আমরা সবাই জানি যে, WWE তে একটা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে (ছিলো)। বিভিন্ন ক্যাটাগরিতে সুপারস্টার আর ডিভাদের এ্যাওয়ার্ড দেয়া হয়। এর জন্য সারা বছর জুড়ে বিভিন্ন পারফর্মেন্স এর ভিত্তিতে এই পুরস্কার গুলো দেয়া হয়। এই অনুষ্ঠান হচ্ছে ফ্যানদের ইন্টারেস্ট আর ইন্টারটেইনমেন্ট এর শীর্ষে।
বলা ভালো,
"বিগ-ফোর" (রয়েল-রাম্বল > রেসেল্ম্যানিয়া > সামারস্ল্যাম > সারভাইভার-সিরিজ)
এবং "ইলাস্ট্রেটেড-ফাইভ" (মানি-ইন-দা-ব্যাংক > টি-এল-সি > এক্সট্রিম-রুলস > ইলিমিনেশন-চেম্বার > হেল-ইন-দা-সেল)
- এর পরই ফ্যানদের আগ্রহের কেন্দ্রে থাকে ২টা জিনিস যথাঃ
১. WWE ড্রাফট বা সুপারস্টার শেক-আপ।
২. WWE স্ল্যামি এ্যাওয়ার্ডস।
সুতরাং বুঝতেই পারছেন যে স্ল্যামি এ্যাওয়ার্ডের ব্যাপারটা কেমন ফ্যানদের কাছে কিংবা সুপারস্টারদের কাছে। সুপারস্টার দের রেকর্ডের মাঝে কিন্তু হাইলাইট করা হয় যে, কে কয়টা স্ল্যামি এ্যাওয়ার্ড পেয়েছে, তাই এটার গুরুত্ব বেশি। আর ফ্যানরাও মজা পায় যে, তাদের পছন্দের তারকারা এ্যাওয়ার্ড জিতে তাদের আনন্দ দেয়। আর বছরের শেষের দিকে বেশকিছু ফ্ল্যাশব্যাক দেখতে পেয়ে মজাও পায় সবাই।
তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে গত ২০১৬ থেকে এই স্ল্যামি এ্যাওয়ার্ড প্রোগ্রামটা হচ্ছেনা (এবার বা আগামিতে হবে কিনা জানি না)। ব্র্যান্ড আলাদা করায় বেশ কিছু পিপিভি বেড়ে গেছে, আর তাই ডিসেম্বরেও অনেক বেশি বিজি থাকে তাই স্ল্যামি এ্যাওয়ার্ড এপিসোড বানানোর সুযোগ মিলছেনা।
(হয়তো অফ এয়ারে বা ব্যাকস্টেজে দিয়ে দেয়া হয়, তবে সবার সেটা জানার চান্স হয়না)।
তাই আমার মনে হয়, এটা চালু রাখা উচিত ডিসেম্বরের লাস্ট উইকের “র আর স্ম্যাকডাউনে”। একটা পিপিভি কমিয়ে হলেও এটা চালু রাখা উচিত, কারন পিপিভি তো কতই হয় আবার সেটা পজিটিভ হয়না, ফলে রিম্যাচ দেয়াই লাগে। তার থেকে এটাই আমরা আবার দেখতে চাই।
• লেখকঃ Rafiq Jahid