হেডলাইন দেখে কারো বুঝতে বাকি নেই যে এটি একটি বিশ্লেষণধর্মী পোস্ট। আর আজকের বিশ্লেষণের বিষয় হচ্ছে, সম্প্রতি হয়ে যাওয়া Raw Exclusive Pay Per View "NO MERCY" মেইন ইভেন্ট। এই পোস্টে উল্লেখ করব যে আসলেই কি আজকের মেইন ইভেন্টটি যথার্থ ছিলো নাকি নয়। আর না থাকলে কোনটি ছিলো আজকের জন্য যোগ্য মেইন ইভেন্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-
No Mercy যার আভিধানিক অর্থ হচ্ছে "কোনো করুণা কিংবা ক্ষমা নেই"। অর্থাৎ বোঝাই যায়, যে পিপিভির সব ম্যাচগুলো অবশ্যই অনেক হাইভোল্টেজ সমৃদ্ধ। কিন্তু আজকে যে ম্যাচ গুলো হলো তার মধ্যে কয়েকটা ম্যাচ ছাড়া সবগুলোই হয়েছে Worst Match সেই বিষয়ে পরে আসছি আগে জেনে নিই No Mercy সম্পর্কে কিছু কথা। No Mercy পিপিভিটি প্রায় অনেকদিন পরে গতবছর আবার WWE তে রিটার্ন করেছিলো Smackdown Live এর হয়ে। কিন্তু এবার এই পিপিভিটি অনুষ্ঠিত হয়েছে RAW এর পিপিভি হিসেবে। তাহলে চলুন এবার মূল টপিকে যাই :-
আমরা সবাই জানি যে, আজকের রাতের মেইন ইভেন্ট ছিলো ♦Brock v/s Braun, For Universal Title Match♦…! কিন্তু আমার মতে এটির থেকে যোগ্য মেইন ইভেন্ট হবার দাবি রাখে ♦ Cena v/s Roman ♦ Match! এর কিছু কারণ নিম্নে তুলে ধরা হলো! :-
যেমন ধরুন, Cena v/s Roman ম্যাচে যেরকম ফ্যান রিয়েকশন ছিলো সেরকমটা ছিলো Main Event ম্যাচে। কিন্তু Cena v/s Roman ম্যাচ যেমনটা উপহার দিয়েছে, জীবনেও সেরকম কিছু উপহার দিতে পারে নি মেইন ইভেন্ট ম্যাচটি। কেননা, মাত্র ১ টা f5 হজম করার সাথে সাথেই Braun এর মতো জায়েন্ট কিক আউট করতে অক্ষম যেটি অবশ্যই সবথেকে বেশি বোরিং ছিলো। কিন্তু অপরদিকে, Cena'র ৩টা AA এবং একটা Super AA খাওয়ার পরেও কিক আউট করতে সক্ষম Reigns যেটি অবশ্যই একটি ম্যাচকে আকর্ষণীয় করতে সফল। আবার, যেরকম কিছু এক্সট্রিম মোমেন্ট ছিলো Cena v/s Roman ম্যাচে তা মেইন ইভেন্ট ম্যাচে ছিলো না। আর যা অবশ্যই ফ্যানরা মেইন ইভেন্টে আশা করে নি। তাছাড়া Cena v/s Roman ম্যাচের একেকটা মুভ প্রয়োগ করার সাথে সাথেই ফ্যানদের মুখে তাদের জয় জয়কার। কিন্তু মেইন ইভেন্ট ম্যাচে তা লক্ষনীয় ছিলো না। মেইন ইভেন্ট ম্যাচে দেখার মতো বিষয় একটাই ছিলো আর তা হচ্ছে তাদের দুজনের মনোভাব আর তাদের কিছু আচরণ যা Cena v/s Roman ম্যাচেও বিদ্যমান ছিলো।
এখন সকল আলোচনার প্রেক্ষিতে আমি বলতে চাই যে, উক্ত ম্যাচটির বদলে যদি Cena v/s Roman ম্যাচটি মেইন ইভেন্ট দেয়া হতো তাহলে ফ্যানরাসহ WWE ক্রিয়েটিভ প্যানেলও লাভবান হতো। কেননা একটা কথা আমাদের মানতেই হবে যে, এটি ছিলো আমাদের সবার ড্রিম ম্যাচ আর ড্রিম ম্যাচ কখনও মেইন ইভেন্ট ছাড়া তেমন ভালো হয় না। তাই আমার মতে এটি ছিলো তাদের চরম একটি ভূল।
• লেখকঃ MD Tanvir Islam
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!