কি এটা??
কি জিনিস এটা?? 😱
এসব জানার আগে চলুন জেনে আসি এই স্টারক্যাড জিনিসটি কি?
- 'স্টারক্যাড' হচ্ছে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া একটি PPV এর নাম। এটি প্রথমে National Wrestling Alliance (NWA) এবং পরে WCW এর বিগেষ্ট PPV ছিলো এই 'Starrcade'. Starcade ছিলো WCW এর WrestleMania ভার্সন। যারা তখন WCW দেখতেন তারা Starrcade নামটিকে আরো ভালো মনে করতে পারবেন।
কিন্তু এখন কথা হচ্ছে আমি কেন এটা নিয়ে এত কথা বলছি। কেননা, আই হ্যাভ আ গ্রেট নিউজ, এই 'Starrcade' PPV-টি আবারো ফিরে আসছে WWE তে 😃 এবং এবার এই PPV-টিকে SDLive এর PPV হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে।
SURVIVOR SERIES 2017 এর 5 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রির্টানিং PPV-টি 😊
এই খবরটি ফাঁস হয়েছে Greensboro Coliseum সেন্টারের টুইটার একাউন্ট থেকে। আর এই Greensboro Coliseum সেন্টারেই দীর্ঘ এতগুলো বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্টারক্যাড পিপিভিটি।
Greensboro Coliseum সেন্টারের সেই টুইটটিঃ
.@WWE LIVE STARRCADE is back on 11/25 for the first time in two decades with double steel cage match main events! Check out the lineup below pic.twitter.com/IBApHh6pMk— Greensboro Coliseum (@Gbocoliseum) September 18, 2017
বারে আমি এই PPV নিয়ে কিছু স্পয়লার দিতে যাচ্ছি। অনুগ্রহ করে নিজ দায়িত্বে যারা স্পয়লার আর প্রেডিকশনের মাঝে পার্থক্য জানেন ও বুঝেন না তারাই এড়িয়ে যান...
• এখানে Main Event হিসেবে সেট করা হয়েছে দুটি Steel Cage ম্যাচ।
♦ প্রথমটিঃ
Steel Cage Match for WWE Championship Title →
Jinder Mahal© vs Shinsuke Nakamura.
(যা অনেকটা Sting vs. Hogan এর ম্যাচের মতই 😁)
♦ দ্বিতীয়টিঃ
Steel Cage Match for WWE Women's Championship Title →
Natalya© vs Charlotte Flair
(কেননা এটা Flair মহাশয়দের জন্মভূমি)
♦ আর বাকি যেসব ম্যাচ আছে সেগুলো হচ্ছেঃ
• United States Championship - Triple Threat Match→
AJ Styles© vs Baron Corbin vs Rusev.
• SDLive Tag Team Championship - Texas Tornado Tag Match→
New Day© vs The Usos.
• Grudge Match→