১) সেথ রলিন্স সম্প্রতি স্যাম রবার্টের রেসলিং পডকাস্টে গেস্ট হিসেবে অংশগ্রহণ করেছিল। সেখানে সে বিভিন্ন টপিকের উপর আলোচনা করেছে। তন্মধ্যে একটি বিষয় ছিল তার থিম সংয়ে যুক্ত হওয়া "Burnt it Down" অংশটি নিয়ে। সে জানিয়েছে যে, থিম সংয়ের এই পরিবর্তনটুকুর আইডিয়া কোম্পানির চেয়ারম্যান ভিন্স মিকম্যানের।

পাশাপাশি সেথ এও বলেছে যে, তার ফিনিশার কার্ব স্টম্প ব্যানের ব্যাপারেও ভিন্স কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে তার নিজের কোনো হাত ছিল না। আসলে ভিন্স চাইছিল না যে, তার কোম্পানির টপ গাই [তৎকালীন সময়ে] যে কিনা পুরো WWE কে রিপ্রেজেন্ট করে সে কারো মাথার উপর লাফালাফি করুক!


২) এতো দিন Rumors ছিল Triple H Vs Shane O Mac হবে Wrestlemania 34...

কিন্তু বর্তমানে Latest Report অনুযায়ী WWE প্লান করছে Triple H Vs Kevin Owens at Wrestlemania 34...


৩) Adam Cole, Bobby Fish ও Kyle O Riley'র Undisputed ফ্যাকশনে Tayanara Conty নামের এনএক্সটি ডিভা যোগ দিয়েছেন!


৪) WWE shop এ Adam Cole, Bobby Fish and Kyle O'Reilly- দের জন্য একটি টি-শার্ট বের হয়েছে ৷ টি-শার্টটিতে লিখা রয়েছে "The Undisputed Era" . তাই ধারনা করা হচ্ছে তাদের এই স্টেবল বা টিমের নাম হতে পারে "The Undisputed Era"😍😍😍


৫) গতকাল 205 live চলাকালীন Drew Gulak এর করা একটি সেগমেন্টের সময় সারপ্রাইজ এন্ট্রি নেই SmackDown Superstars Tyler Breeze এবং Fandango .

- তাদের মধ্যে একটি ফানি সেগমেন্ট হয় এবং সেগমেন্টের শেষের দিকে Drew Gulak কে Breezango অরুফে Fashion Police গ্রেফতার করে নিয়ে যায় 😂


৬) The Miz এর এ সপ্তাহের Raw তে প্রমো টা এককথায় দারুন ছিল। Miz এর দারুন মাইক স্কিল + শুট প্রমো = পুরাই মাস্টারপিস! :D Kurt Angle কে খোঁচা মেরে তিনি বলেন, "I Will be there for my son from day 1 unlike Kurt Angle"!! অর্থাৎ, Miz বলেছেন "আমি আমার সন্তানের পাশে জন্মের প্রথম দিন হতেই ওর পাশে থাকব, কার্ট এংগেল এর মতন ওরে ছেড়ে চলে যাব নাহ" :v মূলত, Kurt-Jordan এর স্ক্রিপ্টেড পিতা-পুত্রের সম্পর্ক কে ব্যাঙ্গ করেই এই কথা টি বলেন The Miz!!!


৭) Cageside Seats এর মতে, মেইন রোস্টারে Asuka'র প্রথম ফিউড হতে পারে Emma'র সাথে।


৮) Wrestling Observer এর মতে, SmackDown Live এ Vince McMahon এর রক্ত বের হওয়ার দৃশ্যটি আগে থেকেই প্ল্যান করা ছিল। Vince মূলত নিজের কপালে আগেই ব্লেড ব্যবহার করেছিল যাতে Owens এর Headbutt খেয়ে তার কপাল কেটে যায়।


৯) আজ NXT-তে অভিষেক হয়েছে সাবেক CZW চ্যাম্পিয়ন Lio Rush এর।


১০) Cageside Seats এর মতে No Mercy পিপিভির পর আবারো কিছু সময়ের জন্য WWE-থেকে বিরতি নিবে Universal চ্যাম্পিয়ন Brock Lesnar.


১১) শোনা যাচ্ছে No Mercy-তে হারলেও Braun Strowman কে পুরো বছর জুড়ে মেইন ইভেন্টার হিসেবে রাখার পরিকল্পনা আছে WWE'র।


১২) Shayna Baszler কে হারিয়ে Mae Young Classic টুর্নামেন্ট জিতলো জাপানের Kairi Sane.

• ক্রেডিটঃ 
  •  Wrestling Universe - রেসলিং ইউনিভার্স
  • প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

WWE টুকরো খবর, ১৫/০৯/২০১৭


১) সেথ রলিন্স সম্প্রতি স্যাম রবার্টের রেসলিং পডকাস্টে গেস্ট হিসেবে অংশগ্রহণ করেছিল। সেখানে সে বিভিন্ন টপিকের উপর আলোচনা করেছে। তন্মধ্যে একটি বিষয় ছিল তার থিম সংয়ে যুক্ত হওয়া "Burnt it Down" অংশটি নিয়ে। সে জানিয়েছে যে, থিম সংয়ের এই পরিবর্তনটুকুর আইডিয়া কোম্পানির চেয়ারম্যান ভিন্স মিকম্যানের।

পাশাপাশি সেথ এও বলেছে যে, তার ফিনিশার কার্ব স্টম্প ব্যানের ব্যাপারেও ভিন্স কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে তার নিজের কোনো হাত ছিল না। আসলে ভিন্স চাইছিল না যে, তার কোম্পানির টপ গাই [তৎকালীন সময়ে] যে কিনা পুরো WWE কে রিপ্রেজেন্ট করে সে কারো মাথার উপর লাফালাফি করুক!


২) এতো দিন Rumors ছিল Triple H Vs Shane O Mac হবে Wrestlemania 34...

কিন্তু বর্তমানে Latest Report অনুযায়ী WWE প্লান করছে Triple H Vs Kevin Owens at Wrestlemania 34...


৩) Adam Cole, Bobby Fish ও Kyle O Riley'র Undisputed ফ্যাকশনে Tayanara Conty নামের এনএক্সটি ডিভা যোগ দিয়েছেন!


৪) WWE shop এ Adam Cole, Bobby Fish and Kyle O'Reilly- দের জন্য একটি টি-শার্ট বের হয়েছে ৷ টি-শার্টটিতে লিখা রয়েছে "The Undisputed Era" . তাই ধারনা করা হচ্ছে তাদের এই স্টেবল বা টিমের নাম হতে পারে "The Undisputed Era"😍😍😍


৫) গতকাল 205 live চলাকালীন Drew Gulak এর করা একটি সেগমেন্টের সময় সারপ্রাইজ এন্ট্রি নেই SmackDown Superstars Tyler Breeze এবং Fandango .

- তাদের মধ্যে একটি ফানি সেগমেন্ট হয় এবং সেগমেন্টের শেষের দিকে Drew Gulak কে Breezango অরুফে Fashion Police গ্রেফতার করে নিয়ে যায় 😂


৬) The Miz এর এ সপ্তাহের Raw তে প্রমো টা এককথায় দারুন ছিল। Miz এর দারুন মাইক স্কিল + শুট প্রমো = পুরাই মাস্টারপিস! :D Kurt Angle কে খোঁচা মেরে তিনি বলেন, "I Will be there for my son from day 1 unlike Kurt Angle"!! অর্থাৎ, Miz বলেছেন "আমি আমার সন্তানের পাশে জন্মের প্রথম দিন হতেই ওর পাশে থাকব, কার্ট এংগেল এর মতন ওরে ছেড়ে চলে যাব নাহ" :v মূলত, Kurt-Jordan এর স্ক্রিপ্টেড পিতা-পুত্রের সম্পর্ক কে ব্যাঙ্গ করেই এই কথা টি বলেন The Miz!!!


৭) Cageside Seats এর মতে, মেইন রোস্টারে Asuka'র প্রথম ফিউড হতে পারে Emma'র সাথে।


৮) Wrestling Observer এর মতে, SmackDown Live এ Vince McMahon এর রক্ত বের হওয়ার দৃশ্যটি আগে থেকেই প্ল্যান করা ছিল। Vince মূলত নিজের কপালে আগেই ব্লেড ব্যবহার করেছিল যাতে Owens এর Headbutt খেয়ে তার কপাল কেটে যায়।


৯) আজ NXT-তে অভিষেক হয়েছে সাবেক CZW চ্যাম্পিয়ন Lio Rush এর।


১০) Cageside Seats এর মতে No Mercy পিপিভির পর আবারো কিছু সময়ের জন্য WWE-থেকে বিরতি নিবে Universal চ্যাম্পিয়ন Brock Lesnar.


১১) শোনা যাচ্ছে No Mercy-তে হারলেও Braun Strowman কে পুরো বছর জুড়ে মেইন ইভেন্টার হিসেবে রাখার পরিকল্পনা আছে WWE'র।


১২) Shayna Baszler কে হারিয়ে Mae Young Classic টুর্নামেন্ট জিতলো জাপানের Kairi Sane.

• ক্রেডিটঃ 
  •  Wrestling Universe - রেসলিং ইউনিভার্স
  • প্রো-রেসলিং ইউনিভার্স - PWU