♦ Aftermath of Cena vs Roman Match :


আজ No Mercy ppv তে John Cena, Roman Reings এর কাছে হেরেছেন। এই ম্যাচের পর Cena আর Roman দুজনে Handshake করেন। 

আজ ম্যাচের পর RAW TALK এ Roman কে নিয়ে Cena কিছু কথা বলেন।Cena বলেন,আজকের ম্যাচের পর Roman, definitely তার (Cena র) respect আর্ন করে নিয়েছেন।তার (Roman র) Monday এর promo টা ছিল brilliant.Cena তাকে তার (Roman) এই কাজটির Homework দুই সপ্তাহ আগেই করতে বলেছিলেন আর Roman exactly সে কাজটাই করেছে। Cena আরো বলেন, "আমি Roman কে নিয়ে গর্ব করি, আমি আশা করি Roman তার এই passion টা ধরে রাখবে এবং এই business এর জন্য সব কিছু করবে, আর তার সে সামর্থ্য আছে।✌👌👏

• Cena এর কথাগুলো নিচে দেয়া হল →

"It's no secret that I was hard on Roman Reigns, but after tonight he's definitely earned my respect. His promo on Monday was brilliant, I told him to go do his homework two weeks ago, and he did exactly that. I'm really proud of Roman Reigns, he's absolutely earned my respect after tonight. I'm so proud of him, I hope he keeps that passion, he gives everything to this business, he has it all. I didn't pass the torch, Roman stepped up and took it himself and thats something I can respect." 

- Cena on Roman. 

• John Cena , Transformers film এর কারণে কিছুদিন off থাকবেন। তাই এখনকার জন্য তিনি WWE কে goodbye বলবেন।পরে আবার আসবেন।

♦ Biggest News Of TLC, Shield Reunion :


Raw Brand এর P.P.V No Mercy Show এর মাধ্যমে Current IC Champion The Miz Kurt Angle এর কাছে অনুরোধ করে যেন, The Dog Roman Reigns Upcoming Raw-এ তার Show Miz TV তে গেস্ট হিসেবে আসে।

Kurt Miz এর অনুরোধ মেনে Permission দিয়ে দেয়। এখন News অনুযায়ি মানা হচ্ছে, Miz Roman কে তার Show-এ কিছু মন্দ Topic নিয়ে কথা বলবে। তারপর এই Topic Fight এ পরিণত হবে এবং Miz ও Miztourage Roman কে Attack করবে।

এরপর Roman কে Save করতে ছুটে আসবে Current Raw Tag Team Champions Dean Ambrose & Seth  Rollins । এই Segment এর জন্য বলা হচ্ছে, WWE Raw এর Upcoming P.P.V TLC তে বড় কিছু করতে চাচ্ছে। অনুমান করা হচ্ছে Shield আবারো একটি Team হতে চলেছে। যার কারণে Shield এর Reunion হবার প্রথম Topic Miztourage এই হতে পারে। আমরা হয়তো The Shield Vs Miztourage ম্যাচ TLC তে দেখতে পারি।

♦ The Miztourage (3rd Version Of The Shield) :


The Shield হচ্ছে WWE ইতিহাসের সবথেকে ডমিনেটিং স্টেবল। এই স্টেবলটি যতদিন WWE তে ছিলো ততদিন বাকি টিমগুলো ছিলো তাদের কাছে পিপড়া আর তারা অন্যদের কাছে ছিলো হাতি😂   আর এই হাতিদের পায়ের তলায় পড়েনি এমন কোনো টিম কিংবা সুপারস্টারকে খুঁজে পাওয়া যাবে না। সেই Triple H থেকে শুরু করে The Undertaker পর্যন্ত সবাই তাদের কাছে পরাস্ত হয়েছিলো। এই স্টেবলটি WWE তে ডেবিউ করে ২০১২ সালের Survivor Series এ। আর আসার পর থেকেই তারা চালিয়ে গিয়েছিলো তাদের ধ্বংসযজ্ঞ। প্রায় ১ ৫ বছর ধরে চলে তাদের এই ধ্বংসযজ্ঞ, কেননা ২০১৪ সালে ব্রেক হয়ে যায় WWE এর এই ভয়ংকর স্টেবল। স্টেবলটি ব্রেক করানোর মূল দাবিদার ছিলো Seth Rollins কেননা HHH তাকে নিজের দলে ভিড়িয়ে ব্রেক করে এই সর্বকালের শ্রেষ্ট স্টেবলটি। 

কিন্তু পরে আবার সবার মনে Shield রিটার্ন নিয়ে বাসা বাধে মাস চারেক আগে হওয়া Superstar Shakeup এর মাধ্যমে যখন Ambrose ড্রাফট হয়ে আসে RAW তে। কিন্তু তা এখনো পুরোপুরি সম্ভব হয় নি, তবে হয়েছে কিছুটা। কেননা The Shield এর ২য় ভার্সন Ambrose & Rollins বর্তমান WWE RAW Tag Team Champions  আর আজ আপনাদের সাথে আলোচনা করব Shield এর ৩য় ভার্সন The Miztourage দের নিয়ে। তাহলে চলুন শুরু করি :-

এখানে আমি তাদেরকে Shield ৩য় ভার্সন হিসেবে আখ্যায়িত করার মূল কারণ হচ্ছে আজ তাদের শেষ Signature দেখে যেটি ছিলো The Shield এর। আজকে RAW তে The Miz কে ফেস করছিলো Roman Reigns  সে তার উপর থেকে ছিনিয়ে নেয় ভিক্টরি। পরে তারা দলবল নিয়ে তার উপর অ্যাটাক করে আর Shield এর ভাব-ভংগিতে তাকে মারতে থাকে। Like Chair Shot   ! পরে তাদের হামলা শেষ হলে তারা তিনজন মিলে The Shield এর Signature দেয়। আর হয়তোবা এরই জের ধরে তৈরী হতে যাচ্ছে The Shield Reunion 😰😱😨

♦ INJURY UPDATE OF JEFF HARDY :


Wrestling Observer Radio সহ বিভিন্ন Web এর তথ্যমতে Jeff Hardy Shoulder Injury তে পড়েছেন।অবাক করা বিষয় হলো এই Injury টি হয়েছে Great Balls Of Fire এ হয়ে যাওয়া 30 Minute Iron Man Match Sheamus & Cesaro V/S Hardy Boyz ম্যাচটিতে।Wrestling Analyser Dave Meltzer এর মতে Jeff Hardy দুই মাস Shoulder Injury তে থেকেও অধিকাংশ RAW তে Attend করেছেন!Jeff Hardy এর Shoulder Injury এর Surgery এই সপ্তাহেই হবে বলে জানিয়েছেন!

♦ After Raw Went Off Air :


আজকে Raw এর মেইন ইভেন্টে কি হয়েছিল সবাই দেখেছেন! Neville এর কাছে মার খেতে দেখা গেছে Enzo Amore কে! কিন্তু এরপর কি হল মানে Raw Off Air এ জাওয়ার পর কি হল? 

Neville যখন এন্ট্রেন্স র‍্যাম্প ত্যাগ করে ব্যাকস্ট্যাজের দিকে যাচ্ছিল তখনই Braun Strowman এর মিউজিক হিট হয় এবং Strowman রিং এ এসে সাবলিলভাবে Enzo কে Powerslam দেয় এবং Braun এন্ট্রেন্স র‍্যাম্পে দাঁড়িয়ে থাকা সকল Cruiserweight এর রিং এ আসার জন্য ইশারা করে! [ Braun চলে যায় ]

এরপর সব Cruiserweight -রা খুব নিখুঁতভাবে Enzo এর উপর একের পর এক মুভ প্রয়োগ করতে থাকে 😂 এবং তখনকার সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমরা সকলেই জানি Mustafa Ali -র ফিনিশারটি একটি হাই ফ্লাইয়িং মুভ! Ali যখনই টপ রোপে উঠতে যাবে Enzo এর উপর তার ফিনিশারটি দেওয়ার জন্য ঠিক তখনই তাকে বাধা Drew Gulak!! কারণ Gulak এর গিমিক হচ্ছে 'No Flying Zone' তাই সে Ali কে Ali -র হাই ফ্লাইয়িং ফিনিশারটি দিতে বাধা দেয়। 


কিন্তু সবাই Gulak -র কাছে রিকুয়েস্ট করতে থাকে শুধু ১ বারের জন্যই ব্যবহার করা হবে হাই ফ্লাইয়িং মুভ! ক্রাউডরাও 'One,One' চ্যান্ট করতে থাকে। Gulak ও রাজি হয়ে যায়। এরপর Ali তার ফিনিশারটি Enzo -র প্রয়োগ করলে সবাই একে রিং ত্যাগ করে!
• লেখক (ক্রমানুসারে) : আরিয়ান রেহান‎, Taksinur Radi‎, MD Tanvir Islam‎, Tasfik Hasan‎, Mahin Ahmed

WWE টুকরো খবর, ২৭/০৯/২০১৭

♦ Aftermath of Cena vs Roman Match :


আজ No Mercy ppv তে John Cena, Roman Reings এর কাছে হেরেছেন। এই ম্যাচের পর Cena আর Roman দুজনে Handshake করেন। 

আজ ম্যাচের পর RAW TALK এ Roman কে নিয়ে Cena কিছু কথা বলেন।Cena বলেন,আজকের ম্যাচের পর Roman, definitely তার (Cena র) respect আর্ন করে নিয়েছেন।তার (Roman র) Monday এর promo টা ছিল brilliant.Cena তাকে তার (Roman) এই কাজটির Homework দুই সপ্তাহ আগেই করতে বলেছিলেন আর Roman exactly সে কাজটাই করেছে। Cena আরো বলেন, "আমি Roman কে নিয়ে গর্ব করি, আমি আশা করি Roman তার এই passion টা ধরে রাখবে এবং এই business এর জন্য সব কিছু করবে, আর তার সে সামর্থ্য আছে।✌👌👏

• Cena এর কথাগুলো নিচে দেয়া হল →

"It's no secret that I was hard on Roman Reigns, but after tonight he's definitely earned my respect. His promo on Monday was brilliant, I told him to go do his homework two weeks ago, and he did exactly that. I'm really proud of Roman Reigns, he's absolutely earned my respect after tonight. I'm so proud of him, I hope he keeps that passion, he gives everything to this business, he has it all. I didn't pass the torch, Roman stepped up and took it himself and thats something I can respect." 

- Cena on Roman. 

• John Cena , Transformers film এর কারণে কিছুদিন off থাকবেন। তাই এখনকার জন্য তিনি WWE কে goodbye বলবেন।পরে আবার আসবেন।

♦ Biggest News Of TLC, Shield Reunion :


Raw Brand এর P.P.V No Mercy Show এর মাধ্যমে Current IC Champion The Miz Kurt Angle এর কাছে অনুরোধ করে যেন, The Dog Roman Reigns Upcoming Raw-এ তার Show Miz TV তে গেস্ট হিসেবে আসে।

Kurt Miz এর অনুরোধ মেনে Permission দিয়ে দেয়। এখন News অনুযায়ি মানা হচ্ছে, Miz Roman কে তার Show-এ কিছু মন্দ Topic নিয়ে কথা বলবে। তারপর এই Topic Fight এ পরিণত হবে এবং Miz ও Miztourage Roman কে Attack করবে।

এরপর Roman কে Save করতে ছুটে আসবে Current Raw Tag Team Champions Dean Ambrose & Seth  Rollins । এই Segment এর জন্য বলা হচ্ছে, WWE Raw এর Upcoming P.P.V TLC তে বড় কিছু করতে চাচ্ছে। অনুমান করা হচ্ছে Shield আবারো একটি Team হতে চলেছে। যার কারণে Shield এর Reunion হবার প্রথম Topic Miztourage এই হতে পারে। আমরা হয়তো The Shield Vs Miztourage ম্যাচ TLC তে দেখতে পারি।

♦ The Miztourage (3rd Version Of The Shield) :


The Shield হচ্ছে WWE ইতিহাসের সবথেকে ডমিনেটিং স্টেবল। এই স্টেবলটি যতদিন WWE তে ছিলো ততদিন বাকি টিমগুলো ছিলো তাদের কাছে পিপড়া আর তারা অন্যদের কাছে ছিলো হাতি😂   আর এই হাতিদের পায়ের তলায় পড়েনি এমন কোনো টিম কিংবা সুপারস্টারকে খুঁজে পাওয়া যাবে না। সেই Triple H থেকে শুরু করে The Undertaker পর্যন্ত সবাই তাদের কাছে পরাস্ত হয়েছিলো। এই স্টেবলটি WWE তে ডেবিউ করে ২০১২ সালের Survivor Series এ। আর আসার পর থেকেই তারা চালিয়ে গিয়েছিলো তাদের ধ্বংসযজ্ঞ। প্রায় ১ ৫ বছর ধরে চলে তাদের এই ধ্বংসযজ্ঞ, কেননা ২০১৪ সালে ব্রেক হয়ে যায় WWE এর এই ভয়ংকর স্টেবল। স্টেবলটি ব্রেক করানোর মূল দাবিদার ছিলো Seth Rollins কেননা HHH তাকে নিজের দলে ভিড়িয়ে ব্রেক করে এই সর্বকালের শ্রেষ্ট স্টেবলটি। 

কিন্তু পরে আবার সবার মনে Shield রিটার্ন নিয়ে বাসা বাধে মাস চারেক আগে হওয়া Superstar Shakeup এর মাধ্যমে যখন Ambrose ড্রাফট হয়ে আসে RAW তে। কিন্তু তা এখনো পুরোপুরি সম্ভব হয় নি, তবে হয়েছে কিছুটা। কেননা The Shield এর ২য় ভার্সন Ambrose & Rollins বর্তমান WWE RAW Tag Team Champions  আর আজ আপনাদের সাথে আলোচনা করব Shield এর ৩য় ভার্সন The Miztourage দের নিয়ে। তাহলে চলুন শুরু করি :-

এখানে আমি তাদেরকে Shield ৩য় ভার্সন হিসেবে আখ্যায়িত করার মূল কারণ হচ্ছে আজ তাদের শেষ Signature দেখে যেটি ছিলো The Shield এর। আজকে RAW তে The Miz কে ফেস করছিলো Roman Reigns  সে তার উপর থেকে ছিনিয়ে নেয় ভিক্টরি। পরে তারা দলবল নিয়ে তার উপর অ্যাটাক করে আর Shield এর ভাব-ভংগিতে তাকে মারতে থাকে। Like Chair Shot   ! পরে তাদের হামলা শেষ হলে তারা তিনজন মিলে The Shield এর Signature দেয়। আর হয়তোবা এরই জের ধরে তৈরী হতে যাচ্ছে The Shield Reunion 😰😱😨

♦ INJURY UPDATE OF JEFF HARDY :


Wrestling Observer Radio সহ বিভিন্ন Web এর তথ্যমতে Jeff Hardy Shoulder Injury তে পড়েছেন।অবাক করা বিষয় হলো এই Injury টি হয়েছে Great Balls Of Fire এ হয়ে যাওয়া 30 Minute Iron Man Match Sheamus & Cesaro V/S Hardy Boyz ম্যাচটিতে।Wrestling Analyser Dave Meltzer এর মতে Jeff Hardy দুই মাস Shoulder Injury তে থেকেও অধিকাংশ RAW তে Attend করেছেন!Jeff Hardy এর Shoulder Injury এর Surgery এই সপ্তাহেই হবে বলে জানিয়েছেন!

♦ After Raw Went Off Air :


আজকে Raw এর মেইন ইভেন্টে কি হয়েছিল সবাই দেখেছেন! Neville এর কাছে মার খেতে দেখা গেছে Enzo Amore কে! কিন্তু এরপর কি হল মানে Raw Off Air এ জাওয়ার পর কি হল? 

Neville যখন এন্ট্রেন্স র‍্যাম্প ত্যাগ করে ব্যাকস্ট্যাজের দিকে যাচ্ছিল তখনই Braun Strowman এর মিউজিক হিট হয় এবং Strowman রিং এ এসে সাবলিলভাবে Enzo কে Powerslam দেয় এবং Braun এন্ট্রেন্স র‍্যাম্পে দাঁড়িয়ে থাকা সকল Cruiserweight এর রিং এ আসার জন্য ইশারা করে! [ Braun চলে যায় ]

এরপর সব Cruiserweight -রা খুব নিখুঁতভাবে Enzo এর উপর একের পর এক মুভ প্রয়োগ করতে থাকে 😂 এবং তখনকার সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমরা সকলেই জানি Mustafa Ali -র ফিনিশারটি একটি হাই ফ্লাইয়িং মুভ! Ali যখনই টপ রোপে উঠতে যাবে Enzo এর উপর তার ফিনিশারটি দেওয়ার জন্য ঠিক তখনই তাকে বাধা Drew Gulak!! কারণ Gulak এর গিমিক হচ্ছে 'No Flying Zone' তাই সে Ali কে Ali -র হাই ফ্লাইয়িং ফিনিশারটি দিতে বাধা দেয়। 


কিন্তু সবাই Gulak -র কাছে রিকুয়েস্ট করতে থাকে শুধু ১ বারের জন্যই ব্যবহার করা হবে হাই ফ্লাইয়িং মুভ! ক্রাউডরাও 'One,One' চ্যান্ট করতে থাকে। Gulak ও রাজি হয়ে যায়। এরপর Ali তার ফিনিশারটি Enzo -র প্রয়োগ করলে সবাই একে রিং ত্যাগ করে!
• লেখক (ক্রমানুসারে) : আরিয়ান রেহান‎, Taksinur Radi‎, MD Tanvir Islam‎, Tasfik Hasan‎, Mahin Ahmed