♦ অনেক লম্বা একটা সময় অপেক্ষা করার পর আজকে শেষ হলো এবছরের 'No Mercy' PPV । প্রতি রেসলিং ভক্তদের এই PPV নিয়ে মনের মাঝে ছিল অনেক আশা-কল্পনা এবং অনেক এক্সসাইটিং কিছুর ১টা অপেক্ষা । অনেকে আবার এই PPV কে 'Mini-Mania' বলেও আখ্যা দিয়েছেন ।

চলুন তাহলে এবার একটু দেখে নেই রেসলিং ফ্যানদের কতটুকু মনের আশা পূরণ করতে পেরেছে এই 'No Mercy' PPV টি ।

• এবারের এই PPV তে 'Pre Show' তে ১টি ম্যাচ, এবং 'Main Show' তে ৭টি ম্যাচ সহ মোট ৮টি ম্যাচ আয়োজন করা হয় । যেখানে মোট ২১জন সুপারস্টার তাদের ম্যাচ খেলে । এই ২১ জন সুপারস্টারের মধ্য ১৬ জনে Male সুপারস্টার এবং ৫জন Women সুপারস্টার ছিল । এবার ম্যাচ গুলোর দিকে একটু চোখ দেই ।

♦ Apollo VS Elias :

• এটি ছিল আজকের PPV এর আয়োজন করা প্রথম ম্যাচ । ম্যাচটি নিয়ে দর্শকদের সেরকম চাহিদা না থাকলেও, ম্যাচটা মোটামোটি তুলনা মুলক ভালই ছিল ।
[যেহেতু এটা একটা 'Pre Show' সেই হিসেবে ম্যাচটা খারাপ ছিল তা বলা যাবে না]

ম্যাচ জয়ী : Elias ।
ম্যাচ সময় : ৮ মিনিট, ১০ সেকেন্ড ।

♦ Miz © VS Jordan :

• 'Main Show' এর আয়োজন করা প্রথম ম্যাচ এটি ।
[Intercontinental Championship Match]
দর্শকরা এই ম্যাচে কিছুটা চোখ দিয়ে রেখেছিলেন ক্রিয়েটিভ প্যানেলের উপর ।
[কেননা, Jordan কে হুট করে ট্যাগ টিম থেকে আলাদা করা, Jordan ক Kart এর পুত্র হিসেবে দেখিয়ে হুট করেন SD থেকে RAW তে আনা, এসব কিছু এটারই ইঙ্গিত দেয় যে Jordan ক্রিয়েটিভ প্যানেলের কাছ থেকে ১টা ভাল পুশ পেতে যাচ্ছে]

কিন্তু অবশেষে ম্যাচটা জিতে যায় Miz এবং সে তার টাইটেল রিটেইন করে । অনেকেই এটা ভাবছেন যে, যদি Jordan কে হারানোর ইচ্ছাই ছিল তাহলে এত নাটক কেন করা হল?

আসলে আমার মতে ক্রিয়েটিভ প্যানেল যা করেছে ভালই করেছে । একবারে টাইটেল না জিতিয়ে আস্তে আস্তে পুশ দিয়ে টাইটেল জিতানোটাই হবে Best । ক্রিয়েটিভ প্যানেল সেটাই করে যাচ্ছে । বর্তমানে Jordan এর বুকিং খুব ভাল ভাবেই করা হচ্ছে, হয়তো সামনে খুব তাড়াতাড়ি Jordan টাইটেল জয় করে মিড কার্ড ভাল ভাবে সামলাবে ।
[এই ম্যাচের বুকিং এবং ম্যাচের ফলাফল নিয়ে আমি খুশি]

ম্যাচ জয়ী : The Miz ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ১৩ সেকেন্ড ।

♦ Finn VS Bray :

• এই ম্যাচ নিয়ে দর্শকদের চাহিদা ছিল বলে মনে হয় না । কেননা চাহিদা তৈরি হওয়ার মত কোন কিছুই ছিল না এই ফিউডে ।
এই ম্যাচের ফলাফল নিয়ে আমি কিছুটা দ্বিমত ।
[কেননা, এই ফিউডের গত ম্যাচে Finn ক্লিয়ার ভাবে জিতে । সেই ক্ষেত্রে এই ম্যাচে Bray এর জিতা উচিত ছিল]

ম্যাচ জয়ী : Finn Balor ।
ম্যাচ সময় : ১১ মিনিট, ৪০ সেকেন্ড ।

♦ Seth © & Dean © VS Sheamus & Cesaro :
[Raw Tag Team Championship Match]

• এই ম্যাচ নিয়েও দর্শকদের সেরকম কোন চাহিদা ছিল না । কেননা সকলে এটা জানে যে গত PPV তে টাইটেল জিতেছে Seth & Dean । এই PPV তে তারা টাইটেল রিটেইন করবে স্বাভাবিক ব্যাপার । ম্যাচের ফলাফলটাও সেটাই হয়েছে । বাট, পুরো ম্যাচে ২ টিমের র্পাফম ছিল দেখার মত । অসাধারণ এই ম্যাচটা দশর্করা ভালই সার্পোট করেছে ২টিমকে । দর্শকরা এই ম্যাচে প্রায় সময় 'This Is Awsome' চ্যান্ট করেছে ।

[ম্যাচের এক পর্যায়ে Cesaro-র হয়তো দাঁত ভেঙ্গে যায়, যা খুবই দুঃখের ব্যাপার]
ভাল ছিল ম্যাচটা । আমি এই ম্যাচের ফলাফলে যথেষ্ট খুশি ।

ম্যাচ জয়ী : Seth & Dean ।
ম্যাচ সময় : ১৫ মিনিট, ৫৫ সেকেন্ড ।

♦ Alexa © VS Nia VS Beyley VS Sasha VS Emma :
[Raw Women Championship Match]

• আমার কাছে মোটেও ভাল লাগে নি ম্যাচটা । দর্শকরাও যথেষ্ট বোর ফিল করেছে এই ম্যাচে । 'Raw Women Revolution' এর যে অবস্থা তা দেখে বলাই যাচ্ছিলো যে ম্যাচটা Alexa জিতবে ।
ক্রিয়েটিভ প্যানেল চাইলেই এই ম্যাচটা আরো সুন্দর করতে পারতো ।

ম্যাচ জয়ী : Alexa ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ১৪ সেকেন্ড ।

♦ Roman VS John :

• এই PPV এর সবচেয়ে আর্কষণীয় ১টি ম্যাচ । ১ম বারের মত কোম্পানির এই টপ ২ ফেস একে অপরকে ১টি সিঙ্গেল ম্যাচে ফেস করেন । ম্যাচটা আসলেই এই PPV এর সবচেয়ে সেরা ম্যাচ । ম্যাচে কাউন্টার এবং প্রতি বার কিক আউটটা ছিল দেখার মত । এই ম্যাচে Cena তার দায়িত্ব পালন করেছে । অসাধারণ এই ম্যাচে Cena ক্লিন ভাবে হয়ে Roman কে ভাল একটি পুশ দিয়েছে ।
[ম্যাচ শেষে Roman & John এর একে অপরকে হাগ করা এবং John ম্যাচ শেষে Roman কে বিজয়ী হিসেবে দশর্কদের কাছে প্রেজেন্ট করাটা ছিল এই ম্যাচের চরম একটা মুহুত্ব ]
এই ম্যাচ রেজাল্ট নিয়ে আমি যথেষ্ট খুশি ।

ম্যাচ জয়ী : Roman ।
ম্যাচ সময় : ২২ মিনিট, ৪৫ সেকেন্ড ।


♦ Naville © VS Enzo :
[WWE Cruiserweight Championship Match]

• ম্যাচটা আমার কাছে সেরকম একটা ভাল লাগে নি । কেননা,
Cruiserweight Division এর ম্যাচ মানেই মজাদার কিছু, ট্যাকনিকাল মুভ ব্যবহার, ফ্লায়িং মুভের ব্যবহার ইত্যাদি কিছু দেখতে পাওয়া যায়, যা এই ম্যাচের মাঝে কিছুই দেখা যায় নি । কিন্তু ম্যাচের ফলাফলে আমি যথেষ্ট খুশি । কারণ, অবশেষে Enzo তার পুশের মুখ দেখতে পায় ।

ম্যাচ জয়ী : Enzo ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ৪৫ সেকেন্ড ।

Main Event Time

♦ Brock © VS Braun :
[RAW Universal Championship Match]

• আজকের PPV এর আরেকটি আকর্ষণীয় ম্যাচ । কিন্তু যতটা আশা করা হয়েছিল সেই রকম কিছুই ছিলনা এই ম্যাচে ।

Braun এর পক্ষ থেকে, 'Chockslam' & 'Running Powerslam' দেখতে পাওয়া যায় । অপর দিকে Brock এর পক্ষ থেকে, 'German Suplex' & 'F5' দেখতে পাওয়া যায় ।

এই ম্যাচে রেজাল্ট কি হবে সেটা কেউ আশা করে নি । সকলের আশা ছিল একটা দূর্দান্ত ম্যাচ । যেটা চাহিদা মত আমরা পাই নি, এজন্য এই ম্যাচ নিয়ে সেরকম একটা খুশি না ।

ম্যাচ জয়ী : Brock ।
ম্যাচ সময় : ৮ মিনিট, ৪৫ সেকেন্ড ।


♦ শেষ কিছু কথা : :

• আপনি মানেন আর না মানেন এবার 'No Mercy' PPV নিয়ে কোম্পানি যথেষ্ট সফল । কেননা, আপনি যদি 'No Mercy' PPV এর ইতিহাস ঘাটে দেখবেন এই পর্যন্ত এই PPV মোট ১২ বার আয়োজন করা হয়েছে । শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে এবং শুধু এই ১৯৯৯ সালেই এই PPV টি মোট ২বার আয়োজন করা হয় । বাকি বছর গুলোতে ১ বার করে । ১৯৯৯ সাল থেকে ২০০৮ পর্যন্ত টানা ১০ বার আয়োজন করা হয় এই PPV এবং মাঝের ২০০৯-২০১৫ সাল পর্যন্ত এটা বাদ থাকে এবং গত বছর ২০১৬ থেকে আবারো এটা চালু হয় ।

এরই সাথে এই বছরে এই PPV টি তার ১২তম পর্ব আয়োজন করে । এবারের 'No Mercy' তে দর্শক উপস্থিতি ছিল ১৬,১০৬ । যেটা 'No Mercy' ইতিহাসে ৩য় সর্বচ্চ রের্কড । সর্বচ্চ দর্শক উপস্থিতিতে প্রথম ২টি স্থানে আছে ১৯৯৯ সালে আয়োজন করা 'No Mercy' এর প্রথম ২টি পর্ব । অর্থ্যাত ১৯৯৯ এর পর এই বছরেরটাই হচ্ছে 'No Mercy' এর সর্বচ্চ দর্শক রের্কড, সেই সূত্রে এটা বলাই যায় যে এবারের 'No Mercy' নিয়ে কোম্পানি অনেকটাই সফল ।

কিন্তু এখানে প্রশ্ন এটাই থাকে যে এবার 'No Mercy' নিয়ে দর্শক কতটা সফল? উপরের বিস্তারিত আলোচনা দ্বারা এটা ক্লিয়ার ভাবে বলা যায় যে, দশর্ক তাদের চাহিদা মত সম্পূর্ণ সফল হতে না পারলেও [৭৫%+] অবশ্যই সফল হয়েছে ।

বিঃদ্রঃ - উপরে আয়োজন করা সকল বক্তব্য আমার ব্যাক্তিগত চিন্তা । এজন্য সকল কথা যে সকলের সাথে মিলবে এটা সম্ভব না । এজন্য দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না!
• লেখকঃ Niloy Ahmed

রিভিউ : No Mercy ২০১৭


♦ অনেক লম্বা একটা সময় অপেক্ষা করার পর আজকে শেষ হলো এবছরের 'No Mercy' PPV । প্রতি রেসলিং ভক্তদের এই PPV নিয়ে মনের মাঝে ছিল অনেক আশা-কল্পনা এবং অনেক এক্সসাইটিং কিছুর ১টা অপেক্ষা । অনেকে আবার এই PPV কে 'Mini-Mania' বলেও আখ্যা দিয়েছেন ।

চলুন তাহলে এবার একটু দেখে নেই রেসলিং ফ্যানদের কতটুকু মনের আশা পূরণ করতে পেরেছে এই 'No Mercy' PPV টি ।

• এবারের এই PPV তে 'Pre Show' তে ১টি ম্যাচ, এবং 'Main Show' তে ৭টি ম্যাচ সহ মোট ৮টি ম্যাচ আয়োজন করা হয় । যেখানে মোট ২১জন সুপারস্টার তাদের ম্যাচ খেলে । এই ২১ জন সুপারস্টারের মধ্য ১৬ জনে Male সুপারস্টার এবং ৫জন Women সুপারস্টার ছিল । এবার ম্যাচ গুলোর দিকে একটু চোখ দেই ।

♦ Apollo VS Elias :

• এটি ছিল আজকের PPV এর আয়োজন করা প্রথম ম্যাচ । ম্যাচটি নিয়ে দর্শকদের সেরকম চাহিদা না থাকলেও, ম্যাচটা মোটামোটি তুলনা মুলক ভালই ছিল ।
[যেহেতু এটা একটা 'Pre Show' সেই হিসেবে ম্যাচটা খারাপ ছিল তা বলা যাবে না]

ম্যাচ জয়ী : Elias ।
ম্যাচ সময় : ৮ মিনিট, ১০ সেকেন্ড ।

♦ Miz © VS Jordan :

• 'Main Show' এর আয়োজন করা প্রথম ম্যাচ এটি ।
[Intercontinental Championship Match]
দর্শকরা এই ম্যাচে কিছুটা চোখ দিয়ে রেখেছিলেন ক্রিয়েটিভ প্যানেলের উপর ।
[কেননা, Jordan কে হুট করে ট্যাগ টিম থেকে আলাদা করা, Jordan ক Kart এর পুত্র হিসেবে দেখিয়ে হুট করেন SD থেকে RAW তে আনা, এসব কিছু এটারই ইঙ্গিত দেয় যে Jordan ক্রিয়েটিভ প্যানেলের কাছ থেকে ১টা ভাল পুশ পেতে যাচ্ছে]

কিন্তু অবশেষে ম্যাচটা জিতে যায় Miz এবং সে তার টাইটেল রিটেইন করে । অনেকেই এটা ভাবছেন যে, যদি Jordan কে হারানোর ইচ্ছাই ছিল তাহলে এত নাটক কেন করা হল?

আসলে আমার মতে ক্রিয়েটিভ প্যানেল যা করেছে ভালই করেছে । একবারে টাইটেল না জিতিয়ে আস্তে আস্তে পুশ দিয়ে টাইটেল জিতানোটাই হবে Best । ক্রিয়েটিভ প্যানেল সেটাই করে যাচ্ছে । বর্তমানে Jordan এর বুকিং খুব ভাল ভাবেই করা হচ্ছে, হয়তো সামনে খুব তাড়াতাড়ি Jordan টাইটেল জয় করে মিড কার্ড ভাল ভাবে সামলাবে ।
[এই ম্যাচের বুকিং এবং ম্যাচের ফলাফল নিয়ে আমি খুশি]

ম্যাচ জয়ী : The Miz ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ১৩ সেকেন্ড ।

♦ Finn VS Bray :

• এই ম্যাচ নিয়ে দর্শকদের চাহিদা ছিল বলে মনে হয় না । কেননা চাহিদা তৈরি হওয়ার মত কোন কিছুই ছিল না এই ফিউডে ।
এই ম্যাচের ফলাফল নিয়ে আমি কিছুটা দ্বিমত ।
[কেননা, এই ফিউডের গত ম্যাচে Finn ক্লিয়ার ভাবে জিতে । সেই ক্ষেত্রে এই ম্যাচে Bray এর জিতা উচিত ছিল]

ম্যাচ জয়ী : Finn Balor ।
ম্যাচ সময় : ১১ মিনিট, ৪০ সেকেন্ড ।

♦ Seth © & Dean © VS Sheamus & Cesaro :
[Raw Tag Team Championship Match]

• এই ম্যাচ নিয়েও দর্শকদের সেরকম কোন চাহিদা ছিল না । কেননা সকলে এটা জানে যে গত PPV তে টাইটেল জিতেছে Seth & Dean । এই PPV তে তারা টাইটেল রিটেইন করবে স্বাভাবিক ব্যাপার । ম্যাচের ফলাফলটাও সেটাই হয়েছে । বাট, পুরো ম্যাচে ২ টিমের র্পাফম ছিল দেখার মত । অসাধারণ এই ম্যাচটা দশর্করা ভালই সার্পোট করেছে ২টিমকে । দর্শকরা এই ম্যাচে প্রায় সময় 'This Is Awsome' চ্যান্ট করেছে ।

[ম্যাচের এক পর্যায়ে Cesaro-র হয়তো দাঁত ভেঙ্গে যায়, যা খুবই দুঃখের ব্যাপার]
ভাল ছিল ম্যাচটা । আমি এই ম্যাচের ফলাফলে যথেষ্ট খুশি ।

ম্যাচ জয়ী : Seth & Dean ।
ম্যাচ সময় : ১৫ মিনিট, ৫৫ সেকেন্ড ।

♦ Alexa © VS Nia VS Beyley VS Sasha VS Emma :
[Raw Women Championship Match]

• আমার কাছে মোটেও ভাল লাগে নি ম্যাচটা । দর্শকরাও যথেষ্ট বোর ফিল করেছে এই ম্যাচে । 'Raw Women Revolution' এর যে অবস্থা তা দেখে বলাই যাচ্ছিলো যে ম্যাচটা Alexa জিতবে ।
ক্রিয়েটিভ প্যানেল চাইলেই এই ম্যাচটা আরো সুন্দর করতে পারতো ।

ম্যাচ জয়ী : Alexa ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ১৪ সেকেন্ড ।

♦ Roman VS John :

• এই PPV এর সবচেয়ে আর্কষণীয় ১টি ম্যাচ । ১ম বারের মত কোম্পানির এই টপ ২ ফেস একে অপরকে ১টি সিঙ্গেল ম্যাচে ফেস করেন । ম্যাচটা আসলেই এই PPV এর সবচেয়ে সেরা ম্যাচ । ম্যাচে কাউন্টার এবং প্রতি বার কিক আউটটা ছিল দেখার মত । এই ম্যাচে Cena তার দায়িত্ব পালন করেছে । অসাধারণ এই ম্যাচে Cena ক্লিন ভাবে হয়ে Roman কে ভাল একটি পুশ দিয়েছে ।
[ম্যাচ শেষে Roman & John এর একে অপরকে হাগ করা এবং John ম্যাচ শেষে Roman কে বিজয়ী হিসেবে দশর্কদের কাছে প্রেজেন্ট করাটা ছিল এই ম্যাচের চরম একটা মুহুত্ব ]
এই ম্যাচ রেজাল্ট নিয়ে আমি যথেষ্ট খুশি ।

ম্যাচ জয়ী : Roman ।
ম্যাচ সময় : ২২ মিনিট, ৪৫ সেকেন্ড ।


♦ Naville © VS Enzo :
[WWE Cruiserweight Championship Match]

• ম্যাচটা আমার কাছে সেরকম একটা ভাল লাগে নি । কেননা,
Cruiserweight Division এর ম্যাচ মানেই মজাদার কিছু, ট্যাকনিকাল মুভ ব্যবহার, ফ্লায়িং মুভের ব্যবহার ইত্যাদি কিছু দেখতে পাওয়া যায়, যা এই ম্যাচের মাঝে কিছুই দেখা যায় নি । কিন্তু ম্যাচের ফলাফলে আমি যথেষ্ট খুশি । কারণ, অবশেষে Enzo তার পুশের মুখ দেখতে পায় ।

ম্যাচ জয়ী : Enzo ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ৪৫ সেকেন্ড ।

Main Event Time

♦ Brock © VS Braun :
[RAW Universal Championship Match]

• আজকের PPV এর আরেকটি আকর্ষণীয় ম্যাচ । কিন্তু যতটা আশা করা হয়েছিল সেই রকম কিছুই ছিলনা এই ম্যাচে ।

Braun এর পক্ষ থেকে, 'Chockslam' & 'Running Powerslam' দেখতে পাওয়া যায় । অপর দিকে Brock এর পক্ষ থেকে, 'German Suplex' & 'F5' দেখতে পাওয়া যায় ।

এই ম্যাচে রেজাল্ট কি হবে সেটা কেউ আশা করে নি । সকলের আশা ছিল একটা দূর্দান্ত ম্যাচ । যেটা চাহিদা মত আমরা পাই নি, এজন্য এই ম্যাচ নিয়ে সেরকম একটা খুশি না ।

ম্যাচ জয়ী : Brock ।
ম্যাচ সময় : ৮ মিনিট, ৪৫ সেকেন্ড ।


♦ শেষ কিছু কথা : :

• আপনি মানেন আর না মানেন এবার 'No Mercy' PPV নিয়ে কোম্পানি যথেষ্ট সফল । কেননা, আপনি যদি 'No Mercy' PPV এর ইতিহাস ঘাটে দেখবেন এই পর্যন্ত এই PPV মোট ১২ বার আয়োজন করা হয়েছে । শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে এবং শুধু এই ১৯৯৯ সালেই এই PPV টি মোট ২বার আয়োজন করা হয় । বাকি বছর গুলোতে ১ বার করে । ১৯৯৯ সাল থেকে ২০০৮ পর্যন্ত টানা ১০ বার আয়োজন করা হয় এই PPV এবং মাঝের ২০০৯-২০১৫ সাল পর্যন্ত এটা বাদ থাকে এবং গত বছর ২০১৬ থেকে আবারো এটা চালু হয় ।

এরই সাথে এই বছরে এই PPV টি তার ১২তম পর্ব আয়োজন করে । এবারের 'No Mercy' তে দর্শক উপস্থিতি ছিল ১৬,১০৬ । যেটা 'No Mercy' ইতিহাসে ৩য় সর্বচ্চ রের্কড । সর্বচ্চ দর্শক উপস্থিতিতে প্রথম ২টি স্থানে আছে ১৯৯৯ সালে আয়োজন করা 'No Mercy' এর প্রথম ২টি পর্ব । অর্থ্যাত ১৯৯৯ এর পর এই বছরেরটাই হচ্ছে 'No Mercy' এর সর্বচ্চ দর্শক রের্কড, সেই সূত্রে এটা বলাই যায় যে এবারের 'No Mercy' নিয়ে কোম্পানি অনেকটাই সফল ।

কিন্তু এখানে প্রশ্ন এটাই থাকে যে এবার 'No Mercy' নিয়ে দর্শক কতটা সফল? উপরের বিস্তারিত আলোচনা দ্বারা এটা ক্লিয়ার ভাবে বলা যায় যে, দশর্ক তাদের চাহিদা মত সম্পূর্ণ সফল হতে না পারলেও [৭৫%+] অবশ্যই সফল হয়েছে ।

বিঃদ্রঃ - উপরে আয়োজন করা সকল বক্তব্য আমার ব্যাক্তিগত চিন্তা । এজন্য সকল কথা যে সকলের সাথে মিলবে এটা সম্ভব না । এজন্য দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না!
• লেখকঃ Niloy Ahmed