বিঃদ্রঃ এটি ফাইনাল ম্যাচ কার্ড এবং প্রেডিকশন, যেটি সম্ভাবনার উপরে ভিত্তি করে লেখা, এটি রেজাল্ট নয়। পোস্টের শেষে সময়সূচী দেওয়া আছে (বিডি টাইমে)।
• KICK-OFF MATCH •

♦ Elias v/s Apollo Crews

যেহেতু কিক অফ ম্যাচ তাই ম্যাচটি হতে চলেছে পিপিভির উদ্বোধনী ম্যাচ। ম্যাচটি সম্বন্ধ্যে যা বলার তা হলো গত সপ্তাহের RAW তে Elias এর বিপক্ষে ম্যাচে জয় পেয়েছিলো Crews তাই এই ম্যাচে জয় পেতে বেশি অগ্রসর থাকবে Elias
♣ Pick: Elias

• Main Show Matches •

♦ Neville© v/s Enzo Amore, For WWE Cruiserweight Title

মাত্র কিছুদিন আগে CWC Division এ ডেবিউ করে Enzo। আর আসার সাথে সাথেই পুশ পাওয়া তা অবশ্যই বেমানান। আর অন্যদিকে, সম্প্রতি SUMMER SLAM এ নিজের টাইটেল Reclaim করে Neville। তাই আমার মনে হয় না এতো তাড়াতাড়ি তার কাছ থেকে টাইটেল ড্রপ করানো হবে।
♣ Pick: Neville (Still WWE Cruiserweight Champion)

♦ Finn Balor v/s Bray Wyatt

WWE এর Raw রোস্টারের অন্যতম এক ফেস হলো Balor আর অন্যদিকে ব্লাডি হিল হলো Bray। সবাই জানি, তাদের মাঝে হওয়া দুটি ম্যাচে একবার Bray ও পরেরবার Balor জিতে। যেহেতু গত পিপিভিতে Balor ম্যাচ জিতেছিলো তার বিপক্ষে। সুতরাং এবার Bray কে ম্যাচ জিতিয়ে তার সাথে তালে তাল মিলিয়ে দিবে WWE ক্রিয়েটিভ প্যানেল।
♣ Pick: Bray Wyatt

♦ The Miz (With Maryse &The Miztourage) v/s Jason Jordan, For WWE Intercontinental Title

RAW তে ড্রাফট হওয়ার পরে এটাই Jordan এর প্রথম কোনো টাইটেল ম্যাচ। আর অবশ্যই সুযোগ পাওয়ার সাথে সাথেই তাকে পুশের সাগরে ভাসিয়ে দেয়া হবে না। তাই এই ম্যাচে নিজের টাইটেল রিটেইন করতে যাচ্ছে Miz এবং অবশ্যই তা নিজের দলের সহযোগিতায়।
♣ Pick: The Miz (Still WWE Intercontinental Champion) 

♦ Alexa Bliss© v/s Sasha Banks v/s Nia Jax v/s Emma v/s Bayley In A Fatal Five Way Match For WWE RAW Women's Championship

এটিও এবারের No Mercy পিপিভির একটি আকর্ষণীয় ম্যাচ। কেননা এখানে ৫ জন ডিভা প্রতিদ্বন্দ্বিতা করবে একসাথে একই রিং এ। এই ম্যাচে Emma কে আওতাভুক্ত করার কারণ হচ্ছে এই ম্যাচে যেই জিতুক সে Emma কেই পিন অথবা সাবমিট করে জিতবে। আর এদিক থেকে সবথেকে এগিয়ে Bayley। কারণ তার এই টাইটেল ম্যাচটি খেলার কথা ছিলো Summer Slam এ কিন্তু তা হয়ে ওঠে নি। আর যেহেতু Bayley তার টাইটেল Alexa'র সাথে ড্রপ করেছিলো তাই এবার হয়তো সেও তার বিপক্ষেই টাইটেল হাসিল করবে। আবার কিছু সাইটের মতে, নিজের টাইটেল রিটেইন করবে Alexa তাই এখন শুধু দেখার পালা।
♣ Pick: Alexa Bliss 50% & Bayley 50%। If Alexa Wins She Will Retain & If Bayley Wins She Will Our New WWR RAW Women's Champion

♦ Dean Ambrose & Seth Rollins© v/s Sheamus & Cesaro v/s The Club In A Triple Threat Match For WWE RAW Tag Team Championship

প্রথমে এই ম্যাচটিকে একটা One On One Tag Title ম্যাচ হিসেবে সেট করলেও গতকাল রাতে WWE তাদের অফিসিয়াল পেজে ঘোষনা দেয় যে এটি হবে একটি Triple Threat Match আর ম্যাচটিতে অ্যাড করে The Club কে। এখন বলে দেই সব কথার এককথা হলো ম্যাচে যতগুলো টিমকেই অ্যাড করা হোক না কেনো ম্যাচটিতে সফল ভাবেই নিজেদের টাইটেল রিটেইন করবে Ambrose & Rollins। কেননা তারা টাইটেল জিতেছে কেবল গতমাসে আর তারা এতোটাও বোরিং চ্যাম্প নয় যে এতো তাড়াতাড়ি তাদের থেকে টাইটেল ড্রপ করানো হবে বরং তারা চ্যাম্পিয়ন হবার পর থেকে ট্যাগ ডিভিশনে আলো ছড়িয়ে পড়ছে। সুতরাং তারাই রিটেইন করতে চলেছে নিজেদের টাইটেল।
♣ Pick: Dean Ambrose & Seth Rollins (Still WWE RAW Tag Team Champions)

♦ Brock Lesnar© v/s Braun Strowman, For WWE Universal Championship

এটি হবে সেই রাতের সবথেকে বেশি হাই ভোল্টেজ ম্যাচ। কেননা ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট। আর হেভিওয়েট v/s হেভিওয়েট ম্যাচ কেমন হতে পারে তা সবাই ভালো জানে। এখন এই ম্যাচ নিয়ে বলতে গেলে বলব যে, সম্প্রতি রুমর বেড়িয়েছিলো Lesnar No Mercy'র পর ৩ মাসের ছুটিতে যাবে তাই সেক্ষেত্রে Strowman কে জিতিয়ে টাইটেল শট দেয়া হতে পারে। কিন্তু আবার কিছু সাইটের মতে, Lesnar WrestleMania 34 এর আগ পর্যন্ত Universal Champion থাকবে। আর সে নিজের টাইটেল ডিফেন্ড করবে Roman Reigns এর বিপক্ষে WrestleMania'তে। আর সবাই জানি যে, Lesnar চ্যাম্প থাকা মানেই ৩ মাসে একবার টাইটেল ডিফেন্স। যেটি এবারও কার্যকর ছিলো তাই বলা যায় সে ৩ মাসের ছুটিতে থাকা অবস্থায়ও চ্যাম্প থাকতে পারে। তাই ম্যাচটি প্রায় আনপ্রেডিক্টেবল।
♣ Pick: Brock Lesnar 50% & Braun Strowman 50%। If Lesnar Wins He Will Retain & If Braun Wins He Will Became Our New Universal Champion

••|| MAIN EVENT ||••

♦ The Big Dog "Roman Reigns" v/s The Champ "John Cena"

এটি এমন একটি ম্যাচ যেটি রেসলিংয়ের সবথেকে বড় ইভেন্ট WrestleMania'র মেইন ইভেন্ট হওয়ার দাবি রাখে। আর সেদিক থেকে No Mercy পিপিভির মেইন ইভেন্ট হিসেবে এটাকে মানাই যায়। এখন আর বলব না যে এটি অনেকের কাছে ড্রিম ম্যাচ! এখন জোড় গলায় বলব যে, এটি পুরো রেসলিং বিশ্বের সকল ফ্যানদের কাছে একটি ড্রিম ম্যাচ। যেটি হবে আগামীকাল Las Vegas এ। আর এই ড্রিম ম্যাচের তেজ আমরা তাদের মাঝে হওয়া প্রমো কাটিং এ দেখতে পেয়েছি। প্রায় ১২ বছর আগে WWF/E তে ডেবিউ করা Cena প্রায় অনেক কিছুই অর্জন করেছে। পাশাপাশি মাত্র ৫ বছরের ক্যারিয়ারেও সফল The Big Dog। এই ম্যাচটিকে নিয়ে এই পর্যন্ত অনেক গুজব ছড়িয়েছে। তার মধ্যে একটি হলো Taker Return 😰। হুম, এটি প্রায় ৮০% শিওর। কেননা WWE ক্রিয়েটিভ প্যানেল প্লান করছে যে Survivor Series বা Royal Rumble এ Taker v/s Cena ম্যাচ করার। আরও একটি গুজব ছড়িয়েছে যে, CM Punk রিটার্ন করবে। তাদের বলি, Punk সম্প্রতি তার একটি ইন্টারভিউ তে বলেছে যে, "আমি MMA তেও WWE এর মতো সফলতা পেতে চাই"। তার মানে সে এখন MMA ছেড়ে WWE তে আসবে না। আর একটি কথা এই ম্যাচটিতে যেই জিতুক না কেনো সে ক্লিনলি জিততে পারবে না তার মানে কারো ইন্টারফেয়ার এটা কনফার্ম। আর সেদিক থেকে এগিয়ে The Deadman। আর এসেই সে অ্যটাক করবে Cena কে আর সেখান থেকেই তাদের ফিউডের সূচনা হবে। আর তার সুযোগ তুলেই ম্যাচে জয় পেতে পারে The Big Dog। কেননা পরিসংখ্যান অনুযায়ী, Reigns তার গত ৫ পিপিভির একটা ম্যাচও জিততে পারে নি। যেটি ব্রেক হতে পারে এই জয়ের মাধ্যমে। আর তার সাথে সাথেই পরিসমাপ্তি হবে এই ড্রিম ম্যাচের।
♣ Pick: Roman Reigns

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আর কিছু সাইটের ভিত্তিতে বলা। আমার মতামতের সাথে কারো কোনো দ্বিমত থাকলে তা আমাকে জানাতে পারেন। 

•• WWE No Mercy ২০১৭ সময়সূচী ••

• ২৫ সেপ্টেম্বর, ২০১৭ (সোমবার) - সন্ধ্যা ৬.০০ মিনিট (লাইভ)
• ২৫ সেপ্টেম্বর, ২০১৭ (সোমবার) - সন্ধ্যা ৬.৩০ মিনিট
• ২৭ সেপ্টেম্বর, ২০১৭ (বুধবার) - রাত ৯.৩০ মিনিট 
• ০১ অক্টোবর, ২০১৭ (রবিবার) - দুপুর ২.৩০ মিনিট

(টিভিতে লাইভ সম্প্রচার করা হবে না। পুনঃপ্রচার দেখাবে শুধুমাত্র টেন ১/টেন ১ HD-তে।)

ALWAYS STAY CONNECTED :)
• লেখকঃ MD Tanvir Islam, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

WWE No Mercy ম্যাচ কার্ড, প্রেডিকশন ও সময়সূচী।


বিঃদ্রঃ এটি ফাইনাল ম্যাচ কার্ড এবং প্রেডিকশন, যেটি সম্ভাবনার উপরে ভিত্তি করে লেখা, এটি রেজাল্ট নয়। পোস্টের শেষে সময়সূচী দেওয়া আছে (বিডি টাইমে)।
• KICK-OFF MATCH •

♦ Elias v/s Apollo Crews

যেহেতু কিক অফ ম্যাচ তাই ম্যাচটি হতে চলেছে পিপিভির উদ্বোধনী ম্যাচ। ম্যাচটি সম্বন্ধ্যে যা বলার তা হলো গত সপ্তাহের RAW তে Elias এর বিপক্ষে ম্যাচে জয় পেয়েছিলো Crews তাই এই ম্যাচে জয় পেতে বেশি অগ্রসর থাকবে Elias
♣ Pick: Elias

• Main Show Matches •

♦ Neville© v/s Enzo Amore, For WWE Cruiserweight Title

মাত্র কিছুদিন আগে CWC Division এ ডেবিউ করে Enzo। আর আসার সাথে সাথেই পুশ পাওয়া তা অবশ্যই বেমানান। আর অন্যদিকে, সম্প্রতি SUMMER SLAM এ নিজের টাইটেল Reclaim করে Neville। তাই আমার মনে হয় না এতো তাড়াতাড়ি তার কাছ থেকে টাইটেল ড্রপ করানো হবে।
♣ Pick: Neville (Still WWE Cruiserweight Champion)

♦ Finn Balor v/s Bray Wyatt

WWE এর Raw রোস্টারের অন্যতম এক ফেস হলো Balor আর অন্যদিকে ব্লাডি হিল হলো Bray। সবাই জানি, তাদের মাঝে হওয়া দুটি ম্যাচে একবার Bray ও পরেরবার Balor জিতে। যেহেতু গত পিপিভিতে Balor ম্যাচ জিতেছিলো তার বিপক্ষে। সুতরাং এবার Bray কে ম্যাচ জিতিয়ে তার সাথে তালে তাল মিলিয়ে দিবে WWE ক্রিয়েটিভ প্যানেল।
♣ Pick: Bray Wyatt

♦ The Miz (With Maryse &The Miztourage) v/s Jason Jordan, For WWE Intercontinental Title

RAW তে ড্রাফট হওয়ার পরে এটাই Jordan এর প্রথম কোনো টাইটেল ম্যাচ। আর অবশ্যই সুযোগ পাওয়ার সাথে সাথেই তাকে পুশের সাগরে ভাসিয়ে দেয়া হবে না। তাই এই ম্যাচে নিজের টাইটেল রিটেইন করতে যাচ্ছে Miz এবং অবশ্যই তা নিজের দলের সহযোগিতায়।
♣ Pick: The Miz (Still WWE Intercontinental Champion) 

♦ Alexa Bliss© v/s Sasha Banks v/s Nia Jax v/s Emma v/s Bayley In A Fatal Five Way Match For WWE RAW Women's Championship

এটিও এবারের No Mercy পিপিভির একটি আকর্ষণীয় ম্যাচ। কেননা এখানে ৫ জন ডিভা প্রতিদ্বন্দ্বিতা করবে একসাথে একই রিং এ। এই ম্যাচে Emma কে আওতাভুক্ত করার কারণ হচ্ছে এই ম্যাচে যেই জিতুক সে Emma কেই পিন অথবা সাবমিট করে জিতবে। আর এদিক থেকে সবথেকে এগিয়ে Bayley। কারণ তার এই টাইটেল ম্যাচটি খেলার কথা ছিলো Summer Slam এ কিন্তু তা হয়ে ওঠে নি। আর যেহেতু Bayley তার টাইটেল Alexa'র সাথে ড্রপ করেছিলো তাই এবার হয়তো সেও তার বিপক্ষেই টাইটেল হাসিল করবে। আবার কিছু সাইটের মতে, নিজের টাইটেল রিটেইন করবে Alexa তাই এখন শুধু দেখার পালা।
♣ Pick: Alexa Bliss 50% & Bayley 50%। If Alexa Wins She Will Retain & If Bayley Wins She Will Our New WWR RAW Women's Champion

♦ Dean Ambrose & Seth Rollins© v/s Sheamus & Cesaro v/s The Club In A Triple Threat Match For WWE RAW Tag Team Championship

প্রথমে এই ম্যাচটিকে একটা One On One Tag Title ম্যাচ হিসেবে সেট করলেও গতকাল রাতে WWE তাদের অফিসিয়াল পেজে ঘোষনা দেয় যে এটি হবে একটি Triple Threat Match আর ম্যাচটিতে অ্যাড করে The Club কে। এখন বলে দেই সব কথার এককথা হলো ম্যাচে যতগুলো টিমকেই অ্যাড করা হোক না কেনো ম্যাচটিতে সফল ভাবেই নিজেদের টাইটেল রিটেইন করবে Ambrose & Rollins। কেননা তারা টাইটেল জিতেছে কেবল গতমাসে আর তারা এতোটাও বোরিং চ্যাম্প নয় যে এতো তাড়াতাড়ি তাদের থেকে টাইটেল ড্রপ করানো হবে বরং তারা চ্যাম্পিয়ন হবার পর থেকে ট্যাগ ডিভিশনে আলো ছড়িয়ে পড়ছে। সুতরাং তারাই রিটেইন করতে চলেছে নিজেদের টাইটেল।
♣ Pick: Dean Ambrose & Seth Rollins (Still WWE RAW Tag Team Champions)

♦ Brock Lesnar© v/s Braun Strowman, For WWE Universal Championship

এটি হবে সেই রাতের সবথেকে বেশি হাই ভোল্টেজ ম্যাচ। কেননা ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট। আর হেভিওয়েট v/s হেভিওয়েট ম্যাচ কেমন হতে পারে তা সবাই ভালো জানে। এখন এই ম্যাচ নিয়ে বলতে গেলে বলব যে, সম্প্রতি রুমর বেড়িয়েছিলো Lesnar No Mercy'র পর ৩ মাসের ছুটিতে যাবে তাই সেক্ষেত্রে Strowman কে জিতিয়ে টাইটেল শট দেয়া হতে পারে। কিন্তু আবার কিছু সাইটের মতে, Lesnar WrestleMania 34 এর আগ পর্যন্ত Universal Champion থাকবে। আর সে নিজের টাইটেল ডিফেন্ড করবে Roman Reigns এর বিপক্ষে WrestleMania'তে। আর সবাই জানি যে, Lesnar চ্যাম্প থাকা মানেই ৩ মাসে একবার টাইটেল ডিফেন্স। যেটি এবারও কার্যকর ছিলো তাই বলা যায় সে ৩ মাসের ছুটিতে থাকা অবস্থায়ও চ্যাম্প থাকতে পারে। তাই ম্যাচটি প্রায় আনপ্রেডিক্টেবল।
♣ Pick: Brock Lesnar 50% & Braun Strowman 50%। If Lesnar Wins He Will Retain & If Braun Wins He Will Became Our New Universal Champion

••|| MAIN EVENT ||••

♦ The Big Dog "Roman Reigns" v/s The Champ "John Cena"

এটি এমন একটি ম্যাচ যেটি রেসলিংয়ের সবথেকে বড় ইভেন্ট WrestleMania'র মেইন ইভেন্ট হওয়ার দাবি রাখে। আর সেদিক থেকে No Mercy পিপিভির মেইন ইভেন্ট হিসেবে এটাকে মানাই যায়। এখন আর বলব না যে এটি অনেকের কাছে ড্রিম ম্যাচ! এখন জোড় গলায় বলব যে, এটি পুরো রেসলিং বিশ্বের সকল ফ্যানদের কাছে একটি ড্রিম ম্যাচ। যেটি হবে আগামীকাল Las Vegas এ। আর এই ড্রিম ম্যাচের তেজ আমরা তাদের মাঝে হওয়া প্রমো কাটিং এ দেখতে পেয়েছি। প্রায় ১২ বছর আগে WWF/E তে ডেবিউ করা Cena প্রায় অনেক কিছুই অর্জন করেছে। পাশাপাশি মাত্র ৫ বছরের ক্যারিয়ারেও সফল The Big Dog। এই ম্যাচটিকে নিয়ে এই পর্যন্ত অনেক গুজব ছড়িয়েছে। তার মধ্যে একটি হলো Taker Return 😰। হুম, এটি প্রায় ৮০% শিওর। কেননা WWE ক্রিয়েটিভ প্যানেল প্লান করছে যে Survivor Series বা Royal Rumble এ Taker v/s Cena ম্যাচ করার। আরও একটি গুজব ছড়িয়েছে যে, CM Punk রিটার্ন করবে। তাদের বলি, Punk সম্প্রতি তার একটি ইন্টারভিউ তে বলেছে যে, "আমি MMA তেও WWE এর মতো সফলতা পেতে চাই"। তার মানে সে এখন MMA ছেড়ে WWE তে আসবে না। আর একটি কথা এই ম্যাচটিতে যেই জিতুক না কেনো সে ক্লিনলি জিততে পারবে না তার মানে কারো ইন্টারফেয়ার এটা কনফার্ম। আর সেদিক থেকে এগিয়ে The Deadman। আর এসেই সে অ্যটাক করবে Cena কে আর সেখান থেকেই তাদের ফিউডের সূচনা হবে। আর তার সুযোগ তুলেই ম্যাচে জয় পেতে পারে The Big Dog। কেননা পরিসংখ্যান অনুযায়ী, Reigns তার গত ৫ পিপিভির একটা ম্যাচও জিততে পারে নি। যেটি ব্রেক হতে পারে এই জয়ের মাধ্যমে। আর তার সাথে সাথেই পরিসমাপ্তি হবে এই ড্রিম ম্যাচের।
♣ Pick: Roman Reigns

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আর কিছু সাইটের ভিত্তিতে বলা। আমার মতামতের সাথে কারো কোনো দ্বিমত থাকলে তা আমাকে জানাতে পারেন। 

•• WWE No Mercy ২০১৭ সময়সূচী ••

• ২৫ সেপ্টেম্বর, ২০১৭ (সোমবার) - সন্ধ্যা ৬.০০ মিনিট (লাইভ)
• ২৫ সেপ্টেম্বর, ২০১৭ (সোমবার) - সন্ধ্যা ৬.৩০ মিনিট
• ২৭ সেপ্টেম্বর, ২০১৭ (বুধবার) - রাত ৯.৩০ মিনিট 
• ০১ অক্টোবর, ২০১৭ (রবিবার) - দুপুর ২.৩০ মিনিট

(টিভিতে লাইভ সম্প্রচার করা হবে না। পুনঃপ্রচার দেখাবে শুধুমাত্র টেন ১/টেন ১ HD-তে।)

ALWAYS STAY CONNECTED :)
• লেখকঃ MD Tanvir Islam, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU