পোস্টের হেডলাইন দেখে অনকেই আমার সাথে একমত নাও হতে পারে কারণ অনেকেই মনে করবে নাহ যে গত ২ বছরের সেরা WWE Champion AJ Styles! কেন তাকে গত ২ বছরের সেরা WWE Champion দাবী তা নিয়ে একটু আলোচনা করা যাক -
আপনাদের কি মনে আছে ২০১৫ সালের কথা যখন Seth Rollins WWE Champion ছিল! অনেকেই শুরুতে Seth কে মেনে নিতে পারে নি কারণ অনেকের মতে Seth ছিল চুর,কালা না পারা রেসলার 😂! যাইহোক ধীরে ধীরে সবাই Seth কে WWE Champion হিসেবে মেনে নিয়েছিল। তখনই Seth ইঞ্জুরিতে পরে এবং আমরা আমাদের WWE Champion কে হারিয়েছিলাম। খুবই অসাধারণ একটি টাইটেল রান চলছিল Seth এর। কিন্তু ইঞ্জুরি সব খেয়ে দেয়।
আর এরপর যারা WWE Champion হয়ে আসে তারা হল : Roman Reigns, Sheamus, Triple H, Seth Rollins, Dean Ambrose, Aj Styles (❤), John Cena, Bray Wyatt, Randy Orton, Jinder Mahal !
উপরে যাদের কথা বললাম সেখানে অনেকেরই টাইটেল রান খুবই অল্প সময়ের জন্য ছিল। যেমন : Sheamus, Seth Rollins (2 min ), John Cena, Bray Wyatt, Randy Orton। আর বাকি রইল Roman Reigns, Dean Ambrose, Aj Styles & Jinder Mahal
#Backlash16' তে Dean Ambrose কে হারিয়ে Aj Styles তার WWE ক্যারিয়ারের প্রথম টাইটেলটি জিতেন। Aj হয়ে যায় প্রথমবারের WWE Champion! এরপর #NoMercy16' তে রিম্যাচ অনুষ্ঠিত হয় কিন্তু সেই রিম্যাচে John Cena ও এড হয়ে যায় এবং Aj Dean এবং Cena কে হারিয়ে সফলভাবে তার টাইটেল প্রথমবারেরমত ডিফেন্স করে 👌! কিন্তু Dean এর সাথে Aj - র ফিউড চলতে থাকে। এই ফিউড চলাকালীন #SurvivorSeries16' আসে মাঝখানে। Smackdown Live এর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে Aj Styles! উক্ত Survivor Series ম্যাচে Dean -র কারণে Aj ম্যাচ থেকে এলিমিনেট হয়ে যায় এবং আমরা শর্ট Shield রিউনিয়ন দেখি।
#TLC16' তে শেষবারের মত Aj Styles এবং Dean Ambrose এর মধ্যে শেষ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে James Ellsworth -র জন্য Aj Styles জয়ী হয়। প্রায় ১ মাস কারো সাথে ফিউডে ছিল না Aj Styles। এরপর আবারো John Cena -র সাথে ফিউড শুরু হয় Aj -র। #RoyalRumble17' তে তাদের মধ্যে WWE Championship ম্যাচ অনুষ্ঠিত হয়। দাড়ুন একটি ম্যাচ উপহার দিয়েছিল তারা দুইজন। Dave Meltzer ম্যাচটিকে 475★ দেয়! উক্ত ম্যাচটিতে Aj Styles -র টাইটেল রান শেষ হয়ে যায়! Aj Styles চ্যাম্প থাকাকালীন অনেকেই ধরে নিয়েছিলেন Aj Styles কে দিয়েই CM Punk এর দীর্ঘ ৪৩৪ দিন চ্যাম্পিয়ন থাকার রেকর্ডটি ব্রেক করানো হবে। কিন্তু তা আর হল নাহ!
এখন অনেকের মনে প্রশ্ন জাগবে এই সামান্য কিছু সময় সে চ্যাম্প ছিল, তাহলে কিভাবে সে সেরা হল? কারণ যতদিন সে চ্যাম্প ছিল প্রতিটা Smackdown Live এর পিপিভি,শো ছিলই সুপারহিট। নিজের রিং ওয়ার্কে বা মাইক ওয়ার্কে খুব সুন্দর করেই নিজেকে একজন যোগ্য WWE Champion হিসেবে ফুটিয়ে তুলেছিলেন Aj Styles!
কিন্তু সেই জানুয়ারির পর থেকে আমরা সফল কোন WWE Champion দেখতে পেলাম নাহ! বর্তমানে আমাদের WWE Champion Jinder Mahal #HellInACell17' এ Jinder তার টাইটেল ডিফেন্ড করতে চলেছেন Shinsuke Nakamura -র বিরুদ্ধে। অনেকেরই একটি ড্রিম ম্যাচ রয়েছে " Aj Styles vs Shinsuke Nakamura for the WWE Championship "। যদি Hell In A Cell এ Naka WWE Champion হয় আমরা Aj vs Nakamura ম্যাচটি দেখতে পারি!! এবং আমি চাইবো যতদ্রুত সম্ভব Aj Styles কে WWE Champion বানানো হোক এবং CM Punk -র রেকর্ডটি ব্রেক করানো হোক।
• লেখকঃ Mahin Ahmed