, কিন্তু তারপরেও সে প্রতি সপ্তাহে উপস্থিত থাকে, এ পর্যন্ত তিনবার সফলভাবে নিজের টাইটেল রিটেইন করতে পেরেছে এবং একজন হিল হিসেবে দর্শকদের কাছ থেকে বু আদায় করতে পেরেছে। সব মিলিয়ে খারাপ না, ভালোই।

Jinder Mahal যেমনই হোক না কেন, তারপরেও তার টাইটেল রানটা ভালই চলছে। অন্তত আগের তিনজনের থেকে ভাল। আর রিং স্কিলের কথা শুনাইয়েন না। কারণ WWE তে রিং স্কিল কোনদিনও মেইন ফ্যাক্টর ছিল না। তাহলে Hulk Hogan এর মত রেসলার কোনদিন WWE এর টপ গাই হতে পারতনা 😑
• লেখকঃ Sabbir Rahman Leon