যেমন কি আপনারা জানেন Last Raw এর আগে Rumor ছরিয়েছিল Shield Reunion হতে পারে। তারপর আমরা Raw-এ দেখি Story Line গুলো ঠিকেই Shield Reunion হবার আভাস দিচ্ছে। আমরা জানি, Upcoming Raw-এ হতে চলেছে Roman Reigns Vs The Miz For IC Championship । তো আজ আমরা এইসব Possibility নিয়েই কথা বলবো। যেমন : Roman IC Champion হতে পারবে নাকি পারবে না, Shield Reunion হবে নাকি হবে না, Shield Vs Miztourage ম্যাচ সত্যিই TLC তে হবে?
তো Guyz আমরা Last Raw-এ দেখি কিভাবে Miz ও তার সাথীরা মিলে Roman এর উপর Attack করেছিল এবং অত্যন্ত খারাপ ভাবে মেরে ছিল। তারপর অনেকেই ভেবে ছিল Dean Ambrose ও Seth Rollins আসবে এবং Roman কে Save করবে। আমার মনে হয় WWE Creative Panel চিন্তা করছে এই Story Line কে ধীরে ধীরে আগে নিয়ে যেতে। কারণ TLC এর আগে যত গুলো Raw রয়েছে তার রেটিং যেন ভালো থাকে। তো চলেন এখন কথা বলা যাক Upcoming Raw-এ কি হতে পারে অথবা TLC তে কি হতে পারে।
আপনাদের আমি আবার মনে করিয়ে দিতে চাই, Upcoming Raw-এ আমরা দেখতে চলেছি Roman Reigns Vs The Miz For IC Championship । আমার মনে হয় এই ম্যাচটি Roman জিততে পারবে না। আমরা আগের সপ্তাহে দেখেছি Roman Vs Miz এর ম্যাচ শেষে Miztourage Roman কে Attack করে। কিন্তু এই সপ্তাহে সম্ভাবনা রয়েছে, ম্যাচ শেষ হবার আগেই Miztourage Roman কে Attack করবে এবং Seth ও Dean এসে Roman কে Save করবে।
আমি এসব কিছু বলে আপনাদের বোঝাতে চাচ্ছি না যে Upcoming Raw-এ Shield Reunion হবে। যেমনটি আমরা আগেও দেখেছি Seth ও Dean একসাথে হবার জন্য অনেক সময় নিয়েছিল। মিলার জন্য একবার Seth রাজি হলে Dean হতো না আবার Dean রাজি হলে Seth রাজি হতো না। তো হতে পারে Roman, Seth & Dean দুই তিন সপ্তাহ শুধু তারা একজন আরেকজনের চেহারা দেখবে এবং ভাববে Shield Reunion করা যায় নাকি যায় না। তারপর হতে পারে TLC এর আগের Raw তে তারা একসাথে হয়ে যাবে এবং Finally Shield Reunion হবে।
এখন কথা হলো Roman Reigns IC Champion হবে নাকি আমি সঠিক বলছি। আমি সুধু এই পোস্টে আমার মতামত প্রকাশ করেছি, এখন কী হবে তাতো Vince Mcmahon এর উপর নির্ভর করে। আমার এমনটা বলার মূল কারণ হলো, No Mercy তে Roman Reigns John Cena কে হারিয়েছে। তাই WWE John Cena কে Roman Reigns এর সাথে হারিয়ে, Roman কে ভুলেও IC Title এর মতো Normal Title জিতাবে না।
আমার এই পোস্ট এর Last Topic হলো Shield Vs Miztourage ম্যাচ কি সত্যিই TLC তে হবে? আমরা জানি, Miztourage Team Evolution বা Wyatt Family এর মত শক্তিশালী নয়। তাই Miztourage এর ম্যাচ The Shield এর সাথে TLC তে হবার সম্ভাবনা বেশি নেই। কিন্তু যখন WWE Roman কে IC Champion বানাচ্ছে না তাহলে, WWE-এর কাছে Shield Reunion করানো ছাড়া তেমন কোনো Option নেই। কারণ এখনকার সময়ে Raw তে তেমন কেউ নেই যে Roman এর Opponent হতে পারে। তাই আমরা TLC তে The Shield Vs Miztourage ম্যাচ দেখতে পারি।
• লেখক ঃ Taksinur Radi