পুরো রেসলিং বিশ্ব বর্তমানে যে বিষয়টার উপর নির্ভর অর্থাৎ যে ম্যাচটিকে ঘিরে সকল রেসলিং ইউনিভার্সরা এখনও অপেক্ষিত ও আকর্ষিত সেটি হচ্ছে John Cena v/s Roman Riegns। এটি অনেকেরই একটা ড্রিম ম্যাচ এমনকি আমার নিজেরও ড্রিম ম্যাচ এটি। কিন্তু অনেকেই অবাক হয়েছিলো এই ড্রিম ম্যাচের প্লানিং টা নিয়ে। যেমন: No Mercy এর মতো একটা ছোট পিপিভিতে এরকম বড় ম্যাচের আয়োজন কিছুটা বেমানান। আর এই ম্যাচটি ছাড়াও আরো একটি হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে No Mercy তে। যেহেতু, এটি সবারই একটি ড্রিম ম্যাচ তাই বলা চলে এটি হতে চলেছে One Of The Best Match Of All Time।
আর ম্যাচটি কিরকম হাইভোল্টেজ হতে পারে তা আমরা বুঝতে পারব তাদের গত কয়েক সপ্তাহের প্রমোকাটিংগুলো দেখলে। এমনকি তারা রেকর্ড গড়েছে সম্প্রতি তাদের প্রমোকাটিং এর মাধ্যমে। কারণ তাদের এই প্রমোকাটিংগুলো One Of The Best Promo Cutting In Wrestling History। যাই হোক, এখন সবার মাঝে প্রশ্ন হলো কে জিততে চলেছে এই ড্রিম ম্যাচ? আর কি রকম হতে পারে এই ম্যাচের এন্ডিং? আরো অনেক প্রশ্ন? আর আজ আপনাদের মাঝে আলোচনা করব এই ম্যাচের সকল যাবতীয় তথ্য নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-
সবার প্রথমে চলুন জেনে নেই Roman & Cene'র রেসলিং ক্যারিয়ার সম্বন্ধে কিছু তথ্য।
Roman Riegns: সময়টা ছিলো ২০১২ সালের Survivor Series মেইন ইভেন্ট চলাকালীন সময়ে হঠাৎ করে তিনজন মুখোশধারি এসে Ryback & Cena কে অ্যাটাক করে। আর সেই তিনজনের মাঝেই ছিলো The Big Dog খ্যাত Roman Reigns। কিন্তু তাদের স্টেবলটি ২০১৪ সালে ব্রেক করানো হয়। আর তারপর থেকেই তার একাকী পথা চলা শুরু হয়। ৩ বছরের একাকী পথচলায় আজ পর্যন্ত তার অর্জন US Title, 3x WWE World Heavyweight Champion, 3x WrestleMania Main Event। আর সেই প্রথম ব্যক্তি যে কিনা The Undertaker & Triple H কে হারিয়েছে WrestleMania তে।
John Cena: আমি John Cena সম্পর্কে বেশি কিছু লিখবো না। তবে একটা কথা নিঃসন্দেহে বলতে পারি, Cena One Of The Best Wrestler Of All Time। আর সবথেকে মজার বিষয় হলো Cena মাত্র একটা ৫* ম্যাচ খেলেছে তবে তার অনেকগুলো ম্যাচ আছে যা ৫* হবার দাবি রাখে। Cena হচ্ছে 16 Time WWE Champion & Former US Champion। আর তাছাড়াও যেকোনো স্টিপুলেশন ম্যাচ খেলতে এক্সপার্ট রেসলার হচ্ছে John 'The Champ' Cena ✌
তাহলে চলুন চলে যাই মূল বিষয়ে, Roman v/s Cena ম্যাচ অনুষ্ঠিত হবে No Mercy তে যেটি হবে ২৫শে সেপ্টেম্বর (বাংলাদেশ সময়)। এই ম্যাচটাকে ঘিরে অনেকের অনেক কৌতূহল আছে এমনকি আমার নিজেরও আছে। কারণ ম্যাচটি WrestleMania এর মেইন ইভেন্ট হওয়ার দাবি রাখে। যাই হোক, WWE ক্রিয়েটিভ প্যানেল এখন পর্যন্ত এই ম্যাচের বিজয়ী সম্পর্কে কোনোকিছু জানায় নি। কিন্তু কিছু কিছু ওয়েবসাইটের ভিত্তিতে, Roman Reigns হতে চলেছে এই ম্যাচের বিজয়ী। কিন্তু আরো একটি বিষয় যেটি সবথেকে লক্ষণীয় সেটি হলো, এই ম্যাচে যেই জিতুক না কেন, কেউ কাউকে ক্লিনলি হারাতে পারবে না। তার মানে Roman Riegns তাকে ক্লিনলি হারাতে পারবে না। তাহলে কিভাবে?
এই ম্যাচে Cena হারবে তার কারণ এই ম্যাচে এন্টারফেয়ার করতে পারে The Deadman খ্যাত The Undertaker 😰। এখন প্রশ্ন কেনো Taker এন্টারফেয়ার করবে?
মূলত, Taker এর রিটার্ন করার কারণ হচ্ছে WWE ক্রিয়েটিভ প্যানেল চাচ্ছে Survivor Series (Home Of The Undertaker) এ Taker v/s Cena ম্যাচ করার। যা আরো একটি ড্রিম ম্যাচ। আর তার রিটার্ন এর মূল কারণ হবে Roman Reigns & John Cena এর প্রমোকাটিং। কেননা, তারা দুজনেই তাদের এই প্রমোকাটিং করার সময় Taker এর নাম উল্লেখ করে। এমনকি Cena যথার্থই বলেছে, "Old Man With A Busted"। আর এই স্লোগানই হতে পারে Taker এর রিটার্ন এর মুখ্য উদ্দেশ্য।
অনেকেই বলবে, রাইটার কি পাগল নাকি? Taker তো রিটায়ার্ড করেছে?
তাদের উদ্দেশ্যে বলি, রিং এ ক্যাপ, টুপি, গ্লাবস, কোর্ট রেখে যাবার মানে রিটায়ার্ড করা না। এটা হলো একজন রেসলারের প্রতি অন্য রেসলারের রেসপেক্ট। আর আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, গত বছরের SUMMER SLAM এ যখন Cena ম্যাচ হারে AJ Styles এর বিপক্ষে তখন সে তার ব্যাচ রিং এ ফেলে রেখে গিয়েছিলো তার মানে কি সে রিটায়ার্ড করেছিলো! না, এটা জাস্ট রেসপেক্ট। আর এমনটাই আবার প্রতিফলিত হতে চলেছে Undertaker এর পক্ষে। আর রিউমর অনুযায়ী, Survivor Series এই নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবে The Undertaker।
আর আমার মতে এটা করাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ এটি করলে একদিকে যেমন সূচনা হবে আরেকটি Dream Feud & Dream Match এর তেমনি অপরদিকে Roman Reigns এর ক্যারিয়ারও বিল্ডআপ হবে। কেননা, Cena এর মতো রেসলারকে হারানো কম কথা না। আবার তার পাশাপাশি এই ম্যাচের মাধ্যমেই কিছুটা নয় বরং অনেকটাই মাইক স্কিলের উন্নতি সাধণ ঘটবে Roman এর যা পুরোপুরি সোনায় সোহাগা। তাই আমার মতে Roman কে জিতিয়ে তার মাইক স্কিলসহ ক্যারিয়ার বিল্ডআপ এবং আরেকটি নতুন ড্রিম ফিউড, ড্রিম ম্যাচের আকর্ষণ এক কথায় অসাধারণ।
এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তাই এটি যে হবেই তা শিওর দিয়ে বলতে পারছি না তবে এটা হলে মন্দ হয় না। আপনারা কি চান? কে জিতুক এই ম্যাচ? তা আমাদের জানান কমেন্ট বক্সে আর সবসময় আমাদের সাথেই থাকুন।
STAY CONNECTED WITH US :)
• লেখকঃ MD Tanvir Islam