Wrestlemania 33 এর পরের Smackdown এ মেইন রোস্টারে ডেবিউ করে 'The Perfect 10' খ্যাত Tye Dillinger। অনেকেই তাকে একজন নতুন রেসলার মনে করে, তবে Tye সে সময় ধরে WWE তে আছে যখন Triple H আর Shawn Michaels ফুল টাইমার হিসেবে WWE তে রেসলিং করত। তাকে সর্বপ্রথম একটি সেগমেন্টে একজন ব্যাকস্টেজ কর্মী হিসেবে দেখা যায় যেখানে তার নাম ছিল Stan। সেখানে সে Shawn এর কাছ থেকে একটি Sweet Chin Music হজম করে। 😂
সর্বপ্রথম সে WWE এর ECW ব্র্যান্ডে রেসলিং করা শুরু করে। সেখানে তার রিং নেম ছিল Gavin Spears। সে একজন হিল ছিল যে কিনা তখনকার নামিদামী রেসলারদের কাছে কিছুদিন জবিং করে। তার তিন বছর পর সে Tye Dillinger নামে Jason Jordan এর সাথে একটি ট্যাগ টিম হিসেবে রেসলিং করে, কিন্তু সেখানেও তাকে আর তার ট্যাগ টিম পার্টনারকে মিসইউজ করা হয়।
সেই ট্যাগ টিমটি ভাঙ্গার পরে, Tye 'The Perfect 10' গিমিক নেয় এবং অন্যদিকে Jason, American Alpha নামক ট্যাগ টিমে রেসলিং করে। অবশেষে সে দর্শকদের মাঝে তার '10 chant' এর সাহায্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং নিজের ট্যালেন্টের সদ্বব্যাবহার করে নিজেকে প্রমাণ করার সুযোগ পায়।
যদিও তার NXT তে থাকাকালীন যতগুলা স্মরণীয় ম্যাচ খেলেছে, তার বেশিরভাগই সে হেরেছে। Andrade 'Cien' Almas কে তার ডেবিউ ম্যাচে জেতানো, Bobby Roode কে তার ক্যারিয়ারের শুরুর দিকে পুশ দেওয়া ইত্যাদি। আসলে ভাগ্য আর সময় তার সাথে নেই, তাই প্রতিবারই সে ভুল সময়ে ভুল স্থানে পড়ে যায়।
Tye এর একজন রেসলার হিসেবে যথেষ্ট ভাল রিং স্কিল আর ক্যারিজমা আছে। আর একজন বেবিফেস হিসেবেও দর্শকদের মাঝে সে খুব জনপ্রিয়, যার জন্য তার গিমিকও অনেকাংশে দায়ী। কিন্তু সে একজন কমবয়সী ট্যালেন্ট না যে WWE তে দীর্ঘদিন ধরে রেসলিং করতে পারবে, তাই সে হয়তো সারাজীবন মিডকার্ডেই পড়ে থাকবে, কিংবা তাকে নিউ কামারদের পুশ দিতে ব্যাবহার করা হবে, Dolph Ziggler এর মত। আর যদি তার ভাগ্য খুব বেশি খারাপ হয়, তবে তাকে জবার বানিয়েও রাখা হতে পারে।
Tye Dillinger এর মধ্যে WWE এর টপ গাই হবার গুণাগুণ না থাকলেও সে একজন ভালো মিড কার্ডার হতে পারবে, তাকে United States, অথবা ব্র্যান্ড চেন্জ করলে Intercontinental চ্যাম্পিয়ন বানালেও খারাপ হয় না। সে একজন ভালো আন্ডারডগ বেবিফেস হতে পারবে, Sami Zayn এর মত। আর এই দুই কানাডিয়ান আন্ডারডগকে একত্রে একটি ট্যাগ টিম হিসেবে রেসলিং করানোও যেতে পারে। এতে তাদের Titanic এর মত অবস্থায় থাকা ক্যারিয়ারগুলোও রক্ষা পেতে পারে।
"লাইমলাইট নেই তাই আলোচনাও নেই, লাইমলাইট আছে 'ত' আলোচনা আর সমালোচনার শেষ নেই"। বাক্যটা নিমিষেই সবার প্রিয় Dillinger এর সাথে সাদৃশ্য রাখার দাবিদার। সমস্যাটা হল WWE উঠতি কোন রেসলারকে সামান্য পরোয়াও করেনা। কেউ নিজ থেকে লিভ চাইল, আর কোন চিন্তা ভাবনা ছাড়াই অনুমতি গ্রেন্টেড। (কি আজব কাহিনী মাইরি 😱) যার কারণে পুশের সৌভগ্য হোক কিংবা না হোক, উঠতি সময়টা Lame হিসেবে গ্রহণ করে পাস করে দেয়াই তাদের জন্য শ্রেয়।
অন্যথায়, সবার WWE ক্যারিয়ার অসময়েই Austin Aries এর মত ধুলোয় মিশে যাবে। যদিওবা ফাজলামির একটা লিমিট থাকে যেটা Vince ক্রস করেছে, যাইহোক তার কোম্পানি তার ইচ্ছা। কথায় কথায় কিন্তু আমাদের মুখ্য বিষয়টাই হারিয়ে যাচ্ছে। জেনে নেয়া যাক Great Ring Worker 'Tye Dillinger সম্পর্কে কিছু অজানা তথ্য -
• সম্পূর্ণ খরাময় 2017 Royal Rumble কে সামান্য জলের ছোঁয়া দেয়া Dillinger এর WWE আসা মাঝখানটায় বেশ অনিশ্চিত হয়ে পড়েছিল। ২০০৬ সালে সে 'Shawn Spears' নামে WWE এর ডেভেলপমেন্ট সেন্টারে যুক্ত হয়ে রীতিমত নিজেকে বেশ ট্যালেন্টেড প্রমাণ করা শুরু করে। তখনকার WWE ডেভেলপমেন্ট সেন্টার OVW এবং FCW এর সবচেয়ে বিকাশমান রেসলার যাকে বলে। কিন্তু ২০০৯ সালের দিকে হাতে ব্যথা পাওয়া ১২ সপ্তাহ রিং থেকে বাইরে থাকতে হয়। ফলসরূপ, হঠাৎ FCW থেকে তার কন্ট্রাক্ট বাতিল করে দেয়া হয়। ভাগ্যবশত ২০১৩ সালে NXT তে আবার নতুন ফেসে, নতুন নামে আমরা Tye Dillinger কে খুঁজে পাই। (সবি, "দ্যা খেলা" খ্যাত ব্যক্তির খেলা")
• OVW থাকাকালীন, সে Cody Rhodes এর সাথে একটি সফল ট্যাগ টিম গড়েছিল। যে টিম তাকে OVW Tag Team Championship পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে Cody আর Tye অর্থাৎ দুই টিম - মেট এর মধ্যে একটি ফিউড হয়, যেটি OVW এর লক্ষণীয় একটি রাইভেলরি ছিল।
• ২০০৫ সালেই একটি ট্যাগ টিম ম্যাচের খাতিরে WWE তে ডেবিউ করে Dillinger। সেই ম্যাচে হারলেও সবার নিকট নিজের ট্যালেন্টের বাণী পৌঁছে দিয়ে, WWE ডেভেলপমেন্ট সেন্টারে নিজের স্থান আরো শক্ত করে নেয়।
• ২০০৯ সালে WWE থেকে যে সময়টুকু বাহিরে ছিল, তখন নিজেকে TNA আর ROH এর সাথেও খানিকটা জড়িয়ে ফেলে Tye। May মাসের ২৭ তারিখে, TNA - তে একটি ম্যাচ খেলে পরাজয়ের স্বাদ গ্রহণ করলেও ROH তে খেলা একটি ম্যাচে ঠিকই জয় ছিনিয়ে নেয়। এরই মাঝে সে অন্যান্য রেসলিং প্রমোশনের সাথেও নিজেকে যুক্ত রেখেছে।
• সব বাধা বিপত্তি জয় করে ২০১৩ সালে সফলভাবে NXT তে পদার্পণ করে Tye Dillinger। কিন্তু 'Perfect 10' নামক নতুন এক গিমিক আর 'Ten' নামক Catchphrase এর অধিকারী হওয়ার পরই, ফাইনালি দর্শকদের মন জয় করতে সফল হয়েছিল।
আপাতত SmackDown ব্রেন্ডেই আছে, হয়ত একের পর এক ম্যাচ, ফিউড হারতে থাকবে। কিন্তু একজন ফ্যান হিসেবে তাকে টাইটেল স্পটে দেখার অপেক্ষায় থাকব ✌✌।
"লাইমলাইট নেই তাই আলোচনাও নেই, লাইমলাইট আছে 'ত' আলোচনা আর সমালোচনার শেষ নেই"। বাক্যটা নিমিষেই সবার প্রিয় Dillinger এর সাথে সাদৃশ্য রাখার দাবিদার। সমস্যাটা হল WWE উঠতি কোন রেসলারকে সামান্য পরোয়াও করেনা। কেউ নিজ থেকে লিভ চাইল, আর কোন চিন্তা ভাবনা ছাড়াই অনুমতি গ্রেন্টেড। (কি আজব কাহিনী মাইরি 😱) যার কারণে পুশের সৌভগ্য হোক কিংবা না হোক, উঠতি সময়টা Lame হিসেবে গ্রহণ করে পাস করে দেয়াই তাদের জন্য শ্রেয়।
অন্যথায়, সবার WWE ক্যারিয়ার অসময়েই Austin Aries এর মত ধুলোয় মিশে যাবে। যদিওবা ফাজলামির একটা লিমিট থাকে যেটা Vince ক্রস করেছে, যাইহোক তার কোম্পানি তার ইচ্ছা। কথায় কথায় কিন্তু আমাদের মুখ্য বিষয়টাই হারিয়ে যাচ্ছে। জেনে নেয়া যাক Great Ring Worker 'Tye Dillinger সম্পর্কে কিছু অজানা তথ্য -
• সম্পূর্ণ খরাময় 2017 Royal Rumble কে সামান্য জলের ছোঁয়া দেয়া Dillinger এর WWE আসা মাঝখানটায় বেশ অনিশ্চিত হয়ে পড়েছিল। ২০০৬ সালে সে 'Shawn Spears' নামে WWE এর ডেভেলপমেন্ট সেন্টারে যুক্ত হয়ে রীতিমত নিজেকে বেশ ট্যালেন্টেড প্রমাণ করা শুরু করে। তখনকার WWE ডেভেলপমেন্ট সেন্টার OVW এবং FCW এর সবচেয়ে বিকাশমান রেসলার যাকে বলে। কিন্তু ২০০৯ সালের দিকে হাতে ব্যথা পাওয়া ১২ সপ্তাহ রিং থেকে বাইরে থাকতে হয়। ফলসরূপ, হঠাৎ FCW থেকে তার কন্ট্রাক্ট বাতিল করে দেয়া হয়। ভাগ্যবশত ২০১৩ সালে NXT তে আবার নতুন ফেসে, নতুন নামে আমরা Tye Dillinger কে খুঁজে পাই। (সবি, "দ্যা খেলা" খ্যাত ব্যক্তির খেলা")
• OVW থাকাকালীন, সে Cody Rhodes এর সাথে একটি সফল ট্যাগ টিম গড়েছিল। যে টিম তাকে OVW Tag Team Championship পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে Cody আর Tye অর্থাৎ দুই টিম - মেট এর মধ্যে একটি ফিউড হয়, যেটি OVW এর লক্ষণীয় একটি রাইভেলরি ছিল।
• ২০০৫ সালেই একটি ট্যাগ টিম ম্যাচের খাতিরে WWE তে ডেবিউ করে Dillinger। সেই ম্যাচে হারলেও সবার নিকট নিজের ট্যালেন্টের বাণী পৌঁছে দিয়ে, WWE ডেভেলপমেন্ট সেন্টারে নিজের স্থান আরো শক্ত করে নেয়।
• ২০০৯ সালে WWE থেকে যে সময়টুকু বাহিরে ছিল, তখন নিজেকে TNA আর ROH এর সাথেও খানিকটা জড়িয়ে ফেলে Tye। May মাসের ২৭ তারিখে, TNA - তে একটি ম্যাচ খেলে পরাজয়ের স্বাদ গ্রহণ করলেও ROH তে খেলা একটি ম্যাচে ঠিকই জয় ছিনিয়ে নেয়। এরই মাঝে সে অন্যান্য রেসলিং প্রমোশনের সাথেও নিজেকে যুক্ত রেখেছে।
• সব বাধা বিপত্তি জয় করে ২০১৩ সালে সফলভাবে NXT তে পদার্পণ করে Tye Dillinger। কিন্তু 'Perfect 10' নামক নতুন এক গিমিক আর 'Ten' নামক Catchphrase এর অধিকারী হওয়ার পরই, ফাইনালি দর্শকদের মন জয় করতে সফল হয়েছিল।
আপাতত SmackDown ব্রেন্ডেই আছে, হয়ত একের পর এক ম্যাচ, ফিউড হারতে থাকবে। কিন্তু একজন ফ্যান হিসেবে তাকে টাইটেল স্পটে দেখার অপেক্ষায় থাকব ✌✌।
• লেখকঃ Sabbir Rahman Leon, HeartBreakKid