মাত্র ২ বছর আগেই WWE তে ডেবিউ করে বর্তমানে আমার সবচেয়ে পছন্দের হিল রেসলার Braun Strowman। আর এই দুই বছরে কোথা থেকে কোথায় এসে পড়েছে! WWE তে সে প্রথমে যখন আসে, তখন তাকে ঘিরে অনেক নেগেটিভিটি ছিল। কেউ বলত যে সে একজন মোটা লোক, যে কিনা শুধু সাইজে বড়, আর কিছু না। আবার কেউ বলত যে এক বছরের মধ্যে সে জবার হয়ে যাবে। কিন্তু মাত্র দুই বছরে সে নিজের ওজন কমিয়ে, নিজের রিং ও মাইক স্কিল ইম্প্রুভ করে, নিজেকে আরো অ্যাথলেটিক করে সবাইকে দেখিয়ে দিয়েছে যে সে WWE তে জবিং করার জন্য আসে নি, এসেছে টপ গাই হতে।
আর তাই হয়েছে। সামনের সোমবারে No Mercy এর মেইন ইভেন্টে Braun, WWE এর একজন অন্যতম ডেকোরেটেড রেসলার Brock Lesnar কে WWE Universal Championship এর জন্য চ্যালেন্জ করতে যাচ্ছে। বর্তমানে সবচেয়ে ভালো বুকিং পাওয়া এবং সবচেয়ে আলোচনায় থাকা রেসলার হচ্ছে Braun Strowman। এরকম এক সময়ে যে দর্শকরাও একজন WWE অরিজিনাল রেসলারকে এতটা সমর্থন করবে তা খুবই আশ্চর্যজনক। এর জন্য কিছু মানুষের অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হয়।
No Mercy তে যে দুইটা WrestleMania ক্যালিবারের ম্যাচ রয়েছে, তার মধ্যে Brock Lesnar vs Braun Strowman একটি। সবাই Cena vs Roman নিয়ে আগ্রহী থাকলেও আমার এই ম্যাচটার প্রতি আগ্রহ বেশি। এখন Brock মহাশয় No Mercy তে নিজের জীবনের ১৫ মিনিট সময় রিংয়ের ভিতর কাটাতে আগ্রহ প্রকাশ করলেই ষোলকলা পূর্ণ হবে। নিশ্চিত একটা অসাধারণ ম্যাচ দেখতে পাব!
এবার আসি মূল টপিকে, কেন Braun Strowman কে No Mercy তে Universal Champion বানানো উচিৎ?
এরকম এক সময়ে, যখন রেসলিং ফ্যানরা পান থেকে চুন খসলেই রেগে যায়, তখন WWE এর এমন সময়ে রেসলারদের মেইন ইভেন্ট পুশ দেওয়া উচিত যখন ফ্যানরাও তাকে সমর্থন করছে। এর আগেও WWE AJ Styles, Daniel Bryan, CM Punk ইত্যাদি রেসলারদের সাথে এরকমটা করেছে আর বেশিরভাগ ফ্যানরা এতে খুশি ছিল। আর যেহেতু Braun কোন অভিজ্ঞ ও পুরাতন রেসলার না, তাই দর্শকদের এরূপ সমর্থন যে দীর্ঘসময় ধরে থাকবে তারও কোন গ্যারান্টি নেই। তাই তার জনপ্রিয়তা থাকা অবস্থাতেই WWE এর উচিৎ তাকে Universal Champion বানানো। নাহলে Nexus এর মত তার ক্যারিয়ারও ধ্বংস হয়ে যাবে।
সবারই নিজেকে প্রমাণ করার জন্য একটা সুযোগ দরকার হয়, Braun এর আগেও সবাইকে প্রমাণ করে দেখিয়েছে যে রেসলার হিসেবে সে সব দিক দিয়েই ভালো। বর্তমানের WWE রোস্টারের জায়ান্টদের মধ্যে Braun ই সেরা। এবার তার কাছে সুযোগ এসেছে নিজেকে একজন মেইন ইভেন্টার হিসেবে প্রমাণ করার। আর Draft এর পর থেকে Braun যেই ফর্মে আছে, তা দেখলে মনে হয়না যে সে একজন বোরিং চ্যাম্পিয়ন হবে।
তাছাড়া Brock ই বা আর কয়দিন Universal Champion হিসেবে থাকবে? এপ্রিলে মাসে টাইটেলটি জিতেছে, প্রায় ৫ মাস টাইটেলটি ধরে রেখেছে। আর তার বয়স এখন ৪০ বছর, একসময়ে সে যেরকম ভালো রেসলার ছিল এখন আর সেরকম নেই। তাই তারও উচিত টাইটেলটা ড্রপ করে নিউ ট্যালেন্টদের পুশ দেওয়া।
এমনিতেই WWE তে এমন অনেক রেসলাররা অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে যারা টপ কার্ডার হবার যোগ্যতা রাখে। সেখানে একজন পুরাতন রেসলারকে, যে নিজের ক্যারিয়ারের সেরা সময় অনেক পেছনে ফেলে এসেছে, এরকম দীর্ঘসময় ধরে একটা টাইটেল ধরে রাখলে তা অন্যদের ক্ষেত্রে চরম অন্যায় হবে। আর Braun কেও এ ফিউডটির জন্য এমন শক্তিশালীভাবে বুক করা করেছে যে ম্যাচটাতে সে ক্লিনলি হারলে সেটা তাকে বারি করার সমপর্যায়ে পৌছে যাবে।
আর যেই Brock vs Roman ম্যাচের গুজব উঠেছিল, তা আমার মতে না হলেই ভাল হয়। ঐ ফিউডটির চেয়ে Roman এর Cena এর সাথে ফিউডটি WrestleMania পর্যন্ত হলে ভাল হবে। ৬ মাস অনেক সময়, এর মধ্যে Roman এর মাইকের ঘাটতি কেটে যাবে, তখন সে WWE এর টপ গাই হবার জন্য একদম সেট হয়ে যাবে।
আমি এর আগে বলেছিলাম যে Roman Reigns ও Braun Strowman ভবিষ্যতে WWE এর টপ ফেস ও টপ হিল হিসেবে John Cena ও Randy Orton এর জায়গা দখল করবে, আর তাদের কাছে এখন সেই সুযোগটা এসেছে। এদিকে Roman, Cena কে হারিয়ে WWE এর টপ ফেস হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করবে, অন্যদিকে Braun, Brock কে হারিয়ে WWE এর টপ হিল হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করবে। দেখা যাক WWE কী করে...।
• লেখক ঃ Sabbir Rahman Leon