(1) খুব শীঘ্রই রিটার্ন করতে চলেছেন Paige! প্রথমে রুমোর শোনা গেলেও বর্তমানে এটা কনফার্ম। Paige তার টুইটার একাউন্টে টুইট করেও জানিয়েছেন যে, সে পার্ফমেন্স সেন্টারে ট্রেইনিং করছে। খুব সম্ভবত তাকে Smackdown Live ব্র্যান্ডে দেওয়া হবে! কারণ Asuka Raw তে যাবে। নীচে সেটি দেওয়া হল-
Day 2 done at the @WWEPerformCtr feeling great. Thanks for all the support. Appreciate it a lot.— PAIGE (@RealPaigeWWE) September 19, 2017
(2) Undertaker তার ক্যারিয়ার এর শেষ ম্যাচটি John Cena এর বিপক্ষে খেলার জন্য শেষ বারের মত No Mercy তে Return করতে পারেন এবং যেখান থেকে তার Legendary ক্যারিয়ার এর শুরু করেছিলেন(Survivor Series) সেখানেই তার ক্যারিয়ার এর সমাপ্তি ঘটাবেন।
(3) Hell In A Cell PPV তে Kevin Owens Face Turn করতে পারেন এবং Sami Zayn এর সাথে Team Up বা Reunite হতে পারেন।
(4) শুধু মাত্র Live Event গুলাতেই Aj Styles তার Musk ব্যবহার করতে পারবেন এবং Jeff Hardy তার Face Print ব্যবহার করতে পারবেন। এ কেমন বিচার 😞
(5) Dolph Ziggler কে এতো Lame Gimmick এ রাখার কারন হচ্ছে তার কন্ট্রাক্ট এর মেয়াদ প্রায় শেষ পর্যায়ে এবং সে আর কন্ট্রাক্ট Renew করবেনা। (WWE ছেড়ে চলে যাবে তাই তাকে নিয়ে শুধু টাইমপাস করা হচ্ছে।)
(6) Asuka খুব শিগ্রই Raw তে Debut করবে এবং Alexa Bliss, Nia Zax,Bayley এর যেকোন একজনের সাথে ফিউডে জড়াবে।
(7) Authors Of Pain ও খুব শিগ্রই Smackdown Live এ Debut করবে☺
(8) Randy Orton Survivor Series এর পরে বা আগে হয়ত Raw Brand এ ট্রান্সপার হবেন এবং Samoa Joe Smackdown Live এ ট্রান্সপার হবেন☺
(9) Hell in A Cell PPV তে Smackdown Live Women Champion হতে পারেন Charlotte Flair এবং Women MITB Cash In করে Champion হতে পারেন Carmela.
(10) WWE Championship Match এ Tittle হাতবদল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।
(মোট কথা Hell In A Cell এ প্রায় সব টাইটেল হাতবদল হবে)
(No Mercy তে Ic Tittle ছাড়া অন্য কোন টাইটেক হাতবদল হবার সম্ভাবনা নেই)
(১১) No Mercy অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর, ২০১৭ তারিখ, WWE No Mercy ম্যাচকার্ড :
• Universal চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Brock Lesnar (c) vs. Braun Strowman
• RAW Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Alexa Bliss (c) vs. Sasha Banks vs. Bayley vs. Nia Jax vs. Emma
• RAW Tag Team চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Dean Ambrose & Seth Rollins (c) vs. Cesaro & Sheamus
• Intercontinental চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ The Miz (c) vs. Jason Jordan
• Finn Bálor vs. Bray Wyatt
• John Cena vs. Roman Reigns
• Cruiserweight চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Neville (c) vs. Enzo Amore
(১২) এ সপ্তাহের RAW টি ছিল No Mercy পিপিভির পূর্বে শেষ RAW। যেহেতু এটি ছিল গো হোম শো, স্বভাবতই সবার নজর ছিল এর উপর, পিপিভির আগে ক্রিয়েটিভ প্যানেল কি চমক দেয়।
আসুন এ সপ্তাহের ভিউয়ার শিপের দিকে একবার নজর দেয়া যাক। এ সপ্তাহের RAW এর গড় ভিউয়ার ছিল ২৮৩৩ মিলিয়ন যা গত সপ্তাহে ছিল ২৯০৩ মিলিয়ন। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে বেশ কম। গো হোম শো হিসেবে আশাব্যঞ্জক নয় এই ভিউয়ারশিপ।
প্রতি ঘন্টায় ভিউয়ার শিপঃ-
• ১ম ঘন্টা - ৩১২৩ মিলিয়ন
• ২য় ঘন্টা - ২৮৪৪ মিলিয়ন
• ৩য় ঘন্টা - ২৫৩২ মিলিয়ন।
(১৩) Cageside Seats এর তথ্যমতে, SD Women's Champ Natties এর next feud হতে পারে Becky Lynch or Charlotte এর বিপহ্মে।
(১৪) Bobby "The Brain" Heenan, throat cancer এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। "RAW" তাকে নিয়ে একটি Tribute pay করবে।
(১৫) Cesaro & Sheamus নতুন T Shirt পেয়েছেন। ছবিতে দেখুন। আমার একটা লাগত।😂
(১৬) Pro Wrestling Sheet এর মতে, WWE তাদের ভবিষ্যতে তাদের কিছু live show & Specials এ WCW এর কিছু PPV এর নাম use. করতে পারে।
(১৭) ড্যানিয়েল ব্রায়ান রিং action এ ফিরার জন্য আবার training শুরু করেছেন।
• লেখক ঃ Naeem Hossain, আরিয়ান রেহান, Ratul Islam Antor, Mahin Ahmed ।